14/02/2025
ভালুকা আধুনিক চক্ষু হাসপাতালের পক্ষ থেকে সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। ভালুকা আধুনিক চক্ষু হাসপাতাল, ওয়াহেদ টাওয়ারে অত্যাধুনিক ফ্যাকো মেশিন এর সাহায্যে চোখের ফ্যাকো সার্জারী (কম্পিউটারে ছানি অপারেশন) করা হয়। ফ্যাকো সার্জারী সম্পূর্ণ ব্যাথামুক্ত, এই অপারেশনের আগে চোখে কোন ইনজেকশন এবং পরে ব্যান্ডেজ দেওয়ার প্রয়োজন হয় না। মনে রাখবেন, ভালুকায় শুধুমাত্র আধুনিক চক্ষু হাসপাতালেই ফ্যাকো সার্জারী করা হয়। এছাড়াও চোখের ছানি, নেত্রনালী, গ্লুকোমা, ক্যালাজিয়ন, টেরিজিয়াম, টেরা চোখের অপারেশন ও অকোলপ্লাষ্টিক সার্জারী করা হয়।
আধুনিক চক্ষু হাসপাতাল, ওয়াহেদ টাওয়ারে প্রতি শুক্র, রবি ও মঙ্গলবার ঢাকা ও ময়মনসিংহ থেকে আগত অভিজ্ঞ চক্ষু বিশেষজ্ঞ ও সার্জনগন (এমবিবিএস, ডিও, এমএস ডিগ্রী প্রাপ্ত সহকারী অধ্যাপক) রোগী দেখেন এবং অপারেশন করেন। এছাড়াও প্রতিদিন সকাল ৯টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত আউটডোরে নিয়মিত রোগী দেখা হয় এবং অনকল বেসিস ২৪ ঘণ্টা জরুরী সেবা প্রদান করা হয়। সিরিয়ালের জন্য যোগাযোগ করুন- ০১৭৪৮-১৩৬০৮৮।
Send a message to learn more