Dr. Tanvir Ahamed

Dr. Tanvir Ahamed MBBS (MMC)
FCPS P-1 (Medicine)
FCPS P-1 (Neurology)
MD P-A (Neurology)

একদিনে না তবে একদিন সব হবে ইনশাআল্লাহ ❤️

Appreciation received from the department of Neurology, MMCH ❣️
30/05/2025

Appreciation received from the department of Neurology, MMCH ❣️

08/01/2025

#আমার২বারেরএফসিপিএসজার্নি

নতুন যারা আছেন পুরোটা পড়বেন ইনশাআল্লাহ অনেক প্রশ্নের উত্তর পেয়ে যাবেন।অনেকে জানতে চেয়েছেন তাদের জন্য এই লেখাটা। পোস্টটা একটু বড় হওয়ার জন্য দুঃখিত।

এফসিপিএস সবার কাছে একটা স্বপ্ন। যারা এই জার্নিতে নিজেকে মনোনিবেশ করছেন প্রথম ধাপটা সম্পন্ন করে ফেলেছেন। এখন দ্বিতীয় ধাপ হিসেবে নিজের প্রিপারেশনটাকে গুছানো।সাথে সবচেয়ে ইম্পর্ট্যান্ট ধাপ হচ্ছে আল্লাহর কাছে সাহায্য চাওয়া।আল্লাহর সাহায্য ছাড়া পার্ট-১ পাস করা সম্ভব না।যারা নতুন প্রিপারেশন নেয়া শুরু করছেন অনেকের মনে প্রশ্ন থাকে কিভাবে শুরু করব।আমার নিজের ২ বার FCPS P-1 পাস করার এক্সপেরিন্সটা শেয়ার করতেছি।সবাই ভুল ত্রুটি ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন।

১) ফার্স্ট অব অল সবার কমন প্রশ্ন কি কি বই সাথে রাখা উচিত?

উওরঃ ডেভিডসন, ডেভিডসন,ডেভিডসন। সাথে সহকারী হিসেবে ফিজিওলজি শিট,যেকোন এসবিএ পার্ল।

২)বর্তমান প্রেক্ষাপটে পাসমেড কি সলভ করতেই হবে?

উত্তরঃ পাসমেড থেকে খুব বেশি প্রশ্ন কখনোই আসে না।কিন্তু আপনি যেহেতু সময় নিয়ে প্রিপারেশন শুরু করতেছেন বড় বড় সিস্টেম গুলোর এসবিএ ক্লু গুলো দেখতে পারেন।এটা আপনার এসবিএ সলভ করার ক্যাপাবিলিটি বাড়াবে।কনফিডেন্স বুস্ট আপ করবে। আমি ২ বার এফসিপিএস পাস করার অভিজ্ঞতা থেকে দেখেছি ২০২৩ সালের জানুয়ারি সেশনে এসবিএ ছোট সিনারিও থাকলেও ২০২৫ জানুয়ারি সেশনে অনেকটা MRCP প্যার্টার্নে SBA আসছে।ফলে অনেকে ধৈর্য ধরে রাখতে পারে নাই।এইজন্য বড় চ্যাপ্টারগুলো পাসমেড দেখতে পারলে ভালো বাট পার্ট-১ পাস করার জন্য এইটা ম্যান্ডেটরি না। এইটা আমার পারসোনাল অপিনিয়ন মাত্র।

৩) পাসমেড না সলভ করলে কোন সমস্যা হবে?

উওরঃ না। এমন অনেকেই আছে যারা পাসমেড সলভ না করেই পাস করেছেন।

৪) ফিজিওলজির জন্য কিভাবে পড়ব?

উত্তরঃ ফিজিওলজির জন্য গাইটন/গ্যানং খুলার দরকার নাই। যেকোন কোচিংয়ের ফিজিওলজি শিট এনাফ।মোস্ট ইম্পর্ট্যান্টলি প্রতিবারের ম্যাক্সিমাম ফিজিওলজি ডেভিডসনের ১ম দুই পেজের ফিজিওলজি ও এনাটমি পার্ট থেকে আসে।আগে শিটটা পড়ে ওই দুই পেজ রিডিং দিলে আপনি সব পারবেন ইনশাআল্লাহ। ডেভিডসনের ১ম ২-৩ পেইজ ফিজিওলজি ও এনাটমি মাস্ট পড়তেই হবে।আমরা যতই ভাবি বাইরে থেকে ফিজিওলজি আসে কিন্তু না অধিকাংশ সময় ডেভিডসনের এই কয়েক পেইজ থেকেই সব আসে। আমি প্রতিবারের প্রশ্ন এনালাইসিস করে এইটাই পাইছি।

৫) শুধু বক্স পড়লেই হবে কি না?

