Vet Care Bangladesh

Vet Care Bangladesh Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Vet Care Bangladesh, Medical and health, Mymensingh.

আমি আশিকুজ্জামান ফাহিম। একজন পল্লী প্রানী চিকিৎসক(কোয়াক)+ কৃত্রিম প্রজনন কর্মী। সারাদিন বিভিন্ন সমস্যায় আক্রান্ত গরু দেখি, সেগুলোর তথ্য আপনাদের মাঝে উপস্থাপন করি যাতে আপনারা সেসব সমস্যায় না পড়েন।

21/08/2025

পশুকে কেনো EnZyme খাওয়াবেন?

(যেমন EnZyme syrup বা EnZyme powder) সাধারণত পশুর হজম ক্ষমতা বাড়াতে এবং পুষ্টি শোষণ প্রক্রিয়া উন্নত করতে ব্যবহৃত হয়। এটি বিশেষ করে হজমের সমস্যা বা খাবারে অনিহা দেখা দিলে খাওয়ানো হয়। নিচে এর কিছু উপকারিতা ও প্রয়োগের কারণ উল্লেখ করা হলো:
★★EnZyme-এর উপকারিতা★★
1. হজম প্রক্রিয়া উন্নত করে:
2. খাদ্য গ্রহণের মাত্রা বাড়ায়:
3. পুষ্টি শোষণ নিশ্চিত করে:
4. গ্যাস ও অ্যাসিডিটি দূর করে:
5. উৎপাদনশীলতা বৃদ্ধি:
6. স্ট্রেস কমায়:

কৃত্রিম প্রজনন সেবা প্রদানের লক্ষ্যে আমেরিকান ডেইরি লিমিটেড এর ট্রেইনিং সেন্টারে।
20/08/2025

কৃত্রিম প্রজনন সেবা প্রদানের লক্ষ্যে আমেরিকান ডেইরি লিমিটেড এর ট্রেইনিং সেন্টারে।

📍 Hydrogen Peroxide (হাইড্রোজেন পারঅক্সাইড) কী এবং ড্রেসিং-এ এর ব্যবহার🔻 Hydrogen Peroxide কী?🔹রাসায়নিক সংকেত: H₂O₂।🔹জল...
14/08/2025

📍 Hydrogen Peroxide (হাইড্রোজেন পারঅক্সাইড) কী এবং ড্রেসিং-এ এর ব্যবহার🔻

Hydrogen Peroxide কী?

🔹রাসায়নিক সংকেত: H₂O₂।

🔹জল ও অক্সিজেনের যৌগ।

🔹শক্তিশালী জীবাণুনাশক ও অক্সিডাইজিং এজেন্ট।

🔹চিকিৎসায় সাধারণত ৩% দ্রবণ ব্যবহৃত হয়।

ড্রেসিং-এ ব্যবহার ও উপকারিতা🔻

✅ জীবাণু ধ্বংস করে – ব্যাকটেরিয়া, ভাইরাস ও ফাঙ্গাস নাশ করে।
✅ রক্তপাত কমায় – অক্সিজেন বুদবুদের ফলে।
✅ ক্ষত পরিষ্কার করে – মৃত টিস্যু ও ধুলাবালি দূর করে।
✅ দুর্গন্ধ কমায় – সংক্রমণজনিত দুর্গন্ধ দূর করতে সহায়ক।
✅ সংক্রমণ প্রতিরোধ করে – ক্ষতকে খারাপ হওয়া থেকে রক্ষা করে।
✅ ছোটখাটো আঘাতে কার্যকর – কাঁটা লাগা, খোঁচা বা ছোট কাটাছেঁড়া।
✅ সহজে ব্যবহারযোগ্য – তুলা/গজে নিয়ে সরাসরি ক্ষতে লাগানো যায়।

⚠️ সতর্কতা🔻

🔹বড় বা গভীর ক্ষতে ব্যবহারের আগে ডাক্তারের পরামর্শ নিন।

🔹অতিরিক্ত ব্যবহারে ত্বক শুষ্ক বা জ্বালা হতে পারে।

🔹চোখ, নাক বা মুখে না লাগাতে সতর্ক থাকুন।

©️আশিকুজ্জামান ফাহিম।

11/08/2025

Cal-D Plus
চিলেটেড ফর্মে ক্যালসিয়াম, ফসফরাস, ভিটামিন_এডি৩বি১২, মিথিওনিন ও লাইসিনসহ রাসবেরি ফ্লেভারে বাজারের সেরা গুণগুতমানের।

