Bayzid Corporation

Bayzid  Corporation Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Bayzid Corporation, M. M. P Electric market, 122 Nababpur Road, Dhaka, Nababpur.

তোমরা তোমার রবের কোন কোন নিয়ামতকে অস্বীকার ।
29/05/2023

তোমরা তোমার রবের কোন কোন নিয়ামতকে অস্বীকার ।

'গোটা সৃষ্টিজগতে এমন একটা বিন্দু, এমন একটা ক্ষুদ্রাতিক্ষুদ্র বস্তুকণা নেই যা তাঁর দৃষ্টির অন্তরালে। সাগরের বুকে তৈরি হওয়...
18/05/2023

'গোটা সৃষ্টিজগতে এমন একটা বিন্দু, এমন একটা ক্ষুদ্রাতিক্ষুদ্র বস্তুকণা নেই যা তাঁর দৃষ্টির অন্তরালে। সাগরের বুকে তৈরি হওয়া একটা ছোট্ট ঢেউ, সেই ঢেউয়ের আরো ভিতরে তৈরি হওয়া কম্পন, সেই কম্পনে ছিঁটকে যাওয়া একবিন্দু জল— সেই ঘটনাচিত্রও আল্লাহর দৃষ্টির আড়াল হতে পারে না।

গভীর সাগরতলে যে ক্ষুদ্র নুড়িকণা, সেই নুড়িকণার নিচে তার চেয়েও ক্ষুদ্র যে প্রাণী, সেই প্রাণীর গায়ে থাকা তারচেয়েও ক্ষুদ্র বালিকণা— সেটাও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দেখেন।

ঘন গহীন অরণ্য, যেখানে আজতক কোন মানুষের পদচিহ্ন পড়েনি, গাছেদের ডালপালার ঘনত্বকে ফুঁড়ে যেখানে পৌঁছাতে পারে না সূর্যের প্রখর রশ্মি, প্রকাশ্য দিবালোকেও অন্ধকারে ডুবে থাকা সেই জঙ্গলের একেবারে অবহেলিত কোণে বেড়ে উঠা একটা ছোট্ট আগাছা, যার ডগায় আজ নতুন একটা কুঁড়ি বের হয়েছে, যে কুঁড়ির সন্ধান হয়তো কোনোদিন কোন মৌমাছি পাবে না, যে কুড়ি থেকে প্রস্ফুটিত ফুলে কোনোদিন বসবে না কোন প্রজাপতি— সেই অজানা, অবহেলিত ফুলও আল্লাহর দৃষ্টির অন্তরালে নেই।'

16/05/2023

লোকে তোমার প্রশংসা করলে খুশি হইও না।
লোকে তোমার নিন্দা করলেও দুঃখ পেও না।
লোকের কথায় কয়লা কখনো সোনা হয় না।

ইসলামের চর্তুথ খলিফা
হয়রত আলী (রাঃ)।

16/05/2023

""প্রতারণার হাত থেকে রক্ষা পেতে বিদেশ যাওয়ার আগে বিষয়গুলো খেয়াল রাখুন।।।""

দালালের মিস্টি কথায় শুনে আপনি প্রতারিত হবেন না। ফ্রি ভিসা—বলে কোন ভিসা হয় না। কোন দেশে ফ্রি- ভিসা নামে কোন ভিসা ইস্যু করে না। খুব সহজ বিষয়- প্রতারণার আরেক নাম ‘ফ্রি ভিসা’। আপনাকে কেউ যদি ফ্রি ভিসায় বিদেশ যাবার বিষয়ে অফার করে বুঝবেন আপনার পরিস্থিতি মজিদ চাচার মতো হতে পারে। যিনি ফ্রি ভিসায় আপনাকে বিদেশ যেতে বলছে তিনি ১ নম্বর খাটি প্রতারক।

নির্দিষ্ট কাজের ভিসা নিয়ে, এজন্সির সাথে কাজের বিষয়ে চুক্তি করে, ব্যাংকিং চ্যানেলে লেনদেন করে বিদেশ যান। প্রয়োজনে আপনার জেলা জনশক্তি অফিসে যোগাযোগ করে পরামর্শ নিন।