উত্তরঃ না।ম্যাক্সিমাম কভার হবে কিন্তু পুর্নাঙ্গ প্রস্ততি হবে না। এইবার যারা এক্সাম দিছেন তারা প্রত্যেকেই জানেন বক্সের বাইরের লাইন থেকে প্রচুর এমসিকিউ আসছে।

৬) এমসিকিউের জন্য কি পড়ব?

উত্তরঃ এমসিকিউকে অনেকে কম পাত্তা দেয়।কিন্তু আমার এফসিপিএস পাসের মূল টার্নিং পয়েন্ট ছিল MCQ. এমসিকিউ এমন ভাবে পড়বেন যেন ৫ টা স্টেমই হয় আপনার।আমার থিউরি ছিল যেই MCQ কমন পড়বে সেইটা আমার ৫ টা স্টেমই হতে হবে।কমন বক্স থেকেই অধিকাংশ MCQ স্টেম আসে।কিন্তু আমরা গুরুত্বের সাথে বক্সের সব পড়ি না।উদাহরণস্বরুপ এইবার Hirsutism বক্স থেকে একটা MCQ আসছে "Causes of hirsutism without virilization" অপশনের ৫ টাই মেবি Hirsutism এর Cause ছিল কিন্তু Without Virilization বলায় ৩ টা স্টেমই False হয়ে গেছে।কমন বক্স কমন প্রশ্ন বাট নাম্বার ফুল না পাওয়া।আমি বুঝাতে চাইছি কমন বক্সগুলো এমন ভাবে পড়বেন সেখান থেকে প্রশ্ন আসলে যেন আপনার ৫ টা স্টেম কারেক্ট হয়। আমার এইবারের এফসিপিএস পাসের ক্ষেত্রেও আমার ধারণা শুধু MCQ ১২০+ মার্ক তুলতে পারছি আলহামদুলিল্লাহ।

৭) এসবিএর জন্য কি পড়ব?

উত্তরঃ যেকোন একটা এসবিএ পার্ল + পাসমেড যদি পারেন। SBAসবসময় গেম চেঞ্জার।কারণ ১ টা থেকেই ২ মার্ক পাওয়া যায়।যেকোন পার্ট-১ পরীক্ষায় ৫০-৫৫+/- SBA আপনার পাস করার সম্ভাবনা অনেকটা বাড়িয়ে দিবে।৬০+ তুলতে পারলে আপনি এক্সট্রাঅরডিনারি।বর্তমানে SBA তে ৫ টা স্টেম স্ক্রুটিনাইজ করা অনেক গুরুত্বপূর্ণ। উদাহরণস্বরুপ আপনি একটা ক্লু দেখে SLE ডায়াগনোসিস করলেন ৫ নাম্বার স্টেমে Mixed Connective Tissue Disorder দেওয়া ছিল।অন্য ক্লু গুলো মিস করার ফলে আপনি মনে করলেন আপনার SBA টা হয়েছে,আসলে হয় নাই।এইবার এইরকম কনফিউশানাল এমবিএ ছিল বেশ কয়েকটা।আবার উদাহরণ স্বরুপ Dermatitis Herpetiformis, Zollinger Ellison Syndrome থেকে ২ টা SBA আসছে অপশনে এদের পরিবর্তে Coeliac Disease & Gastrinoma আন্সার ছিল।তাই SBA এর জন্য আপনাকে আরও পারফেক্ট হিসেবে নিজেকে গড়ে তুলতে হবে।

৮) লেকচারটা কিভাবে পড়া উচিত?

উত্তরঃ যদি আপনি কোন কোচিংয়ে ভর্তি থাকেন সেই ক্ষেত্রে কোচিং কে ফলো করতে পারেন।যদি কোচিং এফোর্ড না করতে পারেন তাহলে যেকোন সিনিয়র ভাইয়ের কাছ থেকে দাগানো বইয়ের পিডিএফ নিয়ে নিজে নিজেই শুরু করতে পারেন। প্রথমে একবার ভালো ভাবে পড়ে শেষ করবেন।পরবর্তীতে এসবিএ পার্লটা সলভ করবেন।এসবিএ পার্ল সলভ করার ক্ষেত্রে ১ম বার অবশ্যই ডেভিডসনের পেজ গুলোতে যাবেন এবং পাশে এসবিএ লিখে রাখবেন এবং সাথে কোনো ক্লু থাকলে লিখে ফেলবেন।এতে আপনার রিভিশন অনেক সুন্দর হয়।এরপর যদি সময় থাকে পাসমেড সলভ করবেন। সবশেষে আপনি আপনার ওই লেকচারের এক্সামটা দিবেন।আশা করি আপনার এক্সাম প্রতি দিনই ভালো হবে।তারপরও কিছু প্রশ্ন আপনি পারবেন না ওই গুলো এক্সাম শেষে ডেভিডসনে দাগিয়ে রাখবেন, পারলে পাশে ভুল লিখে রাখবেন।তাহলে পরবর্তীতে ওই ভুলটা আপনার আর হবে না।এইভাবে সিস্টেম শেষ করতে গেলে আপনার সময় বেশি লাগবে হয়ত কিন্তু আপনার ভিত্তিটা অনেক স্টং হবে ইনশাআল্লাহ।

