Rafa-Rifa Health Center

Rafa-Rifa Health Center Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Rafa-Rifa Health Center, Medical and health, বিদ্যাগঞ্জ বাজার আশা ব্যাংক সংলগ্ন, সদর, Mymensingh.

হিজামা বা কাপিং থেরাপি থেকে শুরু করে ব্যথা মুক্ত নরমাল ডেলিভারি সহ সব ধরনের স্বাস্থ্য সেবাই পাচ্ছেন Rafa-Rifa Health Center -এ।মা ও শিশুর স্বাস্থ্য সুরক্ষায় রাফা- রিফা হেলথ সেন্টারের সেবা সমূহ সম্পূর্ণভাবে অঙ্গীকারবদ্ধ।

☎️01921424534 RAFA-RIFA HEALTH CENTER – আপনার নির্ভরযোগ্য প্রাকৃতিক চিকিৎসার ঠিকানা 🌿

স্বাস্থ্যই সকল সুখের মূল—এই বিশ্বাসকে সামনে রেখে RAFA-RIFA HEALTH CENTER আপনাদের জন্য এনেছে আধুনিক প্রযুক্তি ও প্রাকৃতিক পদ্ধতির সমন্বয়ে গঠিত ব্যতিক্রমধর্মী স্বাস্থ্যসেবা 💚। এখানে আমরা চিকিৎসা করি সম্পূর্ণভাবে প্রাকৃতিক উপায়ে, কোনো অপারেশন ছাড়াই 🙌।

🔹 আমাদের বিশেষ সেবা সমূহঃ

🌱 নাকের পলিপাসের চিকিৎসা (বিনা অপারেশনে) – শ্বাসকষ্ট, নাক বন্ধ থাকাসহ নাকের নানা সমস্যার সমাধান হয় অত্যন্ত নিরাপদ ও আরামদায়কভাবে।

💉 হিজামা/কাপিং থেরাপি – রক্ত পরিশোধন, মাইগ্রেন, পিঠ ও কোমরের ব্যথা সহ নানা সমস্যার কার্যকর প্রাকৃতিক সমাধান। এটি সুন্নাহ ভিত্তিক চিকিৎসা পদ্ধতি, যা আজ বিশ্বব্যাপী গ্রহণযোগ্য।

🧪 লোকাল টিউমার অপারেশন (Cyst, Abscess Drainage) – আধুনিক যন্ত্রপাতি ও দক্ষ হাতের ছোঁয়ায় নিরাপদ অপারেশন।

🧴 চুল পড়া ও নতুন চুল গজানোর PRP থেরাপি – PRP (Platelet Rich Plasma) থেরাপি দ্বারা আপনার চুল হবে ঘন, মজবুত ও প্রাণবন্ত। চুল পড়া এখন আর চিন্তার বিষয় নয়! 🌟

✂️ সুন্নতে খতনা / মুসলমানি (Allsklamp) – ব্যথা মুক্ত ও কসমেটিক লুকের আধুনিক প্রযুক্তিতে সম্পন্ন হয় আমাদের মুসলমানি সেবা, যা শিশুদের জন্য একদম নিরাপদ ও আরামদায়ক।

💥 পেরোনাইকিয়া ও ইনফেকশনের চিকিৎসা – নখের পাশে ফোলা, ব্যথা বা পুঁজ হওয়া সমস্যা আমরা অত্যন্ত সতর্কতার সাথে নিরাপদ পদ্ধতিতে চিকিৎসা করি।

🚽 পাইলসের চিকিৎসা বিনা অপারেশানে – পাইলস বা অর্শ রোগের সমাধান হয় কোনো কাটাকাটি ছাড়াই, সম্পূর্ণ নিরাপদ ও কার্যকর পদ্ধতিতে।

🎤 টনসিলের চিকিৎসা বিনা অপারেশনে – গলা ব্যথা, কণ্ঠস্বর পরিবর্তন, ও বারবার ঠান্ডা লাগার সমাধান হয় ন্যাচারাল চিকিৎসায়।

👂 নাক, কান ফুড়ানো (বাথামুক্ত পদ্ধতিতে) – একেবারে সুরক্ষিত ও ব্যথা মুক্তভাবে করানো হয় নাক ও কান ফুড়ানো। হাইজিন ও নিরাপত্তা আমাদের প্রধান অগ্রাধিকার।

🤰 ব্যথামুক্ত নরমাল ডেলিভারির ব্যবস্থা – মা ও নবজাতকের নিরাপত্তা নিশ্চিত করে আমরা দিচ্ছি পেইন ফ্রি ও নিরাপদ ডেলিভারি সেবা।



🎯 RAFA-RIFA HEALTH CENTER কেন সেরা?

