Indian Doctor’s Appointment

Indian Doctor’s Appointment we are arrange Indian doctor appointments

17/07/2024

প্রতিদিন ১০০+ ইন্ডিয়ান ভিসা প্রসেসিং করছি।

মেডিকেল ভিসা , টুরিস্ট ভিসা , স্টুডেন্ট ভিসা , বিজনেস ভিসা
কি পরিমান মানুষ ভারতে যাবার জন্য ভিসা করছে এবং আবেদন করছেন তা বুজতেই পারতেছেন৷

আমরা অনেক দক্ষতার সাথে সময় নিয়ে নির্ভুলভাবে ভিসা প্রসেসিং করে থাকি।

আর সেই মানুষের স্বপ্ন যাতে এত সহজেই নষ্ট না হয়ে যায় সেই চিন্তা মাথায় রেখে আমরা ভিসা করে থাকি।

ভারতীয় ট্যুরিস্ট/মেডিকেল ভিসা:

১) মূল পাসপোর্ট: ( সর্বনিম্ন ৬ মাস মেয়াদ থাকতে হবে ও অন্তত দু'টি সাদা পাতা থাকতে হবে)।
২) ছবি : (২*২ ইঞ্চি রঙিন সাদা ব্যাকগ্রাউন্ড হতে হবে ও ৩ মাসের বেশি পুরোনো নয়) এবং একই ছবিতে পূর্বে ভিসা থাকলে হবেনা।
৩) জাতীয় পরিচয় পত্র/ জন্ম নিবন্ধন ।
৪) ইউটিলিটি বিল: ( বিদ্যুৎ বিল/গ্যাস/পানি/টেলিফোন বিল ইত্যাদি) সেটা যে কারো নাম হোক।
৫) ব্যাংক স্টেটমেন্ট/বৈদেশিক মুদ্রার এনডোর্স্মেন্ট/ আন্তর্জাতিক ক্রেডিট কার্ড(ব্যাংক স্টেটমেন্ট সর্বনিম্ন ৩ মাসের হতে হবে ও ১৫০ মার্কিন ডলার সমমান হতে হবে)বা ২০০০০ টাকার সমপরিমাণ ব্যাঙ্ক স্টেটমেন্ট।
৬) পেশার প্রমাণপত্র: ( চাকরি হলে এনওসি, ব্যাবসা হলে ট্রেড লাইসেন্স, ছাত্র হলে স্টুডেন্ট আইডি কার্ড ইত্যাদি)।
৭) মেডিক্যালের ক্ষেত্রে ; বাংলাদেশী সকল ডাক্তারের রিপোর্ট এবং এপয়েন্টমেন্ট।

** সি এম সি এপয়ন্টমেন্ট আমরা করে দিবো।
** আপনার পছন্দ মতো হাসপালের এপয়ন্টমেন্ট আমরা করে দিবো।
** সিএমসি তে যাওয়া পর্যন্ত পুরো পথ দেখিয়ে দেব। (কিভাবে যাবেন কোথায় কি ভাড়া লাগবে বুঝিয়ে দিবো )

বিঃদ্রঃ আমরা ট্রেনের টিকেট করি না।

ভিসা পেতে কত সময় লাগে ?
ঢাকা তে ভিসা জমা দিলে খুব কম সময় লাগে
কিন্তু ঢাকার বাইরে ময়মনসিংহ , রাজশাহী , বগুড়া , রংপুর , রাজশাহী , খুলনা , এবং সিলেটে জমা দিলে ১৫ থেকে ২০ দিন সময় লাগে।

যোগাযোগ: 01511735001 (WhatsApp)

#ইন্ডিয়ানভিসা

ভেলোরে চিকিৎসা খরচ কম এবং ভাল মানের চিকিৎসার জন্য দিন দিন ভারতের ভেলোরে  চিকিৎসার উপর বাংলাদেশীদের বিশ্বাস এবং আস্থা  বে...
29/05/2022

ভেলোরে চিকিৎসা খরচ কম এবং ভাল মানের চিকিৎসার জন্য দিন দিন ভারতের ভেলোরে চিকিৎসার উপর বাংলাদেশীদের বিশ্বাস এবং আস্থা বেড়েই চলছে।

প্রায় প্রতি বছর অনেক মানুষ আমাদের দেশ থেকে ভারতের ভেলোরে চিকিৎসা করানোর জন্য যায় । ভেলোরে চিকিৎসা খরচ কম এবং ভাল ম...

