19/09/2021
■□ আক্কেল দাঁত এর সমস্যা ও প্রতিকার
■□ প্রাসঙ্গিক প্রশ্ন ও উত্তর
■ আক্কেল দাঁত কি ? কয়টি ? কত বছর বয়সে ওঠে ?
□ মানুষের উপরের ও নিচের চোয়ালের , ডান ও বাম দিকের মাড়ির শেষ দাঁত টিকে আক্কেল দাঁত বলে | আক্কেল দাঁত আরো কয়েকটি নামে পরিচিত , উইস ডোম টিথ , থার্ড মোলার , নামবার এইট টিথ, ৮ নম্বর দাঁত,
□ আক্কেল দাতঁ সাধারণত ৪টি হয়ে থাকে, তবে ক্ষেত্র বিশেষ এ একটি, দুটি থাকতে পারে |
□ আক্কেল দাতঁ সাধারনত ১৭ থেকে ২৪ বছরের মধ্যে উঠে থাকে। কারো কারো এটি নাও উঠতে পারে; কারো সবগুলোই (৪টি) উঠতে পারে।
■ আক্কেল দাঁত এর কি ধরনের সমস্যা হয় ? কেন হয় ?
□ আক্কেল দাঁত উঠলেই তার আক্কেল-বুদ্ধি বেশি থাকবে, আর না উঠলে কম থাকবে তার কোনো কারণ নেই।
□ আক্কেল দাঁতে খুব ব্যাথা হয় এবং খেতে কষ্ট হয়।
□ আক্কেল দাঁত ওঠার সময় তার উপরের মাঢ়ি ফুলে যায়- ফলে তার ভেতর খাবার ঢুকে এই ব্যাথার সৃষ্টি করে। (Infection, Pain)
□ ঢোক গিলতে কষ্ট অথবা হাঁ করতে কষ্ট হয়।
□ অনেক সময় আবার আক্কেল দাঁত তার পাশের দাঁতেরও ক্ষতি করে।
□ সুস্থ্য ও স্বাভাবিক আবস্থানের আক্কেল দাঁত কোন সমস্যা তৈরী করে না। কিন্তু যদি দাঁতটি ওঠার জন্য পর্যাপ্ত জায়গা না থাকে বা দাঁতটির আকৃতি বা অবস্থানের জন্য অবরুদ্ধ হয়ে থাকে; তবে বিভিন্ন উপসর্গ ও সমস্যা দেখা দিতে পারে।
□ ঠিকমতো জায়গা না পাওয়াতে আক্কেল দাঁত অর্ধেক উঠে আর উঠতে পারে না।
■ সমস্যা হলে কী করানো উচিত ?
□ আক্কেল দাঁতের যে কোন সমস্যার ক্ষেত্রে শুরুতেই একটি এক্স-রে করানো প্রয়োজন।
□ এক্স-রে তে দাঁতটির আকৃতি ও অবস্থান ভালোভাবে দেখে চিকিৎসা পদ্ধতি ঠিক করা হয়।
□ আক্কেল দাঁতের সমস্যার ধরন বুঝে বেশিরভাগ সময়েই দাঁতটি ফেলে দেয়ার পরামর্শ দেয়া হয়।
■ অসহ্য আক্কেল দাঁতের ব্যাথা কমাতে তাতক্ষনিক ভাবে কি করবেন ?
□ দাঁতে ব্যাথা হলেই তো ডেন্টিস্টের কাছে দৌড়ে যাওয়া যায়না। তাই সাময়িক ভাবে আক্কেল দাঁতের ব্যাথা দূর করতে একগ্লাস কুসুম গরম পানিতে লবণ মিশিয়ে নিন তারপর সেই পানি দিয়ে কুলি করুন।
□ দিনে অন্তত ৩/৪ বার এইভাবে করুন। সাধারণত হালকা গরম লবণ-পানি দিয়ে কুলকুচি ও সাধারন ব্যাথার ঔষধই ব্যাথা কমাতে যথেষ্ট।
□ ডাক্তারের পরমার্শ ছাড়া কোনো আন্টিবায়োটিক সেবন না করাই উত্তম |
■ আক্কেল দাঁত তুললে ভবিষ্যতে কোনো সমস্যা হয় কি ?
□ আক্কেল দাঁত তুলে ফেললে ভবিষ্যতে খেতে বা কথা বলতে কোন সমস্যা হয়না।
□ চোখ বা ব্রেইনের গুরুতর কোনো সমস্যা হয় না।
□ তবে মনে রাখা উচিত যে,“আক্কেল দাঁত তোলা” একটি বড় ও গুরুত্বপূর্ন অপারেশন।
■ দাঁতের রোগ হলে তার চিকিৎসা না করালে তা থেকে তো ব্যাথা হবেই। আর যদি দাঁতের যত্ন না নেন, দাঁত মজবুত রাখতে প্রয়োজনীয় খাবার না খান, দাঁতের যে কোন বিষয়ে অবহেলা করেন তাহলে দাঁতের সমস্যা তো হবেই। আর সাথে দাঁতের অসহ্য ব্যাথা তো আছেই কিন্তু আক্কেল দাঁত এর ব্যাথা সম্পর্কে অনেকেরই ধারণা আছে। এই ব্যাথা যে কী কষ্টদায়ক তা যাদের আক্কেল দাঁত উঠেছে তারাই বলতে পারবেন।
■ প্রতিদিন রাতে ঘুমানোর আগে দাঁত ব্রাশ করে ঘুমাতে যান।