✅ অপারেশন ছাড়া কার্যকর চিকিৎসা
✅ অভিজ্ঞ ও প্রশিক্ষিত চিকিৎসক টিম
✅ হাইজেনিক ও আধুনিক চিকিৎসা পরিবেশ
✅ নার্স ও সহকারীদের সেবা সদা প্রস্তুত
✅ স্বল্প খরচে মানসম্মত সেবা

📞 সিরিয়ালের জন্য যোগাযোগ করুন:
📱 +8801337-157511 / +8801921-424534
📧 rafa-rifahealthcenter@gmail.com

📍 আমরা প্রতিনিয়ত চেষ্টা করি যেন আপনি পান আপনার সুস্থ জীবনের স্বাদ 💖।


🤰গর্ভের বাচ্চা ভালো আছে কিনা — নিজে কিভাবে বুঝবেন???🍼 কিকস বা ফেটাল মুভমেন্টসাধারণত ১৭–২০ সপ্তাহের মধ্যেই প্রথম স্পন্দন ...
03/08/2025

🤰গর্ভের বাচ্চা ভালো আছে কিনা — নিজে কিভাবে বুঝবেন???

🍼 কিকস বা ফেটাল মুভমেন্ট
সাধারণত ১৭–২০ সপ্তাহের মধ্যেই প্রথম স্পন্দন অনুভূত হয়, যা গ্যাসের মতো হালকা ‘ফ্লাটার’ হিসেবে খারিজ করা যায় ।

🩺২৮ সপ্তাহের পর দৈনিক কমপক্ষে ২ ঘণ্টায় ১০টি মুভমেন্ট লক্ষ্য করুন। মুভমেন্ট হ্রাস পেলে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নিন ।

❤️ ফেটাল হার্টবিট🫀
৬–৮ সপ্তাহে আল্ট্রাসাউন্ডে অনুভূত হয়; পরবর্তীতে ডপার বা হাত দিয়ে মাপা যায় ।

🫀স্বাভাবিক হার্টরেট প্রায় ১১০–১৬০ বিট/মিনিট হওয়া উচিত ।

🤰 মায়ের শরীরের লক্ষণসমূহ
☑️বুকের কোমলতা ও বারো করে বৃদ্ধি – প্রথম ট্রাইমেস্টারে এটি হরমোনিয় পরিবর্তনের একটি স্বাভাবিক ও ইতিবাচক চিহ্ন ।

☑️মর্নিং সিকনেস ও ক্লান্তি – গর্ভাবস্থায় GDF‑15 হরমোন বৃদ্ধি পেলে এগুলো সাধারণ; এগুলো স্বাস্থ্যকর গর্ভাবস্থার লক্ষণ।

🤱নিয়মিত ও সুষম ওজন বৃদ্ধি – মাসে প্রায় ১–১.৫ কেজি ওজন বাড়া স্বাভাবিক; সাথে ফান্ডাল হাইটেও বৃদ্ধি দেখা যায়।

🔍 নিয়মিত প্রেনাটাল চেক‑আপ
মাসে একবার (১ম বা ২য় ট্রাইমেস্টার), ২–৩ সপ্তাহ অন্তর (৩য় ট্রাইমেস্টার), ৩৮ সপ্তাহের পর প্রতি সপ্তাহে আস্তে হয় ।🩺🤰🤱

🎯রেগুলার আল্ট্রাসাউন্ড, উন্মুক্ত হার্টবিট চেক এবং রক্তচাপ–ইউরিন পরীক্ষা জরুরি ।🫀

📛যখন দ্রুত চিকিৎসা দরকার
পর্যবেক্ষণ করুন নিচের উপসর্গগুলো — যেহেতু এগুলো শিশুর জন্য ঝুঁকিপূর্ণ হতে পারে:

⭕উপসর্গ সম্ভাব্য সমস্যা:

☑️গর্ভস্থ শিশুর মুভমেন্ট কমে গেলে শ্বাস–প্রবাহ বা প্লাসেন্টার সমস্যা।
☑️যোনি থেকে রক্তপাত বা স্পটিং সম্ভাব্য গর্ভপাত বা ইক্তপিক পজিশন।
☑️হঠাৎ মুখ, হাত, পায়ে স্ফীতি বা মাথাব্যথা প্রিক্ল্যাম্পসিয়ার লক্ষণ।
☑️বুকের নিচে প্রচণ্ড ব্যথা, জ্বর, পালস বেশি হওয়া অবিলম্বে চেক‑আপ প্রয়োজন🩺।

✅ নিজেই নিয়মিত কি করবেন
কিক কাউন্ট: প্রতিদিন বিকেল ৫–৭টার মধ্যে কমপক্ষে ১০ টি আন্দোলন লিখে রাখুন।

🔘আমাদের ঠিকানা :
🏥রাফা-রিফা হেলথ সেন্টার। 🩺
☑️ বিদ্যাগঞ্জ বাজার আশা ব্যাংক সংলগ্ন, সদর, ময়মনসিংহ।

✅ বিস্তারিত জানতে যোগাযোগ করুন :

