Medicine Club, MMC Unit

Medicine Club, MMC Unit মেডিকেল ও ডেন্টাল শিক্ষার্থী দ্বারা পরিচালিত একটি শিক্ষা ও সমাজসেবামূলক সংগঠন।

স্থাপিত: ১৯৮১ সাল। STARTED FROM MYMENSINGH MEDICAL COLLEGE AT 31 JANUARY ,1981.

MEDICINE CLUB IS AN ACADEMIC CUM SOCIAL ORGANIZATION RUN BY MEDICAL & DENTAL STUDENTS . Facebook Group link www.facebook.com/groups/38841041390

বিশ্ব ডায়াবেটিস দিবস আজ। সারা বিশ্বের মতো বাংলাদেশেও জনসচেতনতার লক্ষ্যে দিবসটি পালিত হচ্ছে। দিবসটির এবারের প্রতিপাদ্য- ‘...
14/11/2022

বিশ্ব ডায়াবেটিস দিবস আজ।

সারা বিশ্বের মতো বাংলাদেশেও জনসচেতনতার লক্ষ্যে দিবসটি পালিত হচ্ছে। দিবসটির এবারের প্রতিপাদ্য- ‘আগামীতে নিজেকে সুরক্ষায় ডায়াবেটিসকে জানুন’।

আন্তর্জাতিক ডায়াবেটিস ফেডারেশনের হিসাব মতে, ২০১৯ সালে প্রতি ১১ জন প্রাপ্তবয়স্ক মানুষের একজন ডায়াবেটিসে আক্রান্ত ছিলেন, যার মোট পরিমাণ ৪২৫ মিলিয়ন। ২০৪৫ সালে ৪৮ শতাংশ বেড়ে তা ৬২৯ মিলিয়ন হবে বলে আশঙ্কা করা হচ্ছে। পৃথিবীর মোট ডায়াবেটিস রোগীর ৮৭ শতাংশই উন্নয়নশীল ও অনুন্নত দেশগুলোতে বাস করছেন।

বাংলাদেশে যেমন ডায়াবেটিস রোগীর সংখ্যা বেশি, তেমনি ডায়াবেটিস বৃদ্ধির হারও বেশি। ২০১৯ সালে বাংলাদেশের স্থান শীর্ষ ১০ ডায়াবেটিস সংখ্যাধিক্য দেশের মধ্যে দশম। কিন্তু আরও ভয়াবহ তথ্য হলো, ২০৩০ ও ২০৪৫ সালে বাংলাদেশ নবম অবস্থানে থাকবে। পৃথিবীতে বর্তমানে উচ্চ হারে ডায়াবেটিস রোগীর সংখ্যা বৃদ্ধি পাচ্ছে বাংলাদেশ, ভারত ও চীনে।

বাংলাদেশে ডায়াবেটিস রোগীর ৯৭ শতাংশই টাইপ-২। এ ধরনের ডায়াবেটিস প্রতিরোধযোগ্য। পদক্ষেপ নিলে এ রোগকে অনেক বিলম্বিত করা যায়।

যখন কারও ডায়াবেটিস হয়, তখন ওই মানুষের শরীরে ইনসুলিন হরমোনের নিঃসরণ কমে যায়। ফলে দেহের কোষে গ্লুকোজ পৌঁছাতে পারে না। এতে করে রক্তে গ্লুকোজের পরিমাণ বেড়ে যায়। সাধারণত প্রস্রাবের মাধ্যমে অতিরিক্ত গ্লুকোজ শরীর থেকে বের হয়ে যায়। এতে করে শরীর দুর্বল হয়ে পড়ে। ডায়াবেটিসের লক্ষণগুলো প্রকাশিত হতে থাকে।

