Red Crescent Youth Gafargaon Upazila Team

Red Crescent Youth Gafargaon Upazila Team We are committed to prevent and reduce human suffering and save lives of the most vulnerable.

On The Side Of Humanityমানবতার পাশে, একসাথে। 8th May World Red Cross and Red Crescent Day-2025৮-ই মে! বিশ্ব রেড ক্রস ও র...
08/05/2025

On The Side Of Humanity
মানবতার পাশে, একসাথে।
8th May World Red Cross and Red Crescent Day-2025

৮-ই মে! বিশ্ব রেড ক্রস ও রেড ক্রিসেন্ট দিবস
“মানবতার জন্য নিরলস সেবা”

আজ ৮-ই মে, মহান মানবতাবাদী হেনরি ডুনান্ট এর জন্মদিন, যিনি আন্তর্জাতিক রেড ক্রস আন্দোলনের প্রতিষ্ঠাতা। তাঁর অসাধারণ দৃষ্টিভঙ্গি, সহানুভূতি এবং মানবতার প্রতি অবিচল প্রতিশ্রুতি থেকেই জন্ম নিয়েছিল বিশ্বের সবচেয়ে বড় মানবিক সংগঠন রেড ক্রস ও রেড ক্রিসেন্ট আন্দোলন।

এই দিনে আমরা শ্রদ্ধাভরে স্মরণ করি সেই সব স্বেচ্ছাসেবীদের, যারা প্রতিকূলতার মাঝেও মানুষের পাশে দাঁড়ায় — রক্তদান, দুর্যোগ সেবা, স্বাস্থ্যসেবা ও সচেতনতা কার্যক্রমে নিজেদের উৎসর্গ করে চলেছেন।

আসুন, আমরা সবাই মানবতার পতাকা তুলে ধরি —
সেবার মানসিকতা নিয়ে এগিয়ে যাই মানুষের পাশে।






30/04/2025

আসসালামু আলাইকুম

সকলের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, যুব রেড ক্রিসেন্ট- গফরগাঁও উপজেলা টিমের মাসিক মিটিং আগামী ০৩-০৫-২০২৫ তারিখ, রোজ শনিবার অনুষ্ঠিত হবে।
মিটিংয়ে পরবর্তী কাজসহ অন্যান্য গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা করা হবে।

সকল নিয়ম মেনে এবং সিওসি অনুযায়ী সব কিছু মেনে থাকতে পারবেন এবং ভুল করলে শাস্তি মাথা পেতে নিবেন এই প্রতিজ্ঞা করে উক্ত মিটিংয়ে গফরগাঁও উপজেলার সকল RCY কে উপস্থিত থাকার জন্য বিশেষভাবে বলা হলো।

স্থানঃ গফরগাঁও সরকারি কলেজ প্রাঙ্গণ
সময়ঃ সকাল ৯:৪৫

ধন্যবাদান্তে,
মো মাহমুদুল হাসান
বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি ময়মনসিংহ জেলা ইউনিট

"উড়ে যাক, দূরে যাক পুরাতন সব,পুড়ে হোক খাকএসেছে নতুন বছর, এসো এসো...এসো বৈশাখ"শুভ বংলা নববর্ষ, ১৪৩২ বঙ্গাব্দ শুরু হলো ন...
15/04/2025

"উড়ে যাক, দূরে যাক পুরাতন সব,
পুড়ে হোক খাক
এসেছে নতুন বছর, এসো এসো...
এসো বৈশাখ"

শুভ বংলা নববর্ষ, ১৪৩২ বঙ্গাব্দ

শুরু হলো নতুন একটি পথ, নতুন একটি স্বপ্ন, নতুন এক দিগন্ত। নতুন বছরে আমরা সকলের জন্য সুখ, সমৃদ্ধি ও ভালোবাসা কামনা করছি।
নতুন বছর যেনো আমাদের জীবনে নতুন উজ্জ্বলতা নিয়ে আসে। পাশাপাশি সকল দুঃখ-কষ্ট ও দুশ্চিন্তা দূর হয়ে আমাদের সামনে এক সুন্দর ও সাফল্যময় পথের সূচনা হয়।

সকলকে নববর্ষের শুভেচ্ছা...