৯) ডেভিডসন কয়বার রিভিশন দিব?

উত্তরঃ যত বেশি দিতে পারেন তত ভালো।একেক জনের রিভিশন একেক রকম। কেউ একবার পড়েই অনেক ভালো করে আবার কেউ ১০ বার পড়েও খারাপ করে।তবে প্রচলিত কথা অনুযায়ী ৩ বার রিভিশন দিতে পারলে ভাল। অনেকে অনেক কথা বলবে ওইগুলোতে কান দিবেন না।আপনি জানেন আপনার জন্য কোনটা বেস্ট। আমি এইবার MD দেওয়ার পর একটু ব্যস্ত থাকাই FCPS P-1 পড়ার জন্য শেষ ১০-১৫ দিনের মত সময় পাই।এখন আমি যদি বলি আমি কিন্তু ১৫ দিন পড়ে চান্স পাইছি এইটা খুবই হাস্যকর একটা ব্যাপার হবে।কেননা আমার আগে ১টা FCPS ও MD দেওয়ার অভিজ্ঞতা রয়েছে।সো অন্য কারও কথায় বিভ্রান্ত না হয়ে নিজের উপর বিশ্বাস রাখুন।আমি একটা কথা সবসময় বলি আপনাকে চান্স পেতে হলে আপনাকে একটা স্যাটুরেয়েটেড লেভেলে পৌঁছাইতে হবে।আল্লাহ চাইলে অবশ্যই আপনি পারবেন।

১০) এসবিএ পার্লটা কয়বার সলভ করব?

উত্তরঃ ১ম বার ডেভিডসনে পেজ দাগিয়ে সলভ করবেন।কিন্তু ১বার সলভ করলে অনেক ক্লু আপনি ভুলে যাবেন।এইজন্য আপনি ২য় বার পড়বেন কিন্তু তখন জাস্ট কোশ্চেন+আন্সার দেখবেন কোন ব্যাখ্যা/পেজ প্রয়োজন ছাড়া দেখতে যাবেন না।দেখবেন ১.৩০/২ ঘন্টার মধ্যে আপনি রিভিশন দিতে পারবেন।

১১) এক্সামের আগের রাতে/এক্সামের সকালে কি পার্ল সলভ করব?

উত্তরঃ আমার পার্সোনাল অভিমত না করাই ভালো। কারণ ওই প্রশ্ন হুবুহু আসবে না।এর চেয়ে ডেভিডসন ওরিয়েন্টেড রিভিশন দিলে ওইটা বেশি কার্যকর।

১২) এক্সামের আগের রাতে কিভাবে ফুল রিভিশন দিব?

উত্তরঃএখন যেহেতু ১ম,২য়,৩য় পেপার নিয়ে কোনো ঝামেলা নাই।তাই আপনার ইচ্ছে মত আপনি দেখে যেতে পারেন। যদি মনে হয় আপনার ফুল রিভিশন লাগবে তাহলে আগের দিন এটলিস্ট ১০-১২+ ঘন্টা সময় আপনাকে বের করতে হবে।কিন্তু তারপরও সব দেখে যাওয়া সম্ভব না।তাই আপনাকে আগে থেকে একটা পেজে গুরুত্বপূর্ণ জয়গাগুলোর পেজ নাম্বার লিখে রাখতে হবে/যেইসব জায়গাগুলো আপনার কম মনে থাকে ওইগুলো লিখে রাখতে হবে।শেষ সময়ে গুরুত্বপূর্ণ জায়গা/ভুলে যাওয়া জায়গা গুলো দেখে গেলেই মোটামুটি ফুল রিভিশন হয়ে যাবে ইনশাআল্লাহ।

