26/06/2025
“স্ক্যাবিস (চুলকানির জীবাণু) –
শরীরে নয়, ছড়ায় কাপড়, বিছানা, এবং অবহেলায়!”
Scabies দূর করার ২০টি সঠিক টিপস
⸻
১. পুরো শরীরে Scabicidal Cream লাগান – শুধু চুলকানির জায়গায় নয়
যেমন: Permethrin 5% বা Benzyl Benzoate – গলা থেকে পা পর্যন্ত রাতে ঘুমানোর আগে।
⸻
২. ৮–১২ ঘণ্টা পরে ক্রীম ধুয়ে ফেলুন
সকালবেলা গরম পানি দিয়ে সাবান দিয়ে ভালোভাবে ধুয়ে ফেলুন।
⸻
৩. শুধু রোগী নয় – একই ঘরের সবাইকে চিকিৎসা দিন
না হলে বারবার ইনফেকশন ফিরে আসবে।
⸻
**৪. ব্যবহৃত জামা-কাপড়, চাদর, তোয়ালে ৬০°C গরম পানিতে ধুয়ে ফেলুন
কাপড় কাচার সোডা বেস্ট
জীবাণু কাপড়ে ৩–৪ দিন বেঁচে থাকে।
⸻
৫. ধোয়া না গেলে ৪–৫ দিন আলাদা ব্যাগে বন্দি করে রাখুন (Scabies mites মারা যাবে)
১০০% কাজে দিবে
⸻
৬. পোকা মরে গেলেও চুলকানি ২–৪ সপ্তাহ থাকতে পারে – ভয় পাবেন না
হতাশ হবেন না।
⸻
৭. চুলকানির জন্য Oral Antihistamine খেতে পারেন (যেমন Cetirizine, Loratadine)
ঘুমানোর আগে দিলে আরাম পাওয়া যায়।
এটা সাময়িক ভাবে ভালো কাজ দেয় ।
৮. বারবার ক্রীম লাগাবেন না – ৭ দিনের ব্যবধানে দ্বিতীয়বার লাগানো যেতে পারে
⸻
৯. নখ কেটে পরিষ্কার রাখুন – স্ক্যাবিসের ডিম সবচেয়ে বেশি থাকে নখের নিচে
⸻
১০. চোখ, মুখ, যৌনাঙ্গ – বিশেষ এলাকায় ক্রীম ব্যবহারে সতর্ক হোন বা ডাক্তারের পরামর্শ নিন
⸻
১১. গর্ভবতী ও শিশুর জন্য ভিন্ন ওষুধ ব্যবহার হয় – ডাক্তার দেখিয়েই শুরু করুন
শুধু লোশন , সাবান ই ভালো ।
⸻
১২. শরীরের Fold অংশে বেশি লাগান (আঙুলের ফাঁক, বগল, কোমর, যৌনাঙ্গ, পায়ের আঙুল)
কারণ এসব জায়গায় বেশি বাসা বাঁধে।
⸻
১৩. ভুলেও হোমিওপ্যাথি দিয়ে সময় নষ্ট করবেন না – এতে ছড়িয়ে যাবে শরীর জুড়ে
কিছুটা উপকার পেলেও ১০০% কাজ হবেনা।
⸻
১৪. ঘরের বিছানা, বালিশ, সোফা ৩ দিন রোদে দিন বা কভার পাল্টান
বারবার করুন।
⸻
১৫. পোষা প্রাণী (cat/dog) থেকে Scabies হয় না – কিন্তু কাপড়-তোয়ালেতে ছড়ায়
⸻
১৬. নিজে যাদের সাথে ঘনিষ্ঠ ছিলেন (শোয়ার সাথী), তাদের ও চিকিৎসা দিন
⸻এটা অনেকেই অবহেলা করে।
১৭. সাবান দিয়ে বারবার ধুয়ে চামড়া শুকিয়ে ফেলবেন না – এতে চুলকানি আরও বাড়ে
⸻
১৮. রোগ না কমলে বা ইনফেকশন হলে Antibiotic Cream বা Tablet লাগতে পারে
সাথে দাউদ ও থাকতে পারে ।
⸻
১৯. আগেই শুরু করলে সহজে ভালো হয় – দেরিতে চিকিৎসা মানেই পরিবারে ছড়ানো
⸻
২০. একবার চিকিৎসা শেষ হলেও ২ সপ্তাহ পরে Follow-up করা ভালো – বিশেষ করে বাচ্চা ও গর্ভবতীদের ক্ষেত্রে
অনেকেই ফলোআপ করে না ,সুস্থ ও হয়না।
⸻
Golden Line:
“Scabies মানেই গরিবি বা ঘৃণার রোগ নয় – এটা শুধু সচেতনতার অভাব।
ঠিক চিকিৎসা নিলে ৭ দিনে সারবে, অবহেলা করলে ৭ জনকে ধরিয়ে দেবে!”
বছর পার হলেও ভালো হবেনা