Chole Asen

Chole Asen সাস্থই সকল সুখের মুল। প্রাকৃতিক ভেষজ খান,,সুস্থ থাকুন প্রতিদিন ,,ইনশাআল্লাহ"
(1)

13/03/2024

কেন মানুষ চিয়া সীডে আগ্রহ বাড়াচ্ছে

• বর্তমানে অধিকাংশ নারী ও পুরুষ গ্যাস্ট্রিক(পেটের নানান) সমস্যায় আক্রান্ত• প্রাচীনকাল থেকে গ্যাষ্টিক তথা পেটের যে কোন স...
23/11/2023

• বর্তমানে অধিকাংশ নারী ও পুরুষ গ্যাস্ট্রিক(পেটের নানান) সমস্যায় আক্রান্ত

• প্রাচীনকাল থেকে গ্যাষ্টিক তথা পেটের যে কোন সমস্যায় প্রকৃতিক ভেষজের ব্যবহার হয়ে আসছে, যা অত্যান্ত কার্যকর কারণ শতভাগ প্রকৃতিক, নিরাপদ ও পার্শ্বপ্রতিক্রিয়া মুক্ত।

• এতে রয়েছে ৭ টি (ভষজ (পাউডার)

• আমলকী, হরিতাকী, বহেড়া, বেল শুট, আদা গুড়া, সোনাপাতা, জৈন, মেথি।

• উপকারিতা :

• গ্যাস্ট্রিক, কোষ্ঠকাঠিন্য, বুক জ্বালা পোড়া, বদহজম, আমাশয়, আলসার, পেট ব্যথা, চুকা ঢেকুর, অজীর্ণ, পেট ফাঁপা, ক্ষুধা মন্দা, এলার্জি ও IBS ইত্যাদি সমস্যায় অত্যন্ত কার্যকরী

*********************
আমাদের কাছে পাচ্ছেন খাটি পন্যের নিশ্চয়তা
অর্ডার করতে বা আরো জানতে মেসেজ বা কল করুন ধন্যবাদ 💞

পঞ্চভূত ঔষধঅশ্বগন্ধা, শিমুল, শতমূল, তালমূল ও তেঁতুল বীজ এই পাঁচটি উপাদানকে একসাথে পঞ্চভূত বলা হয়ভূতের মতো অদৃশ্যভাবে যে...
23/11/2023

পঞ্চভূত ঔষধ

অশ্বগন্ধা, শিমুল, শতমূল, তালমূল ও তেঁতুল বীজ এই পাঁচটি উপাদানকে একসাথে পঞ্চভূত বলা হয়ভূতের মতো অদৃশ্যভাবে যেকোন যৌন সমস্যা সারায় তাই এর নামের সাথে ভূত যোগ করা হয়েছে। তবে উল্লেখিত পাঁচটি উপাদানের পাশাপাশি আরও কিছু উপাদান অনেকেই মিশ্রন করে থাকেন?

তবে যাই হোক না কেন এটা পুরুষের সক্ষমতা বৃদ্ধি করতে অত্যন্ত কার্যকরী আশ্চর্যজনকভাবে এটি কাজ করে থাকে তাই এটিকে পঞ্চভূত বলা হয়ে থাকে?

অর্শগন্ধা, শিমুল মুল, তালমুল শতমুল ও তেতুল বিচি চূর্ণ সহ আরো উপাদান?

# #মিশ্রণ করে পঞ্চভূত নামক ঔষধ টি তৈরী করা হয়?

**পঞ্চভূত আপনার যৌন দুর্বলতা দূর করবে।

** এটি আশ্চর্যজনক ভাবে যে কোন যৌন রোগের সমাধান করতে পারে?

**সহবাসের সময় যৌন সক্ষমতা বাড়ানোর জন্য একে পঞ্চভূত নামে অভিহিত করা হয়।

**যৌন রোগের আশ্চর্যজনক উপকার সাধিত হয় ইনশাআল্লাহ।

*********************
আমাদের কাছে পাচ্ছেন খাটি পন্যের নিশ্চয়তা
অর্ডার করতে বা আরো জানতে মেসেজ বা কল করুন ধন্যবাদ 💞

বীর্যমূল/বীর্যমনি গুঁড়ার উপকারিতাঃ-বীর্যমনি গুঁড়া দ্রুত বীর্যপাত বন্ধের সাহায্য করে থাকে।বীর্য যদি পাতলা হয়ে থাকে তাহলে ...
22/11/2023

