Doctor's Academy , Mymensingh

Doctor's Academy , Mymensingh Medical & Dental Admission Program

সকলের জন্য উন্মুক্তসময় রাত ৯ টায়মানবন্টনঃ মেডিকেল ভর্তির অনুরূপ মেধা যাচাই পরীক্ষার রেজিস্ট্রেশন এর জন্য এপ্লিকেশন ফর্ম ...
30/10/2020

সকলের জন্য উন্মুক্ত

সময় রাত ৯ টায়

মানবন্টনঃ মেডিকেল ভর্তির অনুরূপ

মেধা যাচাই পরীক্ষার রেজিস্ট্রেশন এর জন্য এপ্লিকেশন ফর্ম এর লিংক কমেন্ট বক্সে দেয়া আছে।।

ফেসবুক গ্রুপে জয়েন করে মেডিকেল ভর্তিপ্রস্তুতিতে নিজেকে আপডেট রাখো
https://www.facebook.com/groups/399659797283121/permalink/745043889411375/

♻️Medical Admission 2️⃣0️⃣2️⃣0️⃣(Online Exam & Solve Class programme ) উচ্চমাধ্যমিক শেষে তুমি এখন ভর্তিযুদ্ধের চ্যালেন্জ...
20/10/2020

♻️Medical Admission 2️⃣0️⃣2️⃣0️⃣
(Online Exam & Solve Class programme )

উচ্চমাধ্যমিক শেষে তুমি এখন ভর্তিযুদ্ধের চ্যালেন্জের মুখোমুখি।। গত ২ বছর পড়াশোনা গুলো বেশ ভালোভাবেই এগিয়ে চলছিল কিন্তু করোনা পরিস্থিতির কারণে কলেজ, কোচিং সব বন্ধ হয়ে থমকে গেল পড়াশোনা। পরীক্ষা কবে হবে তোমাকে দুশ্চিন্তায় রেখেছিলো বিগত ৬ মাস।

তুমি যদি ডাক্তার হবার স্বপ্নপূরনে দৃঢ়প্রত্যয়ী হও তবে Doctors Academy তোমাদের পাশে থেকে তোমাদেরকে এগিয়ে নিতে আয়োজন করেছে তিন মাসের গোছানো একটি পরিকল্পনা যেখানে রয়েছে টেক্সটবুক ভিত্তিক প্রায় ৭০০০ MCQ এবং পুরো ৮ টি বইয়ের (৬ টি টেক্সটবুক +ইংরেজি- সাধারণজ্ঞান) উপর বিশ্লেষণ ধর্মী সহজবোধ্য ক্লাস প্রেজেন্টেশন।।

তোমার মনে নিশ্চয়ই অনেক দ্বিধা জাগছে। কিভাবে চলবে? ক্লাস কিভাবে হবে? চলো, একসাথে নিচের লেখাটুকু পড়ে ফেলি। আশা করছি, এটুকু পড়লেই তোমার সব প্রশ্ন দূর হয়ে যাবে।

১। কোর্সটি কাদের জন্য?
-একমাত্র টার্গেট মেডিকেলের সাদা এপ্রোণ সেই বিজ্ঞান বিভাগের যে কোন শিক্ষার্থী যাদের এসএসসি এবং জেএসসির জিপিএ পৃথকভাবে ৪ এর উপরে থাকবে তারা সবাই করতে পারবে।।

২। কোর্সের পরীক্ষা সংখ্যা?
♻️পরীক্ষা সংখ্যাঃ ১০০ টি
➡️৫০ টি ডেইলি রিভিউ এক্সাম ৫০ নাম্বার করে
➡️ ১৬ টি উইকলি ও ৪টি মান্থলি রিভিউ এক্সাম ১০০ নাম্বারের
➡️কোর্স ফাইনাল এক্সামিনেশন প্যাকেজ
(প্রতিটি পরীক্ষা ১০০ নাম্বারের)
✳️হাফ বুক পেপার ফাইনাল ১২ টি
✳️ফুল বুক পেপার ফাইনাল ৮ টি
✳️সাবজেক্ট ফাইনাল ৫ টি
✳️মডেল টেস্ট ৫ টি

৩। কীভাবে পড়ানো হবে?

