27/02/2023
🪴১০০% ন্যাচারাল, রাসায়নিক মুক্ত, বিজ্ঞান সম্মত উপায়ে উতপাদিত অল্টারনেটিভ মেডিসিন এর মাধ্যমে কোন প্রকার পার্শ্ব প্রতিক্রিয়া বিহীন চিকিৎসা পদ্ধতি ইতিমধ্যে মানুষের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা লাভ করেছে ।
সেই ধারাবাহিকতায় সারা দেশে জেনুইন গ্রুপ গত ৭ বছর বাণিজ্যিক ভাবে ব্যবসা পরিচালনার পর এবার
👉 সেবামুলক, 👉অলাভজনক প্রতিষ্ঠান হিসেবে ২০২২ সালে "" লিভিং ফাউন্ডেশন "" নামে যাত্রা শুরু করেছে।
গত ৪ মাসে ময়মনসিংহ সদরে স্বল্প পরিসরে আমাদের সামাজিক স্বাস্থ্য সেবা বিক্রয় কাজের পরীক্ষামূলক কাজ সফল ভাবে সম্পাদনের পর এবার বড় আকারে বিক্রয় কাজ সম্প্রসারন, এলাকা ভিত্তিক বেকার কর্মসংস্থান এর লক্ষে, প্রশিক্ষণ দিয়ে দক্ষ করার মাধ্যমে প্রাকৃতিক বা অল্টারনেটিভ চিকিৎসা পণ্য, খাদ্য পুষ্টি পণ্য সরাসরিভাবে সাধারন মানুষের কাছে আরো ছড়িয়ে দিতে বিক্রয় বিপনন কাজের জন্য এলাকা ভিত্তিক সেলস টিম নিয়োগ আবশ্যক হয়েছে ।
🟡 ময়মনসিংহ জেলার সকল থানার স্থায়ী বাসিন্দাদের জন্য কাজের সুযোগ খোলা হলো....
🚫 বি : দ্র : -- চাকুরি প্রদানের জন্য আমাদের অফিসে কারো সাথে কোন প্রকার আর্থিক জামানত বা লেনদেন করা হয় না।
❌ পড়াশুনা করছেন বা চলছে এমন কেউ আবেদন করবেন না, *** করতে পারবেন কিন্তু এখানে ফুল টাইম সময় দিয়ে কাজ করতে হবে। তাই শুধু পড়ালেখা থেমে গেছে বা শেষ করেছেন এমন যারা তারা আসাই উত্তম ।
❌ কেউ এটাকে কোনো অস্থায়ী সাস্থ্য প্রজেক্ট বা প্রোগ্রাম মনে করবেন না, যারা নিজের বাড়ি বা এলাকায় থেকে জীবনভর স্থায়ী কাজ করতে চান, শুধু তারাই আসবেন ।
❌ আমরা কোনো রকম লোন/ঋণ দান , সুদের কিস্তি প্রোগ্রামের সাথে জড়িত নাই, শুধুই সাস্থ্য সেবা নিয়ে আমাদের কাজ ।
💢 প্রার্থিকে নিজ এলাকায় বসবাসকারি হতে হবে। সম্পূর্ণ বেকার নিজ বাড়িতে বা এলাকার বাইরে যেতে পারেন না, এমন ছেলে, মেয়ে বা বউ যারা বাড়ি থেকেই কিছু করতে চান, প্রাপ্ত বয়স্ক, (২০-৫০) এমন নারী / পুরুষ মানুষরা আসবেন ।
🕙 প্রতিদিন সকাল ১০ থেকে দুপুর ১ পর্যন্ত, এর মাঝে কাগজ পত্র নিয়ে সরাসরি অফিসে চলে আসুন।
👉সেবা কর্মী ( নারী/পুরুষ ) :- সাকুল্যে ৮০০০-১২০০০/- স্থায়ীকরনে।