বীর্যমূল/বীর্যমনি গুঁড়ার উপকারিতাঃ-

বীর্যমনি গুঁড়া দ্রুত বীর্যপাত বন্ধের সাহায্য করে থাকে।
বীর্য যদি পাতলা হয়ে থাকে তাহলে বীর্যমনি গুড়া সেবনের মাধ্যমে পাতলা বীর্য গাঢ় করতে সহায়তা করে।
পুরুষের শারীরিক দুর্বলতা থাকে বীর্যমনি খাওয়ার ফলে শারীরিক দুর্বলতা এবং মানসিক যৌন দুর্বলতা দূর হয়।
বীর্যমনি ফল বা বীর্যমনি খুবই উপকারী একটি ফল এটি সেবনের মাধ্যমে পুরুষের বীর্যের মান উন্নয়ন ঘটে।
বীর্যমনি পুরুষের বীর্য ঘন করে বলে একে বীর্যমনি নামে ডাকা হয় এটা নিয়ম মাফিক খেলে গ্যাস্ট্রিক, ধাতু দুর্বলতা, যৌন দুর্বলতা সহ বিভিন্ন রোগের কাজ করে থাকে।
*********************
আমাদের কাছে পাচ্ছেন খাটি পন্যের নিশ্চয়তা
অর্ডার করতে বা আরো জানতে মেসেজ বা কল করুন ধন্যবাদ 💞

তালমিছরি ::তালমিছরি হলো প্রাকৃতিকভাবে তৈরি এক ধরনের চিনিজাতীয় দ্রব্য। তালমিছরিতে থাকে তালের রস। তালরস জ্বাল দেওয়া হয় ...
22/11/2023

তালমিছরি ::
তালমিছরি হলো প্রাকৃতিকভাবে তৈরি এক ধরনের চিনিজাতীয় দ্রব্য। তালমিছরিতে থাকে তালের রস। তালরস জ্বাল দেওয়া হয় একটা নির্দিষ্ট সময় পর্যন্ত। এরপরে সেটিকে ট্রে বা কোনো পাত্রে ঢালা হয়।

তালমিছরি খাওয়ার উপকারিতা :

আনিমিয়া, হাড়ের সমস্যা, সর্দি কাশির উপশম, চোখের দৃষ্টি বাড়ানো, কিডনি স্টোন, পেটে ব্যথা, নাক দিয়ে রক্ত পড়া, মুখের আলসার, কন্সটিপেশন, গ্লুকোজ নিয়ন্ত্রণ, ডায়রিয়া, শিশুদের ব্রেন ডেভেলপমেন্ট, আর্থারাইটিস, শ্বাসপ্রশ্বাস জনিত সমস্যা, স্মৃতিশক্তি বাড়ানোর জন্য ও তালমিছরি খুব উপকারী।

*********************
আমাদের কাছে পাচ্ছেন খাটি পন্যের নিশ্চয়তা
অরিজিনাল পন্য পেতে ,,,অর্ডার করতে বা আরো জানতে মেসেজ বা কল করুন ধন্যবাদ 💞

চিয়া সীড :বীজ জাতীয় যেকোনো খাবারই স্বাস্থ্যের জন্য উপকারি। চিয়া সিডকে বলা হয় সুপারফুড। এতে আছে প্রচুর ওমেগা-৩ ফ্যাটি এসি...
22/11/2023

চিয়া সীড :

