
22/08/2025
✳️যারা বাচ্চাকে ৬ মাসের পর থেকে নিয়মিত খাবার ব্লেন্ডার করে খাওয়ান তারা জেনে নিন কি কি সমস্যা পরবর্তীতে বাচ্চার হতে পারে:
⛔️১. সবসময় মসৃণ খাবার খেলে বাচ্চা চিবাতে শেখে না,ফলে দাঁত উঠতেও দেরী হয়।
⛔️২. মুখের মাংসপেশি দুর্বল হয়ে যায়, ফলে কথা বলতে দেরী হয়।
⛔️৩.দানাদার বা শক্ত খাবার গিলতে পারে না।
⛔️৪.খাবারের সঠিক স্বাদ বুঝতে পারে না, ফলে অরুচি তৈরি হতে পারে।
⛔️৫. ব্লেন্ডারে খুব বেশি সময় চালালে খাবারের ফাইবার ভেঙে যায়। এতে কোষ্ঠকাঠিন্যের ঝুঁকি বাড়ে।
⛔️৬.বাচ্চা চামচ দিয়ে ছোট টুকরো খেতে শিখতে দেরি করে,ফলে নিজে খাওয়ার অভ্যাস গড়ে ওঠা বিলম্বিত হয়।
✅ ভালো অভ্যাস:
✳️ ৬ মাসের পর থেকে প্রথমে অল্প পাতলা, হাতে চটকানো খাবার দেওয়া শুরু করা উচিত।
✳️ বয়স বাড়ার সঙ্গে সঙ্গে দানাদার, নরম টুকরো খাবার দিতে হবে।
✳️মাঝে মাঝে হাতে খাবার দেওয়ার সুযোগ দিলে বাচ্চা খাবারের টেক্সচার চিনতে শিখবে।