
29/07/2025
্যক্তির_গল্প।
পপুলার ডায়াগনস্টিক এর সিনিয়র ব্রাঞ্চ ম্যানেজার স্যার।
যিনি আমাদের সকলের প্রিয় অভিভাবক,
যিনি পপুলার ডায়াগনস্টিক কে নিজের পরিবারের চেয়েও বেশি ভালোবাসেন।
যার নেতৃত্বে ময়মনসিংহ পপুলার ডায়াগনেস্টিক এখন সাফল্যের চূড়ায় দারিয়ে।
উনার ভালোবাসায় উনার মমতায় আজ আমরা গর্বিত যে এমন একজন অভিভাবক কে আমরা পেয়েছি।
তিনি অনেক পরিশ্রমি মেধাবী এবং সদা হাস্যোজ্জ্বল একজন ভালো মনের মানুষ।
উনি ১৯৯৭ সালে এসিআই ফার্মাসিটিক্যালস দিয়ে কেরিয়ার শুরু করেন দীর্ঘ ১১বছর এসিআইতে ছিলেন এরপর
আর এ কে ফার্মা তারপর পপুলার ফার্মা এরপর পপুলার ডায়াগনস্টিক এ আসেন।
আমি উনার সুস্থতা ও দীর্ঘায়ু জীবন কামনা করছি।