Medi-Hope Diagnostic and Consultation Center

Medi-Hope Diagnostic and Consultation Center মহসিন প্লাজা, দত্তের বাজার চৌরাস্তা, পাগলা,গফরগাঁও,ময়মনসিংহ।

আস্সালামু আলাইকুম,আগামী শুক্রবার এবং শনিবার  মেডি-হোপ ডায়াগনস্টিক ও কনসাল্টেশন সেন্টারে রোগী দেখবেন : মেডিসিন, ডায়াবেটিস...
08/05/2025

আস্সালামু আলাইকুম,আগামী শুক্রবার এবং শনিবার মেডি-হোপ ডায়াগনস্টিক ও কনসাল্টেশন সেন্টারে রোগী দেখবেন :
মেডিসিন, ডায়াবেটিস, শিশু, চর্ম-যৌন,এজমা,এলার্জি,বাত-ব্যথা,নাক-কান-গলা রোগে অভিজ্ঞ ডা. আল-মোমেন,
এম,বি,বি,এস(ঢাকা)
বি,সি,এস (স্বাস্থ্য)
সিএমইউ
মেডিকেল অফিসার,উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স করিমগঞ্জ, কিশোরগঞ্জ। সময়: প্রতি শুক্রবার : সকাল ১১.০০ টা থেকে দুপুর ২:০০ টা বিকাল ৪.০০ টা থেকে সন্ধ্যা ৬:০০ টা
প্রতি শনিবার :দুপুর ২:৩০টা থেকে বিকাল ৫ টা
টেলি-মেডিসিন সেবা:প্রতিদিন ২:৩০ টা থেকে ৯ টা
চেম্বার: Medi-Hope Diagnostic and Consultation Center (01715325949,01611430696)
স্থান:দত্তের বাজার চৌরাস্তা, মহসীন প্লাজা (নিচতলা),পাগলা, গফরগাঁও , ময়মনসিংহ।
এখানে আলট্রাসনোগ্রাম,ইসিজিসহ অত্যাধুনিক এনালাইজার দ্বারা সার্বক্ষণিক প্যাথলজিক্যাল পরীক্ষার ব্যবস্থা রয়েছে। তাই স্বল্প খরচে গ্রামে থেকে শহরের মানের সেবা নিতে আপনার হাতের কাছে মেডি-হোপ এ আসুন।সেবা নিন,সুস্থ থাকুন।

আস্সালামু আলাইকুম,আজকে শুক্রবার এবং আগামীকাল শনিবার  মেডি-হোপ ডায়াগনস্টিক ও কনসাল্টেশন সেন্টারে রোগী দেখবেন : মেডিসিন, ড...
02/05/2025

আস্সালামু আলাইকুম,আজকে শুক্রবার এবং আগামীকাল শনিবার মেডি-হোপ ডায়াগনস্টিক ও কনসাল্টেশন সেন্টারে রোগী দেখবেন :
মেডিসিন, ডায়াবেটিস, শিশু, চর্ম-যৌন,এজমা,এলার্জি,বাত-ব্যথা,নাক-কান-গলা রোগে অভিজ্ঞ ডা. আল-মোমেন,
এম,বি,বি,এস(ঢাকা)
বি,সি,এস (স্বাস্থ্য)
সিএমইউ
মেডিকেল অফিসার,উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স করিমগঞ্জ, কিশোরগঞ্জ। সময়: প্রতি শুক্রবার : সকাল ১১.০০ টা থেকে দুপুর ২:০০ টা বিকাল ৪.০০ টা থেকে সন্ধ্যা ৬:০০ টা
প্রতি শনিবার :দুপুর ২:৩০টা থেকে বিকাল ৫ টা

আস্সালামু আলাইকুম,মেডি-হোপ ডায়াগনস্টিক ও কনসাল্টেশন সেন্টারে সকলকে স্বাগতম।               প্রতি শুক্রবার এবং শনিবার  মেড...
10/04/2025

আস্সালামু আলাইকুম,মেডি-হোপ ডায়াগনস্টিক ও কনসাল্টেশন সেন্টারে সকলকে স্বাগতম। প্রতি শুক্রবার এবং শনিবার মেডি-হোপ ডায়াগনস্টিক ও কনসাল্টেশন সেন্টারে নিয়মিত রোগী দেখছেন : মেডিসিন, ডায়াবেটিস, শিশু, চর্ম-যৌন,এজমা,এলার্জি,বাত-ব্যথা,নাক-কান-গলা রোগে অভিজ্ঞ ডা. আল-মোমেন,
এম,বি,বি,এস(ঢাকা)
বি,সি,এস (স্বাস্থ্য)
সিএমইউ
মেডিকেল অফিসার,উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স করিমগঞ্জ, কিশোরগঞ্জ। সময়: প্রতি শুক্রবার : সকাল ১১.০০ টা থেকে দুপুর ২:০০ টা বিকাল ৪.০০ টা থেকে সন্ধ্যা ৬:০০ টা
প্রতি শনিবার :দুপুর ২:৩০টা থেকে বিকাল ৫ টা
টেলি-মেডিসিন সেবা:প্রতিদিন ২:৩০ টা থেকে ৯ টা
চেম্বার: Medi-Hope Diagnostic and Consultation Center (01715325949,01611430696)
স্থান:দত্তের বাজার চৌরাস্তা, মহসীন প্লাজা (নিচতলা),পাগলা, গফরগাঁও , ময়মনসিংহ।
এখানে আলট্রাসনোগ্রাম,ইসিজিসহ অত্যাধুনিক এনালাইজার দ্বারা সার্বক্ষণিক প্যাথলজিক্যাল পরীক্ষার ব্যবস্থা রয়েছে। তাই স্বল্প খরচে গ্রামে থেকে শহরের মানের সেবা নিতে আপনার হাতের কাছে মেডি-হোপ এ আসুন।সেবা নিন,সুস্থ থাকুন।

