
28/06/2025
ইসরাইল ও মার্কিন যুক্তরাষ্ট্রের ১২ দিনের সামরিক আগ্রাসনে শহীদদের স্মরণে ইরানের রাজধানী তেহরানে রাষ্ট্রীয়ভাবে জানাজা অনুষ্ঠিত হয়েছে।
তেহরানের সময় আজ শনিবার সকাল ৮টায় এই বিশাল জানাজা শুরু হয় শহরের কেন্দ্রস্থল ইনকেলাব চত্বরে, যা ১১ কিলোমিটার দূরে অবস্থিত আজাদি স্কয়ার পর্যন্ত বিস্তৃত ছিল। এই জানাজায় ৬০ জন পরমাণু বিজ্ঞানী, সামরিক কমান্ডার ও বেসামরিক নাগরিকের কফিন স্থান পায়। শহীদদের কফিন ইরানের জাতীয় পতাকায় মোড়ানো ছিল এবং অনেকের ছবি ও সামরিক পোশাক সংবলিত ব্যানারও প্রদর্শিত হয়।