বীজ জাতীয় যেকোনো খাবারই স্বাস্থ্যের জন্য উপকারি। চিয়া সিডকে বলা হয় সুপারফুড। এতে আছে প্রচুর ওমেগা-৩ ফ্যাটি এসিড, কোয়েরসেটিন, কেম্পফেরল, ক্লোরোজেনিক অ্যাসিড ও ক্যাফিক এসিড নামক অ্যান্টিঅক্সিডেন্ট, পটাশিয়াম, ম্যাগনেশিয়াম, আয়রন, ক্যালসিয়াম এবং দ্রবণীয় ও অদ্রবণীয় খাদ্য আঁশ।
চিয়া সীড এর পুষ্টিগুন :::
১। চিয়া সিডে আছে ওমেগা-৩, যা হৃদরোগের ঝুঁকি ও ক্ষতিকর কোলেস্টেরল কমাতেও সাহায্য করে
২। এটি শরীরের শক্তি ও কর্মক্ষমতা বাড়ায়
৩। প্রচুর পরিমাণে অ্যান্টি-অক্সিডেন্ট থাকায় চিয়া সিড রোগ প্রতিরোধ ক্ষমতাকে আরও শক্তিশালী করে
৪। মেটাবলিক সিস্টেমকে উন্নত করার মাধ্যমে এটি ওজন কমাতে সহায়তা করে
৫। চিয়া সিড ব্লাড সুগার (রক্তের চিনি) স্বাভাবিক রাখে, যা ডায়াবেটিস হওয়ার ঝুঁকি কমায়
৬। এতে আছে প্রচুর পরিমাণ ক্যালসিয়াম, যা হাড়ের স্বাস্থ্য রক্ষায় বিশেষ উপকারী
৭। চিয়া সিড কোলন পরিষ্কার রাখে। ফলে কোলন ক্যানসারের ঝুঁকি কমে
৮। এটি শরীর থেকে টক্সিন (বিষাক্ত পদার্থ) বের করে দিতে সাহায্য করে
৯। চিয়া সিড পেটের প্রদাহজনিত বা গ্যাসের সমস্যা দূর করে
১০। ভালো ঘুম হতেও সাহায্য করে চিয়া সিড
১১। এই বীজ ক্যানসার রোধ করে
১২। চিয়া সিড হজমে সহায়তা করে
১৩। চিয়া বীজ হাঁটু ও জয়েন্টের ব্যথা দূর করে
১৪। চিয়া সিড অ্যাটেনশান ডেফিসিট হাইপার-অ্যাক্টিভিটি ডিসঅর্ডার দূর করে
১৫। এটি ত্বক, চুল ও নখ সুন্দর রাখে

এই সীড খাওয়ার নিয়ম ::
দ্রুত ওজন কমাতে খালি পেটে সকালে ও রাতে ঘুমানোর আগে ১ গ্লাস পানির মধ্যে ২ চা চামচ চিয়া সিড ও ২ চামচ লেবুর রস মিশিয়ে খেলে ভালো ফলাফল পাওয়া যাবে। খাওয়ার ৩০ মিনিট আগে পানিতে সাধারণ তাপমাত্রায় ভিজিয়ে রাখতে হবে। তবে, যেহেতু চিয়া সিডের নিজস্ব কোনো স্বাদ নেই, তাই এটি যে কোনো শরবত বা স্মুদি, কাস্টার্ড, টকদই বা অন্য কোনো খাবারের সঙ্গে মিশিয়েও খাওয়া যায়।

*********************
আমাদের কাছে পাচ্ছেন খাটি পন্যের নিশ্চয়তা
অর্ডার করতে বা আরো জানতে মেসেজ বা কল করুন ধন্যবাদ 💞

**যারা নিয়মিত ব্যায়াম, ডায়েট করেও কোনো সুফল পাচ্ছেন না, তাদের এটি বিশেষ সহায়তা করবে। এটি সম্পূর্ণ প্রাকৃতিক উপায়ে তৈরি। ...
22/11/2023

**যারা নিয়মিত ব্যায়াম, ডায়েট করেও কোনো সুফল পাচ্ছেন না, তাদের এটি বিশেষ সহায়তা করবে। এটি সম্পূর্ণ প্রাকৃতিক উপায়ে তৈরি। কোন প্রকার পার্শ্বপ্রতিক্রিয়া নেই।
১. যাদের ডায়েট করেও ওজন কমছে না তাদের জন্য বিশেষভাবে কার্যকর।

