
08/05/2025
On The Side Of Humanity
মানবতার পাশে, একসাথে।
8th May World Red Cross and Red Crescent Day-2025
৮-ই মে! বিশ্ব রেড ক্রস ও রেড ক্রিসেন্ট দিবস
“মানবতার জন্য নিরলস সেবা”
আজ ৮-ই মে, মহান মানবতাবাদী হেনরি ডুনান্ট এর জন্মদিন, যিনি আন্তর্জাতিক রেড ক্রস আন্দোলনের প্রতিষ্ঠাতা। তাঁর অসাধারণ দৃষ্টিভঙ্গি, সহানুভূতি এবং মানবতার প্রতি অবিচল প্রতিশ্রুতি থেকেই জন্ম নিয়েছিল বিশ্বের সবচেয়ে বড় মানবিক সংগঠন রেড ক্রস ও রেড ক্রিসেন্ট আন্দোলন।
এই দিনে আমরা শ্রদ্ধাভরে স্মরণ করি সেই সব স্বেচ্ছাসেবীদের, যারা প্রতিকূলতার মাঝেও মানুষের পাশে দাঁড়ায় — রক্তদান, দুর্যোগ সেবা, স্বাস্থ্যসেবা ও সচেতনতা কার্যক্রমে নিজেদের উৎসর্গ করে চলেছেন।
আসুন, আমরা সবাই মানবতার পতাকা তুলে ধরি —
সেবার মানসিকতা নিয়ে এগিয়ে যাই মানুষের পাশে।