
08/07/2025
বিদায় একটি শব্দ মাত্র,
বিদায় মানেই হচ্ছে কষ্টদায়ক।😒
নবীনগর স্বেচ্ছাসেবী ব্লাড ফাউন্ডেশন এর সম্মানিত মডারেটর প্রিয় সহযোদ্ধা, Nazmul Hasan বিদেশগমন উপলক্ষে বিদায়ী সংবর্ধনা।
মন জুড়ে কতো স্মৃতির আনাগোনা।
কিন্তু এর পেছনে থাকে হাজার অনুভূতি।
আর তোমার মতো সহকর্মী- সহযোদ্ধাকে আমাদের সাথে পাওয়া বিশাল ছিল।
তোমার বিদায় যাত্রা শুভ হোক।🤲
বিদায় বলা মানে একে অপরের থেকে দূরে সরে যাওয়া নয়,
বরং নতুন দিগন্তের দিকে এগিয়ে যাওয়া। 🖤
তোমার প্রবাস জীবন সুন্দর হোক সুখময় হোক,
এই দোয়া করি।🤲❤️