09/08/2025
🐄 বাছুরের শরীরে ভিটামিন-মিনারেল ঘাটতির কারণে লোম পড়া 🐄
🔹 লক্ষণ:
১/শরীরের বিভিন্ন জায়গায় লোম পাতলা হয়ে যাওয়া বা সম্পূর্ণ পড়ে যাওয়া।
২/চামড়া রুক্ষ, শুষ্ক ও খসখসে হয়ে যাওয়া।
৩/চুলকানি বা স্কিন ইনফেকশন দেখা দেওয়া।
৪/বাছুর দুর্বল ও হালকা দেখানো।
৫/ক্ষুধা কমে যাওয়া ও বৃদ্ধি ধীর হয়ে যাওয়া।
🔹 কারণ:
1. খাবারে ভিটামিন A, E, D ও B-কমপ্লেক্সের ঘাটতি।
2. ক্যালসিয়াম, ফসফরাস, কপার, জিঙ্ক, সেলেনিয়াম ইত্যাদি মিনারেলের অভাব।
3. দীর্ঘদিন শুধু খড় বা একরকম খাবার খাওয়ানো, সবুজ ঘাস বা পুষ্টিকর খাদ্যের অভাব।
4. কৃমি বা পরজীবীর আক্রমণ।
5. সূর্যালোকের অভাব (ভিটামিন D উৎপাদনে সমস্যা)।
🔹 প্রতিকার ও চিকিৎসা:
✅ খাবারে নিয়মিত সবুজ ঘাস যুক্ত করা।
✅ মিনারেল মিশ্রণ (Mineral Mixture) ও ভিটামিন সাপ্লিমেন্ট (যেমন AD3E, B-Complex) নিয়মিত খাওয়ানো।
✅ লিভার টনিক প্রয়োগ, যা পুষ্টি শোষণে সাহায্য করে।
✅ পশুচিকিৎসকের পরামর্শ অনুযায়ী ইনজেকশন আকারে ভিটামিন-মিনারেল প্রয়োগ (যেমন Multivitamin Injection)।
✅ কৃমিনাশক ওষুধ (Anthelmintic) নিয়মিত ব্যবহার করা।
✅ প্রতিদিন অন্তত ১-২ ঘণ্টা রোদে রাখা।
📌 বিশেষ পরামর্শ:
শুধু ওষুধ দিলেই হবে না, খাবারের মান উন্নত করাই মূল সমাধান। অসুস্থ বাছুরের জন্য অবশ্যই ভেটেরিনারি চিকিৎসকের পরামর্শ নিতে হবে।
আশিকুজ্জামান ফাহিম
ভেট কেয়ার বাংলাদেশ।
০৯-০৮-২০২৫