নিঃসঙ্গ গ্রহচারী ツ Nisshongho Grohochary .

নিঃসঙ্গ গ্রহচারী ツ Nisshongho Grohochary . যে মানুষটা আমার নয়, তাকে ভুলে যাওয়ার ক্ষমতা আমার হোক।�

#নিঃসঙ্গ_গ্রহচারী

28/07/2025

হারিয়ে ফেলা আপনি টা কে অনেক বেশি মনে পড়ে! মনে পড়ে আপনার সাথে কাটানো প্রতিটি মুহূর্তের কথা!

জানেন,

আপনাকে মনে পড়লে আমি কেমন অসহায় হয়ে যায়! হাজার মানুষের মধ্যে থেকেও কেমন একলা হয়ে যায়!

আপনি নাই সেটা আজও মেনে নিতে পারিনি! প্রতিটি মুহূর্তে আপনার রেখে যাওয়া স্মৃতিগুলো আমায় জানান দেয়; আপনি না থেকেও কোথায় যেন আছেন!

আচ্ছা!!

আপনার কি আমাকে একটুও মনে পড়ে না..? মনে পড়ে না আমার সাথে কাটানো কোন মুহূর্তের কথা..? আমি বুঝতে পারি, আপনারও সবই মনে পড়ে, মনে পড়া টা যে অনেক বেশি স্বাভাবিক!

আপনার যখন ওসব মনে পড়ে নিজেকে তখন কীভাবে সামলান.? বলবেন আমাকে.?

#নিঃসঙ্গ_গ্রহচারী





#দুঃখবিলাসী
#আহাজারি #আর্তনাদ #হাহাকার #আর্তচিৎকার #বুক_পকেটের_গল্প_বলা_মানুষ

16/07/2025

তুমি পুরো দুনিয়া খুঁজে দেখিও...
কেউ তোমাকে আমার মতো ভালো বাসবে না 😭

12/07/2025

ভালোবাসার দৌড়ে আমি প্রতিযোগী হতে চাইনি কখনো!

আপনাকে তামাম পৃথিবী ভালবাসতেই পারে; কিন্তু আমার ভালোবাসাকে তুচ্ছ ভেবে ভুল কইরেন না! আমি যে প্রাপ্তির খাতায় বরাবরই শূন্য জেনেও আপনাকে ভালোবেসেছি!

আপনার ভালোবাসা পেতে মরিয়া হয়ে থাকতে পারে অনেক শুশ্রী রমনী; তবে আমার এই অপেক্ষা আপনি অস্বীকার কইরেন না!

তামাম পৃথিবী আপনার সৌন্দর্যে ব্যাকুল হতেই পারে; কিন্তু আমি যে আপনার ব্যক্তিত্ব আর মায়ার জালে বন্দি, পুরো অস্তিত্ব জুড়ে শুধু আপনি আছেন, এইটা আপনি মিথ্যা ভেবে ভুল কইরেন না!

এই জীবনে আপনাকে আমি খুব করে চেয়েছি, খুউব করে ভালবেসেছি!

আমার আল্লাহই জানে; আপনাকে আমি কি পরিমাণ মায়া আর যত্ন করে ভালবেসেছি!

কোনো কিছুর বিনিময়ে ভালোবাসিনি; ভালোবেসেছি আপনাকে আমার করে রাখার বিনিময়!

কসম উপরওয়ালার আপনাকে ভালোবাসার মধ্যে আমার কোনো লোভ ছিলো না; শুধু একটাই লোভকাজ করছিলো আপনাকে খুউব আপন করে পাওয়ার!

আপনাকে নিয়ে সাধারণভাবে জীবনযাপন

করতে চেয়েছিলাম! দু'বেলা দু'মুঠো খেয়ে বাঁচতে চেয়েছিলাম! একই ছাদের নিচে বাকি জীবন টুকু একসাথে কাটাতে চেয়েছিলাম!

তবে আজ যেন সব স্বপ্নের মতো হয়ে গেলো! মানুষ

রাতের বেলায় যেভাবে স্বপ্ন দেখে সকালবেলা আফসোস করে; ঠিক আমিও আপনাকে নিয়ে সেই আফসোস করে দিন কাটিয়ে দিচ্ছি!

আপনি আমার সাথে থাকবেন না, আপনাকে না পাওয়ার আফসোসটাই থেকে যাবে শেষ পর্যন্ত! বিশ্বাস করেন প্রিয়,

এতো তীব্রভাবে কখনো কিছুই চাইনি জীবনে; যতোটা আপনাকে চেয়েছি!

