DailyDozen

DailyDozen We proudly provide our services that will help enhance your productivity and personality

12/12/2023

🥘অস্বাস্থ্যকর খাবারের ক্ষতি এড়াতে নাস্তায় যুক্ত করুন পিনাট বাটার, যা বৈজ্ঞানিকভাবে পরিক্ষিত! 🕵️‍♀️

✅ আপনি কি শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়িয়ে কর্মক্ষমতা ফিরিয়ে আনতে চান? আপনার জন্য ডেইলি ডোজেন নিয়ে এসেছে স্বাস্থ্যকর নাস্তার সমাধান, সেলেনিয়ামযুক্ত পিনাটবাটার “পিনাট প্রো”।

✅ আমাদের পিনাট বাটারটি শুধুমাত্র চিনা বাদামের মাখন না। বরং, বাছাইকৃত সেরা চিনাবাদামের সাথে যুক্ত করা হয়েছে উৎকৃষ্টমানের ব্রাজিল নাটস। যাতে রয়েছে পৃথিবীতে পাওয়া সবচেয়ে বেশি পরিমাণের সেলেনিয়াম। সেলেনিয়াম হলো মানবদেহের জন্য অতি প্রয়োজনীয় উপকারী খনিজ পদার্থ। যার অভাবে ব্রেইনের বিভিন্ন ফাংশানালিটি ব্যাপকভাবে ক্ষতিগ্রস্থ হতে পারে।

✅ডেইলি ডোজেনের পিনাট প্রো বাটারের স্বাস্থগুণঃ

👉পিনাট প্রো-তে থাকা সেলেনিয়াম শরীরে অ্যান্টি অক্সিডেন্ট হিসেবে কাজ করে।
👉 যা রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ে এবং ঘন ঘন অসুস্থতার হাত থেকে রক্ষা করে।
👉এতে রয়েছে উচ্চ পরিমাণের ফাইবার যা শরীরের হজম প্রক্রিয়াকে স্বাভাবিক রাখে।
👉নতুন কোষ, হরমোন ও এনজাইমের গঠন-মেরামতিতে পিনাট প্রো নাস্তার আদর্শ।
👉সেলেনিয়াম রক্ত প্রবাহ উন্নত করে এবং হৃদরোগের ঝুঁকি কমাতে সাহায্য করে।
👉পিনাট প্রো-তে থাকা পটাশিয়াম শরীরের তরলের ভারসাম্য বজায় রাখতে সাহায্য করে।
👉 সেলেনিয়াম স্মৃতি শক্ত প্রখর করে এবং ভুলে যাওয়া রোগ প্রতিরোধে সহায়তা করে।
👉 পিনাট প্রো বাটারটি শতভাগ কেমিক্যাল ফ্রি থাকায় কোন ধরণের স্বাস্থ্যঝুকি নেই।

✅USA তে অবস্থিত National Institutes of Health- এর মতে আমাদের দৈনন্দিন খাবারে বয়সভেদে ২০ থেকে ৭০ মাইক্রোগ্রামের মতো সেলোনিয়ামের প্রয়োজন। যা আমরা অনেকেই জানি না। ফলে সেলোনিয়ামের অভাবে মানবদেহের ইমিউনিটি সিস্টেম ব্যাপকভাবে ক্ষতিগ্রস্থ হয় এবং সহজেই বিভিন্ন রোগে আক্রান্ত হওয়ার সম্ভাবনা বেড়ে যায়।

✅ তাই আর দেরি না করে আপনার পরিবারের স্বাস্থ্য সুরক্ষায় নিয়মিত নাস্তায় যুক্ত করে নিন সেলেনিয়ামযুক্ত পিনাট বাটার, পিনাট প্রো!
এখন নাস্তা হবে সেলেনিয়ামের সাথে। 💪

☎️ এখনি অর্ডার করতে অথবা বিস্তারিত জানতে নিচের বাটনে ক্লিক করুন বা কল করুনঃ ০১৫১৬-৫২৪২৭৩ নাম্বারে।