☎️ 01921424534

🏥🤱🩺

⚜️প্রেগন্যান্সি তে প্রথম  ৩ মাস এবং শেষ ৩ মাস স-হ-বা-স থেকে বিরত থাকার জন্য পরামর্শ দেওয়া হয়।🤰🤱🎯প্রশ্ন আসে -    ১। কেন...
30/07/2025

⚜️প্রেগন্যান্সি তে প্রথম ৩ মাস এবং শেষ ৩ মাস স-হ-বা-স থেকে বিরত থাকার জন্য পরামর্শ দেওয়া হয়।🤰🤱

🎯প্রশ্ন আসে -
১। কেন এই নিয়ম? 🤰
২। একেবারেই কি করা যাবে না?🤰

♻️এই নিয়মের কারণ হল স-হ-বা-সে জরায়ু এক্সাইটেড হয়ে অনেক সময় জরায়ুমুখ খুলে যায় তাতে বাচ্চা সময়ের পূর্বে বের হওয়ার ঝুঁকি থাকে। এরপর বাচ্চার নিউট্রিশন সাপ্লাইয়ার প্লাসেন্টা তথা গর্ভফুল যদি জরায়ুমুখের কাছে থাকে তাহলে তাতে সামান্য আঘাত লেগে ব্লিডিং হতে পারে।

⭕ তাই প্রথম ৩ মাসে এই ধরনের ঘটনা এবরশন করতে পারে আর শেষ ৩ মাসে প্রিম্যাচিউর লেবার। ❌

☑️এখন একেবারেই কি এটা নিষিদ্ধ?
✅উত্তর হল, না। দম্পতিরা মিউচুয়াল আন্ডারস্ট্যান্ডিংএ ধীরে ধীরে, সাবধানতা বজায় রেখে যদি করতে পারেন তাহলে পুরো প্রেগন্যান্সিতেই স-হ-বা-স সেইফ।

❓📛তবে কিছু ব্যতিক্রম কেইসে নিষিদ্ধ। যেমন –

১। প্লাসেন্টা জরায়ুমুখের কাছে হলে, যা আল্ট্রাসাউন্ড করে আপনি জেনে নিতে পারবেন। ❌

২। কোন কারণ ছাড়াই আগের স্পন্টেনিয়াস এবরশন বা মিসক্যারেজের ঘটনা থাকলে। ❌

৩। ৫/৬/৭/৮ মাসে লেবার পেইন উঠে বাচ্চা হয়ে যাওয়ার হিস্ট্রি থাকলে।❌

৪। মা-সি-কের রাস্তা দিয়ে রক্ত গেলে বা স্পটিং হলে (থ্রেটেন্ড এবরশন বলে অর্থাৎ ঝুঁকিপূর্ণ প্রেগন্যান্সি) ❌

৫। অসময়ে পানি লিক করলে (এমনিওটিক ফ্লুইড)।❌

❇️ এই কয়েকটি কেইস বাদে বাকি সব ক্ষেত্রে প্রেগন্যান্সিতে স-হ-বা-স সেইফ।

❇️তবুও অবশ্যই ডাক্তারের পরামর্শ মতো চলাটা আবশ্যক কেননা ঝুঁকির সম্ভাবনা থেকে যায় আর এটি ডাক্তার নির্ধারণ করে দিবেন ।

🔘 আমাদের ঠিকানা :
🏥 রাফা-রিফা হেলথ সেন্টার 🩺
☑️ বিদ্যাগঞ্জ বাজার আশা ব্যাংক সংলগ্ন সদর, ময়মনসিংহ।

✅ বিস্তারিত জানতে যোগাযোগ করুন :

☎️ 01921424534

-rifa health center #

♻️ পর্ব ৪: গর্ভাবস্থার বয়স কিভাবে হিসাব করবেন?🎯 গর্ভাবস্থার সঠিক বয়স (Gestational Age) জানা খুব জরুরি — কারণ এর উপর ভিত্...
14/06/2025

♻️ পর্ব ৪: গর্ভাবস্থার বয়স কিভাবে হিসাব করবেন?

🎯 গর্ভাবস্থার সঠিক বয়স (Gestational Age) জানা খুব জরুরি — কারণ এর উপর ভিত্তি করেই ডেলিভারির তারিখ, ইউএসজি, ওষুধ এবং ভ্রূণের উন্নয়ন পর্যবেক্ষণ নির্ধারিত হয়।

🔹 ১. শেষ মাসিকের তারিখ (LMP) দিয়ে হিসাব:
→ ধরা যাক, আপনার শেষ মাসিক শুরু হয়েছিল ১ মার্চ।
→ তাহলে গর্ভাবস্থার বয়স গণনা শুরু হবে সেই দিন থেকেই।
→ অর্থাৎ, আজ যদি হয় ১ মে, তবে আপনার গর্ভকাল ৮ সপ্তাহ (২ মাস)।

🔹 ২. আলট্রাসাউন্ডে বয়স নির্ধারণ:
→ যদি মাসিক অনিয়মিত হয়, তাহলে ৬-১২ সপ্তাহে করা প্রথম USG-র ভিত্তিতে বয়স নির্ধারণ করা হয়।

⭕ কেন এটা এত গুরুত্বপূর্ণ?