নববর্ষ উপলক্ষে গফরগাঁও উপজেলা প্রশাসন কতৃক আয়োজিত বর্ষবরণ আনন্দ শোভাযাত্রা, লোকজ উৎসব ও সাংস্কৃতিক অনুষ্ঠানসহ সারাদিন ব্যাপী অনুষ্ঠিত কার্যক্রমে অন্যান্য শান্তিরক্ষা বাহিনীর পাশাপাশি শৃঙ্খলারক্ষা ও স্বেচ্ছাসেবীর কাজ করেছে যুব রেড ক্রিসেন্ট, গফরগাঁও উপজেলা টিম।

শান্তিশৃঙ্খলা বজায় রেখে সুন্দর সমাজ গড়াই আমাদের উদ্দ্যেশ্য।

14/04/2025

আসসালামু আলাইকুম

সকলের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, যুব রেড ক্রিসেন্ট, গফরগাঁও উপজেলা টিমের বর্তমান সার্বিক অবস্থা নিয়ে আলোচনা এবং পরবর্তী কার্যক্রম সম্পর্কে সিদ্ধান্ত গ্রহণের জন্য একটি জরুরী মিটিংয়ের আয়োজন করা হয়েছে।

উক্ত মিটিংয়ে গফরগাঁও উপজেলা টিমের সদস্যদের উপস্থিতি একান্ত কাম্য।

স্থানঃ গফরগাঁও সরকারি কলেজ প্রাঙ্গন
তারিখঃ ১৬ এপ্রিল ২০২৫
সময়ঃ সকাল ১০ টা

11/04/2025

যুব রেড ক্রিসেন্ট, গফরগাঁও উপজেলা টিমের সদস্যদের জন্য নির্দেশনা -

যারা ইতোমধ্যে অফিসিয়াল সদস্য হিসেবে রেজিষ্ট্রেশন সম্পন্ন করেছেন এবং পূর্ববর্তী সময়ে উপজেলা টিমের সদস্য ছিলেন, তারা উপজেলা টিমের নতুন মেসেঞ্জার কমিউনিটিতে যুক্ত হয়ে নিন; আপনার পরিচিত সদস্যদেরও অ্যাড করে দিন।
পরবর্তী কার্যক্রম এবং যাবতীয় ব্যাপারে আলোচনা ও দিকনির্দেশনা উক্ত কমিউনিটিতে দেওয়া হবে।

ধন্যবাদান্তে,
যুব রেড ক্রিসেন্ট, গফরগাঁও উপজেলা টিম

09/04/2025

আজ থেকে শুরু হতে যাচ্ছে এসএসসি, দাখিল ও সমমানের পরীক্ষা ২০২৫। পরীক্ষায় অংশগ্রহণকারী সকল পরীক্ষার্থীর জন্য যুব রেড ক্রিসেন্ট, গফরগাঁও উপজেলা টিমের পক্ষ থেকে রইলো দোয়া ও শুভকামনা।

আপনাদের কঠোর পরিশ্রম সফল হোক। ভালো ফলাফল করে উত্তীর্ণ হোন এবং ভবিষ্যতে নিজের এবং দেশ ও জাতির উন্নতিতে অবদান রাখুন।

সকলের সুস্বাস্থ্য কামনা করছি।

আসসালামু আলাইকুম... আশা করি সবাই ভালো আছেন। আপনারা অবগত আছেন যে, শিক্ষাপ্রতিষ্ঠানের পরীক্ষা, শীতকালীন ছুটি সহ অন্যান্য ক...
26/02/2025

আসসালামু আলাইকুম...
আশা করি সবাই ভালো আছেন।

আপনারা অবগত আছেন যে, শিক্ষাপ্রতিষ্ঠানের পরীক্ষা, শীতকালীন ছুটি সহ অন্যান্য কারনে যুব রেড ক্রিসেন্ট, গফরগাঁও উপজেলা টিমের কার্যক্রম সাময়িকভাবে বন্ধ ছিলো।
আনন্দের সাথে জানাচ্ছি যে, এখন থেকে নতুন উদ্যমে সকল কার্যক্রম পুনরায় শুরু হয়ে চলমান থাকবে এবং রেড ক্রিসেন্ট এর মূল উদ্দেশ্যগুলো বাস্তবায়নের জন্য কাজ চালিয়ে যাওয়া হবে।

