মেডিকা ডায়াগনস্টিক সেন্টার & হসপিটাল-Medica Diagnostic Centre & Hospital

  • Home
  • Bangladesh
  • Mymensingh
  • মেডিকা ডায়াগনস্টিক সেন্টার & হসপিটাল-Medica Diagnostic Centre & Hospital

মেডিকা ডায়াগনস্টিক সেন্টার & হসপিটাল-Medica Diagnostic Centre & Hospital বিশ্বমানের স্বাস্থ্যসেবার দীপ্তি প্?

17/03/2024
26/02/2024
কখনো কি ভেবে দেখেছেন যে, অপারেশন এর রুমকে 'অপারেশন থিয়েটার' বলা হয় কেনো?আসলে আগেকার যুগের অপারেশন রুমগুলো রীতিমতো থিয়ে...
20/09/2022

কখনো কি ভেবে দেখেছেন যে, অপারেশন এর রুমকে 'অপারেশন থিয়েটার' বলা হয় কেনো?

আসলে আগেকার যুগের অপারেশন রুমগুলো রীতিমতো থিয়েটারের মতো করেই বানানো হতো! বড় একটা গ্যালারি থাকত রুমের চারপাশ ঘিরে যেখানে দর্শকরাও থাকতো!

এটি একটি ঐতিহাসিক ছবি যেটা ১৯৪৫ সালে তোলা হয়েছে। ছবিটা দেখলেই বুঝতে পারবেন যে নিচে একটি অপারেশন হচ্ছে, আর ওপরে ব্যলকনিতে ছাত্র ও নার্স পর্যবেক্ষণ করছে (থিয়েটারে সিনেমা দেখার মত)। এই জন্যেই অপারেশন রুমকে আমরা এখনও অপারেশন থিয়েটার বলি।

—pc cpy

08/09/2022

একটু নিরবে দেখুন !!
এবার নিজের বিবেকের কাছে প্রশ্ন করুন ?
কি ছিলেন, কোথায় এলেন, কি করছেন.?
এবং কোথায় যাবেন ?
হে আল্লাহ আপনি আমাদেরকে আপনার গোলাম হিসেবে কবুল করুন, এবং আমাদের সবাইকে সঠিক বুঝার ও আমল করার তাওফীক দান করুন..🤲।

রাত ২.৩০ টায় রোগীটা মারা গেল। বয়স প্রায় ৭০, সাথে শুধু স্ত্রী।জিজ্ঞেস করলাম, বাড়িতে খবর দিয়েছেন? রোগী তো সন্ধ্যা থেকেই খা...
02/09/2022

রাত ২.৩০ টায় রোগীটা মারা গেল। বয়স প্রায় ৭০, সাথে শুধু স্ত্রী।

জিজ্ঞেস করলাম, বাড়িতে খবর দিয়েছেন? রোগী তো সন্ধ্যা থেকেই খারাপ ছিলো। কেউ আসেনি?

এরপর এক নিষ্ঠুর বাস্তবতার মুখোমুখি হলাম যার জন্য আমার কোন মানসিক প্রস্তুতি ছিল না--

রোগীর দুই ছেলে, বড় জন সৌদি আরব, ছোট ছেলে বাড়িতে। বড় ছেলের জোরাজুরিতেই হাসপাতালে আসা। ছোট ছেলের আপত্তি অগ্রাহ্য করে কেন হাসপাতালে আনা হলো, এই অপরাধে বৃদ্ধ বাবাকে একবারও দেখতে আসেনি সে। উল্টো তাকে বাবার খারাপ অবস্থা জানানো হলে তার ভাষ্য ছিলো-
" আমি তো হাসপাতালে নিতে বলিনাই, সৌদি থিকা আইসা বাপেরে দেইখা যাইতে কও"!

জিজ্ঞেস করলাম, আত্মীয় স্বজন?

