16/10/2025
আপনার ঘরে যদি HSC পরীক্ষা দিয়েছে এমন কোন সদস্য থাকে তাহলে আজকের রাতটা নজরে রাখুন‼️।ফার্মেসী দোকানদারগণ আজকে ঘুমের ওষুধ বিক্রি করার ক্ষেত্রে সতর্ক হোন।
আজকে HSC রিজাল্ট হয়েছে।সারা বাংলাদেশের রিজাল্ট খারাপ হয়েছে।ছেলেমেয়ে অপ্রত্যাশিত রিজাল্ট দেখে বেশিরভাগ ক্ষেত্রে বাসায় থাকা ওষুধ বিশেষ করে ঘুমের ওষুধ খেয়ে হাসপাতালে ভর্তি হচ্ছে।
রাতে এ সংখ্যা বাড়বে সেটা বুঝা যাচ্ছে কারণ এ জাতীয় কাজ সবাই ঘুমিয়ে গেলে বেশি হয়.l
পরীক্ষার দু'একটা কাগজ কখনও জীবনের গতি নির্ধারণ করতে পারে না।
সৃষ্টি-কর্তার পরিকল্পনা অবশ্যই আমাদের পরিকল্পনা থেকে উত্তম।।