-আমরা কোন কিছু শর্টকাটে শেষ করবো না।।প্রতি সপ্তাহে দুটি করে বিষয়ভিত্তিক প্রবলেম সলভ ক্লাস থাকবে ওই সপ্তাহের অন্তর্ভুক্ত ৪ টি ডেইলি রিভিউ এক্সাম নিয়ে
-আমরা বায়োলজি পড়াবো আকর্ষণীয় স্লাইড ও এনিমেটেড ভিডিও পাওয়ারপয়েন্ট প্রেজেন্টেশন এর মাধ্যমে।
-কেমিস্ট্রি ক্লাস হবে সহজবোধ্য আকর্ষণীয় স্লাইড দিয়ে এবং ক্লাস রুমের মত সরাসরি হোয়াইট বোর্ড এ।
-পদার্থ ক্লাসে সকল গুরুত্বপূর্ণ গাণিতিক সমস্যা এবং থিওরী নিয়ে ক্লাস হবে হোয়াইট বোর্ডে
-ইংরেজি ক্লাস হবে সরবরাহকৃত PDF শীট এর উপর
-সাধারণজ্ঞানের ক্লাসে ম্যাপের মাধ্যমে বাংলাদেশ বিষয়াবলির সমস্ত টপিক মনে রাখার 100% সিওর কৌশলে তোমাকে ১০ এর মাঝে নূন্যতম ৮ পাওয়ার উপযোগী করে তোলা হবে

৪। ক্লাসের সময়সীমা?
-প্রতিটি ক্লাস দুই ঘন্টা যার প্রতিটিতে ইংরেজী ও সাধারণজ্ঞানের ৩০ মিনিট করে একটা সেশন ইনক্লুড থাকবে।।ক্লাস হবে প্রতি সোমবার এবং শুক্রবার।।

৫। ক্লাস কোথায় হবে?
-ক্লাস নেয়া হবে ZOOM অথবা Goggle Classroom এ।।

ক্লাসের ভিডিও ও সাউন্ড কোয়ালিটি এনসিওর এর জন্য সফটওয়্যার প্রতিষ্ঠান এর সাপোর্ট নেয়া হচ্ছে।।

৭। যদি সময়মতো ক্লাশ না করতে পারি, ফোনে চার্জ না থাকে, ডেটা না থাকে?
-ভর্তিকৃতদের নিয়ে করা ফেসবুক গ্রুপে ভিডিও থেকে যাবে, সুবিধামতো সময়ে দেখে নিতে পারবে।গ্রুপ থেকে ক্লাসগুলো তুমি চাইলে ভর্তিপরীক্ষার পূর্বপর্যন্ত যেকোনো সময় ব্যবহার করতে পারবে।

৮। ফি কত?
-তিন মাসে ১০০ টি এক্সাম এবং ৩০ টি সলভ ক্লাসের দূর্দান্ত এই কোর্সের ফি ৪০০০টাকা

-যদি কোন স্টুডেন্ট ডক্টরস একাডেমি কর্তৃক অনুষ্ঠিত বায়োলজি জিনিয়াস/কেমিস্ট্রি জিনিয়াস/মেধাবী মুখ পরীক্ষায় অংশ নিয়ে থাকো তাহলে তাদের জন্য কোর্স ফি ৩৫০০টাকা
-প্রি মেডিকেল এডমিশন কোর্সে ভর্তি হওয়াদের জন্য এই কোর্স ফি ধার্য করা হয়েছে ৩০০০ টাকা 😱😱😱 এই সুযোগ হাতছাড়া করার মত? বল দেখি?

♻️পরীক্ষার সফটওয়্যার লিংক এবং রেজিষ্ট্রেশন এর যাবতীয় ডিটেইলস নিয়ে একটি পোস্ট চলতি সপ্তাহেই গ্রুপে দেয়া হবে।।শিক্ষার্থী রুটিন অনুযায়ী তার পরীক্ষাটি নিজের সুবিধামত সময়ে দিতে পারবে।।কোনদিন পরীক্ষা মিস হয়ে গেলেও সে যে কোনদিন পরীক্ষাটি সার্ভারে তার রেজিস্ট্রেশন কোড ব্যবহার করে দিতে পারবে

♻️কোর্স ফাইনাল এক্সামিনেশন প্যাকেজের এক্সামগুলো সার্কুলার দেয়ার পর নেয়া হবে।।প্রতিটি এক্সাম হবে লাইভ এক্সাম অর্থাৎ শিক্ষার্থীদের নির্দিষ্ট সময়ে পরীক্ষা দেয়ার জন্য লগইন করতে হবে।।