জানালো কেউ আসবে না, যখন তাদের প্রয়োজন ছিল তখন এসেছে। এখন লাশ নিতে আসলে যদি দুই পয়সা খরচ করতে হয়!
রাত ২.৩০ টায় ষাটোর্ধ্ব নারী তার সদ্য প্রয়াত স্বামীকে নিয়ে একটি উপজেলা হাসপাতালের ওয়ার্ডে, সাথে নেই কোন চেনা মুখ! কল্পনা করতেও বোধহয় কষ্ট হয়!
আমাকে জিজ্ঞেস করলেন, কয়টা বাজে? আজান দিতে আর কতক্ষণ?
আমি বললাম বেশিক্ষণ না, দুই-আড়াই ঘণ্টা!

ভদ্রমহিলা আমার হাত ধরে ফেললেন-
"আমারে হাসপাতাল থেকে বাইর করে দিয়েন না, সকাল হইলেই ভ্যান নিয়া চইলা যামু"!

শোকার্ত নারীটি যেন ঠিকমতো শোক প্রকাশ করারও সুযোগ পাচ্ছে না। একবার লাশের কাপড় ঠিক করছে, কিছুক্ষণ দোয়া পড়ছে, কিছুক্ষণ আস্তে আস্তে কান্না করছে, আবার একা একা এই লাশ বাড়ি পর্যন্ত কিভাবে নিয়ে যাবে সেটাও বোধহয় আনমনে ভাবছে।

আমি শুধু তার মাথায় হাত রেখে আস্তে করে বলতে পারলাম, "থাকেন। কোন সমস্যা নাই"।

ওয়ার্ড থেকে বের হয়ে ৭০ বছরের বৃদ্ধের দিকে তাকিয়ে ভাবতে লাগলাম জীবন ঠিক কতটা নিষ্ঠুর হতে পারে। শেষ পরিণতি হিসেবে মৃত্যুর পর লাশটা নেওয়ার মানুষটাও নেই।
আহারে জীবন!

এই জীবন নিয়ে আবার কত বড়াই!
অথচ ঠিকমতো দাফন-কাফন পাবো কিনা তার কোন নিশ্চয়তা নেই!

©Dr. মোঃ সেলিম

উন্নত চিকিৎসাসেবা , পরিচ্ছন্ন পরিবেশ 🥰🥰 ( MDCH )
01/09/2022

উন্নত চিকিৎসাসেবা , পরিচ্ছন্ন পরিবেশ 🥰🥰 ( MDCH )

16/07/2022

এখন থেকে নিয়োমিত রোগী দেখছেন ........

#অধ্যক্ষ_ডাঃ_এ_কে_এম_সিদ্দিকুর_রহমান

এম.বি.বি.এস,বি.সি.এস,(স্বাস্থ্য)
এম.পি.এইচ,(ঢাকা)
উচ্চতর প্রশিক্ষণ,নিউরো মেডিসিন
সি.সি.ডি,(বারডেম),এম.পি.এইচ.সি(লন্ডন)
প্রাক্তন অধ্যক্ষ ম্যাটস টাঙ্গাইল,ও প্রাক্তন সহ সার্জন ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল ।
প্রাক্তন সহকারী পরিচালক স্বাস্থ অধিদপ্তর ঢাকা ।
*সিরিয়ালের জন্যে যোগাযোগ করুনঃ- 019 17 85 37 12

06/06/2022

যে ভাবে মানব দেহে একজন সন্তান আস্তে আস্তে গড়ে ওঠে💚

29/05/2022

হৃৎপিণ্ড বাহিরে নিয়ে একটা শিশুর জন্ম!

[নিশ্চয়ই আল্লাহ্ উত্তম পরিকল্পনাকারী

02/05/2022

Eid Mobarak

Address

Mymensingh
2200

Telephone

+8801711521797

Website

Alerts

Be the first to know and let us send you an email when মেডিকা ডায়াগনস্টিক সেন্টার & হসপিটাল-Medica Diagnostic Centre & Hospital posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Practice

Send a message to মেডিকা ডায়াগনস্টিক সেন্টার & হসপিটাল-Medica Diagnostic Centre & Hospital:

Share

Share on Facebook Share on Twitter Share on LinkedIn
Share on Pinterest Share on Reddit Share via Email
Share on WhatsApp Share on Instagram Share on Telegram