সর্বোপরি আল্লাহর রহমত ছাড়া কোন কিছু সম্ভব না।আপনি আপনার পরিশ্রম করে যান লাস্ট এক্সামের লাস্ট মিনিট পর্যন্ত। বাকিটা আল্লাহর উপর ছেড়ে দেন। উনি ফয়সালা দিবেন।। আমি সবসময় একটা কথা বলি আমরা প্রত্যেকে আলাদা টাইমজোনে আছি, প্রত্যেকের টাইমলাইন আলাদা। সবাই সবার টাইমলাইনে আছি।জীবনে আগানো/পেছানোরও কিছু নাই।আল্লাহ তায়ালা দেরিতেও দেন না,তাড়াতাড়িও দেন না।আল্লাহ তায়ালা সঠিক সময়ে সব কিছু দেন।তাই সবসময় একটা কথা মনে রাখবেন.......

" একদিনে না কিন্তু একদিন সব হবে ইনশাআল্লাহ...... "

যেকোন প্রয়োজনে যেকোন সময় নির্দ্ধিধায় আমাকে নক করতে পারবেন। ইনশাআল্লাহ একজন ক্ষুদ্র মানুষ হিসেবে সর্বোচ্চ সাহায্য করার চেষ্টা করব।কারও যদি একটু উপকারে আসতে পারি নিজেকে ধন্য মনে করব।আপনাদের আগ্রহ থাকলে আরেকদিন আমার MD জার্নি নিয়েও লিখবো ইনশাআল্লাহ।

Dr. Tanvir Ahamed
MBBS (MMC)
FCPS P-1 ( Medicine)
FCPS P-1 (Neurology)
MD Phase-A (Neurology)
2014-2015 session

আলহামদুলিল্লাহ।আল্লাহর কাছে শুকরিয়া করে শেষ করা সম্ভব না। মেডিকেল লাইফে পোস্ট গ্র্যাজুয়েশন ইনট্রেন্স এক্সাম গুলো এমনিতে ...
08/01/2025

আলহামদুলিল্লাহ।আল্লাহর কাছে শুকরিয়া করে শেষ করা সম্ভব না। মেডিকেল লাইফে পোস্ট গ্র্যাজুয়েশন ইনট্রেন্স এক্সাম গুলো এমনিতে তুলনামূলক কঠিন।আল্লাহর রহমত ছাড়া শুধু পড়াশোনা করে চান্স পাওয়া সম্ভব না। আল্লাহ আমাকে দুই হাত ভরে দিয়েছেন। আল্লাহর রহমতে এইবার জানুয়ারি, ২০২৫ সেশনে নিউরোলজিতে FCPS পার্ট-১ পাস করেছি।গত ১ মাস আগে MD নিউরোলজি(ফেইজ-এ) পাস করেছি ও গত জানুয়ারি, ২০২৩ সেশনে ইন্টারন্যাল মেডিসিনে FCPS পার্ট-১ পাস করেছি। আপাতত বাংলাদেশের মেডিকেল পোস্ট গ্র্যাজুয়েশন ইনট্র্যান্স পরীক্ষার সমাপ্তি। অনেকে ভাবতে পারেন মেডিসিনে FCPS হওয়ার পরও কেন এইবার আবার এক্সাম দিলাম?

উত্তর:- আমি যেই সেশনে এফসিপিএস পার্ট-১ পাস করি ওই বছর থেকে মিডটার্মের পর সাবজেক্ট চেঞ্জ বন্ধ করে দেওয়া হয়েছে। ফলে আমি চাইলেও মেডিসিনের এফসিপিএস থেকে কনভার্ট করে নিউরোলজিতে যেতে পারতাম না।যেহেতু আল্লাহর রহমতে নিজের পছন্দের সাবজেক্ট নিউরোলজি এমডি তে চান্স পেয়েছি ও পরবর্তীতে নিউরোলজিতে যেতে পারব না তাই আবার নিউরোলজিতে এক্সাম দেওয়া। এখানে সব হওয়ার পর ভাব নেওয়ার জন্য এক্সাম দিছি ব্যাপারটা মোটেও এমন না।যারা আমার কাছের মানুষ ছিলেন তারা আমাকে দেখেছেন শেষ কিছুদিন কি অমানুষিক পরিশ্রম আমি করেছি।একবারও মনে করি নাই এইটা আমার ২য় এফসিপিএস। আমার নিজের কোন কমতি কখনও রাখি নাই।
এই জার্নির ১ম দিকের সময় গুলো এত সুখকর ছিল না। সবাই শুধু সফলতা গুলো দেখে ব্যর্থতা কেউ দেখে না।আমার উত্থান-পতনের দিনগুলোতে কত কষ্ট করেছি সেইটা শুধু আমার পরিবার ও কাছের মানুষ গুলোই বলতে পারবে।২০২২ সালের জানুয়ারি থেকে ২০২৫ সালের জানুয়ারি পর্যন্ত এই ৩ বছর মেবি ৫ টা রাতও যায় নাই আমি রাতে ঘুমাইছি।আমি রাতে পড়াশোনা করে অভ্যস্ত তাই সারারাত পড়ে সকালে ফজরের নামাজ পড়ে ঘুমাইতাম।যদিও এইটা আইডিয়াল কিছু না।বাট আমার পরিবার আমাকে এইসব ব্যাপারে সবসময় সাহায্য করেছে। আমার ব্যর্থতা ও সফলতার লিস্ট:-

