নবীনগর স্বেচ্ছাসেবী ব্লাড ফাউন্ডেশন

  • Home
  • Bangladesh
  • Nabinagar
  • নবীনগর স্বেচ্ছাসেবী ব্লাড ফাউন্ডেশন

নবীনগর স্বেচ্ছাসেবী ব্লাড ফাউন্ডেশন "রক্তদান করুন, জীবন বাঁচাতে সাহায্য করুন"

জরুরী প্রয়োজনে আমরা আছি আপনাদের পাশে।
(1)

বিদায় একটি শব্দ মাত্র,বিদায় মানেই হচ্ছে কষ্টদায়ক।😒নবীনগর স্বেচ্ছাসেবী ব্লাড ফাউন্ডেশন এর সম্মানিত মডারেটর  প্রিয় সহযোদ্ধ...
08/07/2025

বিদায় একটি শব্দ মাত্র,
বিদায় মানেই হচ্ছে কষ্টদায়ক।😒

নবীনগর স্বেচ্ছাসেবী ব্লাড ফাউন্ডেশন এর সম্মানিত মডারেটর প্রিয় সহযোদ্ধা, Nazmul Hasan বিদেশগমন উপলক্ষে বিদায়ী সংবর্ধনা।
মন জুড়ে কতো স্মৃতির আনাগোনা।
কিন্তু এর পেছনে থাকে হাজার অনুভূতি।
আর তোমার মতো সহকর্মী- সহযোদ্ধাকে আমাদের সাথে পাওয়া বিশাল ছিল।
তোমার বিদায় যাত্রা শুভ হোক।🤲
বিদায় বলা মানে একে অপরের থেকে দূরে সরে যাওয়া নয়,
বরং নতুন দিগন্তের দিকে এগিয়ে যাওয়া। 🖤
তোমার প্রবাস জীবন সুন্দর হোক সুখময় হোক,
এই দোয়া করি।🤲❤️

বিদায় একটি শব্দ মাত্র,বিদায় মানেই হচ্ছে কষ্টদায়ক।😒নবীনগর স্বেচ্ছাসেবী ব্লাড ফাউন্ডেশন এর সম্মানিত মডারেটর  প্রিয় সহযোদ্ধ...
04/07/2025

বিদায় একটি শব্দ মাত্র,
বিদায় মানেই হচ্ছে কষ্টদায়ক।😒

নবীনগর স্বেচ্ছাসেবী ব্লাড ফাউন্ডেশন এর সম্মানিত মডারেটর প্রিয় সহযোদ্ধা, S B Shuvo বিদেশগমন উপলক্ষে বিদায়ী
সংবর্ধনা।
মন জুড়ে কতো স্মৃতির আনাগোনা।
কিন্তু এর পেছনে থাকে হাজার অনুভূতি।
আর তোমার মতো সহকর্মী- সহযোদ্ধাকে আমাদের সাথে পাওয়া বিশাল ছিল।
তোমার বিদায় যাত্রা শুভ হোক।🤲
বিদায় বলা মানে একে অপরের থেকে দূরে সরে যাওয়া নয়,
বরং নতুন দিগন্তের দিকে এগিয়ে যাওয়া। 🖤
তোমার প্রবাস জীবন সুন্দর হোক সুখময় হোক,
এই দোয়া করি।🤲❤️

29/06/2025

বিশ্বের প্রায় ৮০০ কোটি মানুষের মধ্যে ১ জনের শরীরে খুঁজে পাওয়া গেল নতুন রক্তের গ্রুপ, G নেগেটিভ! 💉🩸

আজ ১৪ জুন বিশ্ব রক্তদাতা দিবস।বিশ্বের সকল রক্তদাতা ও স্বেচ্ছাসেবীদের প্রতি হাজারো সালাম আর ভালবাসা রইল।🥰এর থেকে বেশি সম্...
13/06/2025

