আদ-দাওয়াহ কওমী ছাত্র কাফেলা

আদ-দাওয়াহ কওমী ছাত্র কাফেলা একটি আধুনিক ও দ্বীনি সমাজ
সেবামূলক কওমী ছাত্র সংগঠন।

____________আমাদের পরিচিতি____________

• "আদ-দাওয়াহ কওমী ছাত্র কাফেলা" একটি আধুনিক ও দ্বীনি সমাজসেবা মূলক কওমী ছাত্রদের গ্রামব্যাপী প্রতিষ্ঠান, যা আদ-দাওয়াহ কওমী উলামা কাফেলা'র একাংশ।
________লক্ষ উদ্দেশ্য________

• দা'ওয়ায়ে ইলাল্লাহ ও ইলায়ে কালিমাতুল্লাহ

_______কার্যক্রম_______

• সমাজ ব্যাপী নূরানী শিক্ষা ও বয়স্ক কুরআন ব্যাবস্থা চালু করণ।

• সাধ্যমত দরিদ্র ও অসহায় মুসলিমদের পাশে দাঁড়ানো।

• অপসংস্কৃতি কে বিলুপ্ত করণ।


• সমাজে নাচ,গান-বাজনা, যাত্রা, এসব অনৈতিক ও অবৈধ কার্যের আসর ভেঙে দেওয়া।

• মদ-গাজা-হিরোইন ইত্যাদি নেশা-দ্রব্য সেবন করা থেকে সমাজকে ফিরিয়ে আনা/মুক্ত রাখা।

• তালাক ও অন্যান্য মাসয়ালা বিষয়ক সঠিক সমাধান আনতে সহায়তা করা।

• মা-বাবার খেদমত সম্পর্কে গাফেল সন্তানদেরকে সচেতন ও সংশোধন প্রচেষ্টা চালানো।

• দোওয়া মাহফিল এবং ইসলামী সংস্কৃতিক অনুষ্ঠান এর ব্যাবস্থা করা।

• বন্ড পীর ও মাজারপুজা থেকে সমাজকে ফিরিয়ে রাখা।

আলহামদুলিল্লাহ আদ-দাওয়াহ কওমী ছাত্র কাফেলা র দায়িত্বশীলদের ফিকির, চেষ্টা ও সর্বস্তরের সাধারণ তাওহীদি জনতা বিশেষত যুবক ভ...
07/04/2025

আলহামদুলিল্লাহ আদ-দাওয়াহ কওমী ছাত্র কাফেলা র দায়িত্বশীলদের ফিকির, চেষ্টা ও সর্বস্তরের সাধারণ তাওহীদি জনতা বিশেষত যুবক ভাইদের মেহনত ও উপস্থিতিতে আজকের বিক্ষোভ মিছিল সুন্দর ভাবে সফল হয়েছে।
তবে এ প্রতিবাদ এখানেই শেষ কেবল শুরু। একদিন এ বাহিনী ই সরাসরি জি/হা/দের মিছিলে যোগ দিবে ইনশাআল্লাহ।
নরপশুদের কালো হাত ভেঙে চুরমার করে দিবে,,,
ওদের আস্তানা গুড়িয়ে দিবে,,,

সর্বাত্মক সমর্থন নিয়ে গা #জাবাসীর আহবানে সারা দিন।আল্লাহ আমাদের ভাইবোনদের হেফাজত করুন। আমিন।সময়: বাদ আসর    ০৭-০৪-২০২৫ ই...
07/04/2025

সর্বাত্মক সমর্থন নিয়ে গা #জাবাসীর আহবানে সারা দিন।
আল্লাহ আমাদের ভাইবোনদের হেফাজত করুন। আমিন।
সময়: বাদ আসর ০৭-০৪-২০২৫ ইং
স্থান: রঘুনাথপুর বাজার
আয়োজনে: সর্বস্তরের সাধারণ তাওহীদি জনতা