বিসিএস জার্নি :-

১) মেডিকেল কলেজে ইন্টারশিপের সময় জীবনের ১ম ৪২ তম স্পেশাল বিবিএস - Failed
২) ৪১ তম বিসিএস (৪২ তম বিসিএসের ২১ দিন পরই এক্সাম)- Failed
৩) ৪৩ তম বিসিএস - স্ব্যাস্থ ক্যাডারে সিট ছিল না (আগেরটা স্পোশাল হওয়ায়)
৪) ৪৪ তম বিসিএস - ১১৮.৫ পেয়েও প্রিলি ফেইল
৫) ৪৫ তম বিসিএস - আলহামদুলিল্লাহ ১ম প্রিলি পাস ও রিটেন দিছি, রেজাল্টের অপেক্ষায়।
৬) ৪৬ তম বিসিএস - আলহামদুলিল্লাহ ২য় বারের মত প্রিলি পাস ও রিটেনের অপেক্ষায়

FCPS ও MD জার্নি :-

১) ২০২২ সালে সদ্য ইন্টার্নি শেষ করে শখের বসে ১ম FCPS- পরীক্ষায় কোন কিছু না পড়ে পরীক্ষার আগে শেষ ৪-৫ দিন পাবনা ও পটুয়াখালী ২ বন্ধুর বিয়েতে ঘুরে এসে পরীক্ষা দিতে গিয়ে যাস্ট প্রশ্ন দেখে আসছি- ফলাফল ফেইল
২) ৪৪ তম বিসিএস না হওয়ায় মন খারাপ নিয়ে ১ মাস সময় পেয়ে ২য় এফসিপিএস - তার উপর মেডিসিনের বাইবেল খ্যাত ডেভিডসন বইয়ের নতুন এডিশনের আগমন (যেটি ৪ বছর পরপর পরিবর্তন হয়)- ফলাফল আবার ফেইল
৩) ২০২৩ সালের জানুয়ারি সেশন - আল্লাহর ১ম বারের মত মুখ তুলে তাকাল- Medicine, FCPS(Part-1)- Passed
৪) ২০২৪ সালের নভেম্বর সেশন- বিএসএমএমইউের আন্ডারে MD(Neurology) Phase-A :- Passed (বাবা মায়ের ইচ্ছায় ১ম চয়েজ নিজের মেডিকেল ময়মনসিংহ মেডিকেল কলেজ দেওয়া)
৫) ২০২৫ সালের জানুয়ারি সেশন - ২য় বারের মত বিসিপিএসের আন্ডারে FCPS Part-1(Neurology) - Passed

আল্লাহর পরিকল্পনা কতই না নিখুঁত! অথচ আমরা অল্পতেই হতাশ হয়ে পড়ি।
‘নিশ্চয়ই আল্লাহ সর্বোত্তম পরিকল্পনাকারী’
[আনফাল:৩০]

আল্লাহর কাছে শুকরিয়া করে শেষ করা সম্ভব না। আমার মত নগন্য একজন মানুষকে এত কিছু দিয়েছেন।আল্লাহ নিজ হাতে এইসব কিছু দিয়েছেন।এর পিছনে সবচেয়ে বড় অবদান আমার বাবা ও মায়ের,সাথে যার কথা না বললেই নয় আমার বড় ভাই Jahidul Islam। যারা সবসময় আমার পাশে ছিল আমার পরিবার, আমার কাছের বন্ধু বান্ধব যাদের সাথে মেডিকেল কলেজের পুরোটা সময় কেটেছে, আমার শ্রদ্ধেয় সকল শিক্ষক ও আমার কাছের মানুষজন। যাদের নাম উল্লেখ করে শেষ করা সম্ভব না। কেউ দয়া করে বদনজর দিয়েন না। দোয়া কইরেন সবাই।সামনের জার্নি গুলো যেন ভালো হয়।অন্যের ভালে চাইলে আল্লাহ নিজের ভালো করে দেন আমি এইটা বিশ্বাস করি। সবার রিজিক নির্ধারিত। সবার টাইমলাইন আলাদা।আমরা প্রত্যেকে প্রত্যেকের টাইমজোনে আছি।ইনশাআল্লাহ একসময় বিজয় আসবেই।