আজ ১৪ জুন বিশ্ব রক্তদাতা দিবস।
বিশ্বের সকল রক্তদাতা ও স্বেচ্ছাসেবীদের প্রতি হাজারো সালাম আর ভালবাসা রইল।🥰
এর থেকে বেশি সম্মান আর ভালবাসা রইলো তাদের প্রতি যারা বিনা পারিশ্রমে
নিজের সময় ব্যয় করে অসহায় মানুষের পাশে দাঁড়ায়।
অবহেলিত হয়েও রক্ত ম্যানেজ করে দেয়। এমন সকল স্বেচ্ছাসেবী ভাই বোনদের স্যালুট জয় হোক মানবতার।❤️

শুভেচ্ছান্তেঃ- নবীনগর স্বেচ্ছাসেবী ব্লাড ফাউন্ডেশন পরিবার। 🌺❤️

🌿 রক্তদান করুন জীবন বাঁচাতে সাহায্য করুন!"কনিকাড়া ব্লাড ডোনেশন ফোরাম এর আয়োজনে এবং কনিকাড়া প্রবাসী ফাউন্ডেশন এর সার্বিক ...
10/06/2025

🌿 রক্তদান করুন জীবন বাঁচাতে সাহায্য করুন!"

কনিকাড়া ব্লাড ডোনেশন ফোরাম এর আয়োজনে এবং কনিকাড়া প্রবাসী ফাউন্ডেশন এর সার্বিক তত্ত্বাবধানে আয়োজিত ফ্রি ব্লাড গ্রুপ ও ডায়াবেটিস নির্ণয় ক্যাম্পেইনে আমন্ত্রিত হয়ে প্রাণের স্পন্দন নবীনগর স্বেচ্ছাসেবী ব্লাড ফাউন্ডেশন এর পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও কৃতজ্ঞতা প্রকাশ করছি।

আরো বহুদূর এগিয়ে যাক মানবতার প্ল্যাটফর্ম কনিকাড়া ব্লাড ডোনেশন ফোরাম।

এটি আমাদের কাজের প্রতি ভালোবাসা ও স্বীকৃতির প্রতিচ্ছবি।
আমরা প্রতিজ্ঞাবদ্ধ, মানুষের জন্য কাজ করবো আরও আন্তরিকতা ও দায়িত্ব নিয়ে।🌺❤️

প্রতিবার ঈদে সবাই বাড়ীতে আসলে বিকালে দেখা হতো, আড্ডা হতো। কিন্তু এইবার আমরা ভীষনভাবে শূন্যতা অনুভব করছি, আমাদের দ্বায়িত্...
06/06/2025

প্রতিবার ঈদে সবাই বাড়ীতে আসলে বিকালে দেখা হতো, আড্ডা হতো। কিন্তু এইবার আমরা ভীষনভাবে শূন্যতা অনুভব করছি, আমাদের দ্বায়িত্বশীল দুই ভাইয়ের। এটিএম হাবিবুল্লাহ (আশিক) ভাই ও শিহাব উদ্দিন ভাই, যাদের নবীনগর স্বেচ্ছাসেবী ব্লাড ফাউন্ডেশন সবসময় বুকে ধারন করে।
আল্লাহ আপনাদের কবরে শান্তিতে রাখুক।

15/05/2025

Hi everyone! 🌟 You can support me by sending Stars - they help me earn money to keep making content you love.

Whenever you see the Stars icon, you can send me Stars!

"রক্তদান করুন জীবন বাচাঁতে সাহায্য করুন"আলহামদুলিল্লাহ আপনাদের সকলের ভালবাসায় ও সহযোগিতায় প্রাণের প্রিয় সংগঠন নবীনগর স্ব...
05/05/2025

"রক্তদান করুন জীবন বাচাঁতে সাহায্য করুন"

আলহামদুলিল্লাহ আপনাদের সকলের ভালবাসায় ও সহযোগিতায় প্রাণের প্রিয় সংগঠন নবীনগর স্বেচ্ছাসেবী ব্লাড ফাউন্ডেশন দ্রুত গতিতে এগিয়ে যাচ্ছে,,,