12/12/2023

পিনাট প্রো বাটারের স্বাস্থগুণঃ

✅ শরীরের ইমিউন সিস্টেম-কে সক্রিয় করেঃ পিনাট প্রো-তে রয়েছে ব্রাজিল নাটস। যাতে পৃথিবীর সর্বোচ্চ পরিমাণের সেলেনিয়াম পাওয়া যায়। এই সেলেনিয়াম শরীরে অ্যান্টি অক্সিডেন্ট হিসেবে কাজ করে। ফলে শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ে এবং মানবদেহ-কে ঘন ঘন অসুস্থতার হাত থেকে রক্ষা করে। তাছাড়া, নতুন কোষ, হরমোন ও এনজাইমের গঠন-মেরামতিতে পিনাট প্রো নাস্তার আদর্শ। সেলেনিয়াম রক্ত প্রবাহ উন্নত করে এবং হৃদরোগের ঝুঁকি কমাতে সাহায্য করে। সেলেনিয়াম স্মৃতি শক্ত প্রখর করে এবং ভুলে যাওয়া রোগ প্রতিরোধে সহায়তা করে।

✅প্রোটিনের আদর্শ উৎস (Great Source of Protein):নতুন কোষ, হরমোন ও এনজাইমের গঠন-মেরামতিতে পিনাট বাটারের জুড়ি মেলা ভার। ১০০ গ্রাম পিনাট বাটার থেকে ২৫ গ্রাম প্রোটিন পেতে পারে শিশুরা। পিনাট বাটারে রয়েছে প্রচুর পরিমাণে প্রোটিন৷ যা শরীরের পেশি গুলির বিকাশে সহায়তা করে৷ খেলাধূলোর সঙ্গে যুক্ত যাঁরা, তাঁরা যদি নিয়মিত *পিনাট বাটার খাওয়ার অভ্যাস করেন, তাহলে বাড়তি এনার্জি তো পাবেনই, শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতাও বাড়বে৷

✅ মজবুত করে হাড় (Strong Bones): আয়রন ও ক্যালসিয়ামের অন্যতম উৎস পিনাট বাটার বা চিনাবাদামের মাখন। এরই গুণে রক্তে অক্সিজেনের সঞ্চালন বাড়ে, যার থেকেই শক্তসবল হয় হাড়। শরীরে তরলের ভারসাম্য বজায় রাখতে সাহায্য করে পটাশিয়াম। বাড়-বৃদ্ধিতে সহায়তা করে, মস্তিষ্ক ও শরীরে স্নায়ু কোষের কাজর্কম সচল-স্বাভাবিক রাখে।

✅ লিপিট প্রোফাইলের উন্নতিঃ পিনাট বাটারে উপস্থিত মনো ও পলি আনস্যাচুরেটেড ফ্যাটি অ্যাসিড, নিয়াসিন, ভিটামিন-ই এবং ম্যাগনেসিয়াম হৃদরোগ প্রতিরোধে বিশেষ ভূমিকা পালন করে। গবেষণায় দেখা গেছে, কেউ যদি নিয়মিত পিনাট বাটার খায় তাহলে তার লিপিড প্রোফাইলের উন্নতি হবে।

✅ উপকারী খনিজঃ পিনাট বাটারে প্রচুর পরিমাণে থিয়ামিন, রাইবোফ্লোবিন, নিয়াসিন, ও ভিটামিন ই রয়েছে৷ ভিটামিন ই খুব ভালো অ্যান্টি অক্সিডেন্ট৷ রয়েছে ম্যাগনেসিয়াম, পটাসিয়াম, জিঙ্ক, কপারের মতো উপকারী খনিজও৷

👉 USA তে অবস্থিত National Institutes of Health– এর মতে আমাদের দৈনন্দিন খাবারে বয়সভেদে ২০ থেকে ৭০ মাইক্রোগ্রামের মতো সেলোনিয়ামের প্রয়োজন। যা সাধারণ পিনাট বাটারে কখনোই পর্যাপ্ত পরিমাণে থাকে না। ফলে সেলোনিয়ামের অভাবে মানবদেহের ইমিউনিটি সিস্টেম ব্যাপকভাবে ক্ষতিগ্রস্থ হয় এবং সহজেই বিভিন্ন রোগে আক্রান্ত হওয়ার সম্ভাবনা বেড়ে যায়। তাই এখন থেকে নাস্তায় শুধুমাত্র পিনাট বাটার গ্রহণ না করে, বরং যুক্ত করুন ব্রাজিল নাটসে থাকা সেলেনিয়ামযুক্ত পিনাট বাটার “পিনাট প্রো”।

Address

Peon Para Road
Mymensingh
2200

Alerts

Be the first to know and let us send you an email when DailyDozen posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Practice

Send a message to DailyDozen:

Share