Dr. Tanvir Ahamed

Dr. Tanvir Ahamed MBBS (MMC)
FCPS P-1 (Medicine)
FCPS P-1 (Neurology)
MD P-A (Neurology)

একদিনে না তবে একদিন সব হবে ইনশাআল্লাহ ❤️

Thanks vabi for the nice gift ❤️  ✌️
09/11/2024

Thanks vabi for the nice gift ❤️

✌️

আলহামদুলিল্লাহ ‼️আল্লাহর পরিকল্পনা কতই না নিখুঁত! অথচ আমরা অল্পতেই হতাশ হয়ে পড়ি।‘নিশ্চয়ই আল্লাহ সর্বোত্তম পরিকল্পনাকারী...
08/11/2024

আলহামদুলিল্লাহ ‼️

আল্লাহর পরিকল্পনা কতই না নিখুঁত! অথচ আমরা অল্পতেই হতাশ হয়ে পড়ি।
‘নিশ্চয়ই আল্লাহ সর্বোত্তম পরিকল্পনাকারী’
[আনফাল:৩০]

নিজের জীবনের বড় একটা স্বপ্ন ছিল FCPS, MD তে চান্স পাওয়া। আল্লাহর রহমতে এই স্বপ্ন বাস্তবে রুপান্তরিত হয়েছে। আল্লাহর রহমত, বাবা-মায়ের ও সবার দোয়া ছাড়া সম্ভব ছিল না। সবার কাছে দোয়া চাই যেন সুন্দর ভাবে সব শেষ করতে পারি।

আমার এডমিশন জার্নি নিয়ে ইনশাআল্লাহ বিস্তারিত লিখবো একদিন।

Dr. Tanvir Ahamed
MBBS(MMC)
FCPS p-1 (Internal medicine)
MD Phase-A(Neurology)

06/11/2024

"America will teach u women empowerment bt never let an woman have the power"
It is going to be proven again...

 িকিৎসা কিছুদিন আগে আমাদের এলাকা সেনবাগ উপজেলা ছাতারপাইয়া বাজার থেকে আমার কাছে ফোন আসে-একজন মাওলানা সকাল বেলায় গরুর মাংস...
13/10/2024

িকিৎসা

কিছুদিন আগে আমাদের এলাকা সেনবাগ উপজেলা ছাতারপাইয়া বাজার থেকে আমার কাছে ফোন আসে-

একজন মাওলানা সকাল বেলায় গরুর মাংস দিয়ে রুটি খাওয়ার পর তার শরীরে চুলকানি শুরু হয়- চুলকানি এক পর্যায়ে বেড়ে যায়- ৩০ মিনিটের মধ্যে তার সারা শরীরে র‍্যাশ উঠে শরীর ফুলে যায়- শরীর ফুলে যাওয়ার ১০ মিনিটের মধ্যে তিনি জ্ঞান হারিয়ে ফেলেন, অর্থাৎ unconscious হয়ে যান। ওনাকে দ্রুত হাসপাতালে নেওয়া হয়। সেখানে ওনার Non recordable BP পাওয়া যায়- অর্থাৎ প্রেসার মাপার যন্ত্র দিয়ে ওনার ব্লাড প্রেশার রেকর্ড করা যাচ্ছিলো না। ওনার পালস নাই। কর্তব্যরত চিকিৎসক এসব দেখে ওনাকে cotson + Avil injection দিলেন। কিন্ত কোনো উন্নতি হলোনা। ক্রমেই পেশেন্টের অক্সিজেন স্যাচুরেশন নিম্নগামী হচ্ছিল।