যারা জুনিয়র আছো তাদের জন্য বলছি হতাশ হইয়ো না।আল্লাহ উত্তম পরিকল্পনাকারী। তিনি আমাদের জন্য বেস্ট টা রেখে দেন।সবার কাছে দোয়া চাই।

Dr. Tanvir Ahamed
MBBS(MMC)
FCPS Part-1 (Medicine)
FCPS Part-1(Neurology)
MD Phase-A(Neurology)

Thanks vabi for the nice gift ❤️  ✌️
09/11/2024

Thanks vabi for the nice gift ❤️

✌️

আলহামদুলিল্লাহ ‼️আল্লাহর পরিকল্পনা কতই না নিখুঁত! অথচ আমরা অল্পতেই হতাশ হয়ে পড়ি।‘নিশ্চয়ই আল্লাহ সর্বোত্তম পরিকল্পনাকারী...
08/11/2024

আলহামদুলিল্লাহ ‼️

আল্লাহর পরিকল্পনা কতই না নিখুঁত! অথচ আমরা অল্পতেই হতাশ হয়ে পড়ি।
‘নিশ্চয়ই আল্লাহ সর্বোত্তম পরিকল্পনাকারী’
[আনফাল:৩০]

নিজের জীবনের বড় একটা স্বপ্ন ছিল FCPS, MD তে চান্স পাওয়া। আল্লাহর রহমতে এই স্বপ্ন বাস্তবে রুপান্তরিত হয়েছে। আল্লাহর রহমত, বাবা-মায়ের ও সবার দোয়া ছাড়া সম্ভব ছিল না। সবার কাছে দোয়া চাই যেন সুন্দর ভাবে সব শেষ করতে পারি।

আমার এডমিশন জার্নি নিয়ে ইনশাআল্লাহ বিস্তারিত লিখবো একদিন।

Dr. Tanvir Ahamed
MBBS(MMC)
FCPS p-1 (Internal medicine)
MD Phase-A(Neurology)

06/11/2024

"America will teach u women empowerment bt never let an woman have the power"
It is going to be proven again...

 িকিৎসা কিছুদিন আগে আমাদের এলাকা সেনবাগ উপজেলা ছাতারপাইয়া বাজার থেকে আমার কাছে ফোন আসে-একজন মাওলানা সকাল বেলায় গরুর মাংস...
13/10/2024

িকিৎসা

কিছুদিন আগে আমাদের এলাকা সেনবাগ উপজেলা ছাতারপাইয়া বাজার থেকে আমার কাছে ফোন আসে-

একজন মাওলানা সকাল বেলায় গরুর মাংস দিয়ে রুটি খাওয়ার পর তার শরীরে চুলকানি শুরু হয়- চুলকানি এক পর্যায়ে বেড়ে যায়- ৩০ মিনিটের মধ্যে তার সারা শরীরে র‍্যাশ উঠে শরীর ফুলে যায়- শরীর ফুলে যাওয়ার ১০ মিনিটের মধ্যে তিনি জ্ঞান হারিয়ে ফেলেন, অর্থাৎ unconscious হয়ে যান। ওনাকে দ্রুত হাসপাতালে নেওয়া হয়। সেখানে ওনার Non recordable BP পাওয়া যায়- অর্থাৎ প্রেসার মাপার যন্ত্র দিয়ে ওনার ব্লাড প্রেশার রেকর্ড করা যাচ্ছিলো না। ওনার পালস নাই। কর্তব্যরত চিকিৎসক এসব দেখে ওনাকে cotson + Avil injection দিলেন। কিন্ত কোনো উন্নতি হলোনা। ক্রমেই পেশেন্টের অক্সিজেন স্যাচুরেশন নিম্নগামী হচ্ছিল।

