06/10/2025
📣 Normal delivery is not a normal thing 📌
প্রেগন্যান্সির পুরা জার্নিটা খুবই আনসার্টেন্ট একটা ইভেন্ট, আগের যুগে ৮/১০ টা বাচ্চা হতো, দুই তিন টা মারা যেতো তাই হয়তো বয়স্ক মানুষরা পাত্তা দিতে চান না এই ব্যাপারটাকে। দুই একবার USG করাটাকেই ডাক্তার দেখানো মনে করেন। একবার এক পেশেন্টের ৭ টা বাচ্চা মারা গেলো, ৭ নাম্বার আমাদের এখানে ভর্তি, মায়ের ব্লাড গ্রুপ নেগেটিভ তারা প্রথম জানলো।
কোন সমস্যা হয়তো মা বোধ করছেন না, কিন্তু আপনার infection, DM,HTN, negative blood group, থাইরয়েড এর সমস্যার জন্য পেটের ভিতরেই বাচ্চাটার কি কি অসুবিধা হয়ে যাচ্ছে মা বুঝতেই পারছে না। তাই পুরা প্র্যাগনেন্সি পিরিয়ড একজন গাইনীর ডাক্তার, অন্তনপক্ষে একজন এম বি বি এস ডাক্তার দেখানো খুবই প্রয়োজন।
কিছু মায়েদের জন্য অনেক খারাপ লাগে সারাবছর ডাক্তার দেখালো কিন্তু ডেলিভারি করাবে বাড়িতে। কালকে একজনের বেবি ম্যানেজ করলাম সারাদিন বাড়িতে দাইকে দিয়ে স্যালাইন, ইঞ্জেকশন দিয়ে বাচ্চাটা খারাপ বানিয়ে এসেছে শেষ মুহুর্তে সিজার করতে। আরেকজন প্রথম বাচ্চা, ৩ দিন ব্যাথায় কস্ট পেয়েছে। এরা বসে ছিল কিছুতেই সিজারে যাবে না, নরমাল ডেলিভারি করাবে। একটা বাচ্চা পুরা প্রেগন্যান্সি কোন সমস্যা না থাকার পরেও সিজারে হবে নাকি নরমালে হবে সেটার সিদ্ধান্ত
একজন দক্ষ ডাক্তার নিতে পারেন। একটা জিনিস কেন জানি বাংগালী রা বুঝতে চান না, বাচ্চাতো হবেই কিন্ত গুরুত্তপূর্ন সেটা সুস্থ হওয়া, সেই ক্ষেত্রে যদি ডাক্তার বলে নরমাল হওয়া ঝুঁকিপূর্ণ, কেন বাচ্চার জীবন ঝুঁকিতে ফেলে নরমাল হওয়ার জন্য বসে থাকেন। ৯ মাসের কস্ট আপনার একটা ভুল সিদ্ধান্তে সারাজীবন এর কান্না হয়ে যেতে পারে।
আমার অভিজ্ঞতা থেকে যেটা দেখলাম, কিছু মা আর তার পরিবারের সদস্যরা কিছুতেই সিজারে যাবে না, বাচ্চার যাই হোক, সব রিপোর্ট ভালো ছিল কেন নরমাল হবে না, এই গো ধরে বসে থাকে।
কিছু দাই, হেলথ কমপ্লেক্স এর কিছু কর্মী তাদেরকে এমন ভাবে বোঝায় ডাক্তার রেফার করার পর ও তারা নরমালের অপেক্ষায় বসে থাকে।
আমার পরিচিত কিছু পরিবারকে দেখলাম পর্দার খেলাপ হবে এইজন্য হাসপাতালে আসবে না।
আপনারা কি জানেন মহিলা ডাক্তাররা শুধু গাইনী পরে না এখন, শিশু ডাক্তার,অজ্ঞানের ডাক্তার, নার্স সবাই কিন্তু মহিলা। আগে থেকে যদি কথা বলে নেন কোন পরুষ ডাক্তার, স্টাফ কিন্তু ওটিতে এলাও করা হয় না।
নিরাপদ ডেলিভারি, সুস্থ সন্তানের জন্য হাসপাতালে ডেলিভারি করান।মহিলা ডাক্তার টিম
Universal Hospital Mymensingh