তখন পেশেন্টের ভাগ্নে আমাদের গ্রামের রুহুল আমীন ভাইর ছেলে সালমান আমার মোবাইলে ফোন দেয়। আমাকে বললো- কাকা এই এই অবস্থা। সবাই কান্নাকাটি করছে। আপনি একটা উপায় বের করে দিন। আমি বললাম, ডাক্তারের কাছে ফোনটা দাও, আমি একটু কথা বলবো। ডাক্তার আমাকে পুরো ঘটনাটা জানালেন। তিনি মুমূর্ষু অবস্থার পেশেন্ট কে ঢাকা রেফার করতে চাচ্ছিলেন। আমি দেখলাম এই মুহূর্তে পেশেন্ট রেফার করলে পথেই হয়তো কার্ডিয়াক এরেস্ট হয়ে মারা যাবে... আমি ডাক্তারকে বললাম- ভাইয়া, পেশেন্টের ব্লাড প্রেসার যেহেতু পাওয়া যাচ্ছেনা, আর গরুর মাংস খাওয়ার পরেই এমন অবস্থা হয়েছে, এইটা Anaphylactic shock. হাসপাতালে জরুরি বিভাগে Adrenaline আছে? তিনি বললেন Adrenaline আছে। আমি বললাম, এই মূহুর্তে রোগীর চিকিৎসা হচ্ছে ইংজেকশন এড্রেনালিন। আপনি এড্রেনালিন ইনজেকশন রোগীর মাংশ পেশীতে দিয়ে দিন। ইনশা আল্লাহ, হায়াত থাকলে পেশেন্ট ঠিক হয়ে যাবে। ইংজেকশন মাংশে দেয়ার কথা শুনে উনি কিছুটা ঘাবড়ে গেলেন। আর ঘাবড়ে যাওয়াটাই স্বাভাবিক। পেশেন্ট তো এমনেই মূমুর্ষ- এড্রেনালিন ইংজেকশন দেওয়ার পর মারা গেলে সবাই বলবে ডাক্তার ইংজেকশন দিয়ে মেরে ফেলছে। আমি তখন আবার পেশেন্টের ভাগিনার সাথে কথা বললাম। তাকে কাউন্সেলিং করে নিলাম। তারা বললো, আপনারা চিকিৎসা করেন, আল্লাহ ভরসা। তখন আমি কর্তব্যরত চিকিৎসককে বললাম, ভাই, এড্রেনালিন দিয়ে দিন। তিনি এড্রেনাল দিলেন, ১০ মিনিট পর পেশেন্টের B/P 100/60 mmHg, pulse 65 bpm. আমাকে ফোন দিয়ে জানালো, বললাম, এখন পেশেন্ট কে ফলোআপে রাখেন- আর Allergic reaction সম্পর্কে তাকে বিস্তারিত জানিয়ে মেডিসিন দিয়ে তাকে ডিসচার্জ দিয়ে দিতে পারেন--

এবার আসি গতকালের ঘটনায়-
গতকাল সকাল ১০টার দিকে দুধনই গ্রামের আবুল কাসেম দুই সন্তানকে নিয়ে নৌকায় করে লাকড়ি সংগ্রহের উদ্দেশ্যে বের হয়েছিলেন। পাশেই একটি বাঁশঝাড়ে নৌকা আটকে গিয়ে ভীমরুলের বাসা ভেঙে যায়। তখন ভিমরুল বেরিয়ে তাঁদের কামড়াতে শুরু করে। এতে তাঁরা গুরুতর আহত হন। হাসপাতালে নেওয়া হলে একে একে তিনজনের মৃত্যু হয়

এখানেও এই পরিবারের সবার anaphylactic shock এর কারণে মৃত্যু হয়েছে--

আমাদের এই বিষয় বুঝতে হলে ৩ টা বিষয় জানতে হবে
1. Allergic reaction
2. Acute urticaria with or without angioedema
3. Anaphylactic reaction (Anaphylactic shock)

১.এলার্জিক রিয়েকশন- (Urticaria)
একজন মানুষের বিভিন্ন খাবারে এলার্জি আছে, ধুলাবালিতে গেলে কিংবা গোস্ত খেলে পুরো শরীরে চুলকানি শুরু হয়,
মশা কামড় দিলেও চুলকানি শুরু হয়ে শরীরে বিভিন্ন জায়গায় চাকা চাকা হয়ে যায়- ৬-৭ ঘন্টা পরে আবার ভালো হয়ে যায়, কিংবা এন্টি হিস্টামিন খেলেও ভালো হয় যায়, কিন্ত কখনো চোখ মুখ, জিহবা ফুলে যাওয়া অথবা শ্বাসকষ্ট হয়না-
এই কন্ডিশন কে এলার্জিক রিয়েকশন বলে, Urticaria ও বলা হয়, এইটার চিকিৎসা হচ্ছে Triggering factor গুলিকে এভয়েড করা, সাথে এন্টি হিস্টামিন নেওয়া-

