28/07/2025
হারিয়ে ফেলা আপনি টা কে অনেক বেশি মনে পড়ে! মনে পড়ে আপনার সাথে কাটানো প্রতিটি মুহূর্তের কথা!
জানেন,
আপনাকে মনে পড়লে আমি কেমন অসহায় হয়ে যায়! হাজার মানুষের মধ্যে থেকেও কেমন একলা হয়ে যায়!
আপনি নাই সেটা আজও মেনে নিতে পারিনি! প্রতিটি মুহূর্তে আপনার রেখে যাওয়া স্মৃতিগুলো আমায় জানান দেয়; আপনি না থেকেও কোথায় যেন আছেন!
আচ্ছা!!
আপনার কি আমাকে একটুও মনে পড়ে না..? মনে পড়ে না আমার সাথে কাটানো কোন মুহূর্তের কথা..? আমি বুঝতে পারি, আপনারও সবই মনে পড়ে, মনে পড়া টা যে অনেক বেশি স্বাভাবিক!
আপনার যখন ওসব মনে পড়ে নিজেকে তখন কীভাবে সামলান.? বলবেন আমাকে.?
#নিঃসঙ্গ_গ্রহচারী
#দুঃখবিলাসী
#আহাজারি #আর্তনাদ #হাহাকার #আর্তচিৎকার #বুক_পকেটের_গল্প_বলা_মানুষ