১১। আনুষাঙ্গিক কোন সুবিধা থাকবে কি?
সার্কুলার ঘোষনার পর একটি টপিক ওয়াইজ সেমিফাইনাল সাজেশন এবং পরীক্ষার ১৫ দিন পূর্বে ফাইনাল সাজেশন পাবা যা Follow করলে ইনশাআল্লাহ বাংলাদেশের TOP ৫ টা মেডিকেল কলেজে তোমার চান্স নিশ্চিত ধরে নিতে পারো।।উক্ত সাজেশন কোচিং এর স্টাফরা সরাসরি তোমাকে বাসায় পৌছে দেয়ার ব্যবস্থা করবে।।
[ ] পাশাপাশি ইংরেজি ও সাধারন জ্ঞানের ফাইনাল Touch Upp এর জন্য দেয়া হবে 'E & G night before exam' যা থেকে তুমি ২৫ এর মাঝে ১৪/১৫ কমন পাবা ইনশাআল্লাহ।।
[ ] সর্বোপরি বিষয়ভিত্তিক সিনিয়র টিচারদের সাথে সার্বক্ষণিকভাবে মেসেন্জার এবং হোয়াটসঅ্যাপের গ্রুপে যোগাযোগের মাধ্যমে প্রতিদিনের বিষয়ভিত্তিক সমস্যাগুলো সলভ করার সুযোগ থাকছে।।

১১। কিভাবে ভর্তি হব?
- খুবই সহজ। বিকাশ বা রকেট মোবাইল ব্যাংকিং এর মাধ্যমে।
-বিকাশ Send Money অপশন সিলেক্ট করে রেফারেন্স এ তোমার নাম লিখে পাঠাতে হবে 01711288554 নাম্বারে

-অথবা রকেটে একই ভাবে বিকাশের মতন নিয়মে পাঠাতে হবে 01889967110-4নাম্বারে।

টাকা পাঠানো হয়ে গেলে তোমার মোবাইলে মেসেজ অপশনে গিয়ে আমাদেরকে মেসেজ করো এভাবে:

Your Full Name Your Mobile Num. Guardian Mobile Num. Your bKsah or Rocket Transection ID College name>HSC 20

এবং পাঠিয়ে দাও 01711288554 নাম্বারে। ব্যাস!

ঐ দিনের মধ্যে রেজিষ্ট্রেশন নাম্বার সহ আনুষাঙ্গিক সফটওয়্যার লিংকসমূহ তোমার নাম্বারে পাঠিয়ে দেওয়া হবে।

তোমার যে কোন জিজ্ঞাসায় বিস্তারিত জানতে কল করো 01711288554এই নাম্বারে।

*তোমাদের সুবিধার জন্য প্রতি পরীক্ষার পূর্বেই সংশ্লিষ্ট অধ্যায়ের দাগানো বই, লেকচারশীট, এবং বিগত বছরের প্রশ্নসমূহের পিডিএফ সরবরাহ করা হবে।

কোর্স শুরু হচ্ছে ১ নভেম্বর থেকে 💕

🔴2nd Time মেডিকেল এডমিশন ব্যাচ ২০২০ 🔴✅✅ ১ম বার মেডিকেল ভর্তি পরীক্ষার প্রস্তুতির জন্য কমবেশী ৩/৪ মাস সময় পাওয়া যায়।।এই স...
03/12/2019

🔴2nd Time মেডিকেল এডমিশন ব্যাচ ২০২০ 🔴

✅✅ ১ম বার মেডিকেল ভর্তি পরীক্ষার প্রস্তুতির জন্য কমবেশী ৩/৪ মাস সময় পাওয়া যায়।।এই স্বল্প সময়ে ভালো প্রস্ততি থাকা সত্বেও অনেক পরিশ্রমী এবং মেধাবী শিক্ষার্থী পরীক্ষার হলে নানাবিধ কারনে প্রত্যাশিত রেজাল্ট করতে ব্যর্থ হয়।অপরদিকে ২য় বারের শিক্ষার্থীরা প্রায় ১০ মাস সময়ে বিগতবারের ভুল ত্রুটি গুলো শুধরিয়ে বিষয়ভিত্তিক দক্ষতা অর্জন করতে সমর্থ হয়।।এজন্যই বিগত ৩ বছর যাবত ৫ নাম্বার মাইনাস হওয়া সত্বেও ২য় বারের পরীক্ষার্থীরা মোট অাসনের ৫০-৫৫% দখল করতে সমর্থ হচ্ছে।। এই পরিসংখ্যানে একজন মেধাবী ও পরিশ্রমী শিক্ষার্থী তার ডাক্তার হবার স্বপ্নপূরনে অারেকটাবার সুযোগ নিলে সেটা নিশ্চয়ই যৌক্তিক এবং তুলনামূলকভাবে বেশ সম্ভাবনাময় সিদ্ধান্ত।।