✅ বেবির গ্রোথ ঠিকমতো হচ্ছে কি না তা বোঝা যায়

✅ প্রি-ম্যাচিওর বা লেট ডেলিভারির ঝুঁকি চিহ্নিত হয়

✅ আগামীকাল পর্ব ৫: “প্রথম ৩ মাসে কী খাবেন, কী খাবেন না?”

👩‍⚕️ আমি তাজকিয়া তাসনিম হায়াত প্রতিদিন গর্ভাবস্থার বিজ্ঞানভিত্তিক তথ্য নিয়ে হাজির হচ্ছি। আপনার পাশে থাকছি।

🔘 আমাদের ঠিকানা :
🏥 রাফা-রিফা হেলথ সেন্টার 🩺
➡️ বিদ্যাগঞ্জ বাজার আশা ব্যাংক সংলগ্ন, সদর, ময়মনসিংহ।

✅ বিস্তারিত জানতে কল করুন :

☎️ 01921424534

#গর্ভকাল_হিসাব #গর্ভাবস্থা #প্রেগনেন্সি_জ্ঞান # রাফা-রিফা হেলথ সেন্টার #

📌 পর্ব ৩: ডাক্তারের প্রথম ভিজিটে কী জানতে হবে?⭕ সিরিজ: গর্ভাবস্থার ABC (পর্ব ৩/৩০)                                ______...
13/06/2025

📌 পর্ব ৩: ডাক্তারের প্রথম ভিজিটে কী জানতে হবে?

⭕ সিরিজ: গর্ভাবস্থার ABC (পর্ব ৩/৩০)
_____________
🎯 গর্ভাবস্থা কনফার্ম হওয়ার পর প্রথম ডাক্তারের ভিজিট অত্যন্ত গুরুত্বপূর্ণ। এটি ভবিষ্যতের জন্য একটি রোডম্যাপ তৈরি করে দেয়। তাই আগে থেকেই প্রস্তুত হয়ে গেলে আপনি সবচেয়ে বেশি উপকৃত হবেন।

🔹 ১. গর্ভকাল নির্ধারণ (Gestational Age):

→ শেষ পিরিয়ডের তারিখ (LMP) মনে রাখুন।
→ ডাক্তার এটিই ভিত্তি করে গর্ভাবস্থার বয়স নির্ধারণ করবেন।

🔹 ২. স্বাস্থ্য পরীক্ষা:

→ ব্লাড প্রেসার, ওজন, ইউরিন পরীক্ষা
→ এনিমিয়া বা ডায়াবেটিসের ঝুঁকি আছে কি না তা দেখা হয়।

🔹 ৩. প্রাথমিক রক্ত ও প্রস্রাব পরীক্ষা:

→ হিমোগ্লোবিন, ব্লাড গ্রুপ, থাইরয়েড, ইনফেকশন স্ক্রিনিং।
→ ইউরিন ইনফেকশন আছে কিনা দেখা হয়।

🔹 ৪. সঠিক খাবার ও ওষুধের পরামর্শ:
→ ফোলিক অ্যাসিড কখন ও কতখানি খাবেন।
→ কোন খাবার খাবেন না, ওজন কিভাবে নিয়ন্ত্রণে রাখবেন।

🔹 ৫. ঝুঁকিপূর্ণ লক্ষণ জানা:
→ রক্তপাত, তীব্র পেট ব্যথা বা জ্বর হলে কী করবেন, তা বলা হবে।

📌 স্মারক:
আপনার সমস্ত প্রশ্ন লিখে নিয়ে যান – যেমন ডায়েট, ভ্রমণ, , অফিসে কাজ ইত্যাদি। সরাসরি ডাক্তারের কাছে জিজ্ঞেস করুন।

✅ আগামীকাল পর্ব ৪: “গর্ভাবস্থার বয়স কিভাবে হিসাব করবেন?”

👩‍⚕️ আমি তাজকিয়া তাসনিম হায়াত প্রতিদিন গর্ভাবস্থার সঠিক দিকনির্দেশনা দিয়ে যাচ্ছি। আপনার সঙ্গেই আছি।🩺

🔘 আমাদের ঠিকানা :
🏥 রাফা-রিফা হেলথ সেন্টার 🩺
➡️ বিদ্যাগঞ্জ বাজার আশা ব্যাংক সংলগ্ন, সদর, ময়মনসিংহ।

✅ বিস্তারিত জানতে কল করুন :

☎️ 01921424534

#প্রেগনেন্সিচেকআপ #গর্ভকাল #ডাক্তারের_ভিজিট #রাফা-রিফা হেলথ সেন্টার #

⚜️ পর্ব ২: প্রেগনেন্সি কনফার্ম করার সঠিক উপায়............,🤰🩺👩‍⚕️                              _____________♻️ গর্ভাবস্থ...
12/06/2025

