Dr.Kafayatullah Noman

Dr.Kafayatullah Noman MBBS,FCPS Medicine(Cardiology) P-2
Mymensingh Medical College Hospital
স্বাস্থ্য সচেতনতামূলক কন্টেন্ট তৈরী করি।
(1)

রোগ পরিচিতি :এই রোগের নাম বলতে পারবেন কেউ?দুই রানের মাঝখানে অনেকেরই আছে এই রোগ।
24/08/2025

রোগ পরিচিতি :
এই রোগের নাম বলতে পারবেন কেউ?দুই রানের মাঝখানে অনেকেরই আছে এই রোগ।

ছোট বাচ্চাদের হাতে যে কোন  ধারালো এবং ধাতব বস্তু দেওয়া থেকে সাবধান!! প্রায় সকলের বাড়িতে প্লাস্টিকের পাইপ পাওয়া যায়। এই ব...
23/08/2025

ছোট বাচ্চাদের হাতে যে কোন ধারালো এবং ধাতব বস্তু দেওয়া থেকে সাবধান!!
প্রায় সকলের বাড়িতে প্লাস্টিকের পাইপ পাওয়া যায়। এই বাচ্চাটা প্লাস্টিকের শক্ত পাইপ নিয়ে খেলার সময় হঠাৎ পড়ে গিয়ে পাইপ মুখের ভিতরে চলে যায়। যার ফলে বাম পাশের Soft palate বা আল জিহ্বার অংশ কেটে নিচে পড়ে যায়(ছবিতে যেমনটি দেখছেন)।
আমার চেম্বারে আসার পর রোগীকে তাৎক্ষণিক ময়মনসিংহ মেডিকেলে রেফার করি।
অতএব,
বাচ্চাদের হাতে এমন কিছু দিবেন না যেটা থেকে বাচ্চার কোন প্রকার ক্ষতি হয়।

Dr.Kafayatullah Noman
MBBS,CCD,FCPS Medicine(Cardiology)P2
Mymensingh medical college hospital

মুখে ব্রণ  হলে অযাচিত মলম বিশেষ করে Steroid মলম ব্যবহার করলে সামান্য জায়গা থেকে পুরো মুখে আপনার সমস্যা ছড়িয়ে যেতে পারে।স...
21/08/2025

মুখে ব্রণ হলে অযাচিত মলম বিশেষ করে Steroid মলম ব্যবহার করলে সামান্য জায়গা থেকে পুরো মুখে আপনার সমস্যা ছড়িয়ে যেতে পারে।সঠিক চিকিৎসায় সম্পূর্ণ ভাল হবেন ইনশাআল্লাহ।।

Rickettsial Fever!!জ্বর,মাথা ব্যথা,শরীরে ব্যথা সাথে পিঠে এমন Rash যদি থাকে তাহলে জ্বরের জীবানু হলো Rickettsia বেকটেরিয়া।...
21/08/2025

Rickettsial Fever!!
জ্বর,মাথা ব্যথা,শরীরে ব্যথা সাথে পিঠে এমন Rash যদি থাকে তাহলে জ্বরের জীবানু হলো Rickettsia বেকটেরিয়া।
এই জীবাণু থাকলে যদি Proper Treatment না হয় তাহলে Organ Failure হয়ে রোগী মারা যেতে পারে।
এই রোগের চিকিৎসায় অবশ্যই আপনাকে Doxycycline নিতে হবে।Azithromycine,Cefixime এসব দিয়ে কাজ হবে না।
দ্রুত চিকিৎসা না নিলে অর্গান ফেইলোর হয়ে রোগী মারা যেতে পারে।।

আমাদের স্পাইডারম্যান❤️
17/08/2025

আমাদের স্পাইডারম্যান❤️

16/08/2025

শরীরে পানি আসালে তার কারণ বের করুন খুব সহজে💥
👉যদি পানি প্রথমে পায়ে পরে মুখে/শরীরে আসে -সমস্যা হার্টে।
👉যদি পানি প্রথমে মুখে পরে পায়ে বা শরীরে আসে -সমস্যা কিডনিতে।
👉যদি পানি প্রথমে পেটে আসে তাহলে -সমস্যা লিভারে

Dr.Kafayatullah Noman
MBBS,CCD,FCPS (Medicine)FP
mymensingh medical college hospital

15/08/2025

প্রস্রাবের ইনফেকশন আছে কিনা বুঝার উপায়:
১.প্রস্রাবের জ্বালাপোড়া
২.তলপেটে ব্যথা
৩.ঘন ঘন প্রস্রাব হওয়া
৪.জ্বর আসা বা বমির ভাব হওয়া
এগুলো থাকলে বুঝবেন আপনার প্রস্রাবের ইনফেকশন আছে।

দিন দিন আমরা কতটুকু স্বস্থ্যযুকিতে যাচ্ছি সেটা বলার অপেক্ষা রাখে না।হাসপাতালে যত Blood C/S বা Urine C/S রিপোর্ট দেখি সবগ...
15/08/2025

দিন দিন আমরা কতটুকু স্বস্থ্যযুকিতে যাচ্ছি সেটা বলার অপেক্ষা রাখে না।হাসপাতালে যত Blood C/S বা Urine C/S রিপোর্ট দেখি সবগুলোতে এন্টিবায়োটিক রেজিসটেন্ট মানে এন্টিবায়োটিক কাজ করবে না।অনেক সময় আমরা নির্দিষ্ট রোগে Antibiotic দিই কিন্তু কাজ করে না কারণ এটাই।আজকে আরও ১০ বছর পর কি অবস্থা হবে সেটা আল্লাহ জানে।
এই রোগীর ক্ষেত্রে মাত্র তিনটি এন্টিবায়োটিক ছাড়া আর কোন ওষুধ কাজ করবে না বাকি জীবনে তাও যে তিনটি কাজ করবে সেগুলো সবজায়গায় পাবে না।আনকমন এন্টিবায়োটিক।

