Medisheba-মেডিসেবা

Medisheba-মেডিসেবা Your trusted partner in healthcare solutions.

We provide quality medical instruments, doctor consultations, reliable medicines, and advanced treatment options to meet all your health needs.

31/12/2024
শুধু যশোরের এই অবস্থা হয়,না জানি সারা বাংলাদেশে কি অবস্থা। আল্লাহ মাফ করুন।
27/12/2024

শুধু যশোরের এই অবস্থা হয়,না জানি সারা বাংলাদেশে কি অবস্থা। আল্লাহ মাফ করুন।

আল -খিদমাহ ডায়াগনস্টিক সেন্টার মডেল টাউন রোড, পল্লী বিদু্ৎ অফিসের পশ্চিমে,সাহেব বাজারমুক্তাগাছা, মোবাইল: ০১৯০৯৭২৭৮৭১
26/12/2024

আল -খিদমাহ ডায়াগনস্টিক সেন্টার
মডেল টাউন রোড, পল্লী বিদু্ৎ অফিসের পশ্চিমে,
সাহেব বাজার
মুক্তাগাছা,
মোবাইল: ০১৯০৯৭২৭৮৭১

একটি জোঁক ২ থেকে ১৫ মিলিলিটাররক্ত শুষতে পারে। সেই সঙ্গে মুখ থেকেএক ধরনের লালা মিশিয়ে দেয় রক্তে।যাতে হিরুডিন, ক্যালিক্...
10/08/2022

একটি জোঁক ২ থেকে ১৫ মিলিলিটার
রক্ত শুষতে পারে। সেই সঙ্গে মুখ থেকে
এক ধরনের লালা মিশিয়ে দেয় রক্তে।
যাতে হিরুডিন, ক্যালিক্রেইন, ক্যালিনের
মতো কিছু উৎসেচক থাকে। যা রক্তের দূষণ দূর
করতে সাহায্য করে।
জোঁক শরীরের পচনশীল অংশের দূষিত রক্ত দ্রুত শুষে নিয়ে নতুন রক্ত সঞ্চালনে সাহায্য করে৷ এমনকি, রক্তে শর্করার মাত্রাও নিয়ন্ত্রণে রাখে। জোঁকের শরীর থেকে ডেস্টাবিলেস নামে এক ধরণের প্রোটিন প্রবেশ করে মানুষের দেহে। যা বহু জেদি জীবাণুকে মেরে ফেলে।
জয়েন্ট পেইনেও দারুণ কাজ করে জোঁক থেরাপি। ব্যথার জায়গায় কিছুক্ষণ জোঁক রাখলে রক্ত সরবরাহের উন্নতি হয়!
★আশা করি নতুন কিছু জানতে পেরেছেন★

একটি বাচ্চা যদি Naturally Normal Delivery হয়, তবে তার Immunity ভালো থাকে সিজারিয়ান সেকশনে হওয়া বাচ্চাদের তুলনায়, তারা মা...
19/07/2022

একটি বাচ্চা যদি Naturally Normal Delivery হয়, তবে তার Immunity ভালো থাকে সিজারিয়ান সেকশনে হওয়া বাচ্চাদের তুলনায়, তারা মায়ের থেকে বেশি Gut Microbiome পেয়ে থাকে যেটা তাদের Immunity তথা রোগ প্রতিরোধের জন্য ভালো।