**********************************উপকারিতা*****************************
১. ইহা পোল্ট্রি এবং লাইভস্টকে সমানভাবে কাজ করে।
২. ডিমের গুনগত মান এবং উৎপাদন বৃদ্ধি করে।
৩. ওজন বৃদ্ধি করে এবং রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে।
৪. অস্টিওমেলাশিয়া, রিকেটস্ এবং পা দূর্বলতা নিয়ন্ত্রণ করে।
৫. দুধ উৎপাদন বৃদ্ধি করে।
৬. হাইপোক্যালসেমিয়া এবং মিল্ক ফিভার নিয়ন্ত্রণ করে।
৭. মেস্টাইটিস, মেট্রাইটিস এবং ডিস্টোকিয়াতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।

*************************************সরবরাহ*****************************
১ লিটার প্লাস্টিক বোতল
৫ লিটার (স্টিল ক্যান)
৫ লিটার (প্লাস্টিক ক্যান)
১0 লিটার (স্টিল ক্যান)
১0 লিটার (প্লাস্টিক ক্যান)

বিস্তারিত জানতে ইনবক্স করুন।।

প্রিয় খামারী,অনেক সময় এক্সিডেন্ট হয়ে আপনার গরুর শিং ভেঙে যেতে পারে। গরুর শিং ভেঙে গেলে দ্রুত ব্যবস্থা নিতে হবে, কারণ শিং...
10/08/2025

প্রিয় খামারী,
অনেক সময় এক্সিডেন্ট হয়ে আপনার গরুর শিং ভেঙে যেতে পারে। গরুর শিং ভেঙে গেলে দ্রুত ব্যবস্থা নিতে হবে, কারণ শিংয়ের ভেতরে রক্তনালী ও স্নায়ু থাকে, যা ভেঙে গেলে প্রচুর রক্তপাত, ব্যথা ও ইনফেকশনের ঝুঁকি তৈরি হয়।

🔻করণীয় ধাপে ধাপে🔻

✅১. রক্তপাত বন্ধ করা🔻
🔹পরিষ্কার কাপড় বা গজ দিয়ে ভাঙা জায়গায় চাপ দিন।
🔹প্রয়োজনে ঠান্ডা পানি বা বরফ দিয়ে সেঁক দিলে রক্তপাত ও ফোলা কিছুটা কমবে।
🔹যদি রক্তপাত বেশি হয়, ভেটেরিনারি ডাক্তারের সাহায্যে টার্নিকেট বা রক্তনালী বন্ধ করার ব্যবস্থা নিতে হবে।

✅২. জীবাণুমুক্তকরণ🔻
🔹রক্তপাত কমে গেলে ভাঙা অংশটি পভিডোন আয়োডিন (Betadine) বা অ্যান্টিসেপটিক সলিউশন দিয়ে ভালোভাবে পরিষ্কার করুন।

✅৩. ব্যথা ও ইনফেকশন নিয়ন্ত্রণ🔻
🔹পশুকে অ্যান্টিবায়োটিক (যেমন পেনিসিলিন বা অন্য ডাক্তারের পরামর্শ অনুযায়ী) এবং পেইন কিলার (NSAID যেমন Meloxicam) দিতে হবে।
🔹এন্টি-টিটেনাস সিরাম (Tetanus toxoid) দিলে ভালো।

✅৪. ইনফেকশন প্রতিরোধের জন্য পরিচর্যা🔻
🔹৫-৭ দিন প্রতিদিন ক্ষত পরিষ্কার ও অ্যান্টিসেপটিক লাগানো।
🔹মশা-মাছি যাতে না বসে, সেই ব্যবস্থা নেওয়া (ফ্লাই রিপেলেন্ট, পরিষ্কার গোয়ালঘর)।

✅৫. গুরুতর অবস্থায়🔻
🔹শিং যদি গোড়া থেকে ভেঙে যায় বা খুলে যায়, তখন সার্জারির মাধ্যমে ভেটেরিনারি ডাক্তারকে দিয়ে ডি-হর্নিং বা ক্ষত সেলাই করাতে হবে।

💡 সতর্কতা: নিজেরা ভুলভাবে ধারালো কিছু ব্যবহার করে পরিষ্কার করার চেষ্টা করবেন না, এতে রক্তপাত ও ক্ষত বাড়তে পারে।

আশিকুজ্জামান ফাহিম
১০-০৮-২০২৫

🐄 বাছুরের শরীরে ভিটামিন-মিনারেল ঘাটতির কারণে লোম পড়া 🐄🔹 লক্ষণ:১/শরীরের বিভিন্ন জায়গায় লোম পাতলা হয়ে যাওয়া বা সম্পূর্ণ পড়...
09/08/2025

🐄 বাছুরের শরীরে ভিটামিন-মিনারেল ঘাটতির কারণে লোম পড়া 🐄

🔹 লক্ষণ:
১/শরীরের বিভিন্ন জায়গায় লোম পাতলা হয়ে যাওয়া বা সম্পূর্ণ পড়ে যাওয়া।
২/চামড়া রুক্ষ, শুষ্ক ও খসখসে হয়ে যাওয়া।
৩/চুলকানি বা স্কিন ইনফেকশন দেখা দেওয়া।
৪/বাছুর দুর্বল ও হালকা দেখানো।
৫/ক্ষুধা কমে যাওয়া ও বৃদ্ধি ধীর হয়ে যাওয়া।

