ডা. মোঃ শামীম আখতার - নিউরোমেডিসিন ও মেডিসিন বিশেষজ্ঞ

  • Home
  • Bangladesh
  • Mymensingh
  • ডা. মোঃ শামীম আখতার - নিউরোমেডিসিন ও মেডিসিন বিশেষজ্ঞ

ডা. মোঃ শামীম আখতার - নিউরোমেডিসিন ও মেডিসিন বিশেষজ্ঞ Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from ডা. মোঃ শামীম আখতার - নিউরোমেডিসিন ও মেডিসিন বিশেষজ্ঞ, Medical and health, Mymensingh.

FCPS, MCPS (Medicine), MD (Neurology)
চেম্বার-
ময়মনসিংহঃ স্বদেশ হাসপাতাল, মাসকান্দা
(শনি - বুধ)
কিশোরগঞ্জঃ মেডিস্ক্যান(পুরাতন) ইমেজিং সেন্টার (বৃহস্পতি ও শুক্র)

মেডিকেল সাইন্সের যতগুলি ব্রাঞ্চ আছে তার মধ্যে নিউরোলজী বিষয়টি অত্যন্ত দুর্বোধ্য ও জটিল। সারা শরীরেই নিউরোলজির বিস্তৃতি। ...
12/05/2025

মেডিকেল সাইন্সের যতগুলি ব্রাঞ্চ আছে তার মধ্যে নিউরোলজী বিষয়টি অত্যন্ত দুর্বোধ্য ও জটিল। সারা শরীরেই নিউরোলজির বিস্তৃতি।

মুলত শরীরের চারটি অংশ নিয়ে এই বিষয়ের আলোচনা যার মধ্যে রয়েছে শত শত না বরং হাজার হাজার রোগ

১। মাথা বা ব্রেইন
২। মেরুদন্ড / স্পাইনাল কর্ড
৩। মাংশপেশী
৪। নার্ভ বা স্নায়ু

ফলে এই বিষয়ে রোগের সংখ্যা অনেক বেশি এবং রোগীও অনেক বেশি।

তবে নিউরোলজী বিষয়ে সবচেয়ে বেশি দেখতে হয়--
১। ব্যাথার রোগী যেমন-- মাথা, হাত, পা, ঘাড়, কোমর ব্যাথা( রেডিকুলোপ্যাথিক পেইন)
২। স্ট্রোক
৩। খিচুনি
৪। অজ্ঞান হওয়া
৫। এলোমেলো আচরন
৬। কথায় জড়তা
৭। ব্যালেন্স না পাওয়া
৮। স্মরণ না থাকা বা কমে যাওয়া
৯। শক্তি না পাওয়া
১০। হাত পা খিচে আসা
১১। মাংস শুকিয়ে যাওয়া
১২। মাথা ঘোরা
১৩। চোখে হঠাত কম দেখা
১৪। হাত পা তব্দা লাগা বা ঝিম ঝিম করা।
১৫। ঘুমের যে কোন সমস্যা

এছাড়া মেডিসিন বিশেষজ্ঞ হিসেবে বিভিন্ন রোগ যেমন- ডায়াবেটিস, হাইপ্রেশার, থাইরয়েড, বাত ব্যাথা, গিড়া ব্যাথা, শ্বাসকস্ট, কাশি, হার্ট, লাংস, লিভার, খাদ্যনালী, গ্যাস্ট্রিক, সাধারন মানসিক রোগ, জন্ডিস, শরীরে পানি আসা ও আইবিএস রোগের চিকিৎসা করি।

ডা. মোঃ শামীম আখতার
এমবিবিএস(রংপুর মেডিকেল কলেজ), বিসিএস
এফসিপিএস ( মেডিসিন)
এমসিপিএস (মেডিসিন)
এমডি (নিউরোমেডিসিন)
কনসালটেন্ট, ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল, ময়মনসিংহ।

চেম্বার-
১।স্বদেশ হাসপাতাল, ময়মনসিংহ (শনি থেকে বুধ)
২। মেডিস্ক্যান (পুরাতন) ইমেজিং সেন্টার, কিশোরগঞ্জ( বৃহস্পতি ও শুক্রবার)