⚜️ পর্ব ২: প্রেগনেন্সি কনফার্ম করার সঠিক উপায়............,🤰🩺👩‍⚕️
_____________

♻️ গর্ভাবস্থার লক্ষণ দেখা দিলেই নিশ্চিত হওয়া জরুরি। কারণ সঠিক সময়ে চিকিৎসা ও পুষ্টি শুরু না করলে মা ও শিশুর ঝুঁকি বাড়ে।

⭕ চলুন জেনে নিই গর্ভাবস্থা কনফার্ম করার নিরাপদ ও কার্যকর উপায়গুলো—

🔶 ১. হোম প্রেগনেন্সি টেস্ট (Urine based kit):
বাজারে পাওয়া যায় সহজেই।

🕒 সঠিক ফলাফলের জন্য পিরিয়ড মিসের ১ সপ্তাহ পর সকালে প্রথম প্রস্রাব ব্যবহার করুন।

🔹 ২. ব্লাড টেস্ট (Beta hCG Test):
রক্তের হরমোন পরিমাপ করে একদম নির্ভুল ফলাফল দেয়।
📍 হাসপাতালে বা ল্যাবে করাতে হয়।

🔹 ৩. আলট্রাসাউন্ড (USG):
গর্ভে ভ্রূণের অবস্থান ও হার্টবিট জানা যায়।
🩺 সাধারণত ৬ সপ্তাহের পর করা হয়।

🔸 কোন পদ্ধতিটি বেছে নেবেন?

🤰প্রথম ধাপে হোম টেস্ট।

🎯 নিশ্চিত হতে হলে ব্লাড টেস্ট ও পরে USG করুন।🩸

⚠️ প্রেগনেন্সি কনফার্ম হয়ে গেলে দেরি না করে একজন গাইনি ডাক্তার বা অভিজ্ঞ চিকিৎসকের পরামর্শ নিন।🩺

🔘 আমাদের ঠিকানা :
🏥 রাফা-রিফা হেলথ সেন্টার 🩺
➡️ বিদ্যাগঞ্জ বাজার আশা ব্যাংক সংলগ্ন, সদর, ময়মনসিংহ।

✅ বিস্তারিত জানতে কল করুন :

☎️ 01921424534

♻️পর্ব ১: গর্ভাবস্থার প্রাথমিক লক্ষণগুলো কী কী?🤰✅ সিরিজ: গর্ভাবস্থার ABC (পর্ব ১/৩০)➡️ গর্ভাবস্থার শুরুর দিকেই শরীর কিছু...
12/06/2025

♻️পর্ব ১: গর্ভাবস্থার প্রাথমিক লক্ষণগুলো কী কী?🤰

✅ সিরিজ: গর্ভাবস্থার ABC (পর্ব ১/৩০)

➡️ গর্ভাবস্থার শুরুর দিকেই শরীর কিছু ইঙ্গিত দিতে শুরু করে। চলুন জেনে নিই সেই সাধারণ লক্ষণগুলো —

🔹 পিরিয়ড মিস হওয়া – সবচেয়ে প্রথম ও গুরুত্বপূর্ণ ইঙ্গিত।

🔹 বুক ধরফড় করা বা ক্লান্তি – হরমোনের পরিবর্তনের কারণে ক্লান্তিভাব।

🔹 বমি বমি ভাব / মর্নিং সিকনেস – বিশেষ করে সকাল বেলায় বেশি হয়।

🔹 ব্রেস্ট টেন্ডারনেস বা ফুলে যাওয়া – স্তন কিছুটা নরম বা ব্যথাযুক্ত হয়।

🔹 বারবার প্রস্রাবের বেগ – ইউটেরাস বড় হতে শুরু করলে চাপ পড়ে।

🔹 মুড সুইং বা আবেগের পরিবর্তন – হরমোনের ওঠানামা এর কারণ।

⚠️ তবে এই লক্ষণগুলো সবসময় গর্ভাবস্থার একমাত্র কারণ না-ও হতে পারে। নিশ্চিত হতে হলে হোম প্রেগনেন্সি কিট বা ডাক্তারি পরীক্ষায় নিশ্চিত হওয়াই সবচেয়ে ভালো।

✅ পর্ব ২: “প্রেগনেন্সি কনফার্ম করার সঠিক উপায়” নিয়ে আসছি।

👩‍⚕️ প্রতিদিন গর্ভাবস্থার সঠিক তথ্য নিয়ে থাকছি আপনাদের পাশে।
📲 পেইজে লাইক দিয়ে পাশে থাকুন |

🔘 আমাদের ঠিকানা :
🏥 রাফা-রিফা হেলথ সেন্টার🩺
➡️ বিদ্যাগঞ্জ বাজার আশা ব্যাংক সংলগ্ন, সদর, ময়মনসিংহ।

✅ বিস্তারিত জানতে কল করুন :