২. অতিরিক্ত ওজন কমায়।

৩. শরীরের অতিরিক্ত মেদ বা চর্বি কমিয়ে শরীরকে স্লিম করে।

৪. ফ্যাটি লিভার বা যকৃতের চর্বির পরিমাণ কমায়।

৫. হরমোন্যাল সমস্যা নিয়ন্ত্রণ করে।

৭. এটি ফ্যাট কমানোর পাশাপাশি বডি ডিটক্স করে। ফলে ত্বক ও চুল সুন্দর থাকে।

৮. থাইরয়েড রোগ থেকে রক্ষা করে।

এই প্যাকটিতে যা যা উপাদান থাকছে

**চিয়া সিড গুড়া

**হরতকি গুড়া

**দারুচিনি গুড়া

**সাজনা পাতা গুড়া

**জিরা গুড়া
এছাড়া বিভিন্ন ভেষজ উদ্ভিদ দিয়ে আমাদের এই ফ্যা কাটার প্যাকটি তৈরি করা হয়েছে

খাবার নিয়ম : 0১-২ চা চামচ ফ্যাট কাটার ১ গ্লাস কুসুম গরম পানিতে খাবারের ৩০ মিনিট আগে

ভিজিয়ে রাতে খাবার আগে ও সকালে খালি পেটে খাবেন। টেস্ট এর জন্য ১ চামচ মধু দিয়ে খেতে পারেন।

*********************
আমাদের কাছে পাচ্ছেন খাটি পন্যের নিশ্চয়তা
অর্ডার করতে বা আরো জানতে মেসেজ বা কল করুন ধন্যবাদ 💞

প্রাকৃতিক উপায়ে ডায়াবেটিস নিয়ন্ত্রণে রাখতে ঘর বাজার নিয়ে এসেছে ডায়াবেটিক কেয়ার পেক ,,,এটি আপনার ব্লাড সুগার নিয়ন্ত্রন...
22/11/2023

প্রাকৃতিক উপায়ে ডায়াবেটিস নিয়ন্ত্রণে রাখতে ঘর বাজার নিয়ে এসেছে ডায়াবেটিক কেয়ার পেক ,,,
এটি আপনার ব্লাড সুগার নিয়ন্ত্রন করবে,
ব্লাড সুগার ইউটিলাইজ করবে,
ইন্সুলিন সিক্রে্শন বাড়াবে এছাড়াও
এই প্যাকটি আপনার রক্ত পরিষ্কার করবে,
রক্তের শর্করা কমাবে,
গ্যাস্ট্রিক অ্যাসিডিটির সমস্যা কমায়,
রক্তচাপ নিয়ন্ত্রণ করে এবং রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে।
ঘরে ঘরে এখন বাড়ছে সুগারের রোগীর সংখ্যা। অধিকাংশ মানুষই টাইপ ২ ডায়াবেটিসে আক্রান্ত। বিশ্বজুড়েই নিঃশব্দ ঘাতকের মত থাবা বসিয়েছে ডায়াবেটিস। এই রোগের স্থায়ী কোনও চিকিৎসা নেই। ওষুধ খেলেই এই সমস্যার সমাধান হয় না। শুধুমাত্র ডায়াবেটিসকে নিয়ন্ত্রণে রাখা যায় মাত্র। এর সঙ্গে মেনে চলতে হবে যথাযথ খাদ্যাভ্যাসও। রোজ নিয়ম করে দু বেলা হাঁটতেও হবে। ক্যালোরি মেপে খাবার খাওয়া অভ্যাস করা, কার্বোহাইড্রেট কম খাওয়া এসব ভীষণ রকম জরুরি। নিয়ম করে এই ভেষজ পাউডার খেতে পারলে রক্তশর্করা থাকবে নিয়ন্ত্রণে। সেই সঙ্গে শরীর ভিতর থেকেও থাকবে সুস্থ। আর কোনও রকম পার্শ্বপ্রতিক্রিয়াও নেই।
এই প্যাকেজে থাকছে-
১। জাম বীজ গুড়া
২। মেথি-
৩। চিরতা গুড়া
৪।মরিঙ্গা সুপার ফুড
৫। নিমপাতা
৬। বেল
৭। আদা
৮। অর্জুন
৯। অর্শ্বগন্ধা
১০। ডুমুর

খাবার নিয়ম ঃ
এক চামচ পরিমান পাউডার এক গ্লাস গরম পানিতে ভিজিয়ে রাতে ঘুমানোর আগে ও সকালে খালি পেটে খাবেন ।