13/03/2025
পাকুন্দিয়া ক্রস করছিলাম। এর আগে কখনো আসিনি। কিন্তু এই এলাকা থেকে অনেক রুগী আমার কাছে চিকিৎসা নেয়ার জন্য কস্ট করে কিশোরগঞ...
16/05/2024

পাকুন্দিয়া ক্রস করছিলাম। এর আগে কখনো আসিনি। কিন্তু এই এলাকা থেকে অনেক রুগী আমার কাছে চিকিৎসা নেয়ার জন্য কস্ট করে কিশোরগঞ্জ আসেন। তাই কিছুটা আবেগ কাজ করলো। তাই পাকুন্দিয়া নেমে স্মৃতি হিসেবে একটি ছবি তুললাম। পাকুন্দিয়ার মানুষদের জন্য ভালোবাসা।

03/01/2024

সকলকে অভিনন্দন! Firoz Mondol, Kawsar Alam, Shila Ahamed Khan, Ashraful Noyon, MA Kabir, Mitun Pal, MD Suhag Hasan Sojib, Shafiqul Islam Dulal, MD Ruhul Amin, Salim Uddin Salim Uddin, Alamgir Kabir, Md Limon Ahmed, Md Ajim, Tarikul Islam

চিকিৎসা কেনো ব্যর্থ হয়ঃ১। ব্যাকটেরিয়াল ইনফেকশনে এন্টিবায়োটিক কাজ না করা। এর জন্য এন্টিবায়োটিক এর অপব্যবহার দায়ী। এতে স্ব...
29/12/2023

চিকিৎসা কেনো ব্যর্থ হয়ঃ

১। ব্যাকটেরিয়াল ইনফেকশনে এন্টিবায়োটিক কাজ না করা। এর জন্য এন্টিবায়োটিক এর অপব্যবহার দায়ী। এতে স্বাস্থ্য কর্মীর পাশাপাশি জনগনের দায়ভার আছে।

২। সঠিক রোগ নির্নয় করতে না পারা। এর জন্য চিকিৎসকের পাশাপাশি কোয়ালিটি সম্পন্ন ল্যাব বা ডায়াগনস্টিক এর অভাব দায়ী।

৩। গুনগত মান সম্পন্ন ঔষধ না খাওয়া। অনেক ভালো কোম্পানির ঔষধ লিখলেও অজ্ঞতার জন্য রোগী সঠিক ঔষধ ক্রয় করতে ব্যর্থ হন।

৪। কিছু ঔষধ কাজ করতে সময় লাগে বিশেষ করে যারা টেনশন জনিত কারনে নানা রকম মানসিক রোগে ভুগেন। ২ সপ্তাহ ঔষধ খেয়েই রেজাল্ট না পেয়ে রোগী হতাশ হয়ে যান ও ডাক্তার চেইঞ্জ করেন। আবার একি ঘটনা ঘটে, আবার ডাক্তার চেইঞ্জ করেন। এভাবে ঘুরতেই থাকেন।

৫। কিছু রোগ নিয়ন্ত্রন করা কঠিন । কারন উপযুক্ত চিকিৎসা এখনো আবিস্কার হয়নি। যেমন অস্টিও আর্থ্রাইটিসের রোগী। এরকম বহু রোগ আছে।

৬। সময় মত ঔষধ না খাওয়া বা ডাক্তারের পরামর্শ মত না চলা। যেমন হাই প্রেশারের ঔষধ বন্ধ করে অনেকেই স্ট্রোক করেন।

৭। চিকিৎসকের উপর ভরসা না থাকা। অনেকে দেশের চিকিৎসায় ভরসা পান না। না পাওয়ার অনেক কারন আছে। এর অনেক গুলোই ঠিক আবার অনেক গুলোই ভুল।

৮। সাইড ইফেক্ট হওয়া-- এলোপ্যাথিক ব্যবস্থায় প্রায় সব ঔষধের কম বেশি সাইড ইফেক্ট আছে। ঔষধ খেয়ে সাইড ইফেক্ট হওয়ায় অনেকে ঘন ঘন ডাক্তার চেইঞ্জ করেন।