নিউইয়র্কের ওয়েল কর্নেল মেডিক্যাল কলেজের একটি গবেষণা বলছে, সঠিক খাবার খাওয়ার পাশাপাশি কোন ক্রমে সেই খাবার খাওয়া হচ্ছে তার উপরেও রক্তের শর্করার পরিমাণ অনেকটা নির্ভর করে। গবেষকদের দাবি, কার্বোহাইড্রেট প্রথমে খেলে রক্তে শর্করার পরিমাণ যতটা বৃদ্ধি পায় তার তুলনায় আগে শাক-সবজি ও প্রোটিন জাতীয় খাবার খেলে অনেকটাই কম থাকে রক্তে শর্করার মাত্রা। আগে প্রোটিন ও শাক-সবজি খেলে আধা ঘণ্টা, এক ঘণ্টা ও দু'ঘণ্টা পর রক্তে শর্করার মাত্রা কম থাকে যথাক্রমে ২৯, ৩৭ ও ১৭ শতাংশ।

শুধু শর্করার মাত্রা নিয়ন্ত্রণই নয়, কোনো ক্রমে খাবার খাচ্ছেন তার প্রভাব পড়ে বার্ধক্যজনিত লক্ষণ, দেহের ওজন এবং হরমোনের ভারসাম্যের উপরেও। গবেষকদের দাবি, প্রোটিন এবং শাক-সবজি আগে খেলে শর্করা জাতীয় খাদ্যের আগেই শরীরে পৌঁছে যায় ফাইবার। যার ফলে পরিপাকের গতি ধীর কিন্তু স্থির হয় এবং আচমকা দেহের শর্করার মাত্রা বেড়ে যাওয়ার ঝুঁকি থাকে না। এই পদ্ধতিতে খাবার খেলে শরীরের হরমোনের ভারসাম্য যেমন বজায় থাকে, তেমনই কমে প্রদাহ, ভালো থাকে ত্বকও। ফলে চেহারায় বয়সের ছাপ পড়ে কম।

প্রতিদিনের অনিয়মিত খাওয়াদাওয়া, মাত্রাতিরিক্ত ফাস্টফুড, চিনি, কার্বোহাইড্রেট খাওয়া- এইসবই কিন্তু বাড়িয়ে দেয় ডায়াবেটিসের আশংকা। যে কারণে ডায়াবেটিসের সমস্যায় আগেই যেমন রাশ টানতে হবে জীবনযাত্রায় তেমনই খাদ্যাভ্যাসেও আনতে হবে পরিবর্তন। ডায়েটে এমন কিছু খাবার অন্তর্ভুক্ত করতে হবে যা রক্তে শর্করার বর্ধিত স্তরকে নিয়ন্ত্রণ করতে সহায়তা করবে। যেসব খাবার খেলে ডায়াবেটিস নিয়ন্ত্রণে থাকে তা হলো: চর্বিযুক্ত মাছ, শাকসবজি, ভিটামিন সি, ডিম, ডুমুর, মটরশুঁটি, টকদই, চিয়া সিডস, ফ্ল্যাক্সসিডস, করলা, আমের পাতা, মেথি, ডায়াবেটিস গাছ গায়নূরা প্রোকাম্বেন্স।

ডায়াবেটিসের সমস্যায় ভুগছেন যারা, এখনই ধূমপান এবং মদ্যপান বর্জন করুন। নিয়মিত সুগারের লেভেল দেখুন। নিয়ম মেনে ওষুধ খান। সারাদিনে অন্তত ঘণ্টাখানেক সময় রাখুন হাঁটার জন্য। এতে ওজন নিয়ন্ত্রণে থাকবে। প্রয়োজনে চিকিৎসকের পরামর্শ নিন।
(তথ্যঃ সংগৃহীত)

জনসচেতনতায়ঃ মেডিসিন ক্লাব, ময়মনসিংহ মেডিকেল কলেজ ইউনিট।

Donate Blood, Keep the smile alive! ❤️মেডিসিন ক্লাব ময়মনসিংহ মেডিকেল কলেজ ইউনিটের থ্যালাসেমিয়া প্রজেক্টের আওতায় সকল থ্যা...
18/10/2022

Donate Blood,
Keep the smile alive! ❤️

মেডিসিন ক্লাব ময়মনসিংহ মেডিকেল কলেজ ইউনিটের থ্যালাসেমিয়া প্রজেক্টের আওতায় সকল থ্যালাসেমিয়ায় আক্রান্ত শিশুদের নিয়মিত রক্ত ও অন্যান্য স্বাস্থ্য সহায়তা প্রদান করা হয়।