08/08/2019
31/07/2019



বেনাপোল এক্সপ্রেস ট্রেন : সময়সূচী, টিকেট ভাড়া ও সুবিধা -
ঢাকা বেনাপোল রুটে বিরতিহীন ট্রেন সার্ভিস বেনাপোল এক্সপ্রেস (Benapole Express) আগামী ১৭জুলাই থেকে চালু হতে যাচ্ছে। এই ট্রেন ১২টি কোচের ৮৯৬ যাত্রী ধারণক্ষমতা সম্পন্ন। বিরতিহীন এই ট্রেন সার্ভিসে ঢাকা থেকে বেনাপোল যেতে সময় লাগবে মাত্র সাড়ে সাত ঘন্টা। ঢাকা বেনাপোল রুটে প্রতদিন চলবে এই ট্রেন। ভারতগামী যাত্রীরা সহজেই এখন ঢাকা থেকে রাতে রওনা দিয়ে সকালে বেনাপোল পৌঁছে যেতে পারবেন।
সময়সূচী -
প্রতিদিন রাত ১২ঃ৩০ টায় ঢাকা থেকে বেনাপোল ছেড়ে যাবে এবং সকাল ৮টায় বেনাপোল পৌঁছবে। বেনাপোল থেকে বেলা ১১ঃ৩০ এর দিকে ঢাকার উদ্দেশে ছেড়ে যাবে।

বেনাপোল থেকে ঢাকা আসার সময় যশোরে পৌঁছে ১০মিনিটের বিরতি দিবে যাত্রী উঠানো এবং ইঞ্জিন ঘুরানোর জন্যে। আবার ঈশ্বরদী এসে ১৫ মিনিটের বিরতি থাকবে ট্রেনের চালক ও অপরেশনাল কর্মীদের বদলের জন্যে। বেনাপোল এক্সপ্রেস ট্রেনটি ঢাকার কমলাপুর স্টেশনে পৌঁছার আগে ঢাকা বিমানবন্দর স্টেশনে যাত্রী নামানোর জন্যে কিছুক্ষণ দাঁড়াবে।

টিকেট মূল্য-
যে টিকেট মূল্য নির্ধারণ করা হয়েছে তা নিম্নরূপ –
✔ নন এসি শোভন চেয়ার ৪৮৫ টাকা
✔ এসি চেয়ার ৯৩২ টাকা এবং
✔ এসি কেবিন ১৬৭৪ টাকা |
আসন বিন্যাস -
✔ সর্বমোট ১২ টি কোচ থাকবে এই ট্রেনে। যাত্রী ধারণ ক্ষমতা প্রায় ৮৯৬ জন। এখনো আসন বিন্যাস ঠিক করা হয়নি।
✔ বিশেষ আকর্ষণ -
আধুনিক সুবিধা আছে এই ট্রেনে।
✔ সাপ্তাহের প্রতিদিন চলবে এই ট্রেন।
✔ ইন্দোনেশিয়া থেকে আমদানী করা কোচ।
✔ আধুনিক অটোমেটিক এয়ার ব্রেক সিস্টেম।
✔ আছে ডিজিটাল ডিসপ্লে।
✔ নিরাপদ স্লাইডিং ডোর।
✔ আধুনিক ও মানসম্মত চেয়ার ও বার্থ।
✔ টিভি, ওয়ার ফাই এবং মোবাইল চার্জের ব্যবস্থা।
✔ আধুনিক ডাইনিং সুবিধা সহ খাবার গাড়ী।
✔ অজুখানা সহ নামাজ ঘর।
✔ আধুনিক পরিবেশ বান্ধব বায়ো-টয়লেট।

শেয়ার করে সবাইকে জানতে সাহায্য করুন💝

রাজধানীসহ সারা দেশে ডেঙ্গু এখন সবচেয়ে বড় আতঙ্কের নাম। মশা শরীরে বসাটাই এখন অনেক ভয়ের কারণ।
29/07/2019

রাজধানীসহ সারা দেশে ডেঙ্গু এখন সবচেয়ে বড় আতঙ্কের নাম। মশা শরীরে বসাটাই এখন অনেক ভয়ের কারণ।

রাজধানীসহ সারা দেশে ডেঙ্গু এখন আতঙ্কের নাম। মশা গায়ে বসাটাই এখন অনেক ভয়ের কারণ। মনে হয় ডেঙ্গু মশা কামড়লো না তো। কা...

29/07/2019
23/07/2019

ওজন কমাতে ডায়েট ও ব্যায়ামের গুরুত্ব অপরিসীম। তবে ডায়েট করার পরও অনেক সময় সেটি কাঙ্ক্ষিত ফলাফল দেয় না। এর কারণ কী? .....

08/07/2019

দম্পতিদের যৌনতায় নিরাসক্তি নিয়ে সারাবিশ্বেই এখন আলোচনা, আর তার কারণ হিসেবে স্মার্টফোনকে দায়ী করছেন গবেষকরা।...

06/07/2019

শরীরে যথেষ্ট ইনসুলিন উৎপাদন না হলে বা উৎপাদিত ইনসুলিন যথাযথভাবে ব্যবহার করতে সক্ষম না হলে মানুষ বহুমূত্র বা ডায়া...

Address

Mymensingh

Alerts

Be the first to know and let us send you an email when Indian Doctor’s Appointment posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Practice

Send a message to Indian Doctor’s Appointment:

Share

Share on Facebook Share on Twitter Share on LinkedIn
Share on Pinterest Share on Reddit Share via Email
Share on WhatsApp Share on Instagram Share on Telegram