৯। ঔষধ ক্রয় করতে না পারা। অনেক রোগে দামী ঔষধের প্রয়োজন হয়। অর্থের অভাবে তা ক্রয় করতে না পারলে চিকিৎসা হয়না।

১০। রোগীকে শেষ পর্যায়ে নিয়ে আসা। বাড়িতে বিভিন্ন অপচিকিৎসা করে যখন রোগীর জান প্রায় যায় যায়, তখন হাসপাতালে রোগী আনা হয় বা রোগীকে জটিল অবস্থায় ডাক্তারের চেম্বারে আনা হয়, যেখান থেকে সকলকে সুস্থ করা সম্ভব হয়না।

সবশেষে চিকিৎসক রা মানুষের শরীর ও মন নিয়ে কাজ করে, মেশিন নিয়ে না। একেকজনের শরীরে ঔষধের রেসপন্স একেক রকম পাওয়া যায়।

কিন্তু দুঃখজনক হলো এত এত কারন থাকার পরেও চিকিৎসা সফল না হলে কেবল চিকিৎসক কেই দায়ী করা হয়।

মেডিকেল সাইন্সের যতগুলি ব্রাঞ্চ আছে তার মধ্যে নিউরোলজী বিষয়টি অত্যন্ত দুর্বোধ্য ও জটিল। সারা শরীরেই নিউরোলজির বিস্তৃতি। ...
21/12/2023

মেডিকেল সাইন্সের যতগুলি ব্রাঞ্চ আছে তার মধ্যে নিউরোলজী বিষয়টি অত্যন্ত দুর্বোধ্য ও জটিল। সারা শরীরেই নিউরোলজির বিস্তৃতি।

মুলত শরীরের চারটি অংশ নিয়ে এই বিষয়ের আলোচনা যার মধ্যে রয়েছে শত শত না বরং হাজার হাজার রোগ।

১। মাথা বা ব্রেইন
২। মেরুদন্ড
৩। মাংশপেশী
৪। নার্ভ বা স্নায়ু

এছাড়া হার্ট, লাংস সহ শরীরের সব অংগে নার্ভের কাজ আছে। ফলে এই বিষয়ে রোগের সংখ্যা অনেক বেশি এবং রোগীও অনেক বেশি।

তবে আমাদেরকে সবচেয়ে বেশি দেখতে হয়--
১। ব্যাথার রোগী যেমন-- মাথা, হাত, পা, ঘাড়, কোমর ব্যাথা
২। স্ট্রোক
৩। খিচুনি
৪। অজ্ঞান হওয়া
৫। এলোমেলো আচরন
৬। কথায় জড়তা
৭। ব্যালেন্স না পাওয়া
৮। স্মরণ না থাকা বা কমে যাওয়া
৯। শক্তি না পাওয়া
১০। হাত পা খিচে আসা
১১। মাংস শুকিয়ে যাওয়া
১২। মাথা ঘোরা
১৩। চোখে হঠাত কম দেখা
১৪। হাত পা তব্দা লাগা বা ঝিম ঝিম করা।
১৫। ঘুমের যে কোন সমস্যা

এছাড়া মেডিসিন বিশেষজ্ঞ হিসেবে বিভিন্ন রোগ যেমন- ডায়াবেটিস, হাইপ্রেশার, থাইরয়েড, বাত ব্যাথা, গিড়া ব্যাথা, শ্বাসকস্ট, কাশি, হার্ট, লাংস, লিভার, খাদ্যনালী, গ্যাস্ট্রিক, মানসিক রোগ, জন্ডিস শরীরে পানি আসা ও আইবিএস রোগের চিকিৎসা করি।

ডা. মোঃ শামীম আখতার
এমবিবিএস(রংপুর মেডিকেল কলেজ), বিসিএস
এফসিপিএস ( মেডিসিন)
এমসিপিএস (মেডিসিন)
এমডি (নিউরোমেডিসিন)
কনসালটেন্ট, শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতাল, কিশোরগঞ্জ।

চেম্বার- মেডিস্ক্যান (পুরাতন) ইমেজিং সেন্টার,
মডেল থানার পিছনে, কিশোরগঞ্জ
রবি থেকে বৃহস্পতিবার।
দুপুর ২ঃ৩০টা থেকে রাত ১০টা