২. Acute urticaria : এলার্জিক রিয়েকশনের আরো সিভিয়ার অবস্থা হচ্ছে Acute urticaria .. কেউ হয়তো বাগানে গেলো কাজ করতে, কোনো পোকা মাকড় কামড় দিলো, এই পোকামাকড়ের কামড়ে তার তীব্র এলার্জিক রিয়েকশন হল, সারা শরীরে Rash উঠে গেছে- পেশেন্টের চোখ, মুখ, ঠোঁট ফুলে যেতে লাগলো- কিংবা শ্বাসকষ্ট হতে লাগলো- তবে পেশেন্টের ব্লাড প্রেশার নরমাল, পালস নরমাল, কিন্ত তীব্র চুলকানি - এই কন্ডিশন কে Acute urticaria বলা হয়- এইটার জন্য পেশেন্ট ইমার্জেন্সি ডিপার্টমেন্টে আসলে চিকিৎসা দিয়ে ৬-৮ ঘন্টা ফলোআপে রাখবেন-

চিকিৎসা -
Cotson injection I/V or I/M
Avil injection I/v stat
and 3-5 days এর জন্য steroid to prevent recurrent symptoms.

সাথে ৩ মাসের জন্য high dose second generation antihistamine.
Tab- Biltin 20 mg
1+0+1 (3 month)

৩. Anaphylactic shock ::
কোন এলার্জেনের সংস্পর্শে আসলে যদি উপরের কন্ডিশনের মত সিভিয়ার এলার্জিক রিয়েকশন হয়, যথা কেউ গোস্ত খেলো, কিংবা ভিমরুলের কামড় খেলো, কিংবা বাগানে কোনো টক্সিন /এলার্জেনের সংস্পর্শে গেলো, এবং তার তীব্র এলার্জিক রিয়েকশন হলো, শরীরে র‍্যাশ উঠে গেলো within 15 minutes.. এবং পর্যায়ক্রমে তার শ্বাসকষ্ট শুরু হলো, এবং ব্লাড প্রেশার কমতে শুরু করলো, প্রেশার Below 90/60 mmHg হয়ে গেলো, তাহলে এই কন্ডিশন কে Anaphylactic shock বলা হবে-- এখানে খুবই দ্রুত adrenaline দিয়ে চিকিৎসা শুরু কর‍তে হবে, নাইলে পেশেন্ট মারা যাবে-- পেশেন্টের আশেপাশে ICU/CCU available থাকলে তাকে ICU নিয়ে চিকিৎসা করবে, তা না থাকলে তাকে ইমার্জেন্সি ডিপার্টমেন্টে চিকিৎসা দিবে--

Adrenaline I/M দেওয়া হবে
Current guideline অনুযায়ী adrenaline thigh এ I/M দেওয়া হয়-

Dose : Adult and > 12 years old: 0.5 ml,

6-12 years : 0.3 ml

0.6 month to 6 years : 0.2 ml

সতর্ক হোন!অনেক জেনারেল শিক্ষার্থী বা আরবী সম্পর্কে না জানা ভাইদের কালিমা সম্পর্কিত ব্যাকগ্রাউন্ডে এই লেখাটি দেখতে পাওয়া...
05/10/2024

সতর্ক হোন!

অনেক জেনারেল শিক্ষার্থী বা আরবী সম্পর্কে না জানা ভাইদের কালিমা সম্পর্কিত ব্যাকগ্রাউন্ডে এই লেখাটি দেখতে পাওয়া যাচ্ছে!