☎️ 01921424534

#গর্ভাবস্থা #প্রেগনেন্সি #গর্ভকালীন_পরামর্শ #রাফা-রিফা হেলথ সেন্টার #

♻️গর্ভাবস্থায় অনেক মায়েদের সাথে এমন হতে পারে। কার কার সাথে হয়েছে .............???🤰
02/06/2025

♻️গর্ভাবস্থায় অনেক মায়েদের সাথে এমন হতে পারে। কার কার সাথে হয়েছে .............???🤰

⚜️গর্ভাবস্থার কোন সময়ে আছেন আপনি..........……????🤰🤱...............
02/06/2025

⚜️গর্ভাবস্থার কোন সময়ে আছেন আপনি..........……????🤰🤱...............

🎯🫀 মানবদেহের প্রধান পালস সাইটসমূহ:🩸☑️1. Temporal Pulse – কানের পাশে কপালের অংশে।☑️2. Carotid Pulse – গলার পাশে, ট্র্যাকি...
02/06/2025

🎯🫀 মানবদেহের প্রধান পালস সাইটসমূহ:🩸

☑️1. Temporal Pulse – কানের পাশে কপালের অংশে।

☑️2. Carotid Pulse – গলার পাশে, ট্র্যাকিয়ার পাশে।

☑️3. Apical Pulse – বাম স্তনের নিচে, পঞ্চম ইন্টারকোস্টাল স্পেসে।

☑️4. Brachial Pulse – কনুইয়ের ভাঁজে, বাহুর ভিতরের দিকে।

☑️5. Radial Pulse – কব্জির ভিতরের দিকে, বুড়ো আঙুলের পাশে।

☑️6. Femoral Pulse – উরুর উপরের দিকে, কুঁচকির কাছে।

☑️7. Popliteal Pulse – হাঁটুর পেছনে।

☑️8. Posterior Tibial Pulse – গোড়ালির ভিতরের দিকে।

☑️9. Dorsalis Pedis Pulse – পায়ের পিঠে, প্রথম ও দ্বিতীয় আঙুলের মাঝে।

🔘 আমাদের ঠিকানা :
🏥 রাফা-রিফা হেলথ সেন্টার🩺
➡️ বিদ্যাগঞ্জ বাজার আশা ব্যাংক সংলগ্ন, সদর, ময়মনসিংহ।

✅ বিস্তারিত জানতে কল করুন :

☎️ 01921424534

01/06/2025

💉ক্যানোলা (Cannula) বা আইভি
ক্যানোলা সম্পর্কিত কয়েকটি গুরুত্বপূর্ণ প্রশ্ন ও উত্তর। 🩺👩‍⚕

🔘পর্ব :৩

37. প্রশ্ন: ক্যানোলা ব্যবহারে সতর্কতা কী?
✅উত্তর: ইনফেকশন, রক্তপাত, ব্লক, ওষুধের বিপরীত প্রতিক্রিয়া।

38. প্রশ্ন: ক্যানোলা দেওয়ার আগে রোগীর সাথে কী করতে হয়?
✅উত্তর: পরিচয় নিশ্চিত করতে হয় ও অনুমতি নিতে হয়।

39. প্রশ্ন: ক্যানোলা ফেলে দেওয়ার নিয়ম কী?
✅উত্তর: নির্দিষ্ট বায়োহ্যাজার্ড কন্টেইনারে ফেলতে হয়।

40. প্রশ্ন: ক্যানোলা ফ্লাশে কী ব্যবহার হয়?
✅উত্তর: ০.৯% স্যালাইন।

41. প্রশ্ন: ক্যানোলা কতদিন পর পরিবর্তন করা উচিত?
✅উত্তর: ৭২ ঘণ্টা পর বা প্রয়োজনে।

42. প্রশ্ন: ক্যানোলার মাধ্যমে মেডিকেশন দিলে কীভাবে ফলোআপ করবো?
✅উত্তর: রুগীর প্রতিক্রিয়া দেখবো এবং ক্যানোলা জায়গা পর্যবেক্ষণ করবো।

43. প্রশ্ন: ক্যানোলা ব্যবহার সংক্রান্ত ডকুমেন্টেশনে কী থাকে?
✅উত্তর: স্থাপনের সময়, তারিখ, সাইজ, অবস্থান, নাম, সাইন।

44. প্রশ্ন: দীর্ঘমেয়াদি ক্যানোলায় কোন ঝুঁকি বেশি?
✅উত্তর: ইনফেকশন এবং ফ্লেবাইটিস।

45. প্রশ্ন: ক্যানোলা ব্লক চেক করার নিয়ম কী?
✅উত্তর: ফ্লাশ দিয়ে প্রবাহ দেখবো।

46. প্রশ্ন: ক্যানোলা ব্যথা করলে কী করবো?
✅উত্তর: ইনফেকশন বা ফ্লেবাইটিস আছে কি না দেখে প্রয়োজনে অপসারণ করবো।

