নাক,কান,গলা রোগ বিষয়ক কনসাল্টেশন ডা.মোঃমাহমুদুর রহমান বাবু

  • Home
  • Bangladesh
  • Mymensingh
  • নাক,কান,গলা রোগ বিষয়ক কনসাল্টেশন ডা.মোঃমাহমুদুর রহমান বাবু

নাক,কান,গলা রোগ বিষয়ক কনসাল্টেশন ডা.মোঃমাহমুদুর রহমান বাবু MBBS, BCS(Health), DLO(BSMMU)
Mymensingh Medical College Hospital

চেম্বার: "লিবার্টি হাসপাতাল", মাসকান্দা, ময়মনসিংহ।

30/04/2025

রোগীর আস্থার জায়গাটুকু অটুট থাকুক।
রোগীরা নিরাপদে থাকুক।

সময়ঃ প্রতিদিন বিকাল ৪ টা থেকে রাত ৮ টা
শুক্রবার সকাল ১০টা থেকে ১২ টা

চেম্বারঃ লিবার্টি হাসপাতাল, মাসকান্দা, ময়মনসিংহ।
যোগাযোগঃ 01518637796
সিরিয়ালের জন্যঃ: 01978356841

ᩣシ

17/04/2025

অনেকেই সাইনোসাইটিসের সমস্যায় ভোগেন। তাদের জন্য ক্রনিক সাইনোসাইটিস নিয়ে একটি গুরুত্বপূর্ণ ভিডিও এটি। শেষে এনিমেশন সহ দেয়া হলো। আশা করি অনেকেই উপকৃত হবেন।
ᩣシ

22/03/2025

নাকের হাড় বাঁকা জনিত মাংস বৃদ্ধি ও নাকের পলিপ, দুটো ভিন্ন জিনিস। সঠিক চিকিৎসায় পরিত্রাণ পাওয়া সম্ভব।

শুক্রবার সহ প্রতিদিন, প্রয়োজনে
"লিবার্টি হাসপাতাল "
মাসকান্দা, ময়মনসিংহ।

মোবাইল : 01518-63 77 96
সিরিয়ালের জন্য: 01960-736275 (what's app)

01/03/2025

এক বাবা তার ছোট্ট মেয়েকে নিয়ে আসেন টনসিল, এডিনয়েড ও জিহ্বার সমস্যা নিয়ে। আমরা তার এডিনো-টনসিলেকটমি ও টাং-টাই রিলিজ করে দেই স্বল্প খরচে।
বাচ্চা ভালো আছে এখন, আশা পুরোপুরি সুস্থ হলে তার এসমস্ত সমস্যা থেকে পরিত্রাণ পাবে।
fans

আজকে প্রথম শুক্রবারে ময়মনসিংহে চেম্বার শুরু করলাম। আলহামদুলিল্লাহ।
21/02/2025

আজকে প্রথম শুক্রবারে ময়মনসিংহে চেম্বার শুরু করলাম। আলহামদুলিল্লাহ।

18/02/2025

স্বল্প খরচে টনসিল, এডিনো-টনসিল, নাকের হাড় বাঁকা (DNS) এর অপারেশন ও পরামর্শ.....

স্বল্প খরচে টনসিল, এডিনো-টনসিল, নাকের হাড় বাঁকা (DNS) ও নাক, কান, গলার অন্যান্য অপারেশন.... চেম্বারঃ লিবার্টি হাসপাতাল, ...
18/02/2025

স্বল্প খরচে টনসিল, এডিনো-টনসিল, নাকের হাড় বাঁকা (DNS) ও নাক, কান, গলার অন্যান্য অপারেশন....