13/08/2025

কামড়াঙ্গা খেয়ে রোগী হাসপাতালে ভর্তি এবং রোগী জীবন মৃত্যুর সন্ধিক্ষণে 😢
জ্বী আপনি ঠিকই পড়েছেন। অবাক লাগছে- তাই না?
বিস্তারিত বলছি, ভাল করে পড়ুন-
(পোস্টটি বেশি বেশি Share করে দিন।।)

কামড়াঙ্গায় থাকে বিষাক্ত এক প্রকার নিউরোটক্সিন বা বিষ যার নাম হলো - কারাম্বক্সিন।এই বিষ কামড়াঙ্গা খাওয়ার পর শরীরে প্রবেশ করে এবং Nervous system কে আক্রমণ করে।
যার ফলে রোগীর খিচুনি,মাথা ঘুরানো এবং এক সময় রোগী কোমায় চলে যায় মানে রোগীর মস্তিষ্ক কাজ করা বন্ধ করে দেয়।
এ অবস্থা বেশিক্ষণ চললে রোগী মারা যায়।।

এখন আপনি বলতে পারেন আমি তো অনেক কামড়াঙ্গা খেয়েছি কোন সমস্যা তো হয় নি!

দেখুন চিংড়ি তো সবাই খায় তাই বলে সবার কি এলার্জির সমস্যা হয়?
বলতে চাচ্ছি এই বিষ আপনার শরীরে যাচ্ছে সেটা ১০০% শিউর বাট প্রতিক্রিয়াটা সবার ক্ষেত্রে সমান নয়।
তবে এখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো-
যাদের ডায়াবেটিস, কিডনি সমস্যা আছে তাদের ক্ষেত্রে কামরাঙ্গা হারাম বলতে পারেন।
এর পাশাপাশি ছোট বাচ্চাদের কামরাঙ্গা দিবেন না কারন তাদের কিডনি ওয়েল ফাংশনিং না।।

(পোস্টটি শেয়ার করে দিতে পারেন)

Dr.Kafayatullah Noman
MBBS,CCD,FCPS (Medicine)FP
Mymensingh medical college hospital

Happy Birthday Baba🎂৩ বছর পূর্ণ হলো। সকলের  দোয়া প্রত্যাশী🤲
12/08/2025

Happy Birthday Baba🎂
৩ বছর পূর্ণ হলো। সকলের দোয়া প্রত্যাশী🤲

12/08/2025

চারদিকে জ্বর আর জ্বর। বর্তমানে জ্বর হয় নাই এই সকল ব্যক্তি খুজে পাওয়া কঠিন।
শরীরের তাপমাত্রা ১০৩/১০৪ ডিগ্রি হয়ে যাচ্ছে।
বর্তমানে বেশিরভাগ জ্বরই ভাইরাসের কারণে হচ্ছে যেখানে পরিবারের একজন থেকে সকলের হয়ে যাচ্ছে।
এ অবস্থায় আসলে এন্টিবায়োটিক এর কোন ভূমিকা নেই।
আপনি পেরাসিটামল খান আর পুরো শরীর পানি একটু গরম করে পরিষ্কার কাপড় দিয়ে মুছে দিন।যখনই শরীরের তাপমাত্রা বাড়বে তখনই।ঠান্ডা পানি দিয়ে মুছবেন না তাহলে আবার সর্দি লেগে যেতে পারে।
২/৩ দিন অপেক্ষা করুন।ভাল হয়ে যাবেন ইনশাআল্লাহ।
সাথে বমি হলে এমিস্টেট খেতে পারেন।

আর যদি জ্বর থেকে খিচুনি হয়, শরীর লালচে হয়ে যায়,অজ্ঞান হয়ে যান তাহলে অবশ্যই হাসপাতালে ভর্তি হোন।

ধন্যবাদ সবাইকে।

১ বছর আগে চট্টগ্রামে একটি রিনাউন্ড শিশু হাসপাতালে RMO হিসেবে ডিউটির সময় তোলা।বাবুটা জ্বর,পাতলা পায়খানা নিয়ে ভর্তি ছিল।বা...
11/08/2025

১ বছর আগে চট্টগ্রামে একটি রিনাউন্ড শিশু হাসপাতালে RMO হিসেবে ডিউটির সময় তোলা।
বাবুটা জ্বর,পাতলা পায়খানা নিয়ে ভর্তি ছিল।বাচ্চাদের পাতলা পায়খানা হলে সবার আগে খেয়াল রাখবেন প্রস্রাব ঠিকঠাক হচ্ছে কিনা।
প্রস্রাব না করলে এক মুহুর্ত দেরী না করে হাসপাতালে ভর্তি হোন।

Address

Mymensingh

Telephone

+8801894549946

Website

Alerts

Be the first to know and let us send you an email when Dr.Kafayatullah Noman posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Practice

Send a message to Dr.Kafayatullah Noman:

Share

Share on Facebook Share on Twitter Share on LinkedIn
Share on Pinterest Share on Reddit Share via Email
Share on WhatsApp Share on Instagram Share on Telegram

Category