অথচ কী ভাগ্য দেখেন আমার আপনাকেই পাওয়া হলো না!

আপনাকে পাওয়ার জন্য- শুধু আপনাকেই পাওয়ার জন্য কী না করছি; ঘর ছাড়ছি, ঘরের লোকের আপন চোখের পর হয়েছি!

পাঁচ ওয়াক্ত মোনাজাতে আপনাকে পাওয়ার আশা বুনছি!

তাহাজ্জুদের সালাত শেষে আপনাকে চেঁয়ে খোদার কাছে কেঁদে দিছি! কোরআন শরীফ খতম দিছি! সারাদিন না খেয়ে রোজা রেখে প্রতিটি মোনাজাতে কেঁদে কেঁদে আপনাকে চেয়েছি!

ফকির মসজিদে গিয়ে খোদার কাছে আপনাকে

পাওয়ার মানত করছি! এতিমখানায় খাবার বিলায়ছি, মাজারে শিল্পী বিলায়ছি!

তবুও আপনি আমার হইলেন না!

কি এমন হইতো আমাকে একটু মায়া করলে? কি

এমন হইতো একটুখানি ভালবাসলে? আমি বুঝি এতই সহজলভ্য? আমার চাওয়াই বুঝি এত পাপ.? আমাকে ভালবাসলে বুঝি আপনার পাপ হয়ে যাইতো?

আমাকে ভালোবাসার অপরাধে খোদা বুঝি আপনাকে ছুঁড়ে ফেলতো নরকে?!

চলে যাওয়া দুনিয়ার নিয়ম!

আপনিও সেই নিয়ম ধরে চলে গেছেন! আপনি

আমাকে একলা করে চলে গেছেন; দুঃখ তার জন্য হইতেছে না, দুঃখ হইতেছে বুকের বাঁম পাশের আপনি মানুষ টা; ভালোবাসা বন্ধ করে দিয়ে চলে গেছেন! দুঃখ হইতেছে আমি তো আর কাউকে ভালোবাসতে পারবো না!

ত্রিভুবনে আপনি তো একটাই মানুষ! আপনার মতো

তো দ্বিতীয় আর কেউ নেই!

#নিঃসঙ্গগ্রহচারী

#বুক_পকেটের_গল্প_বলা_মানুষ #আর্তনাদ

#আর্তচিৎকার #আহাজারি #হাহাকার

06/07/2025

আমার সমস্ত প্রার্থনা ডিঙিয়ে আপনাকে যে পেয়েছে, সে যেনো আপনাকে আগলে রাখে-চেইনস্মোকার যেমন আগলে রাখে তুমুল বৃষ্টিতে বুক পকেটের অন্তিম সিগারেট!

আমার চোখের পানি কে হারিয়ে, যে আপনাকে জিতে নিলো; সে আপনাকে ভালোবাসুক- শরীর পুড়ে যাওয়া জ্বরের রাতে কপালে রাখা মায়ের হাতকে যেমন ভালোবাসে জ্বরে ভুক্তভোগী সন্তান!

আমাকে আজন্মকাল অভাবী মানুষের কুয়োতে ফেলে দিয়ে যে মানুষটা আপনাকে লাভ করে নিলো; সে আপনাকে হারানোর ভয় করুক- ফাঁসির দড়ির সম্মুখে দাঁড়িয়ে জীবন হারানোর পূর্বে মৃত্যুকে যেমন ভয় করে কয়েদি!

আমার ঠোঁটে ছাইপাঁশ ছিটে দিয়ে যে আপনার ঠোঁট মুখস্ত করে নিবে, সে যেনো অমন আনন্দ নিয়ে আপনাকে চুমু খায় রোজ-প্রসবকালীন ব্যথা ভুলে সন্তানের কপালে প্রথমবার মা হওয়ায় যেমন আনন্দ নিয়ে চুমু খায় একুশের যুবতী!

আমার এইটুকুনি আবদার তাকে বলিয়েন রাখতে!

যে মানুষটা আমাকে টপকিয়ে আপনাকে জিতে নিলো; তার কাছে আপনি যেন আজীবন হয়ে থাকেন প্রাণ পাখি! সে মানুষটা যেন আপনাকে ভালোবেসে যায় শতাব্দী জুড়ে! আপনাকে যেন সে চোখের আড়াল হইতে না দেয়! আপনাকে একনজর না দেখলে যেন তার বুক চিনচিন করে! আপনাকে যেন সে বুক পাজরে ঘর বানিয়ে অন্তরে পুষে রাখে!