এতোবড় সাফল্য নিয়ে কোনো হইচই নাই, অথচ এটা একটা ইন্টারন্যাশনাল নিউজ হতে পারতো!! ময়মনসিংহ মেডিকেল কলেজের সার্জারি বিভাগে অপ...
05/04/2025

এতোবড় সাফল্য নিয়ে কোনো হইচই নাই, অথচ এটা একটা ইন্টারন্যাশনাল নিউজ হতে পারতো!!

ময়মনসিংহ মেডিকেল কলেজের সার্জারি বিভাগে অপারেশন করে রোগীর পেট থেকে রড বের করা হয়। খেলতে গিয়ে ছাদ থেকে পড়ে রড গেথে যায়। ফায়ার সার্ভিস রড কেটে রোগীকে উদ্ধার করে রডসহ রোগী নিয়ে আসে। পরে সফলভাবে অস্ত্রোপচার সম্পন্ন হয় এবং রোগী আলহামদুলিল্লাহ ভালো আছে।

বি.দ্রঃ রডটি রুট অব পেনিস ও স্কোটামের ডান দিক দিয়ে ঢুকে, পিউবিস এর উপর দিয়ে যায়। ইউরিনারি ব্লাডারের উপর দিয়ে গিয়ে বাম পাশে ক্রস করে এবডোমিনাল ক্যাভিটিতে ঢুকে। পরে প্যারাইটাল ওয়াল বরাবর বাম কিডনির উপর দিয়ে গিয়ে স্প্লিনের ল্যাটেরাল এসপেক্ট দিয়ে বের হয়ে যায়। ডায়াফ্রামের এটাচমেন্ট ঘেষে এক্সিট নেয়। পুরো ট্র্যাক এক্সপ্লোর করে সব চেক করে কোন অর্গান ইন্জুরি না করেই রডটি অপসারন করা হয় এবং প্রয়োজনীয় রিপেয়ার করা হয়।

Collected post

"এই দেশেও চিকিৎসা হয়... মানুষ ফিরে আসে, আমরাও চেষ্টা করি"২২ মিনিট ধরে সিপিআর…বুকে একের পর এক চাপ… নিস্তেজ হার্টকে সচল ক...
24/03/2025

"এই দেশেও চিকিৎসা হয়... মানুষ ফিরে আসে, আমরাও চেষ্টা করি"

২২ মিনিট ধরে সিপিআর…

বুকে একের পর এক চাপ… নিস্তেজ হার্টকে সচল করার জন্য জীবনপণ চেষ্টা…

৩ বার ডিসি শক…

তারপর দেরি না করে এনজিওগ্রাম করে হার্টে রিং পরানো হয়েছে।

আলহামদুলিল্লাহ, তামিম ইকবাল এখন সচেতন, স্থিতিশীল, এবং করোনারি কেয়ার ইউনিটে নিবিড় পর্যবেক্ষণে আছেন।

তামিমের হার্টের একটা গুরুত্বপূর্ণ রক্তনালী ছিল শতভাগ ব্লক। সকালে তিনি ম্যাসিভ হার্ট অ্যাটাকে আক্রান্ত হন। যেকোনো সময় সব শেষ হয়ে যেতে পারত। কিন্তু পারেনি—কারণ পাশে ছিলেন এই দেশের চিকিৎসকরা, যারা সময়ের সাথে যুদ্ধ করে একটা প্রাণকে বাঁচিয়েছেন।

কিন্তু দুর্ভাগ্যজনকভাবে এইসব গল্প কেউ বলে না।

যে দেশের চিকিৎসকরা দিনের পর দিন নিজেদের পরিবার, বিশ্রাম আর ব্যক্তিগত জীবন ত্যাগ করে অন্যের জীবন বাঁচান, সেই দেশেই সবচেয়ে বেশি অবহেলিত তাঁরাই।

বিদেশি কেউ পাশে দাঁড়ালেই তাকে দেবতা বানিয়ে ফেলি, আর নিজের দেশের ডাক্তার কিছু করলেও একটা ধন্যবাদও দিতে কষ্ট হয়।

তামিম ফিরেছে—এই দেশের হাসপাতাল থেকে, এই দেশের চিকিৎসকদের হাতে। এই দেশেও চিকিৎসা হয়, এই দেশেও মানুষ বাঁচে।

একটু কৃতজ্ঞ হই…
একটু সম্মান করি…
এই দেশের সাদা অ্যাপ্রনের মানুষগুলোর প্রতি।

20/03/2025
12/03/2025

Address

Datter Bazar
Mymensingh
2234

Opening Hours

Monday 09:00 - 22:00
Tuesday 09:00 - 22:00
Wednesday 09:00 - 22:00
Thursday 09:00 - 22:00
Friday 09:00 - 22:00
Saturday 09:00 - 22:00
Sunday 09:00 - 17:00

Telephone

+8801715325949

Website

Alerts

Be the first to know and let us send you an email when Medi-Hope Diagnostic and Consultation Center posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Practice

Send a message to Medi-Hope Diagnostic and Consultation Center:

Share