DMF Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from DMF, Medical and health, Nabiganj.

এই পেজে চিকিৎসা সম্পর্কিত বিস্তারিত তথ্য পাইবেন এবং যেটা মানব দেহের জন্য প্রয়োজন🥼
ডাক্তারের প্রেসক্রিপশন ছাড়া ঔষুধ খাওয়া থেকে বিরত থাকুন.জুরুরি প্রয়োজনে ইনবক্স কথা বলতে পারেন

02/06/2025

গ্রামীণ ব্যাংকের মালিক কে ? গ্রামীণ টেলিকমের মালিক কে ? কর মওকুফের টাকা কি ডঃ ইউনূসের পকেটে যাবে ?

এই প্রশ্ন অনেকেই করেন, কিন্তু উত্তরটা বেশিরভাগই জানেন না বা জানার চেষ্টা করেন না। তিনি এই ব্যাংকটা নিজের নামে রেখে যাননি। লিখে দিয়েছেন দেশের লাখ লাখ দরিদ্র মানুষের নামে।
এই মুহূর্তে গ্রামীণ ব্যাংকের ৯০ শতাংশ শেয়ারের মালিক তারাই, যারা একসময় এই ব্যাংক থেকে ঋণ নিয়েছিলেন। আর আজ তারাই এই ব্যাংকের অংশীদার।
বাংলাদেশ সরকার সেখানে মাত্র ১০ শতাংশ শেয়ারের মালিক।

ড. ইউনূস কি এই ব্যাংক নিজের সন্তানের নামে লিখে দিতে পারবেন ? উত্তর হচ্ছে না ।
উনি লিখে দিয়েছেন গ্রামের সেই নারীর নামে, যিনি কোনো পুঁজি ছাড়াই একদিন হাতে তুলে নিয়েছিলেন একটা স্বপ্ন—একটা সেলাই মেশিন, একটা হাঁসের খামার, কিংবা একটা ছোট দোকান।

এই যে গ্রামীণ ব্যাংক, এখানে হাজার হাজার কর্মচারী কাজ করেন।
কখনও কি শুনেছেন, এই ব্যাংকের কোনো কর্মচারী বেতন পাননি?
বোনাস পাননি?
আমি শুনিনি।
এই ব্যাংকের চাকরি দিয়ে কত পরিবার চলে, কত সন্তান স্কুলে যায়, কত মানুষ চিকিৎসা পায়—তার হিসেব রাখেন ?

এবার আসি তথাকথিত “৬৬৬ কোটি টাকার কর মওকুফ” বিতর্কে।
ড. ইউনূস কোনো ব্যক্তিগত ব্যবসা নয়, “গ্রামীণ কল্যাণ” নামে একটি অলাভজনক প্রতিষ্ঠানের জন্য ট্যাক্স মওকুফ চেয়েছেন।
এই প্রতিষ্ঠান স্বাস্থ্য, শিক্ষা ও সামাজিক উন্নয়নের কাজ করে।
যদি এই কর মওকুফ হয়, সেই টাকা কি ড. ইউনূসের পকেটে যাবে?
না, যাবে প্রতিষ্ঠানের কল্যাণমূলক খাতে।
এই টাকা থেকে লাভ কার?
ড. ইউনূস? না কি দেশের দরিদ্র মানুষ?

আশ্চর্যের বিষয়, এদেশে অনেক বড় বড় শিল্পপতি হাজার হাজার কোটি টাকা কর ফাঁকি দিয়ে বিদেশে পাচার করেন।
তাদের নিয়ে কথা হয় না।
আর একজন মানুষ যিনি নিজের কিছু রাখেননি, সবকিছু গরিব মানুষের নামে লিখে দিয়েছেন, তার বিরুদ্ধে যখন অপবাদ দেওয়া হয়—তখন সত্যিই প্রশ্ন জাগে, লজ্জা বলে কি কিছু এখনও বেঁচে আছে?
শেখ হাসিনা যদি ডঃ ইউনূসের এক টাকা পাচারের সন্ধান পেত , তাহলে ডঃ ইউনুসকে মাটির সাথে মিশিয়ে দিত ।

ড. ইউনূস যদি তার প্রতিষ্ঠানের মাধ্যমে বিদেশে শ্রমিক পাঠাতে চান, আপনার কি মনে হয় না—তিনি তা সৎভাবে করবেন?
কম খরচে, ভালো কাজের সুযোগ দিয়ে—বাংলাদেশের ভাবমূর্তি উজ্জ্বল করবেন?

তিনি একটি বিশ্ববিদ্যালয় করতে চান। সরকারের অনুমতিও নিয়েছেন।
আপনারা কি মনে করেন না, এটি ভবিষ্যতে দেশের অন্যতম শ্রেষ্ঠ একটি আন্তর্জাতিক মানের বিশ্ববিদ্যালয় হতে পারে?
যেখানে কম খরচে গরিব ঘরের মেধাবী ছেলেমেয়েরা মানসম্মত শিক্ষা পাবে?
দেশে তো অনেক বেসরকারি মেডিকেল কলেজ আছে, আছে প্রাইভেট ইউনিভার্সিটি। ব্র্যাকের নামেও তো একটি বিশ্ববিদ্যালয় রয়েছে। তাহলে ইউনূস সাহেব চাইলে কেন পারবে না?