🔴Course detail :

🔵১ম পর্ব (ডিসেম্বর -এপ্রিল)
মূল ৬ টি টেক্সটবুক (অাজমল,হাসান,ইসহাক ও হাজারী স্যার) এর ডিটেইলস পড়ানো হবে
✅Total Class =৪৬( জীববিজ্ঞান ২০,রসায়ন ১৭,পদার্থবিজ্ঞান ০৯,ইংরেজি ৪,সাধারণজ্ঞান ৪)
✅Class test = ৪৬*২( ৯২) ১ টি ১০০ নাম্বারের Assessment Exam with Gk & English (MCQ) যা হবে বিগত লেকচারের উপর এবং ক্লাস শেষে একটি ২০ নাম্বারের Attentive Test(MCQ)
✅Class duration = 2hours (3/4 days in a week )
✅ Exam duration= 50minutes ( 40+10)
পেপার ফাইনাল ০৬ টি
সাবজেক্ট ফাইনাল ০৪ টি নেওয়া হবে এপ্রিল মাসের HSC পরীক্ষার বন্ধের সময় অনলাইনের মাধ্যমে।।

🔵২য় পর্ব( মে হতে জুন এর মধ্যভাগ পর্যন্ত)
এই পর্বে মূলত সেকন্ডারি বইগুলোকে(অালীম, অাজিবুর,তপন সন্জিত স্যার) পড়ানো হবে।।
✅ Total Class = ২০
✅ Class test= ২০, প্রতিটি ৫০ নাম্বারের MCQ।
✅ Class duration= ১ ঘন্টা

🔵 ৩য় পর্ব ( জুন মধ্যভাগ হতে জুলাই)
Mixed Syllabus Exam (জীববিজ্ঞান, রসায়ন,পদার্থ, ইংরেজি ও সাধারণ জ্ঞান এর সমন্বিত সিলেবাস যার মানবন্টন মেডিকেল ভর্তি পরীক্ষার অনুরূপ)
✅ Total Exam = ৪০ ( ২০সেট Practice + ২০ সেট Exam Question) প্রতিটি ১০০ নাম্বারের MCQ Exam।

🔵৪র্থ পর্ব ( অাগস্ট হতে সেপ্টেম্বর)
পেপার ফাইনাল,সাবজেক্ট ফাইনাল,মডেলটেস্ট সহ সর্বমোট ৪০ টি পরীক্ষা

⭕️ FREE ক্লাস করার সময় ও তারিখ ঃ

✅8/12/19 (রবিবার ) : প্রাণিবিজ্ঞান
✅10/12/19 ( মঙ্গলবার ) :রসায়ন ১ম
✅12/12/19(বৃহস্পতিবার ):পদার্থ ১ম
✅13/12/19(শুক্রবার): প্রাণিবিজ্ঞান
✅15/12/19 (রবিবার): রসায়ন ২য়

✅বিস্তরিত জানতে ফোন করুন ✅☎️01711288554

🔴 ক্লাস নিবেনঃ ময়মনসিংহের মেডিকেল কোচিং জগতের অভিজ্ঞ শিক্ষকবৃন্দঃ

ডাঃ সিয়াম
ডাঃ নাঈম
ডাঃ অনিক
ডাঃ রোমান
ডাঃ মেহেদী
ডাঃঅনুপম
ডাঃ তানভীর
ডাঃ রিদম
ডাঃ মিথেন