অথচ এটি শিয়াদের সুস্পষ্ট কালিমার বিকৃতি।
তারা "লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ" এর সাথে "আলী অলিউল্লাহ" যুক্ত করেছে।

এটি তারা আযান ইকামতের সময় ও বলে, সুতরাং এই কালিমা ব্যাবহার করতে সতর্ক হোন।

01/10/2024

Allah hu Allah ❤️🤲

One of the best 🥰

#কাওয়ালি_সন্ধ্যা
#ময়মমনসিংহ_মেডিকেল_কলেজ

26/09/2024

ধ্যাত্তেরি 🤣

তাই আর দেরি না করে আমাদের চলমান কোর্স সমূহে ভর্তি হয়ে যাও... ❤️✌️

17/09/2024

ক্লাসে একটু মজা করে পড়াইতেছিলাম। দুষ্ট পোলাপান কি বানাইছে। 😪

©মোহাম্মদ নয়ন

Just one move change your life... ❤️🤲
17/09/2024

Just one move change your life... ❤️🤲

16/09/2024

টাউন হল, ময়মনসিংহ। ❤️

13/09/2024

"Wherever the art of medicine is loved, there is also love of humanity "- Hippocrates এর বিখ্যাত উক্তিটির মাধ্যমে বোঝা যায় চিকিৎসা বিজ্ঞানের মাহাত্ম্য। সাদা এপ্রন গায়ে জড়ানোর স্বপ্ন সবচেয়ে বড় বাধা হয়ে দাঁড়ায় সঠিক গাইডলাইনের অভাব।সবার মধ্যে একটা ভুল ধারণা থাকে যে মেডিকেল প্রিপারেশন নিলে অন্য কোথাও চান্স পাওয়া যায় না।কিন্তু আমরা বলি কেউ যদি ভালো ভাবে মেডিকেল প্রস্তুতি নেয় সে শুধু মেডিকেলেই না মেডিকেল সহ বাংলাদেশের প্রতিটি সেক্টরেই(হয়তো ইন্জিনিয়ারিং বাদে) চান্স পাবে ইনশাআল্লাহ। গত বছর আমার ছোট ভাইকে এই উপদেশটা দিয়েছিলাম। আলহামদুলিল্লাহ সে ময়মনসিংহ মেডিকেল, সলিমুল্লাহ ডেন্টাল ও একই সাথে জাবি ডি ইউনিটে ২০ তম হয়। আমার ছোট ভাইকে যদি সব জায়গায় চান্স পেতে সাহায্য করতে পারি ইনশাআল্লাহ তোমাদেরকেও সঠিক গাইডলাইন দিয়ে সঠিক গন্তব্যে পৌঁছে দিতে পারব।মেডিকেলে পড়ানো Dr. Tanvir Ahamed ভাইয়ের ১০ বছরের অভিজ্ঞতা, Mahmud Hasan ভাইয়ের ৮ বছরের অভিজ্ঞতা ও Tahmed Hasan এর বিগত বছরের অভিজ্ঞতা কাজে লাগাব ইনশাআল্লাহ। আমরা আপন তিন ভাই তোমাদের জন্য কাজ করতে প্রস্তুত।সাথে থাকবে আরও একগুচ্ছ মমেকিয়ান। আমাদের প্রতিটি ক্লাস আমরা সেইভাবে সাজিয়েছি। আমাদের বিগত স্টুডেন্টদের রিভিউ ও ডেমো ক্লাস কোর্স ডিটেইলস থেকে দেখে নিতে পার। ইনশাআল্লাহ তোমাদের পরিশ্রম, আমাদের গাইডলাইন ও আল্লাহর রহমত থাকলে আমরা একসাথে বিজয়ের হাসি হাসতে পারব। তাই তোমাদের জন্য আমরা নিয়ে আসছি মেডিকেল ও জাহাঙ্গীর নগর বিশ্ববিদ্যালয়ের ডি ইউনিটের জন্য কম্বো ব্যাচ " Medi Star 2.0+Obesity 5.0 Combo Batch "

💥 এই পোস্টটি তোমার টাইমলাইনে পাবলিক করে শেয়ার করতে পারো এবং ১০ জন বন্ধুকে মেনশন করতে পারো (অবশ্যই HSC -23,24 ব্যাচ হতে হবে)।ভাগ্যবান ২ জন শিক্ষার্থীকে লটারির মাধ্যমে আমাদের পক্ষ থেকে এই কোর্সটি উপহার হিসেবে পাবে 💥

কোর্স ডিটেইলস - https://www.facebook.com/share/p/Wk37UBjGZ74B2qiH/?mibextid=oEMz7o

ভর্তি হতে Brothers suggestion পেজে নক দাও।

The M series legacy going on....... Happy Birthday MMC ❤️
13/09/2024

The M series legacy going on.......