আমি সব সময় বাচ্চাদের Natural খাবার খেতে বলি এবং Processed food বর্জন করতে বলি। বাচ্চার ক্ষুধা লাগলে খাবে, তবে রাতের খাবার সন্ধ্যা ৬-৭ টার মধ্যে শেষ করা বাঞ্ছনীয়, সকালে যখন ক্ষুধা লাগবে তখন থেকে খাওয়া শুরু করবে।
সন্ধ্যার পর মোবাইল ল্যাপটপ বা TV থেকে দুরে থাকা উচিত এবং রাত ১০টার পূর্বে ঘুমানো অত্যন্ত গুরুত্বপূর্ণ।
তাদের জন্য আট ঘন্টা ঘুম জরুরী। প্রয়োজনে দুপুরে এক ঘন্টা ঘুমানো যেতে পারে।
ভোরে ওঠা এবং রোদে যাওয়া খুবই গুরুত্বপূর্ণ তাদের সুস্বাস্থ্যের জন্য, বিশেষ করে বিকালে এক ঘন্টা Outdoor এ খেলাধূলা করা উচিত।
দিনে ত্রিশ মিনিট এর বেশি কোন মোবাইল গেমস খেলা উচিত নয়।
শিশুরা যদি Natural খাবার খায় এবং Natural পরিবেশে বেড়ে ওঠে তবে তারা এমনিতেই সুস্থ থাকে। শিশুদের ভবিষ্যৎ গড়তে তাদের জন্য সুস্থ খাবার, Natural পরিবেশ রেখে যাওয়া আমাদের নৈতিক দায়িত্ব কারন তারাই আমাদের ভবিষ্যৎ।
তাদের ভবিষ্যৎ চিন্তা করেই আমাদের উচিত বাজে খাবার এবং Internet Addiction থেকে তাদের দুরে রাখা।

নিচের ছবিটি আমি তুলেছি, নুহাশ পল্লীতে গিয়ে বৃষ্টি বিলাসে উঠতেই অঝোর ধারায় বৃষ্টি, শেষে বেরিয়ে এই বাচ্চাটিক পানি পার হতে সাহায্য করি এবং তাঁর অভিবাবকের অনুমতি নিয়ে ছবিটি তুলি, সবুজের ক্যানভাসে মেয়েটিকে অনেক বেশি মিষ্টি লাগছিলো সেকেন্ডের ভেতর আমি তাকে ক্যামেরবন্দি করি, সত্যি শিশুরা প্রকৃতির মাঝেই সুন্দর।
Dr. Jahangir kabir

সুষম পরিপাকের জন্য রাতের খাবার এবং ঘুমের মাঝে পর্যাপ্ত বিরতি থাকা উচিত। রাতের খাবর দেরীতে খাওয়ার ফলে অ্যাসিড রিফ্লাক্স ...
15/07/2022

সুষম পরিপাকের জন্য রাতের খাবার এবং ঘুমের মাঝে পর্যাপ্ত বিরতি থাকা উচিত। রাতের খাবর দেরীতে খাওয়ার ফলে অ্যাসিড রিফ্লাক্স হতে পারে এবং এটি রক্তে শর্করার ব্যবস্থাপনা, রক্তচাপ এবং ওজনকে নেতিবাচকভাবে প্রভাবিত করতে পারে।

কোন রোগের জন্য কি টেষ্ট করা হয়ঃ°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°🔴CBC যে যে রোগে করা হয়ঃ"""''''''''""""""""""""""'"...
18/06/2022

