Dr.Kafayatullah Noman

Dr.Kafayatullah Noman MBBS,FCPS Medicine(Cardiology) P-2
Mymensingh Medical College Hospital
স্বাস্থ্য সচেতনতামূলক কন্টেন্ট তৈরী করি।
(1)

Sudden Tour from beloved MU-2(MMCH)
06/07/2025

Sudden Tour from beloved MU-2(MMCH)

মুচকি হাসি হার্ট ভাল রাখেP.C:বাবা❤️
28/06/2025

মুচকি হাসি হার্ট ভাল রাখে
P.C:বাবা❤️

বেশি বয়সে বাচ্চা নিলে বাচ্চা প্রতিবন্ধি হওয়ার সম্ভাবনা থাকে।বউ বাজারে আসেন, দ্রুত বিয়ে করেন😃
11/06/2025

বেশি বয়সে বাচ্চা নিলে বাচ্চা প্রতিবন্ধি হওয়ার সম্ভাবনা থাকে।বউ বাজারে আসেন, দ্রুত বিয়ে করেন😃

কালো রঙের মেহেদী থেকে সাবধান!কাল ইদ।অনেকেই বাজারের নাম না জানা অনেক মেহেদী হাতে দিবেন।দ্রুত রং হবে এমন মেহেদী কিনবেন।আসল...
06/06/2025

কালো রঙের মেহেদী থেকে সাবধান!
কাল ইদ।অনেকেই বাজারের নাম না জানা অনেক মেহেদী হাতে দিবেন।দ্রুত রং হবে এমন মেহেদী কিনবেন।আসলে দ্রুত রং হওয়ার জন্য মেহেদীতে যে উপাদান মিশানো হয় তা হলো para-phenylenediamine নামক রাসায়নিক। এটার মাত্রা বেশি হয়ে থাকে কালো রংয়ের মেহেদী গুলোতে যা আপনার হাতের চামড়া পুড়িয়ে দিতে পারে।মেহেদী কিনার এবং হাতে দেওয়ার আগে সাবধান হোন। ব্রান্ডের মেহেদীগুলোতে সাধারণত para-phenylenediamin রাসায়নিকটি ত্বকের ক্ষতি হবেনা এমন অনুপাতে থাকে।যাচাই করে মেহেদী কিনুন এবং ব্যবহার করুন। সবার ইদ ভালো কাটুক।

সামনে ইদ। অসাবধানতা বশত অনেক সময়  মাংস গলায় আটকে যায়। এতে শ্বাসকষ্ট  শুরু হয়ে অনেকে মারাও যায়।এ অবস্থায় করণীয়:(Share করা...
04/06/2025

সামনে ইদ। অসাবধানতা বশত অনেক সময় মাংস গলায় আটকে যায়। এতে শ্বাসকষ্ট শুরু হয়ে অনেকে মারাও যায়।এ অবস্থায় করণীয়:(Share করার আহ্বান রইলো)
১.যদি আক্রান্ত ব্যক্তি কাশি দিতে পারেন তাহলে তাকে কাশি দিতে বলুন।এতে অধিকাংশ সময় কাশির সাথে মাংস বের হয়ে যায়।
২.যদি কাশি দিতে না পারে,শ্বাসকষ্ট শুরু হয়ে যায় তাহলে
নিচের ছবির মতো ব্যক্তিকে বসিয়ে দাঁড় করিয়ে পিছন থেকে জড়িয়ে ধুরন।
আপনার এক হাত মুষ্টিবদ্ধ করে নাভির একটু ওপর এবং বুকের নিচে রাখুন।
অপর হাত দিয়ে মুষ্টিবদ্ধ হাতটি ধরুন।
হঠাৎ ও জোরে ভেতর থেকে উপর দিকে চাপ দিন — যেনো পেট থেকে বায়ু ঠেলে গলার বস্তুটা বেরিয়ে যায়।
একবারে বের না হলে আবার চেষ্টা করুন।কাজ না হলে দ্রুত হাসপাতালে ভর্তি করুন,ডাক্তারের পরামর্শ নিন।

মনে রাখবেন, শ্বাসকষ্ট শুরুহলে রোগী খুব দ্রুত খারাপ হয়ে যেতে পারে এবং হাসপাতালে নেওয়ার আগ মারাও যেতে পারে। এ অবস্থায় উপরোক্ত নিয়মে আপনার চেষ্টাই পারে রোগীকে বাঁচাতে।এগুালোর বাহিরে অযাচিত কোনকিছু করতে যাবেন না।এতে রোগী আরও খারাপ হতে পারে।

Dr.Kafayatullah Noman
MBBS,FCPS(Medicine)Cardiology P-2
mymensingh medical college hospital