আমাদের স্বেচ্ছাসেবীদের সক্রিয় অংশগ্রহণ এবং শুভাকাঙ্ক্ষীদের সহযোগিতা কামনা করছি।

"মানবসেবাই পরম ধর্ম"

ধন্যবাদান্তে,
যুব রেড ক্রিসেন্ট, গফরগাঁও উপজেলা টিম

Bangladesh Red Crescent Society(BDRCS)  ❤️‍🩹
24/02/2025

Bangladesh Red Crescent Society(BDRCS) ❤️‍🩹

সকলকে Red Crescent Youth Gafargaon Upazila Team এর পক্ষ হতে মহান বিজয় দিবসের শুভেচ্ছা।
16/12/2024

সকলকে Red Crescent Youth Gafargaon Upazila Team এর পক্ষ হতে মহান বিজয় দিবসের শুভেচ্ছা।

সাপে কাটলে আমাদের করণীয় ✅
26/11/2024

সাপে কাটলে আমাদের করণীয় ✅

15/11/2024

আসসালামু আলাইকুম

গফরগাঁও উপজেলা রেড ক্রিসেন্ট দলের যে সকল সেচ্ছাসেবী বৃন্দ পরিচয়পত্রের ছবি,তথ্য ও টাকা দিয়েছিলেন ওনারা স্বহস্তে -

ওবায়দুল
01622479638

নিকট হতে নিজ নিজ পরিচয়পত্র (আইডি কার্ড) সংগ্রহ করে নিবেন।

রেড ক্রিসেন্ট সোসাইটির পরিচয়পত্র বহন করে অপ্রত্যাশিত ও অনাকাঙ্ক্ষিত কোনো ঘটনার সম্পৃক্ততা পাওয়া গেলে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

এহতেশাম বিন তাহের
কো-অর্ডিনেটর
গফরগাঁও উপজেলা রেড ক্রিসেন্ট দল

Send a message to learn more

আজ ৩০ শে অক্টোবর  রেড ক্রস/ রেড ক্রিসেন্টের প্রতিষ্ঠাতা মহাত্মা জীন হেনরি ডুনান্ট এর ১১৪ তম মৃত্যু বার্ষিকী।  আমরা বাংলা...
30/10/2024

আজ ৩০ শে অক্টোবর রেড ক্রস/ রেড ক্রিসেন্টের প্রতিষ্ঠাতা মহাত্মা জীন হেনরি ডুনান্ট এর ১১৪ তম মৃত্যু বার্ষিকী। আমরা বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি, গফরগাঁও উপজেলা রেড ক্রিসেন্ট দল পরিবার গভীর ভাবে শ্রদ্ধা জানাচ্ছি এই মহতী ব্যাক্তিটিকে। তিনি জম্ম গ্রহণ না করলে হয়তো সারা বিশ্বে এমন একটি মানবতাবাদী সংগঠন এর জম্ম হতো না, আমরা মানবতার সেবায় নিজেদের নিয়জিত রাখার সুযোগ পেতাম না।

তিনি রেড ক্রসের স্বপ্নদর্শী, প্রবর্তক এবং প্রতিষ্ঠাতা ছিলেন। 1901 সালে, তিনি ফ্রেডারিক পেসোর সাথে প্রথম নোবেল শান্তি পুরস্কার পান। ডুনান্ট ছিলেন প্রথম সুইস নোবেল বিজয়ী।

জন্মঃ ৮ মে,১৮২৮, জেনেভা,সুইজারল্যান্ড।

মৃত্যুঃ ৩০ অক্টোবর,১৯১০,হেইডেন,সুইজারল্যান্ড।

তার লেখা ইতিহাসের বিখ্যাত বই "A Memory of Solferino, Henry Dunant"

প্রতিষ্ঠিত সংস্থা: আন্তর্জাতিক রেড ক্রস এবং রেড ক্রিসেন্ট আন্দোলন।

জাতীয়তাঃ ফ্রেঞ্চ, সুইস

পিতামাতাঃ অ্যান্টোয়েনেট ডুনান্ট-কোলাডন, জিন-জ্যাক ডুনান্ট

Address

Gafargaon
Mymensingh

Alerts

Be the first to know and let us send you an email when Red Crescent Youth Gafargaon Upazila Team posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share