নবীনগর স্বেচ্ছাসেবী ব্লাড ফাউন্ডেশন এর সকল স্বেচ্ছাসেবীদের অক্লান্ত পরিশ্রমে গত এপ্রিল মাসে বিভিন্ন জেলা উপজেলায় ৫৭ ব্যনবীনগর স্বেচ্ছাসেবী ব্লাড ফাউন্ডেশননবীনগর স্বেচ্ছাসেবী ব্লাড ফাউন্ডেশন নেগেটিভ = ১ জন
বি নেগেটিভ = ২ জন
ও নেগেটিভ = ১ জন
নবীনগর = ৪৫ জন
ঢাকা = ৫ জন
ব্রাহ্মণবাড়িয়া = ৭ জন

মোট = ৫৭ জন

বিঃ দ্রঃ ব্লাড দেওয়ানোর ক্ষেত্রে যে সকল স্বেচ্ছাসেবী ভাই ও বোনেরা অক্লান্ত পরিশ্রম সেসকল মানবতার ফেরিওয়ালাদের জন্য সকলে আন্তরিকভাবে দোয়া ও আশীর্বাদ করবেন।
আপনাদের রক্তের প্রয়োজনে নবীনগর স্বেচ্ছাসেবী ব্লাড ফাউন্ডেশন সর্বদা সজাগ।
মানবতার জয় হোক..

নবীনগর স্বেচ্ছাসেবী ব্লাড ফাউন্ডেশন এর জয় হোক..

আসসালামু আলাইকুম। সকলের অবগতির জন্য জানানো যাচ্ছে যে নবীনগর স্বেচ্ছাসেবী ব্লাড ফাউন্ডেশন  এর নতুন অফিসিয়াল টি-শার্ট এবং ...
03/05/2025

আসসালামু আলাইকুম।
সকলের অবগতির জন্য জানানো যাচ্ছে যে নবীনগর স্বেচ্ছাসেবী ব্লাড ফাউন্ডেশন এর নতুন অফিসিয়াল টি-শার্ট এবং আইডি কার্ড বানানোর জন্য তৃতীয় ধাপে উদ্যোগ নেওয়া হয়েছে।

টি-শার্ট এর মূল্যঃ ৩৫০ টাকা
আইডি কার্ড এর মূল্যঃ ১৬০ টাকা ( শুধুমাত্র স্বেচ্ছাসেবী )

অর্ডার করার লাস্ট তারিখ ১৭/০৫/২০২৫ ইং তারিখের মধ্যে টাকা দিয়ে অর্ডার কনফার্ম করুন।

বিকাশ+নগদ পার্সোনালঃ MD Yeasir Shikdar Riad: 01827687512

বিকাশ+নগদ পার্সোনালঃ
Shamim Ahmed: 01645992480

টাকা পাঠিয়ে ব্লাড গ্রুপ ও টি-শার্ট এর সাইজ বলা লাগবে।

এবং আইডি কার্ড হলে
নামঃ
ঠিকানাঃ
ব্লাড গ্রুপঃ
মোবাইল নাম্বারঃ
এবং এক কপি ভালো ছবি দিতে হবে।
আইডি কার্ড শুধুমাত্র স্বেচ্ছাসেবীদের জন্য।
হোয়াটসঅ্যাপ নাম্বারঃ Mahadi Hasan Faysal: 01310101776

বিঃদ্রঃ কেউ চাইলে শুধুমাত্র টি-শার্ট অর্ডার করতে পারবেন।

শুভেচ্ছান্তেঃ #নবীনগর_স্বেচ্ছাসেবী_ব্লাড_ফাউন্ডেশন

নবীনগর স্বেচ্ছাসেবী ব্লাড ফাউন্ডেশন এর সেচ্ছাসেবী গোলা যখন কাজে ব্যাস্ত থাকে ❤️
02/05/2025

নবীনগর স্বেচ্ছাসেবী ব্লাড ফাউন্ডেশন এর সেচ্ছাসেবী গোলা যখন কাজে ব্যাস্ত থাকে ❤️

Address

গোলাপ চেয়ারম্যান মার্কেট (ইসলামি ব্যাংকের ৩য় তলা)।
Nabinagar
3410

Alerts

Be the first to know and let us send you an email when নবীনগর স্বেচ্ছাসেবী ব্লাড ফাউন্ডেশন posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Share on Facebook Share on Twitter Share on LinkedIn
Share on Pinterest Share on Reddit Share via Email
Share on WhatsApp Share on Instagram Share on Telegram

Category