Lily Clinic

Lily Clinic আমরা শিগগিরী আন্তর্জাতিক মানের প্যথলজী সেবা করতে যাচ্ছি।

লিলি ফুটল।
11/04/2021

লিলি ফুটল।

22/03/2021

আমরা কিছু নেবুলা ইজার মেশিন বিনা মূল্যে গরীব রোগীদর সরবরাহ করতে চাই। ফোন নম্বর সহজ আবেদন করুন।

29/09/2020

প্যাথলজী সেবা নিতে যোগাযোগ করুন।
লিলি ক্লিনিক এন্ড ডায়াগনস্টিক সেন্টার
আয়েশা আমজাদ টাওয়ার।

17/09/2020

আপনি বিশ্বস্ততার সাথে প্যাথলজী পরিক্ষা করতে চাইলে লিলি ক্লিনিক এন্ড ডায়াগনস্টিক সেন্টারে আসুন।
ধন্যবাদ।
আয়েশা আমজাদ টাওয়ার।

04/09/2020

আমরা আনন্দের সাথে জানাচ্ছি উন্নত মানের যন্ত্রপাতি সমন্বয়ে মানসম্পন্ন প্যাথলজি বিভাগ চালু হয়েছে।
মানুষের সেবা করা
আমাদের গর্ব।
লিলি ক্লিনিক ডায়াগনস্টিক সেন্টার।

আমরা একজন অভিজ্ঞতা সম্পন্ন লেবরোটারি টেকনোলজিষ্ট চাই। সার্বক্ষনিক কাজ করতে আগ্রহী দ্বায়িত্বশীল প্রার্থীগন শুধু যোগাযোগ ক...
12/08/2020

আমরা একজন অভিজ্ঞতা সম্পন্ন
লেবরোটারি টেকনোলজিষ্ট চাই। সার্বক্ষনিক কাজ করতে আগ্রহী দ্বায়িত্বশীল প্রার্থীগন শুধু যোগাযোগ করুন। বেতনে আলোচনা সাপেক্ষে।
যোগাযোগ

এমডি
(ডাঃ শাহিনা মোতালেব)
লিলি ক্লিনিক এন্ড ডায়াগনস্টিক সেন্টার
আয়েশা আমজাদ টাওয়ার
নবীনগর, ব্রাহ্মণ বাড়িয়া।
ফোনঃ ০১৭১১৮৫৪৪৩৬

01/08/2020

খুব দ্রুত লিলি ক্লিনিকে বিশ্বস্ত প্যাথলজি সেন্টার চালু করতে যাচ্ছি। সেবাই আমাদের গর্ব।

24/04/2020

Pathology lab.work

25/03/2020

অতি শিগগিরই পাবেন আন্তর্জাতিক মানের প্যাথলজি যা আস্থা রাখতে সক্ষম।

শ্বাস কষ্টে ভুগছেন জরুরী সেবা পেতে আমাদের সহযোগিতা গ্রহণ করুন।
15/01/2020

শ্বাস কষ্টে ভুগছেন জরুরী সেবা পেতে আমাদের সহযোগিতা গ্রহণ করুন।

আগামী মাসের ২০ তারিখ হতে চেম্বারে রোগী দেখবো।
20/07/2019

আগামী মাসের ২০ তারিখ হতে চেম্বারে রোগী দেখবো।

08/06/2019

ঈদ মোবারক নুতন করে
নানান সেবা নিয়ে আসছে লিলি ক্লিনিক।
বিশেষ বিশেষ সেবা পাবেন শিগগিরই।
আমরা প্রতারণা করি না সেবায় বিশ্বাস করি।

আমাদের  দন্ত বিভাগ চালু করা হয়েছে। মান সম্পন্ন সেবা আমাদের অঙ্গিকার।
25/02/2019

আমাদের দন্ত বিভাগ চালু করা হয়েছে। মান সম্পন্ন সেবা আমাদের অঙ্গিকার।

ডা. আমজাদ হোসেনআমজাদ হোসেনের জন্ম ১৯২২ সালের ২১শে নভেম্বর। ছাত্রজীবন থেকেই মেধার স্বাক্ষর রাখা আমজাদ হোসেন ১৯৫৪ সালে চট্...
25/09/2018

