Hashina Genetic homeopathic clinic 05

Hashina Genetic homeopathic clinic 05 MD.sirajul Islam

সকল দিক থেকে জেনেটিক হোমিওপ্যাথির সাংগঠনিক কাজ সম্পন্ন হলো- আলহামদুলিল্লাহ
11/09/2025

সকল দিক থেকে জেনেটিক হোমিওপ্যাথির সাংগঠনিক কাজ সম্পন্ন হলো- আলহামদুলিল্লাহ

জেনেটিক হোমিওপ্যাথির প্রথম শিক্ষা সফরের প্রথম অংশ ছিল ঔষধ প্রস্তুত পদ্ধতি।কী ঔষধ, কিভাবে তৈরি করা হয়? তারপর সংগঠন ঘোষণা...
06/09/2025

জেনেটিক হোমিওপ্যাথির প্রথম শিক্ষা সফরের প্রথম অংশ ছিল ঔষধ প্রস্তুত পদ্ধতি।কী ঔষধ, কিভাবে তৈরি করা হয়? তারপর সংগঠন ঘোষণা করা হয় এবং দুপুরে ভুঁড়ি ভোজ শেষে সাফারি পার্কে প্রকৃতির সৌন্দর্য উপভোগ।

"জেনেটিক হোমিওপ্যাথি"
04/09/2025

"জেনেটিক হোমিওপ্যাথি"

28/08/2025

রোগীর নাম: শোভন সাহা
বয়স:২৮
সমস্যা: মাইগ্রেন, চোখে কম দেখা, dust Allergy, cold Allergy, ঘামে দূর্গন্ধ, urin এর সাথে semen বের হওয়ার মতো অনুভূতি (৫ বছর ধরে)দুধের খাবারে সমস্যা,হাতের চামড়া ওঠে, ঘুম কম, নাকের পলিপাস
✅✅এত গুলো সমস্যার মাত্র ৩ ডোজ GM এ সমাধান।সকল সমস্যা দূর হয়েছে এবং ইমিউনিটি বৃদ্ধি পেয়েছে আলহামদুলিল্লাহ।
তাই, আপনার দীর্ঘদিনের সমস্যা দূর করতে জেনেটিক হোমিওপ্যাথির চিকিৎসা গ্রহণ করুন।
যোগাযোগ : আরোগ্যে জেনেটিক হোমিও কেয়ার
হাজী সবু খান রোড, জয়নাল মার্কেট ( আলিফ টাওয়ারের দিকে), দক্ষিণ খান, উত্তরা,ঢাকা
০১৩১৪৯৯৮২৩০

27/08/2025
26/08/2025

রোগী নিয়ে আলোচনা✅✅
নাম: সুমনা
বয়স: ১৭ বছর
সমস্যা: ৪ বছর ধরে মাথাব্যথা। প্রায় বমি হয়।পিরিয়ডও অনিয়মিত। প্রচুর পড়ালেখার আগ্রহ।কিন্তু মাথাব্যথার কারণে পড়তে কষ্ট হয়।ঔষধ খেয়েও কাজ হয় না। বাবা যেহেতু স্বল্প বেতনের চাকরি করে, বেশি টাকা দিয়ে ডাক্তার দেখাতে পারছেনা।কেউ একজন আমার কার্ড দিয়েছিলো।
মাত্র ১ ডোজ GM দিয়েছি।বললাম,৩ দিন পর জানাতে।৮দিন পর খোঁজ নিয়ে জানতে পারলাম,রোগী একদম সুস্থ। তার কোন মাথাব্যাথা বা বমি নেই। বাসায়ও কোন GMR লাগছে না।
তার ৪ বছরের সমাধান মাত্র ১ ডোজে।অবিশ্বাস্য!
এরকম অনেক রোগীই আছে,যারা ১/২ ডোজে সুস্থ হয়ে গেছে আলহামদুলিল্লাহ।
আপনার সমস্যা সমাধানে নিকটস্থ জেনেটিক হোমিওপ্যাথিক সেন্টারে যোগাযোগ করুন।

26/08/2025

#মূলধারার চিকিৎসা দুটি:-
১) homeopathy (হোমিওপ্যাথি)
২)(Allopathic বা Modern Medicine(+অন্যান্য).

#হোমিওপ্যাথি সকল চিকিৎসা পদ্ধতি থেকে সম্পূর্ণ স্বতন্ত্র। যারা জানেন না তারাই এসে হোমিওপ্যাথিতে ধাক্কাধাক্কি করে।তাই ইতিহাস জানতে হয়।

26/08/2025

এখন কেন চিকিৎসা বিজ্ঞানীরা জেনেটিক বিষয়ে বেশি ভাবছেন? কেনই বা জেনেটিক হোমিওপ্যাথিক চিকিৎসা আবিষ্কার করার প্রয়োজন হলো(আল্লাহ তায়ালা একজনকে দান করলেন?
কারণ, প্রাচীন যুগে ও তার পরবর্তীতে মধ্যযুগের মানুষ জেনেটিক্যালি ততটা ক্ষতিগ্রস্ত ছিল না।
আপনারা ভাবুন, খুঁজুন, ইতিহাস পড়েন আপনারাও বুঝতে পারবেন।
যাদের বদ্ধমূল ধারণা তারা বুঝতে পারে না এবং বিজ্ঞান যে পরিবর্তনশীল এটা তারা বুঝেও কেন যেন মানতে পারে না।