আমার এইটুকুনি আবদার তাকে বলিয়েন রাখতে! তাকে বলিয়েন আপনাকে পিরিতের মায়ায় বেঁধে রাখতে! আপনাকে বুক উজাড় করে ভালোবাসতে! আপনিও তাকে ভালোবাসিয়েন!

আপনাকে ভালোবেসে আমি যতখানি কাঙাল হয়ছি এমন কাঙাল তাকে বানিয়েন না!

সবাই আমার মতো চোখে জল রেখে সব সহ্য করবে না! পারলে তাকে একটু ভালোবাসা দিয়েন! সারাজীবন আগলে রাখিয়েন! আপনাকেও যেন সে এক পৃথিবী ভালোবাসা দেয়! ভালো থাকিয়েন আপনি! যত্ন নিয়েন শরীর খানার!

#নিঃসঙ্গগ্রহচারী

08/12/2023

I have reached 600 followers! Thank you for your continued support. I could not have done it without each of you. 🙏🤗🎉

20/05/2023

যে মানুষটা সবচেয়ে বেশি ভালো রাখতে পারে😄❤️‍🔥

সে মানুষটা সবচেয়ে বেশি কষ্টও দিয়ে যেতে পারে😔🥀💔

'পরিণীতা' মুভিটাতে শুভশ্রীর পারফরম্যান্স দেখে আমি মেয়ে হয়েও ওর প্রেমে পড়ে গেছি। একটা মানুষকে যে এতটা ভালোবাসা যায়, এই...
21/01/2023

'পরিণীতা' মুভিটাতে শুভশ্রীর পারফরম্যান্স দেখে আমি মেয়ে হয়েও ওর প্রেমে পড়ে গেছি। একটা মানুষকে যে এতটা ভালোবাসা যায়, এই মুভি না দেখলে বোঝা যাবে না।

মুভিতে মেয়েটা যার ভালোবাসা কোনোদিনই পায়নি, তার জন্যে নিজেকে উৎসর্গ করেছে। যাকে ভালোবেসেছে, তাকে মুখ ফুটে কখনও বলতেই পারেনি নিজের ভালোবাসার কথা। যখন সে জানতে পারল, ওর ভালোবাসার মানুষটা অন্য একজনকে ভালোবাসে, খুব কষ্ট পেয়েছে তখন। কিন্তু ছেলেটা বলা নেই কওয়া নেই হঠাৎ সুইসাইড করে বসে যখন, তারপর শুভশ্রীর নিঃস্বার্থ ভালোবাসার তীব্রতা বোঝা গেছে।

ছেলেটা মারা যাবার পর নিজের দারিদ্র্যকে উপেক্ষা করে ছেলের মায়ের সব দায়িত্ব সে নেয়। ছেলেটার সুইসাইডের কারণটা আমি প্রথমে বুঝতে পারিনি, এটা একটা টুইস্ট ছিল। মেয়েটা যে কোম্পানিতে জব নেয়, সেখানে সে তার ভালোবাসার মানুষের মৃত্যুর প্রতিশোধ নিতে যায় আসলে। ছেলেটা যে মেয়েকে ভালোবাসত, ওই মেয়েটাই তার সুইসাইডের জন্যে দায়ী ছিল।

আমার নিজেকে এই পরিণীতার মতো মনে হয়; আমি অনেক খারাপ মেয়ে হয়ে গেছি, কিন্তু আমার অনুভূতি নষ্ট হয়ে যায়নি, তোমার কোনও কষ্ট আমার সহ্য হয় না, আমার ইচ্ছে করে পৃথিবীর সব সুখ তোমার হাতে তুলে দিতে! তোমাকে কষ্ট পেতে দেখতে চাই না; তুমি এমন একটা মানুষ, যার জন্যে যে-কোন‌ও স্যাক্রিফাইস করা সম্ভব। তুমি চাইলে যাচাই করে নিয়ো তোমার জন্যে আমি সত্যি সত্যি সব স্যাক্রিফাইস করতে পারি কি না।

আমি অফিসে নিজের পারসোনালিটি এমন রাখার চেষ্টা করি যাতে কেউ আমার সাথে ক্লোজ হবার সুযোগ না পায়। গল্প যতই করি, একটা ডিসট্যান্স মেইনটেইন করে চলি, আমার সিক্রেট লাইফ যেমনই হোক, সেটা কাউকে বুঝতে দেওয়া যাবে না... ঠিক পরিণীতার মতো... মিশি, তবে কখনও মিলে যাই না।