মোছাঃ ফাতেমা, স্বামী মৃত আলাল উদ্দীন, বাড়ি গৌরীপুর। তিনি গত কয়েকবছর ধরে ডায়বেটিসে আক্রান্ত। গত দুই বছর ধরে তাকে ইনসুলিন ...
27/09/2022

মোছাঃ ফাতেমা, স্বামী মৃত আলাল উদ্দীন, বাড়ি গৌরীপুর। তিনি গত কয়েকবছর ধরে ডায়বেটিসে আক্রান্ত। গত দুই বছর ধরে তাকে ইনসুলিন নিতে হয়। কিন্তু অভাবের সংসারে অর্থাভাবে ঠিকমতো ইনসুলিন নিতে পারেন না। এমতাবস্থায় তিনি মেডিসিন ক্লাব, ময়মনসিংহ মেডিকেল কলেজ ইউনিটে যোগাযোগ করেন। এরই ফলশ্রুতিতে গতকাল রোগী কল্যাণ প্রজেক্টের আওতায় আগামী এক মাসের ইনসুলিন সহ অন্যান্য ঔষধ সরবরাহ করা হয়।

আর্তের সেবায় আমরা একটি পরিবার।

💥দেয়ালিকা! দেয়ালিকা! দেয়ালিকা!!!💥আগামী ১৩ই সেপ্টেম্বর  #এমএমসি ডে উপলক্ষে একটি দেয়ালিকা প্রকাশ করতে যাচ্ছে  #মেডিসিন_ক্ল...
06/09/2022

💥দেয়ালিকা! দেয়ালিকা! দেয়ালিকা!!!💥

আগামী ১৩ই সেপ্টেম্বর #এমএমসি ডে উপলক্ষে একটি দেয়ালিকা প্রকাশ করতে যাচ্ছে #মেডিসিন_ক্লাব_মমেক_ইউনিট।

"ময়মনসিংহ মেডিকেল কলেজ" নিয়ে আপনার স্মৃতিকথা/ছোটগল্প/কবিতা ২৫০ শব্দের মধ্যে লিখে পাঠান #মেডিসিন_ক্লাব বরাবর।

লেখা জমা দেওয়ার শেষ দিন ১১ সেপ্টেম্বর ২০২২।।

যোগাযোগ-

M54 & BDS 6 : Nipun K SarKer, Raisa Anjum
M55 & BDS 7: Saima Habib Ethen , সৌরভ Abdullah Nayon
M56 & BDS 8 : Saad Manjur, Sadia Binte Salam Neha
M57 & BDS 9: Tanvir Nirob, Tanjina Liya, Md Shipon Hasan
M58 & BDS 10:Umme Han Habiba tonni,Mahmud Jahid

অথবা ই মেইলেও লেখা পাঠাতে পারেন। Email Address: 𝗺𝗺𝗰𝘂.𝗺𝗲𝗱𝗶𝗰𝗶𝗻𝗲𝗰𝗹𝘂𝗯@𝗴𝗺𝗮𝗶𝗹.𝗰𝗼𝗺.

আপনি জানেন কি? বাংলাদেশে  ক্যান্সারজনিত কারনে প্রতিবছর যতজন মহিলা মারা যান তার ২য় প্রধান কারণ জরায়ুমুখের ক্যান্সারে আক্র...
18/08/2022

আপনি জানেন কি?

বাংলাদেশে ক্যান্সারজনিত কারনে প্রতিবছর যতজন মহিলা মারা যান তার ২য় প্রধান কারণ জরায়ুমুখের ক্যান্সারে আক্রান্ত হয়ে।

তবে আশার কথা হলো জরায়ু মুখের ক্যান্সার টিকা / ভ্যাক্সিনের মাধ্যমে প্রতিরোধ করা সম্ভব। সময়মতো টিকা নিলে এই ক্যান্সার হওয়ার ঝুঁকি আর থাকে না৷