দেশ যাওয়ার পূর্বের প্রস্তুতি ও করণীয়

১/ বৈধভাবে বিদেশ যাবার জন্য সিদ্ধান্ত নিন এবং পাসপোর্ট করুন।
২/ নিজের জাতীয় পরিচয়পত্র/শিক্ষাগত সনদ অনুযায়ী নিজের নাম, বয়স, বাবা-মায়ের নাম ঠিকানা দিয়ে পাসপোর্ট করুন।
৩/ দালালের কথা মতো ভুল তথ্য দিয়ে পাসপোর্ট করবেন না, যা ভবিষৎ এ আপনাকে জটিলতার মধ্যে ফেলবে।
৪/ প্রথমে লাভ ক্ষতি হিসাব করুন তারপর বিদেশ গমনের ব্যাপারে সিদ্ধান্ত নিন
৫। পাসপোর্ট পাবার পর আপনার নিজ জেলার জোন DEMO তে গিয়ে নিবন্ধন করুন।
৬। গন্তব্য দেশের ভাষার প্রশিক্ষণ নিন। সারাদেশে ৪০টি টিটিসিতে মন্ত্রণালয়ের আওতাধীন বিএমইটি ভাষা প্রশিক্ষণ প্রদান করা হচ্ছে।
৭। পছন্দ ও দক্ষতা অনুযায়ী কাজের প্রশিক্ষণ গ্রহণ করুন। বর্তমানে ৬৪টি টিটিসি এবং ৬টি আইএমটিতে প্রশিক্ষণ প্রদান করা হচ্ছে।
৮। সরকার অনুমোদিত বৈধ রিক্রুটিং এজেন্সি‘র মাধ্যমে গমন করুন।
৯। ভালোমত পড়ে ও বুঝে চুক্তিপত্র স্বাক্ষর করুন।টিভিসি-১
১০। বিদেশ যাওয়ার পূর্বে সমস্ত কাগজপত্রের ৩ সেট ফটোকপি করুন।
১১। বিএমইটির স্মার্ট কার্ড গ্রহণ করুন।টিভিসি-২
১২। বিদেশ যাওয়ার পূর্বে নিজের নামে বা যৌথ নামে ব্যাংক হিসাব খুলু্ন।
১৩। বিদেশ যাওয়ার পূর্বে ৩ দিনের প্রাক বর্হিগমন প্রশিক্ষণে অংশ নিন।
১৪। সংশ্লিষ্ট ডিইএমও অফিসে ফিঙ্গার প্রিন্ট বা আঙ্গুলের ছাপ নিন।
১৩। অনুমোদিত মেডিকেল সেন্টারে স্বাস্থ্য পরীক্ষা করুন।
১৪। প্রবাসীদের সহযোগিতা ও সামগ্রিক কল্যাণের জন্য ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ডের সাহায্য নিন।

✅অনেক বড় নিয়োগ বিজ্ঞপ্তি ✌️(নিজ দায়িত্বে যোগাযোগ করার জন্য অনুরোধ করা হইল। আমার এই পোস্ট দেখে যদি কোন বেকার ভাই বোনের...
16/05/2023

✅অনেক বড় নিয়োগ বিজ্ঞপ্তি ✌️

(নিজ দায়িত্বে যোগাযোগ করার জন্য অনুরোধ করা হইল।
আমার এই পোস্ট দেখে যদি কোন বেকার ভাই বোনের সামান্য উপকার হয়। তাহলে অবশ্যই আইডি ফলো এবং বেশি বেশি শেয়ার করুন প্লিজ,,,🙏)

সিলিকন আঙ্গুল যাদের সমস্যা আছে লাগাইতে পারেন।
29/04/2023

সিলিকন আঙ্গুল যাদের সমস্যা আছে লাগাইতে পারেন।

28/04/2023
Medical oxygen concentrator
18/09/2022

Medical oxygen concentrator

28/05/2022

থার্মাল স্ক্যানার ফিটিং করার নিয়ম।

যাদের টিগার লাগবে যোগাযোগ করতে পারেন। 01719849024
12/04/2022

যাদের টিগার লাগবে যোগাযোগ করতে পারেন। 01719849024

Address

M. M. P Electric Market, 122 Nababpur Road, Dhaka
Nababpur
1203

Telephone

01613039373

Website

Alerts

Be the first to know and let us send you an email when Bayzid Corporation posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Practice

Send a message to Bayzid Corporation:

Videos

Share