বাসের পিছনের সীটগুলো কিছুটা ঝুকিপুর্ন। দ্রুত গাড়ি চালানোর সময় উচু নীচু জায়গায় ব্রেইক না করার কারনে পিছনের সীটের যাত্রীরা...
16/12/2023

বাসের পিছনের সীটগুলো কিছুটা ঝুকিপুর্ন। দ্রুত গাড়ি চালানোর সময় উচু নীচু জায়গায় ব্রেইক না করার কারনে পিছনের সীটের যাত্রীরা হঠাৎ উচুতে উঠে পড়েন। এতে করে কোমড়ে বা ঘাড়ে আঘাত পেয়ে ডিস্ক প্রোলাপ্স হবার সম্ভাবনা থাকে। বিশেষ করে ঘাড়ের ডিস্ক প্রলাপ্স খুবি মারাত্মক, কারন এতে মেরুদন্ডের ভিতরে থাকা গুরুত্বপূর্ণ স্ট্রাকচার স্পাইনাল কর্ডে চাপ পড়ার সম্ভাবনা থাকে, ফলে হাত ও পা প্যারালাইজড হয়ে যাওয়ার মত ঘটনা ঘটে। তাই যাত্রায় গাড়ির পিছনের সীট এভয়েড করাই ভালো।

লক্ষন ছাড়া ডায়াবেটিস ঃআমার মত, সকল চিকিৎসকগনকেই একটি পরিস্থিতি ফেইস করতে হয়, আর তা হলো, রোগীগনকে ডায়াবেটিস আছে কিনা জিজ্...
15/12/2023

লক্ষন ছাড়া ডায়াবেটিস ঃ

আমার মত, সকল চিকিৎসকগনকেই একটি পরিস্থিতি ফেইস করতে হয়, আর তা হলো, রোগীগনকে ডায়াবেটিস আছে কিনা জিজ্ঞাসা করলে বা টেস্ট করতে দিলেই অনেকে বলেন উনাদের ডায়াবেটিস নেই।কারন কোন লক্ষন নেই। কিন্তু বাস্তবতা হলো শুরুতে বহুদিন পর্যন্ত ডায়াবেটিস এর কোন লক্ষন থাকেনা। এমন বহু রোগী আমরা পাই যাদের লক্ষন ছাড়াই ডায়াবেটিস পাওয়া গিয়েছে। একটি সাধারণ ও স্বল্প মুল্যের টেস্টেই যেহেতু ডায়াবেটিস রোগ নির্নয় হয়, তাই বছরে অন্তত একবার এটি চেক করা উচিত বিশেষ করে যাদের রিস্ক ফ্যাক্টর বা ঝুকি আছে। ধন্যবাদ।

নিজে সচেতন হোন, শেয়ার করে অন্যদেরো জানার সুযোগ করে দিন।

ডা. মোঃ শামীম
এমবিবিএস(রংপুর মেডিকেল কলেজ), বিসিএস
এফসিপিএস ( মেডিসিন)
এমসিপিএস (মেডিসিন)
এমডি (নিউরোমেডিসিন) -ঢাকা মেডিকেল কলেজ।
নিউরোমেডিসিন ও মেডিসিন বিশেষজ্ঞ
কনসালটেন্ট, শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতাল, কিশোরগঞ্জ।

চেম্বার- মেডিস্ক্যান (পুরাতন) ইমেজিং সেন্টার, মডেল থানার পিছনে, কিশোরগঞ্জ সদর।

Address

Mymensingh

Opening Hours

Monday 15:00 - 21:00
Tuesday 15:00 - 21:00
Wednesday 15:00 - 21:00
Thursday 15:00 - 21:00
Sunday 15:00 - 21:00

Telephone

+8809614888666

Website

Alerts

Be the first to know and let us send you an email when ডা. মোঃ শামীম আখতার - নিউরোমেডিসিন ও মেডিসিন বিশেষজ্ঞ posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Practice

Send a message to ডা. মোঃ শামীম আখতার - নিউরোমেডিসিন ও মেডিসিন বিশেষজ্ঞ:

Share