*********************
আমাদের কাছে পাচ্ছেন খাটি পন্যের নিশ্চয়তা
অর্ডার করতে বা আরো জানতে মেসেজ বা কল করুন ধন্যবাদ 💞

সজিনা পাতা সম্পর্কে কিছু গুরুত্বপূর্ণ তথ্য যা আপনাকে অবাক করবে:-১) সজিনা পাতায় কমলা লেবুর তুলনায় ৭ গুণ ভিটামিন-সি রয়েছে।...
21/11/2023

সজিনা পাতা সম্পর্কে কিছু গুরুত্বপূর্ণ তথ্য যা আপনাকে অবাক করবে:-১) সজিনা পাতায় কমলা লেবুর তুলনায় ৭ গুণ ভিটামিন-সি রয়েছে। ২) দুধের তুলনায় ৪ গুণ ক্যালসিয়াম এবং দুই গুণ আমিষ রয়েছে। ৩) গাজরের তুলনায় ৪ গুণ ভিটামিন-এ পাওয়া যায়। ৪) কলার চেয়ে ৩ গুণ পটাশিয়াম বিদ্যমান।

• সজিনার পাতা হৃদরোগীদের জন্যে ঠিক ওষুধের মত কাজ করে, উচ্চ রক্তচাপ কমায়, কোলেস্টেরল কমায়, ডায়বেটিস নিয়ন্ত্রিত রাখে।

• প্রতিদিন সকালে এক চামচ শুকনা গুড়া পানিতে গুলিয়ে খেলে পেটের প্রদাহ, গ্যাস্ট্রিক মুক্তি পাওয়া যায়।

• সজিনার পাতা ক্রিমিনাশক হিসেবে কাজ করে। ক্রিমি সমস্যা করলে সজিনা পাতা গুড়ো করে অথবা অন্য খাবারের সাথে খান।

• সজিনা শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়, শরীর কে কর্মঠ রাখে।

• সজিনা হাড়ের ক্ষমতা বৃদ্ধি করে যা আত্মরক্ষার ও ভূমিকা পালন করে।
উপকারিতাঃ

লেবুর চেয়ে ৭ গুন বেশি ভিটামিন-সি, গাজরের চেয়ে ৪ গুণ বেশি ভিটামিন-এ, ডিম থেকে দ্বিগুণ বেশি প্রোটিন, দুধের চেয়ে ৪ গুণ বেশি ক্যালসিয়াম, কলার চেয়ে

৩ গুণ বেশি পটাশিয়াম ও পালংশাকের চেয়ে ৫ গুণ বেশি আয়রন আছে।

উচ্চরক্ত চাপ নিয়ন্ত্রণ করে, হার্ট সুস্থ রাখে এবং লিভারের সুরক্ষায় ভূমিকা রাখে।

রক্তস্বল্পতা দূর করে

হাড় গঠনে বিশেষ কার্যকর

মায়ের বুক দুধ বৃদ্ধি এবং শিশুদের প্রতিভা বিকাশে সহায়তা করে

ক্যানসারের প্রতিরোধক হিসেবে কাজ করে।

মরিঙ্গায় রয়েছে ৯২ ধরণের পুষ্টি উপাদান, ৪৬ টি এন্টি অক্সিডেন্ট, ৮ টি এ্যামাইনো এসিড, আয়রণ, জিংক, ক্যালসিয়াম, পটাসিয়াম, ম্যাঙ্গানিজ ইত্যাদিসহ

শরীরের প্রয়োজনীয় সকল পুষ্টি উপাদান।

কলার চেয়ে ৩ গুণ বেশি পটাসিয়াম।

সেবন পদ্ধতিঃ

১ গ্লাস পানিতে ২ চা-চামচ গুড়া মিশিয়ে খাবার আগে অথবা পরে রাতে এবং সকালে খেতে পারেন।

*********************
আমাদের কাছে পাচ্ছেন খাটি পন্যের নিশ্চয়তা
অর্ডার করতে বা আরো জানতে মেসেজ বা কল করুন ধন্যবাদ 💞

Address

Mymensingh
2200

Telephone

+8801718666858

Website

Alerts

Be the first to know and let us send you an email when Chole Asen posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Practice

Send a message to Chole Asen:

Share

Share on Facebook Share on Twitter Share on LinkedIn
Share on Pinterest Share on Reddit Share via Email
Share on WhatsApp Share on Instagram Share on Telegram