# সুন্দর পৃথিবীর খোঁজে,
# সুন্দর পৃথিবীর জন্য,
🧬 Genetic homeopathy.

জেনেটিক হোমিওপ্যাথিক সেন্টার বরিশাল
26/08/2025

জেনেটিক হোমিওপ্যাথিক সেন্টার বরিশাল

26/08/2025

#আমার পুরাতন ও নতুন রোগীদের উদ্দেশ্যে:-

আমার নিজ এলাকা বাদে যারা দূরের রোগী রয়েছেন ত্রিশাল থানার ভিতরে যেমন-ত্রিশাল পাঁচ পাড়া,উজানপাড়া, কাজী নজরুল ইউনিভার্সিটি, রাধাকানাই, বইলর,ধানীখোলা, কালির বাজার, শেয়ার বাড়ি, বড়মা,কাকচড়,দরিল্লা, রামপুরের বাজার, মালিপাড়া, শেখ বাজারের মোড়,শেখ বাজার,সাখুয়া, কোনাবাড়ী, বাগান,রাগা মারা,
#এছাড়া ত্রিশাল থানার বাহিরে যেমন-_ _ভালুকা, গাজীপুর , ভবানীপুর,_মুক্তাগাছা, টাঙ্গাইল, ময়মনসিংহ, হালুয়াঘাট, #ঈশ্বরগঞ্জ, কানুরামপুর ও গফরগাঁওয়ে আমার যে সকল পুরাতন রোগী আছেন সবার উদ্দেশ্যে বলছি:-

#আগামী ২ দিনের মধ্যে আসলে অবশ্যই আগে ফোন করে আসবেন । 📞01628582341

25/08/2025

#ডায়াবেটি:
ঔষধ চলছে, আরো কিছু ঔষধ যুক্ত হচ্ছে, ঔষধ খাচ্ছেন তো ভালো লাগছে, ঔষধ বন্ধ করলেই সেই আগের অবস্থা এবং আরো খারাপ অবস্থা! তাহলে আপনাকে বুঝতে হবে আপনার সমস্যার সমাধান তো হয়নি বরং সময় যাচ্ছে আর জটিলতা বাড়ছে। যত জটিলতা বাড়ছে তত ঔষধ আরো যুক্ত হচ্ছে! এই সহজ কথা সহজে বুঝতে না পারলে আরো কিছু শারীরিক সমস্যা মানসিক সমস্যা আপনাকে সহজেই আক্রমণ করবে এটাও বুঝতে হবে।
আগে শুধু সুগার নিয়ন্ত্রণের জন্য ঔষধ খেতেন, এখন রক্তচাপ নিয়ন্ত্রণের জন্য ঔষধ খেতে হয়, চোখের সমস্যার জন্য ঔষধ খেতে হয়, কিডনির সমস্যার জন্য ঔষধ খেতে হয়।

কিন্তু জেনেটিক হোমিওপ্যাথিক চিকিৎসা নেওয়ার পর ডায়াবেটিস(এমনকি সকল রোগীর ক্ষেত্রে) রোগীর সকল ঔষধ ধীরে ধীরে কমতে থাকে এবং ঔষধমুক্ত হয়ে স্থায়ী আরোগ্য লাভ করে(প্রমাণিত সত্য)।

জেনেটিক হোমিওপ্যাথিক চিকিৎসা গ্রহণ করুন,
ঔষধমুক্ত সুস্থ সুন্দর জীবন গড়ুন।

সুন্দর পৃথিবীর খোঁজে,
সুন্দর পৃথিবীর জন্য,
Genetic homeopathy.

"হাসিনা জেনেটিক হোমিওপ্যাথি ক্লিনিক"
ঠাকুরবাড়ি মোর, ত্রিশাল, ময়মনসিংহ।
যোগাযোগ:-01628582341

24/08/2025

হোমিওপ্যাথি চিকিৎসক ও শুভাকাঙ্ক্ষীদের জন্য সুসংবাদ !

আগামী ১২/০৯/২০২৫ অর্থাৎ ১২ সেপ্টেম্বর ২০২৫ শুক্রবার : Genetic Homeopathy এর পক্ষ থেকে দিনব্যাপী সকাল ১০টা হতে বিকাল ৫টা পর্যন্ত শিক্ষাসফর - স্থান : গাজীপুর, সাফারি পার্ক।

- টিশার্ট, আকর্ষণীয় গিফট, দুপুরের খাবার।
- (- বিশেষ আকর্ষণ জেনেটিক হোমিওপ্যাথি চিকিৎসকদের জন্য সকাল ৬টা থেকে ১০টা পর্যন্ত জেনেটিক হোমিওপ্যাথি চিকিৎসায় ঔষধসমূহ প্রস্তুত প্রয়োগ ও বৈজ্ঞানিক ব্যাখ্যার ব্যবহারিক ক্লাস )
-
বিস্তারিত অচিরেই জানানো হবে।

#সুন্দর_পৃথিবীর_খোঁজে
#সুন্দর_পৃথিবীর_জন্য
জেনেটিক হোমিওপ্যাথি
Genetic homeopathy.

Address

Trishal, Mymenshingh
Mymensingh
2220

Website

Alerts

Be the first to know and let us send you an email when Hashina Genetic homeopathic clinic 05 posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Practice

Send a message to Hashina Genetic homeopathic clinic 05:

Share

Share on Facebook Share on Twitter Share on LinkedIn
Share on Pinterest Share on Reddit Share via Email
Share on WhatsApp Share on Instagram Share on Telegram