🕳️দায়িত্ব :- নিজ দায়িত্বপ্রাপ্ত হয়ে নিজের বা আশেপাশে এলাকায় বসবাসকারী মানুষ এর বিভিন্ন রোগ জেনে তাদের স্বাস্থ্য পরামর্শ দিয়ে তার উপর আমাদের নিজস্ব প্রাকৃতিক ঔষধ ও পুষ্টি পন্য বিক্রয় করে সুস্থ্য করার মতো সেবামূলক কাজে নিজেকে নিয়জিত করার মানসিকতা থাকতে হবে ।
দৈনিক , সাপ্তাহিক ও মাসিক বিক্রয় রিপোর্ট প্রদান করা।
👉টিম কো অর্ডিনেটর বা টিম ম্যানেজার ( নারী/পুরুষ ):- প্রতি টিমের জন্য ১ জন -- ১০০০০- ১৪০০০/- স্থায়ীকরনে ।
🕳️দায়িত্ব :- নিজ এলাকায়, ইউনিয়ন বা থানা এরিয়া থেকে কর্মী নিয়োগ দিয়ে নিজের টিম গঠন করে দায়িত্বপ্রাপ্ত হয়ে সকল সেবা কর্মীর কাজ তদারকি করা, তাদের কাজের সাপ্তাহিক, পাক্ষিক, মাসিক রিপোর্টিং, কাজ সহজ ও দ্রুত করতে চাহিদা মতো এলাকায় মেডিক্যাল(বিক্রয়) ক্যাম্পেইন আয়োজন করা, পণ্যের স্টক মেইনটেইন , প্রান্তিকে সাপ্লাই, বিক্রিত টাকা সংগ্রহ করে অফিসে জমা ও সেবাকর্মীর বিক্রয় লক্ষ্য অর্জন নিশ্চিত করা।
🕙🕐🕙🕐🕙🕐🕙🕐🕙🕐🕙🕐🕙🕐🕙
আগ্রহীদের খুব দ্রুত নিজেদের সুযোগ কাজে লাগানোর আহ্বান জানানো হলো ।
👉আপনার ২ কপি ছবি, শিক্ষাগত যোগ্যতার সনদ ও এনএইডি কপি নিয়ে অফিসে চলে আসুন, অফিসে নিজস্ব ফরম এ আবেদন করতে হবে ।
🏘️ ঠিকানা ::-- লিভিং ফাউন্ডেশন, ময়মনসিংহ ব্রিজ মোড় থেকে ৩০০ গজ দক্ষিনে, কৃষি বিশ্ববিদ্যালয় রোড, টুরিস্ট পুলিশ সুপার কার্যালয়ের পিছনের বাসা ।
প্রাথমিক সাক্ষাৎকারে নির্বাচিত হবার পর চূড়ান্ত বাছাই পর্যায়ে চেয়ারম্যান এর সার্টিফিকেট, আপনার বাবা , মা বা অভিভাবকের ছবি , এনএইডি সহ স্বাক্ষর , এবং আর ২ জন স্বাক্ষীর স্বাক্ষর করা স্ট্যাম্পে অঙ্গীকারনামা সহ জমা দিতে হবে । চাকুরি প্রদানের জন্য কোন প্রকার আর্থিক জামানত বা লেনদেন করা হয় না।
📷 বি দ্র :: =
যে এলাকা বা এরিয়াতে আগে টিম হয়ে যাবে সেখানেই কাজ আগে শুরু হবে, প্রাথমিক বাছাই এরপর প্রশিক্ষন দিয়ে কাজ শুরু হবে। শুরুতে অস্থায়ী হিসেবে কাজের পর স্থায়ী হিসেবে নিয়োগ পাবে সবাই ।
👉 যারা পার্টটাইম খুঁজেন তারা জবের বাইরে আলাদাভাবে কাজ করতে পারবেন ।
সরাসরি সাক্ষাৎকারে বাকি আরো বিস্তারিত জানানো হবে ।
পণ্য সম্পর্কে ধারনা পেতে নিচের পোস্ট এ ঢুকে দেখুন
https://www.facebook.com/sasthoponno/