🔹 কারণ:
1. খাবারে ভিটামিন A, E, D ও B-কমপ্লেক্সের ঘাটতি।
2. ক্যালসিয়াম, ফসফরাস, কপার, জিঙ্ক, সেলেনিয়াম ইত্যাদি মিনারেলের অভাব।
3. দীর্ঘদিন শুধু খড় বা একরকম খাবার খাওয়ানো, সবুজ ঘাস বা পুষ্টিকর খাদ্যের অভাব।
4. কৃমি বা পরজীবীর আক্রমণ।
5. সূর্যালোকের অভাব (ভিটামিন D উৎপাদনে সমস্যা)।

🔹 প্রতিকার ও চিকিৎসা:
✅ খাবারে নিয়মিত সবুজ ঘাস যুক্ত করা।
✅ মিনারেল মিশ্রণ (Mineral Mixture) ও ভিটামিন সাপ্লিমেন্ট (যেমন AD3E, B-Complex) নিয়মিত খাওয়ানো।
✅ লিভার টনিক প্রয়োগ, যা পুষ্টি শোষণে সাহায্য করে।
✅ পশুচিকিৎসকের পরামর্শ অনুযায়ী ইনজেকশন আকারে ভিটামিন-মিনারেল প্রয়োগ (যেমন Multivitamin Injection)।
✅ কৃমিনাশক ওষুধ (Anthelmintic) নিয়মিত ব্যবহার করা।
✅ প্রতিদিন অন্তত ১-২ ঘণ্টা রোদে রাখা।

📌 বিশেষ পরামর্শ:
শুধু ওষুধ দিলেই হবে না, খাবারের মান উন্নত করাই মূল সমাধান। অসুস্থ বাছুরের জন্য অবশ্যই ভেটেরিনারি চিকিৎসকের পরামর্শ নিতে হবে।

আশিকুজ্জামান ফাহিম
ভেট কেয়ার বাংলাদেশ।
০৯-০৮-২০২৫

🐄 বাছুরের ক্ষুরারোগ: লক্ষণ, প্রতিকার ও চিকিৎসা 🐄🔍 লক্ষণ-১/হঠাৎ করে জ্বর আসা (১০৪°-১০৬°F)।২/ক্ষুধামন্দা ও হাঁটাচলায় অনীহা...
08/08/2025

🐄 বাছুরের ক্ষুরারোগ: লক্ষণ, প্রতিকার ও চিকিৎসা 🐄

🔍 লক্ষণ-

১/হঠাৎ করে জ্বর আসা (১০৪°-১০৬°F)।

২/ক্ষুধামন্দা ও হাঁটাচলায় অনীহা।

৩/মুখ, জিহ্বা ও মাড়িতে ছোট ছোট ফোঁড়া বা ঘা

৪লালা বেশি পড়া।

৫/ক্ষুরের ফাঁকে ঘা বা পচন, ফলে খোঁড়াতে থাকা।

৬/দুধ খাওয়া কমে যাওয়া।

🛡 প্রতিকার-

১/অসুস্থ বাছুরকে সুস্থদের থেকে আলাদা রাখা

২/খোঁয়াড় ও চারার জায়গা সবসময় পরিষ্কার ও শুকনো রাখা

৩/নিয়মিত ক্ষুর পরিষ্কার ও জীবাণুমুক্ত করা।

৪/ক্ষুরের আশপাশে ব্লিচিং পাউডার বা ফেনাইল মিশ্রিত পানি ছিটানো।

💊 চিকিৎসা-

আক্রান্ত বাছুরকে ভেটেরিনারি ডাক্তারের পরামর্শে এন্টিবায়োটিক, জ্বর কমানোর ও ব্যথানাশক ওষুধ দেওয়া।

১/মুখের ঘায়ে গ্লিসারিন বা বোরিক অ্যাসিড মলম লাগানো।

২/ক্ষুরের ঘায়ে পটাশ অ্যালাম বা ব্লু পাউডার ব্যবহার।

৩/পর্যাপ্ত পানি ও নরম খাবার দেওয়া।

চার মাসের কম বয়সী বাছুরের বাচার সম্ভাবনা খুবই কম তাই জন্মের ১ মাসের মাঝে রাশিয়ান ভ্যাক্সিন দেওয়া উত্তম।

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) সার্জারি ও অবস্টেট্রিক্স বিভাগের অধ্যাপক ড. ফরিদা ইয়াসমিন বারি'র প্রজেক্টের ২০ ট...
01/08/2025