দাদ থেকে মুক্তি পেতে চিকিৎসার ডোজ সম্পূর্ণ করুন।এভারেজ ৪০ দিন ওষুধ খাবেন। একটু ভাল হলেই ছেড়ে দিবেন এমন হলে পুনরায় হওয়ার ...
26/05/2025

দাদ থেকে মুক্তি পেতে চিকিৎসার ডোজ সম্পূর্ণ করুন।এভারেজ ৪০ দিন ওষুধ খাবেন।
একটু ভাল হলেই ছেড়ে দিবেন এমন হলে পুনরায় হওয়ার সম্ভাবনা থাকে।

Sudden tour from MU-2(late upload)
25/05/2025

Sudden tour from MU-2(late upload)

নাইট ডিউটি ছিল।রাত ৪:৩০ এর দিকে ওয়ার্ড থেকে বের হলাম।হাসপাতাল গেইটের সামনে ৬০ বছর বয়সী রিকশা ওয়ালা চাচা।"স্যার,কই যাবেন?...
20/05/2025

নাইট ডিউটি ছিল।রাত ৪:৩০ এর দিকে ওয়ার্ড থেকে বের হলাম।হাসপাতাল গেইটের সামনে ৬০ বছর বয়সী রিকশা ওয়ালা চাচা।
"স্যার,কই যাবেন?"
বুঝতে পারলাম বৃষ্টির কারণে জামা ভিজে যাওয়াতে গামছা গায়ে জড়িয়ে আছেন।
দেখেই বুঝা যাচ্ছে ওনি সারারাত সজাগ।
এই বয়সেও ওনি কারো কাছে হাত না পেতে ছুটে চেলেছেন জীবিকার জন্য, জীবনের জন্য, পরিবারের জন্য।
ভাড়ার কথা জিজ্ঞেস না করে উঠে গেলাম,যারা এই বয়সে রাতজেগে জীবিকার জন্য পেডেল মারে তারা আর যাই হোক আপনাকে ঠকাবে না।

কলমের খোঁচায় মানুষ ঠকিয়ে যারা দালান তৈরী করেছে তারা কখনও রাস্তায় নামে না!!

আলহামদুলিল্লাহ। ১ সপ্তাহের মধ্যে রোগীর ড্রামাটিক রেসপন্স
19/05/2025

আলহামদুলিল্লাহ। ১ সপ্তাহের মধ্যে রোগীর ড্রামাটিক রেসপন্স

রোগীর দেওয়া উপহার💝
19/05/2025

রোগীর দেওয়া উপহার💝

পা ফাটা রোগ যেটাকে মেডিকেলের ভাষায় বলা হয় Planter Keratoderma. চিকিৎসায় সম্পূর্ণ ভাল হয়।চেম্বার:একতা ডিজিটাল ডায়াগনস্টিক...
18/05/2025

পা ফাটা রোগ যেটাকে মেডিকেলের ভাষায় বলা হয় Planter Keratoderma. চিকিৎসায় সম্পূর্ণ ভাল হয়।
চেম্বার:
একতা ডিজিটাল ডায়াগনস্টিক সেন্টার
হাসপাতাল গেইট, দুর্গাপুর,নেত্রকোণা
সিরিয়ালের জন্য : ০১৭৭৭৬২৪৭৯৯ এবং ০১৯০২১৪৭১৩৬

৩৫ বছরের মহিলা ৩ বছর যাবৎ কোমড়ে ব্যথার জন্য আয়ুর্বেদিক ওষুধ খেতেন।আগে ব্যথা কমলেও এখন আর ব্যথা কমছে না।X ray করার পর দেখ...
06/05/2025

৩৫ বছরের মহিলা ৩ বছর যাবৎ কোমড়ে ব্যথার জন্য আয়ুর্বেদিক ওষুধ খেতেন।আগে ব্যথা কমলেও এখন আর ব্যথা কমছে না।X ray করার পর দেখা যায় উনার কোমড়ের হাড় ভেঙ্গে গিয়েছে যা সার্জারী ছাড়া ওষুধ দিয়ে সমাধান সম্ভব নয়।
অনেক মহিলা Cortan দীর্ঘদিন খেয়ে একইভাবে কোমরের হাড় ভাঙ্গা নিয়ে আমাদের কাছে আসেন।মোটকথা হচ্ছে এসব ওষুধে steroid থাকে যা আপনার হাড়কে ভঙ্গুর করে দেয়।দীর্ঘদিন খেলে আজ নয়তো কাল আপনার এ সমস্যা হবেই।

Address

Mymensingh

Telephone

+8801894549946

Website

Alerts

Be the first to know and let us send you an email when Dr.Kafayatullah Noman posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Practice

Send a message to Dr.Kafayatullah Noman:

Share

Category