সবার জন্য সুখবর, এখন মেডিসিন ক্লাব, ময়মনসিংহ মেডিকেল কলেজ ইউনিটেই জরায়ু মুখের ক্যান্সারের ভ্যাক্সিন পাওয়া যাচ্ছে।

বিস্তারিত জানার জন্য যোগাযোগ করুনঃ মেডিসিন ক্লাব, ময়মনসিংহ মেডিকেল কলেজ ইউনিট অথবা কল করুন ০১৭১১৬৬২৫৩৮ এই নাম্বারে।

আজ "মেডিসিন ক্লাব, ময়মনসিংহ মেডিকেল কলেজ ইউনিট" এর পক্ষ থেকে ক্যাম্পাসের নবাগত ম -৫৯ ও বিডিএস-১১ ব্যাচের শিক্ষার্থীদের ফ...
01/08/2022

আজ "মেডিসিন ক্লাব, ময়মনসিংহ মেডিকেল কলেজ ইউনিট" এর পক্ষ থেকে ক্যাম্পাসের নবাগত ম -৫৯ ও বিডিএস-১১ ব্যাচের শিক্ষার্থীদের ফুল ও উপহারসামগ্রী দিয়ে বরণ করে নেওয়া হয়৷

#মেডিসিন_ক্লাব
#একটি_শিক্ষা_ও_সমাজসেবামূলক_সংগঠন

মেডিসিন ক্লাব, ময়মনসিংহ মেডিকেল কলেজ ইউনিটের পক্ষ থেকে আমরা আগামীকাল সুনামগঞ্জের টেকেরঘাট এলাকায় ত্রাণ সামগ্রী বিতরণ করত...
25/06/2022

মেডিসিন ক্লাব, ময়মনসিংহ মেডিকেল কলেজ ইউনিটের পক্ষ থেকে আমরা আগামীকাল সুনামগঞ্জের টেকেরঘাট এলাকায় ত্রাণ সামগ্রী বিতরণ করতে যাচ্ছি। আমাদের টার্গেট কমপক্ষে ২০০ পরিবারকে বন্যা পরবর্তী সংকট কাটিয়ে উঠতে সহায়তা করা ৷ আমাদের প্রতিটি প্যাকেজে থাকছে-
চাল ৫ কেজি
ডাল ১ কেজি
তেল ১ লিটার
আলু ১ কেজি
লবন ১/২ কেজি
চিড়া ১ কেজি
চিনি ৫০০ গ্রাম
সাবান ১ টি
মোমবাতি ৬ টি
লাইটার ১ টি
টোস্ট বিস্কুট ৫০০ গ্রাম..
খাবার স্যালাইন ৫ টি
পানি বিশুদ্ধকরণ ট্যাবলেট ৫ টি
মেট্রোনিডাজল ও প্যারাসিটামল ১ পাতা।

ইতোমধ্যে আমরা কিছু কিছু উপকরণ সংগ্রহ করেছি। আজকে রাতের মধ্যেই আমরা প্যাকেজিং করবো। আগামী সকালে রওনা দিবো আশাকরি।

আপনারাও আর্থিক সহায়তার মাধ্যমে আমাদের কার্যক্রমে সামিল হয়ে বন্যাদূর্গতদের মুখে হাসি ফোটাতে সাহায্য করতে পারেন।
সাহায্য পাঠানোর ঠিকানাঃ
বিকাশঃ ০১৭১৫৯৯০৮২৫
০১৭১০৭৬২৫২২
রকেটঃ০১৭১৫৯৯০৮২৫
নগদঃ ০১৭১০৭৬২৫২২

আজ বিশ্ব থ্যালাসেমিয়া দিবস। এ বছর দিবসটির প্রতিপাদ্য, " সচেতন হই,প্রচার করি, যত্ন নিই--- থ্যালাসেমিয়া বিষয়ক জ্ঞান উন্নয়ন...
08/05/2022

আজ বিশ্ব থ্যালাসেমিয়া দিবস।
এ বছর দিবসটির প্রতিপাদ্য, " সচেতন হই,প্রচার করি, যত্ন নিই--- থ্যালাসেমিয়া বিষয়ক জ্ঞান উন্নয়নে বিশ্ব সম্প্রদায়ের সাথে একাত্ম হয়ে কাজ করি"