সবশেষে একটা সহজ প্রশ্ন—আপনারা কি পারবেন, আপনাদের নামে থাকা ব্যাংক, বীমা বা কোম্পানির মালিকানা সাধারণ মানুষের নামে লিখে দিতে?
পারবেন?
না পারলেও অন্তত যিনি তা করেছেন, তাকে অপমান করবেন না।

তথ্যসূত্র:
• গ্রামীণ ব্যাংকের মালিকানা:
• ৯০% শেয়ার: ঋণগ্রহীতা সদস্যদের হাতে
• ১০% শেয়ার: সরকারের হাতে
• গ্রামীণ ফোনের মালিকানা:
• ৫৫.৮%: টেলিনর (নরওয়ে)
• ৩৪.২%: গ্রামীণ টেলিকম (অলাভজনক প্রতিষ্ঠান)
• ১০%: প্রাতিষ্ঠানিক ও সাধারণ বিনিয়োগকারী
• ৬৬৬ কোটি টাকা কর মওকুফ বিতর্ক:
• প্রতিষ্ঠান: গ্রামীণ কল্যাণ
• প্রকৃতি: অলাভজনক সংস্থা
• কর মওকুফ হলে অর্থ যাবে: স্বাস্থ্য, শিক্ষা ও সামাজিক উন্নয়নের কাজে
• গ্রামীণ ব্যাংকের সুদের হার:
• গড়: ২০% বার্ষিক
• কারণ: জামানত ছাড়া ক্ষুদ্রঋণ, গ্রামীণ স্তরে পরিচালনা ব্যয় বেশি
• তুলনামূলকভাবে ব্র্যাক, আশা বা অন্যান্য NGO-র সাথেই সমান
• বাণিজ্যিক ব্যাংকের তুলনায় বেশি, কিন্তু প্রান্তিক মানুষের জন্য এটি একমাত্র সুযোগ

সত্য কখনও কখনও অপ্রিয় হয়। কিন্তু তার মানে এই নয় যে, আমরা মিথ্যার পাশেই দাঁড়িয়ে যাব।
একটু বিচার করুন, হৃদয়ে হাত দিয়ে। ডঃ ইউনুস কেন উপদেষ্টা হয়ে দেশের জন্য বড় কিছু করতে পারছেন না ? দেশের আর্মী পুলিশ প্রশাসন , বিভিন্ন দল কেউ কি উনাকে কোন কাজ করতে সহযোগীতা করছেন ?
কেউ করেন নি , এটা কেউ স্বীকার করবেন না ।
#বাংলাদেশ

23/05/2025

স্থলপথে বাণিজ্য ব'ন্ধে বেশি ক্ষ'তি ভারতের | Bangla EditionStay updated with the latest news, current affairs, and insig...

21/05/2025

আহমেদ রাজিব রাজু নামের এই বা'ট'পার একজন এ্যাডভোকেট৷ একজন বিচারকের স্বাক্ষর চু’রি করে জে’লে যায়৷ জেলে যাবার পর বিডিআরের ব’ন্দিদের সাথে সম্পর্ক হয়৷ জেলখানায় বিডিআরদের কাছ থেকে বিভিন্ন সুবিধা নিয়ে তাদেরকে আশ্বাস দিয়েছিলো তার চু'রির সা'জা শেষ হবার পর বিডিআরের সবাইকে জে'ল থেকে বের করবেন৷ সা'জা শেষে বের হয়ে বিডিআরের আর খবর নেয়নি এই প্র'তারক৷ সম্প্রতি সরকারি সিদ্ধান্তে যখন বিডিআরের সদস্যরা জা'মিনে বের হতে শুরু করেছে এই চো’র তখন বিডিআরের জা'মিন পাওয়া লোকদের কাছ থেকে বিভিন্ন অঙ্কের টাকা নিচ্ছে৷ তার দাবি সে নাকি বিচারককে মোটা অঙ্কের ঘু'ষ দিয়ে জা'মিন করাচ্ছেন৷ বিচারকের বিরুদ্ধে আনা অভিযোগ সত্যি হলে বিচারকের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হোক আর যদি সত্যি না হয় তাহলে দ্রুত এই প্র'তারককে আইনের আওতায় আনা হোক৷ বিডিআরের ভাইদের কাছে অনুরোধ বিচারক টাকা নেক অথবা না নেক আপনাদের জা'মিনে বি'চারক বা এই বাট'পারের হাত নেই৷ আপনাদের জা'মিনের সিদ্ধান্ত হয় ক্যান্টনম্যান্ট থেকে অতএব এই প্র'তারক হইতে সা'বধান!

20/05/2025
17/05/2025
17/05/2025
15/05/2025

কি খেলে কি হয়

Address

Nabiganj

Telephone

+8801722141767

Website

Alerts

Be the first to know and let us send you an email when DMF posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share