আলহামদুলিল্লাহ! 🖤 মাঠে কাজ হচ্ছে, ইনশাআল্লাহ খুব শীঘ্রই এলাকাবাসী ভালো কিছু উপহার পেতে চলেছে ইনশাআল্লাহ।
02/04/2025

আলহামদুলিল্লাহ! 🖤 মাঠে কাজ হচ্ছে, ইনশাআল্লাহ খুব শীঘ্রই এলাকাবাসী ভালো কিছু উপহার পেতে চলেছে ইনশাআল্লাহ।

01/04/2025

আর মাত্র বাকি ২ দিন। আসছে আমাদের মাহফিল আগামী পরশুদিন।

ইনশাআল্লাহ আপনি আসছেন তো?

দেশ প্রবাসের সকল মুসলমান ভাইদের আদ-দাওয়াহ কওমী ছাত্র কাফেলা পরিবারের পক্ষ থেকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা ও আগত অনুষ্ঠ...
30/03/2025

দেশ প্রবাসের সকল মুসলমান ভাইদের আদ-দাওয়াহ কওমী ছাত্র কাফেলা পরিবারের পক্ষ থেকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা ও আগত অনুষ্ঠানের দাওয়াতী বার্তা।

📢 ইসলামী মহা সম্মেলনে সবাইকে আমন্ত্রণ!আদ-দাওয়াহ কওমী ছাত্র কাফেলা'র উদ্যোগে একটি বিশেষ ইসলামী মহা সম্মেলন অনুষ্ঠিত হতে ...
20/03/2025

📢 ইসলামী মহা সম্মেলনে সবাইকে আমন্ত্রণ!

আদ-দাওয়াহ কওমী ছাত্র কাফেলা'র উদ্যোগে একটি বিশেষ ইসলামী মহা সম্মেলন অনুষ্ঠিত হতে যাচ্ছে! ✨

🗓 তারিখ: ৩ এপ্রিল ২০২৫ (বৃহস্পতিবার)
📍 স্থান: রঘুনাথপুর উচ্চ বিদ্যালয় মাঠ, ফুলবাড়ীয়া, ময়মনসিংহ

আলোচনা করবেন দেশের বিশিষ্ট ইসলামি স্কলারগণ, থাকবেন সম্মানিত অতিথিরা। আসুন, দ্বীনের সঠিক জ্ঞান অর্জন করি এবং সমাজকে আলোর পথে এগিয়ে নেওয়ার অঙ্গীকার করি।

⏳ সময়মতো উপস্থিত হয়ে আত্মশুদ্ধির এই মহতি আয়োজনকে সফল করুন!

📢 আপনিও আসছেন তো? মন্তব্যে জানান!

কুরআনের মাসে কুরআনের দাওয়াত!রহমতের বার্তা নিয়ে আবার এলো মাহে রমজান। প্রতিবারের মতো এবারও পবিত্র মাহে রমজান উপলক্ষে  " ...
28/02/2025

কুরআনের মাসে কুরআনের দাওয়াত!

রহমতের বার্তা নিয়ে আবার এলো মাহে রমজান। প্রতিবারের মতো এবারও পবিত্র মাহে রমজান উপলক্ষে " আদ - দাওয়াহ ক্বওমী ছাত্র কাফেলা " র উদ্যোগে রঘুনাথপুরে আয়োজন হতে চলেছে মাসব্যাপী " ফ্রি কুরআন শিক্ষা কোর্স "।
হক্কানী উলামায়ে কেরামের সার্বিক দিক নির্দেশনায় এই কোর্স পরিচালনা করবেন কওমী মাদরাসার একঝাঁক তরুণ।
কুরআনের এই মহতী আসরে আপনারা সবাই আমন্ত্রিত।সবার জন্য রইল সহিহ পদ্ধতিতে কুরআন শিক্ষা করার দাওয়াত।