বাংলাদেশে থ্যালাসেমিয়া নিয়ে বেসরকারি পর্যায়ে কাজ করা সর্বপ্রথম স্বেচ্ছাসেবী সংগঠন মেডিসিন ক্লাব যার সূচনা হয়েছিলো আমাদের প্রিয় ময়মনসিংহ মেডিকেল কলেজ ইউনিটে।১৯৯৭ সাল থেকে আজ অবধি "মেডিসিন ক্লাব থ্যালাসেমিয়া প্রজেক্ট" নামে থ্যালাসেমিয়া শিশুদের জীবনমান উন্নয়নে সদা নিয়োজিত মেডিসিন ক্লাব।

মেডিসিন ক্লাব মমেক ইউনিটে রেডিস্টার্ড থ্যালাসেমিয়া রোগীর সংখ্যা ৩৯৯ জন। এর মধ্যে A(+)ve ১০২ জন, B(+)ve ১১১জন, O(+)ve ১২৬ জন, AB(+)ve ৪৩ জন, Negative (-)ve group ১৭ জন।

গত বছর করোনা পরিস্থিতিতেও মেডিসিন ক্লাব, মমেক ইউনিট হতে থ্যালাসেমিয়া রোগীদের ২৮৮ ব্যাগ রক্ত সরবরাহ করা হয়। এছাড়াও বিনামূল্যে ইনফ্লুয়েঞ্জা, নিউমোনিয়া ও হেপাটাইটিস বি ভ্যাকসিন সরবরাহ করা হয় ৪ জন রোগীকে। স্প্লিনেকটোমি অপারেশনের আর্থিক সহয়তা প্রদান করা হয় ২ জন কে। ৪ জনের বিনামূল্যে হিমোগ্লোবিন ইলেক্টোফোরেসিস পরীক্ষার ব্যবস্থা করে দেওয়া হয়।

থ্যালাসেমিয়া প্রতিরোধে জনসচেতনতায়ও মেডিসিন ক্লাব ময়মনসিংহ জেলায় অগ্রদূত। নিয়মিত বিভিন্ন স্কুল কলেজে থ্যালাসেমিয়া সচেতনতা মূলক সেমিনার আয়োজন করে থাকে মেডিসিন ক্লাব, মমেক ইউনিট। বিয়ের আগে রক্ত পরীক্ষা করলে থ্যালাসেমিয়া প্রতিরোধ করা সম্ভব এ বার্তা ছড়িয়ে দিত ময়মনসিংহ মেডিকেল কলেজ ইউনিট সদা সংকল্পবদ্ধ।

পবিত্র মাহে রমজানের শুভেচ্ছা সবাইকে।ময়মনসিংহ ও তার পার্শ্ববর্তী এলাকার জন্য রমজান মাসের সাহরী ও ইফতারের  সময়সূচি।সৌজন্যে...
04/04/2022

পবিত্র মাহে রমজানের শুভেচ্ছা সবাইকে।

ময়মনসিংহ ও তার পার্শ্ববর্তী এলাকার জন্য রমজান মাসের সাহরী ও ইফতারের সময়সূচি।

সৌজন্যেঃ মেডিসিন ক্লাব, ময়মনসিংহ মেডিকেল কলেজ ইউনিট

Address

1st Floor, Administrative Building, Mymensingh Medical College Hospital
Mymensingh

Opening Hours

Monday 18:00 - 22:00
Tuesday 18:00 - 22:00
Wednesday 18:00 - 22:00
Thursday 18:00 - 22:00
Friday 18:00 - 22:00
Saturday 18:00 - 22:00
Sunday 18:00 - 22:00

Telephone

01711662538

Alerts

Be the first to know and let us send you an email when Medicine Club, MMC Unit posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Practice

Send a message to Medicine Club, MMC Unit:

Share

Share on Facebook Share on Twitter Share on LinkedIn
Share on Pinterest Share on Reddit Share via Email
Share on WhatsApp Share on Instagram Share on Telegram