Happy Birthday MMC ❤️


12/09/2024

Something is cooking
22 SEPTEMBER Is coming❤️

Happy Birthday MMC ❤️

©

12/09/2024

✅কঙ্কাল পেশির প্রকারভেদ ‼️মেডিকেল এবং জাবি ডি-ইউনিট স্পেশাল টপিক

মেডিকেল ভর্তি প্রস্তু থেকে সহজ করতে যুক্ত হও
মেডিকেল+জাবি-ডি ইউনিট কম্বো ব্যাচে.....
Medi Star 2.0+ Obesity Batch 5.0

✅যাদের এক দফা, এক দাবি😅- জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ডি ইউনিটে চান্স✌️
আর দেরি না করে জাবি ডি-ইউনিটের জন্য আমাদের ডেডিকেটেড কোর্স Obesity Batch 5.0 ব্যাচে ভর্তি হয়ে যেতে পারো।
সারা বাংলাদেশে অনলাইনে একমাত্র আমরাই নির্ভরশীলতার সাথে বিগত পাঁচ বছর যাবত জাবি ডি-ইউনিট নিয়ে সফলতার সাথে কাজ করছি। তোমাদের পরিশ্রম এবং আমাদের অভিজ্ঞতা ও ডেডিকেশন কে কাজে লাগিয়ে বিজয় ছিনিয়ে আনবো ইনশা আল্লাহ

কোর্স ডিটেইলস- https://www.facebook.com/share/v/aPENu9eYJsxH9RLF/?mibextid=Z719m6

ভর্তি হতে Brothers suggestion পেজে নক দাও।

উনাকে মারতে মারতে ৪ তলা থেকে নিচে এনে ফেলা হয়দোষ: সে ডাক্তারসে হার্টে রিং পড়ানো ৩৫% রক্ত যার হৃদপিন্ড থেকে বের হয় এমন রো...
11/09/2024

উনাকে মারতে মারতে ৪ তলা থেকে নিচে এনে ফেলা হয়
দোষ: সে ডাক্তার
সে হার্টে রিং পড়ানো ৩৫% রক্ত যার হৃদপিন্ড থেকে বের হয় এমন রোগীকে বাঁচাতে পারে নি ( যেখানে স্বাভাবিক মানুষের ৬০% এর অধিক)

ছবি দেয়ার কারণ: বিচার হবে না জানি, এই মাইরের উল্টা রোগী পার্টিরে মারলে কেউ যেন ফোঁস করে বলে না উঠে ডাক্তার কিভাবে মারলো।

কর্মবিরতী দিলে যেন মানবতার গান না করে।

কারও মন খারাপ থাকলেই ডাক্তার পিটানো সহজ কারণ ডাক্তাররা নিরীহ প্রানী। বাংলাদেশ একমাত্র দেশ যেখানে ডাক্তারের ভুল ধরার জন্য কোন কাউন্সিলের প্রয়োজন হয় না সাধারণ মানুষই যথেষ্ট ভুল ধরার জন্য।

জয় হোক মানবতার। 🤲

Dr. Tanvir Ahamed
MBBS, MMC
FCPS p-1( Internal medicine)

10/09/2024

Dr. Jamil Khan এর পেইজ থেকে। ❤️

আসসালামু আলাইকুম ওয়া রহমাতুল্লহ।

🍀সকল প্যাসেন্টই সঠিক চিকিৎসা পেতে চান কিন্তু সবাই কি ডাক্তারের সঠিক পরামর্শ মানেন !?
আবার অনেক ক্ষেত্রে ডাক্তারের কাছ থেকে সঠিক পরামর্শও পান না!