চেম্বারঃ লিবার্টি হাসপাতাল, মাসকান্দা, ময়মনসিংহ।

সাক্ষাতের সময়ঃ প্রতিদিন বিকাল ৪ টা থেকে রাত ৮ টা এবং
শুক্রবার সকাল ৯:৩০ থেকে ১২ টা।

যোগাযোগ: ০১৫১৮-৬৩৭ ৭৯৬
হোয়াটসঅ্যাপ: ০১৯৬০-৭৩৬ ২৭৫

With endoscope machine.Alhamdulillah.
09/02/2025

With endoscope machine.Alhamdulillah.

বাচ্চারা বিভিন্ন সময় বিভিন্ন রকমের ফরেন পার্টিকেল বা ফরেন বডি গিলে ফেলার চেষ্টা করে অথবা নাকে বা কানে ঢুকিয়ে দেয়। এর মা...
12/12/2024

বাচ্চারা বিভিন্ন সময় বিভিন্ন রকমের ফরেন পার্টিকেল বা ফরেন বডি গিলে ফেলার চেষ্টা করে অথবা নাকে বা কানে ঢুকিয়ে দেয়। এর মাঝে একটি বাজে রকমের ফরেন পার্টিকেল হচ্ছে খেলনা বা ঘড়ির ব্যাটারি।

এই ব্যাটারিকে বাজে বলার কারন হচ্ছে এর ভিতরে থাকে এসিড। যদি কোন ভাবে এই এসিড ব্যাটরির ভিতর থেকে বের হয়ে আসে তবে তা অত্যন্ত ক্ষতির কারন হয়ে দাড়ায়।

যেখানে এই ব্যাটারি থাকে সেখানে ভয়ঙ্কর রকম ক্ষতের সৃষ্টি হতে পারে। সেজন্য এমন ব্যাটারি বাচ্চাদের থেকে নিরাপদ দূরত্বে রাখুন।

নিচের ছবিটিতে একটি বাচ্চার নাকের এক্সরে। যেখানে ব্যাটারি দেখা যাচ্ছে এবং ডান পাশের ম্যাক্সিলারি সাইনাসে ইনফেকশন হয়ে গেছে বুঝা যাচ্ছে যা পরবর্তীতে বের করা হয়।

ময়মনসিংহ শহরের অনেক সার্জন নন-মেডিকেল এসিস্ট্যান্ট নিয়ে অপারেশন করেন, সেখানে আমি সবসময় চেষ্টা করি এসিস্ট্যান্ট হিসেবে এক...
18/10/2024

ময়মনসিংহ শহরের অনেক সার্জন নন-মেডিকেল এসিস্ট্যান্ট নিয়ে অপারেশন করেন, সেখানে আমি সবসময় চেষ্টা করি এসিস্ট্যান্ট হিসেবে একজন চিকিৎসককে নেয়ার। স্বাস্থ্য অধিদপ্তর অপারেশন এর ক্ষেত্রে এমন নির্দেশনা দিয়ে এসেছে বহু আগে থেকে।

ছবিতে ডা. রিফাত। আমার মেডিকেলের ছোট ভাই। ইএনটিতে কোর্সে আছে। টনসিলের অপারেশনের পর তোলা ছবি।

বিঃদ্রঃ একজন রোগীর বা তার অভিভাবকদের জানার অধিকার আছে অপারেশনে কোন এনেস্থিসিওলজিস্ট কাজ করছেন, তিনি পুরো সময় থাকেন কিনা। এসিস্ট্যান্ট হিসেবে কোন ডাক্তার কাজ করছে?? অনেক সার্জন ওটি বয় বা ওটি ম্যানেজার নিয়ে কাজ করে।

Address

Liberty Hospital, Maskanda
Mymensingh
2200

Opening Hours

Monday 08:00 - 22:00
Tuesday 08:00 - 22:00
Wednesday 08:00 - 22:00
Thursday 08:00 - 22:00
Friday 08:00 - 22:00
Saturday 08:00 - 22:00
Sunday 08:00 - 22:00

Website

Alerts

Be the first to know and let us send you an email when নাক,কান,গলা রোগ বিষয়ক কনসাল্টেশন ডা.মোঃমাহমুদুর রহমান বাবু posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share