
24/08/2025
❤️ ❤️স্পেশাল রেটিনা+ নার্সিং ভর্তি ও জব এডমিশন কেয়ার ময়মনসিংহ পরিবারে চলছে ভর্তি উৎসব। 🤍
প্রিয় শিক্ষার্থীরা, তোমাদের বড় ভাই-বোনরা আমাদের উপর আস্থা রেখেছিল আর আমারা সেই আস্থার যথাযথ সম্মান রক্ষার চেষ্টা করেছি৷ আর সেই ধারাবাহিকতায় স্পেশাল রেটিনা+ নার্সিং ভর্তি ও জব এডমিশন কেয়ার ময়মনসিংহ তোমাদেরকেও স্বাগতম৷
স্বপ্নপূরণের পথচলায় আজ আরো ২জন স্বপ্নচারী যুক্ত হলো।
আলহামদুলিল্লাহ
আলমগীর মনসুর মিন্টু মেমোরিয়াল কলেজ থেকে এই মাত্র ২জন স্টুডেন্ট ভর্তি হয়েছে।
তোমাদের স্পেশাল রেটিনা+ নার্সিং ভর্তি ও জব এডমিশন কেয়ার ময়মনসিংহ স্বাগতম ♥️। চাইলে তুমিও যুক্ত হতে পার।। ❤️❤️
ময়মনসিংহ বিভাগে নার্সিং ভর্তি পরীক্ষায় রেজাল্ট এ আমরাই সেরা।।
তাই প্রিয় শিক্ষার্থীরা,তোমরা নিশ্চিন্তে স্পেশাল রেটিনা+ নার্সিং ভর্তি এবং জব এডমিশন কেয়ার ময়মনসিংহ পরিবার এর প্রতি আস্থা রাখতে পার৷তোমাদের মেধা এবং আমাদের সুপরিকল্পিত দিকনির্দেশনা ও গোছানো ৬২টি লেকচার শীট ও ১৬৮টি পরীক্ষা এর পাশাপাশি মূল বই ভিত্তিক পরে তুমি কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছতে পারবে ।। একমাত্র আমরাই সারা সপ্তাহে সাতদিন ক্লাস নিয়ে থাকি।বিসিএস ক্যাডার, ময়মনসিংহ মেডিকেল কলেজের ডাক্তার এবং নার্স দ্বারা ক্লাস ও পরীক্ষা নিয়ে থাকি।।।ফাইনাল পরীক্ষার আগে দুই থেকে তিনটা রিভিশন করিয়ে থাকি।।। তাই প্রতিদিনই স্পেশাল রেটিনা+ নার্সিং ভর্তি এবং জব এডমিশন কেয়ার কোচিং ময়মনসিংহ পরিবারের যুক্ত হচ্ছে দূর দূরান্ত থেকে আগত শিক্ষার্থী।।।
এখন চাইলে তুমি তোমার সুবিধা জনক ব্যাচে ভর্তি হতে পারবে।।। ফাস্ট, সেকেন্ড, থার্ড টাইম, দ্বিতীয় ব্যাচ,HSC advance batch.
প্রয়োজনে- 01710880554,01896207231,
তাই অধিক বিজ্ঞাপন, কম টাকা, দালালের খপ্পরে না পরে,যাচাই করে ভর্তি হন।