ডা. আমজাদ হোসেন
আমজাদ হোসেনের জন্ম ১৯২২ সালের ২১শে নভেম্বর। ছাত্রজীবন থেকেই মেধার স্বাক্ষর রাখা আমজাদ হোসেন ১৯৫৪ সালে চট্টগ্রাম মেডিকেল স্কুল থেকে এলএমএফ পাশ করে লোভনীয় সব চাকরীর সুযোগ পায়ে ঠেলে চলে আসেন নিজ এলাকা নবীনগরে। ইচ্ছা নিজের এলাকার মানুষের চিকিৎসা সেবা নিশ্চিত করা।
নবীনগরের উন্নতিকল্পে তিনি কাজ করে গেছেন নিরন্তর। নবীনগরের যোগাযোগ ব্যাবস্থা উন্নয়নে তাঁর ছিলো এক অনবদ্য ভূমিকা। এই এলাকার প্রথম দিকের সমস্ত রাস্তাঘাট তৈরীতে তাঁর ভূমিকা ছিলো অগ্রগণ্য।
বিশিষ্ট শিক্ষানুরাগী ডা. আমজাদ হোসেন এলাকায় নারী শিক্ষা বিস্তারের জন্যে ঐসময়েই স্থাপন করেছেন ইচ্ছাময়ী গার্লস স্কুল। এছাড়াও ছিলেন নবীনগর সরকারী কলেজের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক। এলাকার শতবর্ষী নবীনগর পাইলট স্কুলে তিনি টানা ১৫ বছর সভাপতির পদ অলংকৃত করেছেন।
রাজনীতি সচেতন ডা. আমজাদ হোসেন পাকিস্তান শাষনামল থেকেই ছিলেন রাজনীতির সাথে সরাসরি সম্পৃক্ত। তাঁরই কন্যার নামে প্রতিষ্ঠিত “লিলি ক্লিনিক” ছিলো বিশিষ্ট রাজনীতিবিদদের আলোচনার নিরাপদ জায়গা।
১৯৭০ এর জাতীয় নির্বাচনের পর মুক্তিযুদ্ধের সংগঠক হিসেবে কাজ করেছেন। এরই ধারাবাহিকতায় ১৯৭১ সালের মুক্তিযুদ্ধে তিনি আগরতলার হাপানিয়া ক্যাম্পে সহকারী মেডিকেল অফিসার নিযুক্ত হন। ২ নং সেক্টরের মেলাঘর হেডকোয়ার্টারে ক্যাপ্টেন খালেদ মোশাররফ ও হায়দার আলীর সাথে সরাসরি কাজ করেছেন যুদ্ধাহত মুক্তিযোদ্ধাদের জন্যে। এ বছরেরই অগাষ্ট মাসের দিকে নবীনগরে ফিরে এসে রসুল্লাবাদ গ্রামে যুদ্ধাহত মুক্তিযোদ্ধাদের জন্যে স্থাপন করেন হাসপাতাল। অক্টোবরে সেই হাসপাতাল হানাদার বাহীনির আক্রমনে ধ্বংস হয়ে যায়। অদম্য ডা আমজাদ হোসেন এরপর নবীনগরের দাল্লামহল্লা গ্রামে স্থাপন করেন আরেকটি হাসপাতাল। নভেম্বরের শেষ দিকে নবীনগরের নিজ এলাকা আলমনগরে অবস্থান করে মুক্তাঞ্চল ঘোষনার আগ পর্যন্ত সরাসরি মুক্তিযুদ্ধে অংশগ্রহন করেন। (বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের দলিলপত্র- ৩য় পত্র, পৃষ্ঠা ৬৩৫)
স্বাধীনতার পরপর স্বদেশ বিনির্মানেও ডা. আমজাদ হোসেনের উল্লেখযোগ্য ভূমিকা ছিলো। তিনি ছিলেন হিউম্যান রাইটস অ্যাসোসিয়েশনের প্রতিষ্ঠাতা সভাপতি , নবীনগর রেডক্রিসেন্ট সোসাইটির সভাপতি , আমরা ধূমপান নিবারণ করি নামক, নবীনগর শাখার সভাপতি।
১৯৯৭ সালের ১৪ই ফেব্রুয়ারী এই মহৎ প্রাণ ,লোকসেবী বিশিষ্ট শিক্ষানুরাগী মৃত্যুবরণ করেন।

রোগ আমাক সরাটি জীবন ক্ষতবিক্ষত করেছেতবুও আমি চলেছি জীবন সংগ্রাম করেএখন যে কতো রোগে বেঁধেছে বাসা -তবুও চলেছি পথ চলে অজানা...
13/07/2018

রোগ আমাক সরাটি জীবন ক্ষতবিক্ষত করেছে
তবুও আমি চলেছি জীবন সংগ্রাম করে
এখন যে কতো রোগে বেঁধেছে বাসা -
তবুও চলেছি পথ চলে অজানার পথে
ঠিকানা বিহীন কোনও সুখের সন্ধানে
ময়াময় পৃথিবী ছেড়ে মন নাহি যেতে চায়
এখনো বুঝিনি আরো কত বাকী আছে
সুখের অচিন পখি যা ধরতে পারিনি এতকাল

হায়রে জীবন কিশের আশায় বেধেছি এ ঘর,
ঘটিবাটি লোটাকম্বল ঘোচাতই গেল জীবন।

শিশু কালে মায়ের আদর,যৌবনে প্রেমিকার,
বাকী জীবন কেটে গেল শুধুই হিসেব মিলাবার।
ছেলে মেয়ের সাজানো ঘর আমি পর বাসী
কেউ নেই সাথে আমার মায়ার হাটের বাসিন্দার
ছেলে ছিল মেয়ে ছিল এরা এখন ছুটছে সব
সবারই মত গড়তে জিবন ,যেমন আমিও চেয়ে ছিলাম।
হায়র মরিচিকা কি আশায় দেখাও তোমার আলো
কি নেশায় চলছি পথ বেয়ে অমৃত সূধা র সন্ধানে

হিসেব মিলায়ে দেখি শূন্য খাতা আমার
নিঃসফল যোগ- বিয়োগ- পুরন- ভাগ।

04/07/2018
29/06/2018

Address

Ayesha Amjad Tower
Nabinagar

Opening Hours

Monday 09:00 - 14:00
17:00 - 20:00
Tuesday 09:00 - 14:00
17:00 - 20:00
Wednesday 09:00 - 14:00
17:00 - 20:00
Thursday 09:00 - 14:00
17:00 - 20:00
Friday 09:00 - 00:00
Saturday 09:00 - 14:00
17:00 - 20:00
Sunday 09:00 - 14:00
17:00 - 20:00

Telephone

8801711854436

Website

Alerts

Be the first to know and let us send you an email when Lily Clinic posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Share on Facebook Share on Twitter Share on LinkedIn
Share on Pinterest Share on Reddit Share via Email
Share on WhatsApp Share on Instagram Share on Telegram