47. প্রশ্ন: ক্যানোলার মাধ্যমে ইনজেকশন দিলে কতক্ষণে প্রবেশ করে?
✅উত্তর: তাৎক্ষণিকভাবে শিরার মাধ্যমে।

48. প্রশ্ন: ভ্রাম্যমাণ রোগীর ক্ষেত্রে ক্যানোলা ব্যবহারে কী সতর্কতা?
✅উত্তর: ক্যানোলা সঠিকভাবে ফিক্স করা আছে কি না, তা নিশ্চিত করতে হয়।

01/06/2025

💉ক্যানোলা (Cannula) বা আইভি
ক্যানোলা সম্পর্কিত কয়েকটি গুরুত্বপূর্ণ প্রশ্ন ও উত্তর। 🩺👩‍⚕

🔘পর্ব :২

19. প্রশ্ন: ক্যানোলা ব্লক হলে কী করবো?
✅উত্তর: তাৎক্ষণিক বন্ধ করে নতুন ক্যানোলা স্থাপন করতে হবে।

20. প্রশ্ন: ক্যানোলা স্থাপনের পরে ফ্লাশ দেওয়ার উদ্দেশ্য কী?
✅উত্তর: ব্লক হোক বা না হোক, লুমন পরিষ্কার রাখা ও ওষুধ ঠিকমতো যাক তা নিশ্চিত করা।

21. প্রশ্ন: ক্যানোলা কোথায় ফেলে দিতে হয়?
✅উত্তর: বায়োহ্যাজার্ড (sharps) কন্টেইনারে।

22. প্রশ্ন: ক্যানোলার অংশ কী কী?
✅উত্তর: হাব, উইংস, ক্যাথেটার টিউব, কভার।

23. প্রশ্ন: ক্যানোলা স্থাপন ব্যর্থ হলে কী করবো?
✅উত্তর: নতুন ক্যানোলা নিয়ে অন্য শিরায় চেষ্টা করবো।

24. প্রশ্ন: ক্যানোলা স্থাপন করার সময় রক্ত দেখা দিলে কী বুঝবো?
✅উত্তর: সঠিকভাবে শিরায় প্রবেশ করেছে।

25. প্রশ্ন: আইভি ক্যানোলার বিকল্প কী?
✅উত্তর: সেন্ট্রাল ভেনাস লাইন, পিক লাইন।

26. প্রশ্ন: শিশুদের জন্য আইভি ক্যানোলা ব্যবহারে বিশেষ সতর্কতা কী?
✅উত্তর: সূক্ষ্মভাবে স্থাপন করতে হয় ও শিশু নড়াচড়া না করে তা নিশ্চিত করতে হয়।

27. প্রশ্ন: হাইপোভলেমিক শকে কোন ক্যানোলা ব্যবহার করবো?
✅উত্তর: বড় সাইজের – 14G বা 16G।

28. প্রশ্ন: ক্যানোলা দিয়ে ওষুধ দেওয়ার আগে কী করা উচিত?
✅উত্তর: ক্যানোলা ব্লক আছে কি না তা ফ্লাশ দিয়ে দেখে নিতে হবে।

29. প্রশ্ন: ক্যানোলা ব্যবহারে স্টেরাইল টেকনিক কেন জরুরি?
✅উত্তর: ইনফেকশন প্রতিরোধের জন্য।

30. প্রশ্ন: ক্যানোলার মাধ্যমে কোন কোন জিনিস দেওয়া যায়?
✅উত্তর: ফ্লুইড, ইনজেকশন, রক্ত, প্যারেন্টারাল নিউট্রিশন।

31. প্রশ্ন: ক্যানোলা ফিক্সেশনের জন্য কোন প্লাস্টার ব্যবহার হয়?
✅উত্তর: ট্রান্সপারেন্ট ড্রেসিং বা মেডিক্যাল টেপ।

32. প্রশ্ন: ক্যানোলার মাধ্যমে ইনফেকশনের লক্ষণ কী?
✅উত্তর: লাল হওয়া, ব্যথা, ফুলে যাওয়া, গরম অনুভব।

33. প্রশ্ন: ক্যানোলা ইনজেকশনের জন্য প্রস্তুত করার নিয়ম কী?
✅উত্তর: অ্যালকোহল সোয়াব দিয়ে পরিষ্কার করে ফ্লাশ দিয়ে ফাঁকা রাখা।

34. প্রশ্ন: ক্যানোলার ক্যাথেটার তৈরি হয় কোন বস্তু দিয়ে?
✅উত্তর: পলিথার বা পলিইউরেথেন।

35. প্রশ্ন: ট্যুর্নিকেট কেন ব্যবহার করা হয়?
✅উত্তর: শিরা ফুলিয়ে তোলার জন্য।

36. প্রশ্ন: ব্যর্থ ক্যানোলা প্রয়োগের পর শিরায় চোট লাগলে কী করবো?
✅উত্তর: ঠান্ডা সেঁক দেব এবং পর্যবেক্ষণে রাখবো।