🍀প্রতিটা রোগেরই দুই ধরনের ট্রিটমেন্ট দেওয়া হয়।
🍁 (মেডিসিন দেওয়া) ট্রিটমেন্ট এবং
🍁 (পরামর্শ দেওয়া) ট্রিটমেন্ট।

🍁 ফার্মাকোলজিক্যাল ট্রিটমেন্ট মানে ওষুধ দেওয়া (ইনজেকজন, মুখে, পায়ুপথে বা চামড়ার নিচে)।
আর এটা সকল ডাক্তারই দিয়ে থাকেন বা অনেক সময় নিয়ে প্রেসক্রিপশন করে থাকেন।

🍁 নন ফার্মাকোলজি ক্যাল ট্রিটমেন্ট এর মধ্যে আছে নির্দিষ্ট রোগের নির্দিষ্ট Advice, Diet, Weight, Exercise, Posture, Avoidable & Non avoidable activities etc . আর এই জায়গাটাতেই পরামর্শ দেওয়ার ক্ষেত্রে একটা বড় গ্যাপ থেকে যায় বা আলোচনা করার সময়ই পান না বেশির ভাগ স্পেসালিস্ট ডাক্তার। যেমন :

🌿 ডায়াবেটিক (Diabetes) প্যাসেন্ট যতই ওষুধ আর ইনসুলিন নেওয়া হোক যদি Diet maintain, Weight control, regular exercise না করা হয় তবে ডায়াবেটিস কন্ট্রোলে থাকবে না। তদ্রুপ হাইপ্রেসার। Diet, Exercise এর মধ্যে অনেক আলোচনা আছে প্রতিটা রোগের জন্যই ।

🌿 বিভিন্ন জয়েন্টের ব্যাথা বা ঘাড়ে বা কোমরের ব্যাথার প্যাসেন্ট ব্যাথার ওষুধ খেতে খেতে পেটে আলসার আর কিডনির ড্যামেজ করে আসে। অথচ নির্দিষ্ট কিছু ব্যায়াম, বসার পজিশন কেমন হবে, শোয়ার পজিশন বা ম্যাট্রেস কেমন হবে, কোন কাজ গুলো করা যাবে না (Avoidable activities) এসব যদি মেনে না চলে তবে ওষুধ সারাজীবন খেলাও ব্যাথা কন্ট্রোল এ আসবে না।

🍀 সাধারণত সকল প্যাসেন্ট ফার্মাকোলজিক্যাল ট্রিটমেন্ট পেতেই বেশি পছন্দ করেন। সকলেই এসে আগে বলবে যে "স্যার ওষুধ দেন আগে "। কিন্তু পরামর্শ এর কথাগুলো সাধারণত তারা গুরুত্ব দেন না বা মনেও রাখেন না।
কিন্তু পরামর্শ গুলা বেশিরভাগ রোগের ক্ষেত্রে মেডিসিন দেওয়ার চেয়েও বেশি গুরুত্বপূর্ণ ।

☘ আর এইজন্য আমি নিয়্যত করেছি এই পরামর্শ বা Advice দেওয়ার জায়গাটাতে মানুষকে সাহায্য করার একমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্য আর আমার নিজের চর্চার জন্য।

একটি নতুন #পেইজ খুলেছি। Dr. Jamil Khan ☪

এইখানে নির্দিষ্ট রোগের নির্দিষ্ট যেই গুলো একজন স্পেসালিস্ট ডাক্তার হিসেবে দেওয়া প্রয়োজন সেগুলো নিয়ে এখানে আলোচনা করবো ইংশাআল্লহ। আর আপ্নার পরিচিত আত্নীয় স্বজন রাও যেন উপকৃত হয় তাদের কাছে পেইজটি Share করতে পারেন। আল্লাহ সহায় হোন।।

10/09/2024

Men in love ❣️
Fahad Sir 🫶

পুরুষরা সব অত্যাচার,কষ্ট,সব সহ্য করতে পারে কিন্তু নিজের সখের নারীর আত্মসম্মানে দাগ লাগতে দেয় না। 🥰

09/09/2024

এই চেয়ারটা কোথায় পাওয়া যাবে? বারবার পড়ার টেবিল থেকে যেন উঠে যেতে না পারি। পরামর্শ প্লিজ 👏😭

মেনশন করুন আপনার বন্ধুদের যাদেরও প্রয়োজন এইরকম চেয়ারের।

Address

Mymensingh

Website

Alerts

Be the first to know and let us send you an email when Dr. Tanvir Ahamed posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Category