প্রত্যেকের জীবনেই কিছু না কিছু অপূর্ণতা, কিছু না পাওয়া,কিছু পেয়ে হারিয়ে ফেলা আছে।তারপরও আমাদের বাঁচতে হয় বেঁচে থাকার...
19/01/2023

প্রত্যেকের জীবনেই কিছু না কিছু অপূর্ণতা,
কিছু না পাওয়া,কিছু পেয়ে হারিয়ে ফেলা আছে।
তারপরও আমাদের বাঁচতে হয় বেঁচে থাকার
তাগিদে।
কেউ প্রকাশ করতে পারে আবার কেউ প্রকাশ করতে
পারে না,
এগুলো নিয়ে আমরা প্রতিনিয়ত মরে গিয়েও
বেচে থাকি।🥰🥺🥀

#অপূর্ণতা

16/01/2023

কিছু সম্পর্কের সমাপ্তিটা 💔
________হৃদপিন্ডের অতল গভীরে নিরব ঘাতক হয়ে
প্রতিনিয়ত মৃত্যুর তান্ডব করে যায়।😭😭😭

15/01/2023

যাকে কাছে না পেয়ে,নিজের করে করে না পেয়েও সীমাহীন ভালোবাসলাম।যার জন্য ত্যাগ করলাম ব্যক্তিত্ব,আত্মসম্মান, সে আমায় ছাড়া সবাইকে গুরুত্ব দিতে পারে, আমি ছাড়া বাকি সবাই তার প্রিয়। আমি না পড়া অধ্যায়ের মতোই তার কাছে।

আমার কষ্টে স্বস্তি হওয়ার বদলে আমার কষ্টের কারণ যে হয়,তাকে এতোটা সীমাহীন ভালোবাসার কোন প্রয়োজন নেই, থাকুক না সে আমার উপস্থিতি বীহিন।
আমার নেকামো,দুষ্টমো, আবদার, ইচ্ছের যে বারবার হেলাফেলা করেছে তাকেও তো বুঝতে হবে আমি নামের অবহেলাটা এখন তার জীবন থেকে দূরে,অনেক অনেক দূরে।

আমার সত্য, সঠিক অনুভূতির মজা করা মানুষটিও একদিন অস্থির হবে, তার মিথ্যে গড়া ব্যক্তিত্বের মোহ কাটার পর। সময় খুব নিখুঁত করে হিসাব করে, আমি যেমন নিশ্চুপ, নীরবে ফিরে এসেছি, তেমনি নীরবেই সময়টা হিসাব করে নিবে।
সেও তো বুঝুক, জানুক আমি আর নেই তার আশপাশে, নেই তার জীবনে। আমার বিশ্বাস, ভালোবাসা, সত্যতা সব দিয়ে আমি ফিরে এসেছি।

লেখা: লিপি সোহানা
📷: আফরোজা🌸

রুপ আর মোহ এর মাঝে আটকে থাকা একটা গোটা জেনারেশনের প্রেম। ভালোবাসতে গিয়ে ভালো থাকতে ভুলে যাওয়া প্রজন্মের কাছে ভালোবাসার ...
13/01/2023

রুপ আর মোহ এর মাঝে আটকে থাকা একটা গোটা জেনারেশনের প্রেম। ভালোবাসতে গিয়ে ভালো থাকতে ভুলে যাওয়া প্রজন্মের কাছে ভালোবাসার সংজ্ঞা যেমন বদলে গেছে তেমনি বদলে গেছে চাওয়া পাওয়ার হিসেবটাও। প্রত্যাশার পারদ যখন আকাশ সমান তখন প্রাপ্তিটা বরাবরই শূন্য। প্রত্যাশা আর প্রাপ্তির গড়মিলে হারিয়ে যাচ্ছে ভালোথাকা আর অধরাই রয়ে যাচ্ছে সত্যিকারের ভালোবাসা।

কি চাচ্ছি, কি পাচ্ছি, কি হারাচ্ছি আর কি খুঁজছি যেন নিজেদেরই অজান্তে রয়ে গেছে সবটা। তবুও বেলাশেষে বলা যেতেই পারে 'যাহা চাই যদি তাহাই পেয়ে যাই' তবে জীবনটা এতো বৈচিত্র্যময় হতো না। বৈচিত্র্যহীন একঘেয়ে জীবনে ক্লান্তিতে নেমে আসত সুখের অসুখ।