01/06/2025

✅ ক্যানোলা (Cannula) বা আইভি
ক্যানোলা সম্পর্কিত কয়েকটি গুরুত্বপূর্ণ প্রশ্ন ও উত্তর। 🩺👩‍⚕️

🔘পর্ব : ১

1)প্রশ্ন: ক্যানোলা কী?
✅ উত্তর: ক্যানোলা হলো একটি প্লাস্টিক টিউব যা শিরায় তরল, ওষুধ বা রক্ত প্রবেশ করানোর জন্য ব্যবহার করা হয়।

2. প্রশ্ন: ক্যানোলা কত প্রকারের হয়?
✅উত্তর: সাধারণত ক্যানোলা ৬টি সাইজে পাওয়া যায় – 14G, 16G, 18G, 20G, 22G, 24G।

3. প্রশ্ন: ক্যানোলার রঙ অনুযায়ী সাইজ কোনগুলো?
✅উত্তর:

14G – কমলা

16G – ধূসর

18G – সবুজ

20G – গোলাপি

22G – নীল

24G – হলুদ

4. প্রশ্ন: ক্যানোলা কেন ব্যবহার করা হয়?
✅উত্তর: ওষুধ, তরল বা রক্ত শিরায় প্রবেশ করানোর জন্য।

5. প্রশ্ন: ক্যানোলা স্থাপন করার সময় কোন জিনিসগুলো প্রস্তুত রাখতে হয়?
✅উত্তর: ক্যানোলা, ট্যুর্নিকেট, স্যালাইন ফ্লাশ, গজ, প্লাস্টার, গ্লাভস, অ্যালকোহল সোয়াব।

6. প্রশ্ন: ক্যানোলা স্থাপন করার জায়গা কোথায়?
✅উত্তর: হাতে, বাহুতে বা শিরা দৃশ্যমান যে কোনো জায়গায়।

7. প্রশ্ন: ক্যানোলা স্থাপন করার আগে কী করতে হয়?
✅উত্তর: হাত ধুতে হয়, গ্লাভস পরতে হয়, এবং জায়গাটি অ্যালকোহল সোয়াব দিয়ে পরিষ্কার করতে হয়।

8. প্রশ্ন: ক্যানোলা স্থাপন করার সময় কোন কোণে সূচ ঢোকানো হয়?
✅উত্তর: প্রায় ১৫-৩০ ডিগ্রি কোণে।

9. প্রশ্ন: ক্যানোলা স্থাপন করার পর কীভাবে তা স্থির করা হয়?
✅উত্তর: প্লাস্টার বা টেপ ব্যবহার করে।

10. প্রশ্ন: কোন রঙের ক্যানোলা সবচেয়ে মোটা?
✅উত্তর: কমলা (14G)।

11. প্রশ্ন: শিশুদের ক্ষেত্রে কোন সাইজের ক্যানোলা ব্যবহৃত হয়?
✅উত্তর: 22G (নীল) বা 24G (হলুদ)।

12. প্রশ্ন: রক্ত দেওয়ার জন্য সাধারণত কোন সাইজের ক্যানোলা ব্যবহার হয়?
✅উত্তর: 16G বা 18G।

13. প্রশ্ন: আইভি ফ্লুইডের জন্য কোন সাইজ সবচেয়ে উপযুক্ত?
✅উত্তর: 20G বা 22G।

14. প্রশ্ন: ক্যানোলার মাধ্যমে ইনফেকশন ছড়ানোর সম্ভাবনা থাকে কী?
✅উত্তর: হ্যাঁ, যদি জীবাণুমুক্তভাবে না করা হয়।

15. প্রশ্ন: ক্যানোলার জটিলতা কী কী?
✅উত্তর: ফ্লেবাইটিস, ইনফেকশন, হেমাটোমা, ব্লকেজ ইত্যাদি।

16. প্রশ্ন: ফ্লেবাইটিস কী?
✅উত্তর: শিরার প্রদাহ।

17. প্রশ্ন: ক্যানোলা কতদিন পর্যন্ত ব্যবহার করা নিরাপদ?
✅উত্তর: সাধারণত ৭২ ঘন্টা বা ৩ দিন।

18. প্রশ্ন: ক্যানোলা অপসারণের সময় কী করা উচিত?
✅উত্তর: হাত ধুয়ে গ্লাভস পরে ধীরে ধীরে বের করতে হয় ও গজ দিয়ে চাপ দিয়ে রাখতে হয়।

Address

বিদ্যাগঞ্জ বাজার আশা ব্যাংক সংলগ্ন, সদর
Mymensingh

Alerts

Be the first to know and let us send you an email when Rafa-Rifa Health Center posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Share on Facebook Share on Twitter Share on LinkedIn
Share on Pinterest Share on Reddit Share via Email
Share on WhatsApp Share on Instagram Share on Telegram