🔰 কোর্স ফি : ১৮০০০/- ( ৪০০০/ ডিসকাউন্ট ২৫ ডিসেম্বর পর্যন্ত।। ভর্তি চলছে।।
📛লাল - সবুজ কালিতে দাগানো ৬ টি নতুন সংস্করনের টেক্সটবুক এবং ৬ টি প্র্যাকটিস বুক ফ্রি।।
💠অফিস সময়সূচীঃ শনি থেকে বৃহস্পতিবার সকাল ৯ টা থেকে সন্ধ্যা ৬ টা
শুক্রবার সকাল ১০ টা থেকে ১২টা,দুপুর ৩ টা হতে সন্ধ্যা ৬ টা
➿ ভর্তির সময় ২ কপি পাসপোর্ট সাইজ রঙিন ছবি এবং HSC পরীক্ষার এডমিট কার্ডের ফটোকপি অানতে হবে।।অভিভাবক নিজে এসেও ভর্তি করাতে পারবেন।।

মাহে রমজানের সেহেরী ও ইফতারের সময়সূচি।।
07/05/2019

মাহে রমজানের সেহেরী ও ইফতারের সময়সূচি।।

ধারাবাহিক শিক্ষা-কার্যক্রম এর অংশ হিসেবে অামাদের একাডেমিক প্যানেল সবসময় শিক্ষার্থীদের কাজে লাগতে পারে এমন ম্যাটেরিয়ালস প...
07/05/2019

ধারাবাহিক শিক্ষা-কার্যক্রম এর অংশ হিসেবে অামাদের একাডেমিক প্যানেল সবসময় শিক্ষার্থীদের কাজে লাগতে পারে এমন ম্যাটেরিয়ালস প্রচারনায় দিচ্ছে।।
গতানুগতিক কথাসর্বস্ব ছবি সংবলিত প্রচারনার বদলে অামাদের মূল Focus টা শিক্ষার্থীর চাহিদার প্রতি লক্ষ্য রেখে স্টাডি ম্যাটেরিয়ালস provide করা।।

নতুন কিছুর সূচনায় শিক্ষার্থীদের পাশে থাকার চেষ্টা চালিয়ে যাবার জন্য সকলের সমর্থনই অামাদের পথচলার অনুপ্রেরণা।।

সার্ভিস প্ল্যান🎁মেডিকেল ও ডেন্টাল ভর্তি প্রস্তুতি কার্যক্রম২০১৯-২০ সেশন👨‍⚕️👩‍⚕️
07/05/2019

সার্ভিস প্ল্যান🎁
মেডিকেল ও ডেন্টাল ভর্তি প্রস্তুতি কার্যক্রম
২০১৯-২০ সেশন
👨‍⚕️👩‍⚕️

👉সম্পুর্ন নতুনত্বের মধ্য দিয়ে আমরাই এই যাত্রা শুরু করেছি শুধুমাত্র ছাত্র-ছাত্রীদের কথা মাথায় রেখে। আমাদের রয়েছে শীতাতপ ন...
05/05/2019

👉সম্পুর্ন নতুনত্বের মধ্য দিয়ে আমরাই এই যাত্রা শুরু করেছি শুধুমাত্র ছাত্র-ছাত্রীদের কথা মাথায় রেখে। আমাদের রয়েছে শীতাতপ নিয়ন্ত্রিত ক্লাসরুম,
রয়েছে নিরিবিলি পরিবেশ, রয়েছে পরিস্কার পরিচ্ছন্ন ক্লাসরুম এবং আসন সংখ্যা সীমিত। তাই দেরি না করে আজই যোগাযোগ করুন আমাদের সাথে।💢

✔️যোগাযোগের ঠিকানা -১৩/বি,বাউন্ডারি রোড মোড়(নতুন বাজার রেলক্রসিং সংলগ্ন), ময়মনসিংহ

✔️মোবাইল নম্বর - ০১৭১১২৮৮৫৫৪

✔️ই-মেইল -
..আগে পরিদর্শন করুন পরে ভর্তি হওয়ার সিদ্ধান্ত নিন...
...ধন্যবাদ...

Address

Mymensingh
2200

Opening Hours

Monday 09:00 - 17:00
Tuesday 09:00 - 17:00
Wednesday 09:00 - 17:00
Thursday 09:00 - 17:00
Friday 09:00 - 17:00
Saturday 09:00 - 17:00
Sunday 09:00 - 17:00

Telephone

01711288558

Website

Alerts

Be the first to know and let us send you an email when Doctor's Academy , Mymensingh posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Share on Facebook Share on Twitter Share on LinkedIn
Share on Pinterest Share on Reddit Share via Email
Share on WhatsApp Share on Instagram Share on Telegram

DOCTOR'S ACADEMY , MYMENSINGH

DOCTOR'S ACADEMY , MYMENSINGH