Dr. Biswajit Roy Chowdhury

Dr. Biswajit Roy Chowdhury মেডিসিন ও ডায়াবেটিসের যেকোনো সমস্যায় সর্বদা আপনার পাশে আছে এই পেজটি। প্রয়োজনে যোগাযোগ করুন। This is doctor chamber.....

20/06/2025Friday
19/06/2025

20/06/2025
Friday

যে সকল রোগীরা জটিল রোগে আক্রান্ত আমি তাদের নিয়ে কাজ করে থাকি। আপনারা যারা বিভিন্ন রোগে বিশেষ করে মেডিসিনের রোগে দীর্ঘদি...
22/05/2025

যে সকল রোগীরা জটিল রোগে আক্রান্ত আমি তাদের নিয়ে কাজ করে থাকি। আপনারা যারা বিভিন্ন রোগে বিশেষ করে মেডিসিনের রোগে দীর্ঘদিন যাবত ভুগছেন তাদেরকে বলব প্রয়োজনীয় কাগজপত্র সহ যোগাযোগ করতে। আমি আমার সাধ্যমত চেষ্টা করব সঠিক পরামর্শ দেওয়ার জন্য। যারা অনেক ডাক্তার দেখিয়েছেন কিন্তু আরাম পাচ্ছেন না বা কোন না কোন সমস্যা মাঝে আছেন তারা দেখা করবেন। আসার সময় হাতে সময় নিয়ে আসবেন। কারণ পুরাতন কাগজপত্র গুলো দেখতে সময় লাগবে। প্রতি শুক্রবার বিকাল ৩ঃ০০ টা থেকে রোগী দেখা শুরু হয়। সকলকে আন্তরিক ধন্যবাদ।

16/05/2025
16/05/2025

Ramakrishna mission mymensingh

08/05/2025
02/05/2025

ডায়াবেটিস রোগীর জন্য সেরা তেল - হৃদরোগের ঝুঁকি কমাতে সাহায্য করবে

ডায়াবেটিস রোগীদের জন্য সঠিক তেল নির্বাচন করা খুবই গুরুত্বপূর্ণ, কারণ ভুল তেল ব্যবহারে হৃদরোগের ঝুঁকি বেড়ে যেতে পারে। গবেষণায় দেখা গেছে, কিছু তেল যেমন - সরিষার তেল এবং সয়াবিন তেল, হৃদয়ের (Heart ❤️) জন্য উপকারী এবং রক্তে কোলেস্টেরল নিয়ন্ত্রণে রাখতে সহায়ক।

এছাড়া, রাইস ব্রান তেল এবং অলিভ তেলও ডায়াবেটিস রোগীদের জন্য ভালো, কারণ এগুলোর মধ্যে অ্যান্টি-ইনফ্লেমেটরি উপাদান রয়েছে যা হৃদপিণ্ডকে সুরক্ষা দেয়।

তবে, কৃত্রিম ও স্যাচুরেটেড ফ্যাটযুক্ত তেল যেমন নারকেল তেল বা বাটার ব্যবহার এড়িয়ে চলা উচিত, কারণ এগুলি হৃদরোগের ঝুঁকি বাড়াতে পারে।

সঠিক তেল ব্যবহার করে আপনি আপনার হৃদরোগের ঝুঁকি কমাতে এবং সুস্থ জীবনযাপন করতে পারেন। আপনার ডায়াবেটিস নিয়ন্ত্রণে রাখতে সঠিক তেল ব্যবহার করতে ভুলবেন না।

27/04/2025

ডায়াবেটিস রোগীদের জন্য সুখবর
এসকে ফার্মাসিটিক্যালস নিয়ে আসলো একটি নতুন ঔষধ, ঔষধটি সবার চেয়ে আলাদা, কেন আলাদা দেখুন।Tirzepatide(zepter)

27/04/2025

যে সকল রোগীদের বুকে জ্বালাপোড়া করে তাদের জন্য নিয়ে এসেছে ইউনিহেলথ ফার্মাসিউটিক্যালস Gastrocon DA..... কিভাবে কাজ করে দেখুন।

21/04/2025

ডায়াবেটিস কিভাবে নিয়ন্ত্রণে রাখবেন?

19/04/2025

মনোযোগ দিয়ে কথাগুলো শুনবেন। শরীর সুস্থ রাখতে গেলে আপনার জানা উচিত ডায়াবেটিস কি ও কেন হয়।

(গভীর তাৎপর্যময় একটা মিশরীয় গল্প- যে গল্প ছাপানোর জন্য আল আহরাম পত্রিকার সম্পাদককে কারাগারে পাঠানো হয়। )সিংহরা দীর্ঘদিন ...
19/04/2025

(গভীর তাৎপর্যময় একটা মিশরীয় গল্প- যে গল্প ছাপানোর জন্য আল আহরাম পত্রিকার সম্পাদককে কারাগারে পাঠানো হয়। )

সিংহরা দীর্ঘদিন পর তাদের পছন্দমতো একটি গাধা শিকার করতে সক্ষম হয়।
তখন সবচেয়ে বিচক্ষণ সিংহ বলে: এই গাধাকে না মেরে বরং বাঁচিয়ে রাখো। তাহলে আমাদের কার্যসিদ্ধি সহজ হবে।
এরপর, সিংহের দল গাধাকে শুধু বাঁচিয়ে রাখলো না। তাকে যতন করে-তার পরিচর্যা করে গাধাটিকে তাদের একজন হিসাবে তৈরি করে নিলো।
এরপর সিংহের দল গাধাদের সমাজে শৃংখলা ফিরিয়ে আনার জন্য তাকে নেতা হিসেবে পাঠায়।
সিংহ কর্তৃক স্বীকৃত নেতাকে পেয়ে গাধারা তার মহীমাকীর্তন শুরু করে। যে গাধা তার বিরুদ্ধে যেত বা তার কথা না মানত, তাকে ধরপাকড় করা হতো যতক্ষণ না সিংহের দল পরিদর্শনে আসতো। তারপর তাকে সিংহদের সামনে খাবার হিসেবে পেশ করা হতো।
ফলে- সিংহরা গাধাদের সমাজে যা চাইলো তাই ঘটলো। তারা অতি সহজেই তাদের খাবারে পেয়ে গেলো এবং তাদের শিকারের কষ্ট লাঘব হলো।

গাধারা বুঝতেও পারলোনা- গাধাদের সমাজে যে সিংহ, সিংহের সমাজে সে আসলে এক গাধা।

হেনরি কিসিঞ্জার বলেছিলেন- আমরা তাদের জন্য এমন এক ব্যবস্থা তৈরি করে দিয়ে যেতে চাই। যাতে আমাদের সব লক্ষ্য তাদের হাতে দিয়েই পূর্ণতা পায়।

-Arif Mahmud

Address

Mymensingh

Alerts

Be the first to know and let us send you an email when Dr. Biswajit Roy Chowdhury posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Practice

Send a message to Dr. Biswajit Roy Chowdhury:

Share

Category