21/07/2025
***********জরুরি********
রক্তদানে ছাত্র সমাজ এর বিশেষ সিদ্ধান্ত
ময়মনসিংহ,নেত্রকোনা, বিভিন্ন জেলা উপজেলা থেকে ডোনার পাঠানো হবে । 👇
ঢাকা বিমান দুর্ঘটনায় অনেক মানুষ আহত রক্তের প্রয়োজন কিন্তু রক্ত পাচ্ছে না। বিশেষ করে নেগেটিভ রক্তের জন্য অনেক রোগী মারা যাচ্ছে দয়া করে । এবং কি জীবন সংকটে আছে । ঢাকায় যারা রক্ত দিতে ইচ্ছুক দয়া করে ইনবক্স করুক অথবা কমেন্টে নাম,রক্তের গ্রুপ, ঠিকানা,মোবাইল, লিখে দেন। আমাদের রক্তদানে ছাত্র সমাজ এর টিম সর্বোচ্চ ডোনারদের কে সিকিউরিটি এবং সাপোর্ট দিবে এবং কি ডোনারের সাথে এক দুই জন স্বেচ্ছাসেবক সাথে পাঠানো হবে । এবং কি ইতিমধ্যে রক্ত দানে ছাত্র সমাজ এর আরেকটি টিম মোহাম্মদপুর শ্যামলী থেকে বিভিন্ন হাসপাতালে কাজ শুরু করে দিয়েছে তরা আমাদের কে সর্বোচ্চ সাপোর্ট দেবে।
স্বেচ্ছাসেবক ও ডোনার ভাই-বোনদের অনুরোধ করছি দয়া করে মানুষ হয়ে মানুষের পাশে এগিয়ে আসুন আপনার এক ব্যাগ রক্তের উসিলায় হয়তো আল্লাহ তাআলা একটি জীবন ফিরিয়ে দিবে ।
জনস্বার্থেঃ রক্তদানে ছাত্র সমাজ টিম
০১৯৮৪১৪৬৪৩৬