কুরআনের শুদ্ধতায় ভরে উঠুক আমাদের মাহে রমজান।

আদ-দাওয়াহ কওমী ছাত্র কাফেলা

আলহামদুলিল্লাহ, এলাকার ব্যবসায়ী মহল, বৈষম্য বিরোধী ছাত্র সমাজ, আল ইহসান ছাত্র পরিষদ,  প্রবাসী কল্যান ট্রাস্ট, শাইন কোচিং...
26/08/2024

আলহামদুলিল্লাহ,
এলাকার ব্যবসায়ী মহল, বৈষম্য বিরোধী ছাত্র সমাজ, আল ইহসান ছাত্র পরিষদ, প্রবাসী কল্যান ট্রাস্ট, শাইন কোচিং সহ সর্ব মহলের সার্বিক সহযোগিতায় সকলের আস্হার ঠিকানা আদ-দাওয়াহ কওমী ছাত্র কাফেলা র তত্ত্বাবধানে বন্যা কবলিত ১০০০ পরিবারের মাঝে ভালোবাসা বিতরণ করণের প্রস্তুতি প্রায় শেষের দিকে। আজ রাতেই আমাদের প্যাকেজ গন্তব্যে রওনা করবে। সকলের সব ধরনের শিরকত রব কবুল করে নেন। সূচনা থেকে সমাপ্তি আসান ও নিরাপদ করেন।

বি:দ্র: এই কার্যক্রমের বিস্তারিত আপডেট জানিয়ে দেয়া হবে ইনশাআল্লাহ।

আপনিও আমাদের সহযোগী হতে পারেন যে কোন পরিমাণ অর্থ ও দোয়া দিয়ে।
24/08/2024

আপনিও আমাদের সহযোগী হতে পারেন যে কোন পরিমাণ অর্থ ও দোয়া দিয়ে।

যারা এই কাজে শরিক হতে চেয়েও বাজেট অল্প হওয়ায় লোক লজ্জায় শরিক হচ্ছেন না। দান ভাই আল্লাহর জন্য করুন। কেউ না দেখুক, আপনি ৫ট...
24/08/2024

যারা এই কাজে শরিক হতে চেয়েও বাজেট অল্প হওয়ায় লোক লজ্জায় শরিক হচ্ছেন না। দান ভাই আল্লাহর জন্য করুন। কেউ না দেখুক, আপনি ৫টাকা থেকে যত বেশি ইচ্ছে দিয়ে শরিক হতে পারেন।

এক্ষেত্রে ছবিতে থাকা 'বিকাশ পেমেন্ট' নম্বরটি অথবা কমেন্টে দেওয়া লিংকে গিয়ে পেমেন্ট করতে পারেন আপনার ঠিক যতটুকু সামর্থ্য হয় আপনার। কোন ধরা বাধা নেই।

🏷️বিকাশ বা নগদে সেন্ডমানি করার জন্যঃ 01742059053
🏷️বিকাশে যে কোন পরিমাণ ফ্রি পেমেন্ট করার জন্যঃ 01974059053

আলহামদুলিল্লাহ! প্রকাশ করা হলো আদ-দা'ওয়াহ এর কার্য বিভাগীয় কমিটি।আল্লাহ যেনো তাদেরকে উম্মাহের কল্যাণে নিঃস্বার্থে আল্লা...
29/06/2024

আলহামদুলিল্লাহ! প্রকাশ করা হলো আদ-দা'ওয়াহ এর কার্য বিভাগীয় কমিটি।

আল্লাহ যেনো তাদেরকে উম্মাহের কল্যাণে নিঃস্বার্থে আল্লাহর জন্য কাজ করে যাওয়ার তাওফিক দেন। আমিন।

Address

Mymensingh
২২১৬

Telephone

+8801742059053

Website

Alerts

Be the first to know and let us send you an email when আদ-দাওয়াহ কওমী ছাত্র কাফেলা posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Share on Facebook Share on Twitter Share on LinkedIn
Share on Pinterest Share on Reddit Share via Email
Share on WhatsApp Share on Instagram Share on Telegram