তখন পেশেন্টের ভাগ্নে আমাদের গ্রামের রুহুল আমীন ভাইর ছেলে সালমান আমার মোবাইলে ফোন দেয়। আমাকে বললো- কাকা এই এই অবস্থা। সবাই কান্নাকাটি করছে। আপনি একটা উপায় বের করে দিন। আমি বললাম, ডাক্তারের কাছে ফোনটা দাও, আমি একটু কথা বলবো। ডাক্তার আমাকে পুরো ঘটনাটা জানালেন। তিনি মুমূর্ষু অবস্থার পেশেন্ট কে ঢাকা রেফার করতে চাচ্ছিলেন। আমি দেখলাম এই মুহূর্তে পেশেন্ট রেফার করলে পথেই হয়তো কার্ডিয়াক এরেস্ট হয়ে মারা যাবে... আমি ডাক্তারকে বললাম- ভাইয়া, পেশেন্টের ব্লাড প্রেসার যেহেতু পাওয়া যাচ্ছেনা, আর গরুর মাংস খাওয়ার পরেই এমন অবস্থা হয়েছে, এইটা Anaphylactic shock. হাসপাতালে জরুরি বিভাগে Adrenaline আছে? তিনি বললেন Adrenaline আছে। আমি বললাম, এই মূহুর্তে রোগীর চিকিৎসা হচ্ছে ইংজেকশন এড্রেনালিন। আপনি এড্রেনালিন ইনজেকশন রোগীর মাংশ পেশীতে দিয়ে দিন। ইনশা আল্লাহ, হায়াত থাকলে পেশেন্ট ঠিক হয়ে যাবে। ইংজেকশন মাংশে দেয়ার কথা শুনে উনি কিছুটা ঘাবড়ে গেলেন। আর ঘাবড়ে যাওয়াটাই স্বাভাবিক। পেশেন্ট তো এমনেই মূমুর্ষ- এড্রেনালিন ইংজেকশন দেওয়ার পর মারা গেলে সবাই বলবে ডাক্তার ইংজেকশন দিয়ে মেরে ফেলছে। আমি তখন আবার পেশেন্টের ভাগিনার সাথে কথা বললাম। তাকে কাউন্সেলিং করে নিলাম। তারা বললো, আপনারা চিকিৎসা করেন, আল্লাহ ভরসা। তখন আমি কর্তব্যরত চিকিৎসককে বললাম, ভাই, এড্রেনালিন দিয়ে দিন। তিনি এড্রেনাল দিলেন, ১০ মিনিট পর পেশেন্টের B/P 100/60 mmHg, pulse 65 bpm. আমাকে ফোন দিয়ে জানালো, বললাম, এখন পেশেন্ট কে ফলোআপে রাখেন- আর Allergic reaction সম্পর্কে তাকে বিস্তারিত জানিয়ে মেডিসিন দিয়ে তাকে ডিসচার্জ দিয়ে দিতে পারেন--

এবার আসি গতকালের ঘটনায়-
গতকাল সকাল ১০টার দিকে দুধনই গ্রামের আবুল কাসেম দুই সন্তানকে নিয়ে নৌকায় করে লাকড়ি সংগ্রহের উদ্দেশ্যে বের হয়েছিলেন। পাশেই একটি বাঁশঝাড়ে নৌকা আটকে গিয়ে ভীমরুলের বাসা ভেঙে যায়। তখন ভিমরুল বেরিয়ে তাঁদের কামড়াতে শুরু করে। এতে তাঁরা গুরুতর আহত হন। হাসপাতালে নেওয়া হলে একে একে তিনজনের মৃত্যু হয়

এখানেও এই পরিবারের সবার anaphylactic shock এর কারণে মৃত্যু হয়েছে--

আমাদের এই বিষয় বুঝতে হলে ৩ টা বিষয় জানতে হবে
1. Allergic reaction
2. Acute urticaria with or without angioedema
3. Anaphylactic reaction (Anaphylactic shock)

১.এলার্জিক রিয়েকশন- (Urticaria)
একজন মানুষের বিভিন্ন খাবারে এলার্জি আছে, ধুলাবালিতে গেলে কিংবা গোস্ত খেলে পুরো শরীরে চুলকানি শুরু হয়,
মশা কামড় দিলেও চুলকানি শুরু হয়ে শরীরে বিভিন্ন জায়গায় চাকা চাকা হয়ে যায়- ৬-৭ ঘন্টা পরে আবার ভালো হয়ে যায়, কিংবা এন্টি হিস্টামিন খেলেও ভালো হয় যায়, কিন্ত কখনো চোখ মুখ, জিহবা ফুলে যাওয়া অথবা শ্বাসকষ্ট হয়না-
এই কন্ডিশন কে এলার্জিক রিয়েকশন বলে, Urticaria ও বলা হয়, এইটার চিকিৎসা হচ্ছে Triggering factor গুলিকে এভয়েড করা, সাথে এন্টি হিস্টামিন নেওয়া-