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) সার্জারি ও অবস্টেট্রিক্স বিভাগের অধ্যাপক ড. ফরিদা ইয়াসমিন বারি'র প্রজেক্টের ২০ টি ভেড়া ট্রেনে কাটা পড়ে মারা গেছে।

বিষয়টি নিশ্চিত করেছেন ভেটেরিনারি টিচিং হাসপাতালের পরিচালক অধ্যাপক ড. এ. কে. এম. আনিসুর রহমান।

ব্যাবেসিওসিস রোগের লক্ষন- ১. জ্বর থাকে অত্যাধিক বেশি।২.গরু দুর্বল হয়ে যায়, খাবার অরুচি দেখা দেয়।৩.প্রসাবের রঙ ছবির মতো হ...
31/07/2025

ব্যাবেসিওসিস রোগের লক্ষন-
১. জ্বর থাকে অত্যাধিক বেশি।
২.গরু দুর্বল হয়ে যায়, খাবার অরুচি দেখা দেয়।
৩.প্রসাবের রঙ ছবির মতো হয়। কফি বা চায়ের লিকার এর মতো।
৪. আস্তে আস্তে গরুর তাপমাত্রা কমতে থাকে এবং গরু মারা যায়।

কেন ব্যাবেসিওসিস হয়?
আক্রান্ত পশুর শরীরে থাকা আটালি যদি অন্য গরুতে আক্রমন করে তাহলে সেই পশু আক্রান্ত হয়।

চিকিৎসা -
লক্ষন দেখা দেওয়ার সাথে সাথেই গরুকে কয়েকটা ডাবের পানি খাওয়াবেন এবং ভেটেরিনারি চিকিৎসক এর শরনাপন্ন হবেন।

প্রতি ৩-৪ মাস পর পর গবাদিপশুকে পরজীবি মুক্ত করলে এই সমস্যার থেকে মুক্ত থাকা যায়।

26/06/2025

আসসালামু আলাইকুম ভাইলোক,
আশা করি সবাই ভালো আছেন।

একটা ধামাকা ঘোষণা দিতে চলেছি- সন্ধার পর বলবো ইনশাআল্লাহ।

চলেন আজকে আপনাদেরকে এই পেইজের কী হয়েছিলো সেটা বলি। আমার এই পেইজটায় আমি অনেকদিন পর্যন্ত একটিভলি কাজ করেছি। আমি সবাইকে বিন...
12/10/2023

চলেন আজকে আপনাদেরকে এই পেইজের কী হয়েছিলো সেটা বলি।
আমার এই পেইজটায় আমি অনেকদিন পর্যন্ত একটিভলি কাজ করেছি। আমি সবাইকে বিনামূল্যে সেবা দিচ্ছিলাম। হঠাৎ ২/৩ জন ব্যাক্তি আমার পিছনে লাগে। কারণ তারা পেশাদার ডাক্তার,ব্যাবসায় ক্ষতি হয়ে যাচ্ছিলো। তারা আমাকে কয়েকবার হুমকি দেয় আমি যেন পেইজটা বন্ধ করে দেই। এরপর আমি কয়েকজনের সাথে পরামর্শ করি যে কী করা যায়। এরপর থেকে একের পর এক পেইজে সমস্যা দেখা দেয়। আমিও আর কনটেন্ট দেই নাই( মন ভেঙ্গে গেছিলো)। কিন্তু এরপরও অনেকে আমাকে মেসেজ করেছেন আমি চেষ্টা করেছি পরামর্শ দেওয়ার।

এখন আবার ২/৩ জনের মেসেজ রিপ্লে দেওয়ার পর এই সমস্যা শুরু হয়েছে।

সব মিলিয়ে পেইজের অবস্থা খুব ভালো না। এবং খুব সম্ভবত এই পেইজ আর থাকবে না। থাকলেও আগের পোষ্ট সব মুছে নতুন করে পার্সোনাল ব্রান্ডিং করে চালাতে হবে।

আশা করছি আপনারা সমস্যা বুঝতে পেরেছেন।

গরুর খামারী ভাইদের জিজ্ঞেস করছি...এই মুহুর্তে গরু নিয়ে কেমন আছেন আপনারা?
10/10/2023

গরুর খামারী ভাইদের জিজ্ঞেস করছি...

এই মুহুর্তে গরু নিয়ে কেমন আছেন আপনারা?

Address

Mymensingh
2260

Telephone

+8801401897102

Website

Alerts

Be the first to know and let us send you an email when Vet Care Bangladesh posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Practice

Send a message to Vet Care Bangladesh:

Share

Share on Facebook Share on Twitter Share on LinkedIn
Share on Pinterest Share on Reddit Share via Email
Share on WhatsApp Share on Instagram Share on Telegram