সব পাওয়া হয় না। আর না পাওয়াটাও যে জীবনের অন্যতম সুন্দর একটা দিক। যাহা না পাওয়া তার সবটাই সুন্দর। অলীক অস্পর্শনীয় কোন কিছু্র প্রতি মানুষের যে টান তাও একসময় শূন্যে নেমে আসে পাওয়ার পূর্ণতায়। গভীর প্রেম বরাবরই না পাওয়া। ইতিহাস হয়ত তাই বলে। তাই সুন্দরের সংজ্ঞায় না পাওয়াটাই প্রেম আর পেয়ে যাওয়াটাকে বলে বড্ড বেশিই ভাগ্যবান আর শেষ পর্যন্তু একসাথে ভালোথাকতে পারাটাই ভালোবাসা।

ভালোথাকুন নিজেদের গল্পে, ভালোবাসুন জীবনের সকল অপূর্ণতাকে। হয়ত সুখ নামক অারাধ্য অনুভূতিটাকে পেয়েও যেতে পারেন জরাজীর্ণ জীবনে। তবে সুখের পেছনে নিরন্তর না ছুটে দুঃখকে লালন করতে শিখুন। দুঃখকে যে ভালোবাসতে পেরেছে সেই পৃথিবীর সবচেয়ে সুখী মানুষ।

লেখক- মেহেদী হাসান শুভ্র

তোমার  প্রতারণার শিকার  হয়ে  আমি  যতাটা কেঁদেছি।  এই আকাশটাও কখনো  আমার সমান কাঁদেনি। মনের  মধ্যে  তোমার  দেওয়া  ক্ষ'ত  ...
12/01/2023

তোমার প্রতারণার শিকার হয়ে আমি যতাটা কেঁদেছি। এই আকাশটাও কখনো আমার সমান কাঁদেনি। মনের মধ্যে তোমার দেওয়া ক্ষ'ত নিয়ে সবার সামনে হেসেছি। অথচ রাত গভীরে তোমার নামে কেঁদে কেঁদে বালিশ ভিজিয়েছি।

তুমি হাত ধরে হাঁটা শিখিয়ে মাঝপথে ছেড়ে চলে যেতে পার। আমি সেটা পারি না।পারি না মায়া কাটিয়ে উঠতে। পারি না তোমার মতো এতো সহজেই সবকিছু ভুলে যেতে।

আচ্ছা, ভালোবাসাটা কি তোমার কাছে? একজন মানুষকে অন্ধের মতো বিশ্বাস করে, নিজের সবকিছু উজাড় করে দিয়ে, তোতা পাখির মতো ভালোবাসা দিয়ে আগলে রেখেও যদি দিন শেষে সে মাঝপথে ছেড়ে চলে যায়। তবে এই ভালোবাসার মানুষের চেয়ে প'গু পা'খি'রও অনেক ভালো।

তোমাকে নিজের সবকিছু বিষর্যণ দিয়েও আটকে রাখতে পারিনি। তুমি দীর্ঘ সময় একসাথে থাকার পরও প্রতারণা করতে পার। অথচ, রাস্তার কু'কু'টাকে সামান্য খাবার দিলে শত বিপদেও তারা পিছু ছাড়ে না।

একটা সময় তোমার মতো প্রতারকের ভালোবাসার জন্য নিজেকে তিলে তিলে করে শেষ করেছি। অথচ, একদিন যে তুমি আমাকে তুচ্ছতাচ্ছিল্য করতে। আজ সেই মানুষটার জন্য তোমার মতো শতজন পা'গ'ল। পার্থক্য শুধু সময়ের। প্রিয় মানুষটার খারাপ সময়ের তাকে সাপোর্ট দেওয়ার নাম ভালোবাসা আর চলে যাওয়ার নাম প্র'তা'র'ণা। আর প্র'তা'র'ণা করে মানুষ কখনো সুখী হয় না।

লেখা- নাফিজ ইকবাল নূরুল্লাহ্
ছবি- সংগৃহিত।

Address

Mymensingh

Website

Alerts

Be the first to know and let us send you an email when নিঃসঙ্গ গ্রহচারী ツ Nisshongho Grohochary . posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Practice

Send a message to নিঃসঙ্গ গ্রহচারী ツ Nisshongho Grohochary .:

Share

Share on Facebook Share on Twitter Share on LinkedIn
Share on Pinterest Share on Reddit Share via Email
Share on WhatsApp Share on Instagram Share on Telegram