২. Acute urticaria : এলার্জিক রিয়েকশনের আরো সিভিয়ার অবস্থা হচ্ছে Acute urticaria .. কেউ হয়তো বাগানে গেলো কাজ করতে, কোনো পোকা মাকড় কামড় দিলো, এই পোকামাকড়ের কামড়ে তার তীব্র এলার্জিক রিয়েকশন হল, সারা শরীরে Rash উঠে গেছে- পেশেন্টের চোখ, মুখ, ঠোঁট ফুলে যেতে লাগলো- কিংবা শ্বাসকষ্ট হতে লাগলো- তবে পেশেন্টের ব্লাড প্রেশার নরমাল, পালস নরমাল, কিন্ত তীব্র চুলকানি - এই কন্ডিশন কে Acute urticaria বলা হয়- এইটার জন্য পেশেন্ট ইমার্জেন্সি ডিপার্টমেন্টে আসলে চিকিৎসা দিয়ে ৬-৮ ঘন্টা ফলোআপে রাখবেন-

চিকিৎসা -
Cotson injection I/V or I/M
Avil injection I/v stat
and 3-5 days এর জন্য steroid to prevent recurrent symptoms.

সাথে ৩ মাসের জন্য high dose second generation antihistamine.
Tab- Biltin 20 mg
1+0+1 (3 month)

৩. Anaphylactic shock ::
কোন এলার্জেনের সংস্পর্শে আসলে যদি উপরের কন্ডিশনের মত সিভিয়ার এলার্জিক রিয়েকশন হয়, যথা কেউ গোস্ত খেলো, কিংবা ভিমরুলের কামড় খেলো, কিংবা বাগানে কোনো টক্সিন /এলার্জেনের সংস্পর্শে গেলো, এবং তার তীব্র এলার্জিক রিয়েকশন হলো, শরীরে র‍্যাশ উঠে গেলো within 15 minutes.. এবং পর্যায়ক্রমে তার শ্বাসকষ্ট শুরু হলো, এবং ব্লাড প্রেশার কমতে শুরু করলো, প্রেশার Below 90/60 mmHg হয়ে গেলো, তাহলে এই কন্ডিশন কে Anaphylactic shock বলা হবে-- এখানে খুবই দ্রুত adrenaline দিয়ে চিকিৎসা শুরু কর‍তে হবে, নাইলে পেশেন্ট মারা যাবে-- পেশেন্টের আশেপাশে ICU/CCU available থাকলে তাকে ICU নিয়ে চিকিৎসা করবে, তা না থাকলে তাকে ইমার্জেন্সি ডিপার্টমেন্টে চিকিৎসা দিবে--

Adrenaline I/M দেওয়া হবে
Current guideline অনুযায়ী adrenaline thigh এ I/M দেওয়া হয়-

Dose : Adult and > 12 years old: 0.5 ml,

6-12 years : 0.3 ml

0.6 month to 6 years : 0.2 ml

সতর্ক হোন!অনেক জেনারেল শিক্ষার্থী বা আরবী সম্পর্কে না জানা ভাইদের কালিমা সম্পর্কিত ব্যাকগ্রাউন্ডে এই লেখাটি দেখতে পাওয়া...
05/10/2024

সতর্ক হোন!

অনেক জেনারেল শিক্ষার্থী বা আরবী সম্পর্কে না জানা ভাইদের কালিমা সম্পর্কিত ব্যাকগ্রাউন্ডে এই লেখাটি দেখতে পাওয়া যাচ্ছে!

অথচ এটি শিয়াদের সুস্পষ্ট কালিমার বিকৃতি।
তারা "লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ" এর সাথে "আলী অলিউল্লাহ" যুক্ত করেছে।

এটি তারা আযান ইকামতের সময় ও বলে, সুতরাং এই কালিমা ব্যাবহার করতে সতর্ক হোন।

01/10/2024

Allah hu Allah ❤️🤲

One of the best 🥰

#কাওয়ালি_সন্ধ্যা
#ময়মমনসিংহ_মেডিকেল_কলেজ

26/09/2024

ধ্যাত্তেরি 🤣

তাই আর দেরি না করে আমাদের চলমান কোর্স সমূহে ভর্তি হয়ে যাও... ❤️✌️

17/09/2024

ক্লাসে একটু মজা করে পড়াইতেছিলাম। দুষ্ট পোলাপান কি বানাইছে। 😪

©মোহাম্মদ নয়ন

Address

Mymensingh

Website

Alerts

Be the first to know and let us send you an email when Dr. Tanvir Ahamed posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Share on Facebook Share on Twitter Share on LinkedIn
Share on Pinterest Share on Reddit Share via Email
Share on WhatsApp Share on Instagram Share on Telegram

Category