
07/06/2025
সবাইকে ঈদের শুভেচ্ছা। ঈদ মোবারক।
বিজ্ঞানের প্রভূত উন্নতিতে মানবকল্যানের কি দারুণ অবদান রাখতে পারে নীচের ঘটনাটি তার উৎকৃষ্ট উদাহরন।
রীতিমত সায়েন্স ফিকশনের মত ঘটনা! একজন চীনা সার্জন ৮,০০০ কিলোমিটার দূরে থাকা একজন রোগীর ওপর অপারেশন করলেন। আর সেটা ১০০% সফল হলো।
বিশ্বে প্রথমবারের মত এমন ঘটনা ঘটল। চাইনিজ সার্জন ড. ঝাং জু (Zhang Xu) ইতালির রোমে বসে একজন ক্যান্সার রোগীর অপারেশন করলেন। আশ্চর্যের বিষয় হল, ঐ রোগী তখন শুয়ে ছিলেন চীনের রাজধানী বেইজিংয়ে।
রোগী আর সার্জনের মধ্যে একটি ৫জি-পাওয়ার্ড সার্জিক্যাল রোবট দিয়ে সংযোগ স্থাপন করা হয়। এটি প্রায় রিয়েল টাইমেই চলছিল। Delay ছিল মাত্র ১৩৫ মিলিসেকেন্ড, যা চোখের পলকের চেয়েও দ্রুত।
এই টেলি-সার্জারি একটি গ্লোবাল মেডিকেল কনফারেন্সে সরাসরি সম্প্রচার করা হয়। মাঝে একটা মহাদেশের দূরত্ব থাকার পরেও সহায়ক রোবটটি ঝাং-এর প্রতিটি নড়াচড়া একদম হুবহু অনুকরণ করছিল। এই ঘটনা সবাইকে দারুণভাবে বিস্মিত করে।
ড.ঝাং-এর দল এই অপারেশনের মাধ্যমে ইতিহাস তৈরি করেছে। তারা প্রমাণ করেছে যে মানুষের স্কিলের সাথে যদি প্রপার কমিউনিকেশন যোগ করা যায়, তাহলে দারুণ কোনো মিরাকল ঘটানো সম্ভব।
এই টেলিসার্জারি আমাদের আশা দেখায়। হয়ত একসময় চিকিৎসা নিতে সীমান্ত আর কোনো বাধা হয়ে দাঁড়াবে না।
দেখা যাক, সময়ের স্রোত আমাদের আর কোন কোন মিরাকলের দ্বীপে ভাসিয়ে নিয়ে যায়!
সূত্র: Project Nightfall