কোন রোগের জন্য কি টেষ্ট করা হয়ঃ
°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°
🔴CBC যে যে রোগে করা হয়ঃ
"""''''''''""""""""""""""'"''"'""""'''''''''"
⏩জ্বর হলে কি কারণে হচ্ছে তার ধারণা নেয়ার জন্য।অনেক সময় blood culture করতে হয়।
⏩শরীরে রক্তের পরিমাণ কেমন আছে জানার জন্য।
⏩রক্তের ঘাটতি থাকলে সেটা আয়রণ বা ভিটামিনের অভাবে হচ্ছে কিনা জানার জন্য।
⏩শরীরে এলার্জি কেমন তার ধারণা পাওয়া যায়।
⏩রক্তে ইনফেকশন বা প্রদাহ কেমন তার ধারণা পাওয়া যায়।
⏩রক্ত জমাট বাধার উপাদান কি পরিমাণ আছে তা জানা যায়।
⏩ব্লাড ক্যান্সার হয়েছে কিনা তার ব্যাপারে ধারণা পাওয়া যায়।
🔵Urine R/E প্রস্রাব টেস্ট যে যে কারনে করা হয়ঃ
""'''''''''''''''''''''''''''""""""""""""""""""
👉ইনফেকশন আছে কিনা,থাকলে সিভিয়ারিটি কতটুকু
👉ডায়াবেটিস আছে কিনা
👉প্রোটিন যায় কিনা
👉রক্ত যায় কিনা
👉কিডনীতে পাথর আছে কিনা
🔴RBS-Random Blood Sugar: ডায়াবেটিস আছে কিনা তার ধারণা করার জন্য প্রাথমিক টেস্ট।
🔵Serum Creatinine:যেইসব রোগীর কিডনীর সমস্যা হতে পারে বলে ধারণা করা হয় এ টেস্ট তাদের করা হয়।(প্রেশার ও ডায়াবেটিস রোগীর জন্য বাধ্যতামূলক টেস্ট। ব্যথার ঔষধ দেয়ার আগেও এটেস্ট করা উচিত)
🔴Lipid profile: রক্তে চর্বির পরিমাণ বুঝার জন্য এটা করা হয়।হার্টের ও প্যানক্রিয়াটাইটিস রোগীর জন্য এটা খুব জরুরি।
🔵Serum Bilirubin: জন্ডিস আছে কিনা দেখা হয়।একদম প্রাথমিক টেস্ট।জন্ডিস হয়ে গেলে আরো টেস্ট করতে হয়।
🔴SGPT/SGOT: লিভারের কন্ডিশন বুঝার জন্য এটা করা হয়।লিভার কতটুকু এনজাইম উৎপন্ন করছে তা দেখা হয়।
🔵Serum Electrolyte: রক্তে খনিজের পরিমাণ জানার জন্য এটা করা হয়।শরীর দূর্বল লাগলে,বেশীবমি, ডায়রিয়া এসব ক্ষেত্রে এ পরীক্ষা করা হয়।
🔴HBsAG: জন্ডিস এবং লিভার কন্ডিশন বুঝার জন্য এ পরিক্ষা করা হয়।
🔵HBA1c: ডায়বেটিস বা রক্তে গ্লুকোজ নির্ণয়ের জন্য করা হয়।
🔵LFT: লিভারের সমস্যা বুঝতে এ পরিক্ষা করা হয়।
🔴BT CT: রক্তরােগের ব্যাপারে ধারণা পাওয়া যায়।
🔵Via Test: সার্ভিক্সের ইনফেকশন বা ক্যান্সার নির্ণয়ের জন্য এ পরিক্ষা করা হয়।
🔴TSH: Thyroid stimulating hormone এই পরিক্ষা হরমন নির্ণয়ের জন্য করা হয়।
🔵EcG: হৃদরােগের অবস্থা বুঝার জন্য প্রাথমিক টেস্ট।
🔴ChestX-ray: বুকের ও হার্টের কন্ডিশন বুঝার জন্য করা হয়।
© Copied

একজন স্বাভাবিক সুস্থ মানুষ এর জন্য শারীরিক ওজন অনুযায়ী পানি পানের দৈনিক পরিমান।
09/06/2022

একজন স্বাভাবিক সুস্থ মানুষ এর জন্য শারীরিক ওজন অনুযায়ী পানি পানের দৈনিক পরিমান।

05/04/2022

আজ মেডিকেল ভর্তি পরীক্ষার ফলাফল প্রকাশিত হবে। ভবিষ্যত মেডিকেলিয়ানদের জন্য শুভকামনা🌸

Address

Mymensingh
2200

Alerts

Be the first to know and let us send you an email when Medisheba-মেডিসেবা posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Practice

Send a message to Medisheba-মেডিসেবা:

Share

Share on Facebook Share on Twitter Share on LinkedIn
Share on Pinterest Share on Reddit Share via Email
Share on WhatsApp Share on Instagram Share on Telegram