14/10/2025
✅️যারা ওজন কমাতে চান তাদের জন্য ওজন কমাতে সহায়ক খাবার:
▪️▪️ ১. সবজি (Vegetables)
শাক, লাউ, করলা, মিষ্টি কুমড়া, গাজর, বেগুন, ফুলকপি, বাঁধাকপি
ক্যালরি কম, ফাইবার বেশি — পেট ভরিয়ে রাখে, ক্ষুধা কমায়।
▪️▪️ ২. ফলমূল (Fruits)
আপেল, নাশপাতি, কমলা, পেঁপে, ডালিম, তরমুজ
প্রাকৃতিক মিষ্টি, ভিটামিনে ভরপুর, চিনি কম।
⚠️ তবে কলা ও আম পরিমাণে কম খাওয়া ভালো (চিনি বেশি থাকে)।
▪️▪️ ৩. ওটস / চিঁড়া / ব্রাউন রাইস
ফাইবার বেশি, ধীরে হজম হয়, ফলে ক্ষুধা কম লাগে।
সাদা ভাতের বদলে এগুলো খাওয়া ভালো।
▪️▪️ ৪. ডিম
প্রোটিনে ভরপুর, সকালে খেলে সারাদিন ক্ষুধা কম লাগে।
সিদ্ধ বা অল্প তেলে ওমলেট করে খাওয়া ভালো।
▪️▪️ ৫. ডাল, ছোলা, রাজমা
প্রোটিন ও ফাইবার বেশি; ওজন কমাতে সহায়ক।
▪️▪️৬. দই / লো-ফ্যাট দুধ
ক্যালসিয়াম ও প্রোবায়োটিক থাকে, হজমে সাহায্য করে।
▪️▪️৭. বাদাম (Almond, Peanut, Walnut)
সামান্য পরিমাণে (১ মুঠো) খেলে ক্ষুধা কমে, ভালো ফ্যাট দেয়।
▪️▪️ ৮. মাছ / মুরগি (Grilled, boiled, or steamed)
প্রোটিনে সমৃদ্ধ, শরীরে মাংসপেশি ঠিক রাখে, ফ্যাট কমায়।
🚫 যে খাবারগুলো এড়িয়ে চলবেন :
⛔️ভাজা-পোড়া (সিঙ্গারা, পরোটা, চিপস)
⛔️মিষ্টি, কেক, সফট ড্রিংক, চকোলেট
⛔️সাদা ভাত বেশি পরিমাণে
⛔️ফাস্টফুড (বার্গার, পিজা ইত্যাদি)
💧 অতিরিক্ত টিপস
✅️রাতে হালকা খাবার খেতে হবে।
✅️নিয়মিত হাঁটা বা হালকা ব্যায়াম করা।