স্বাধীন ফাউন্ডেশন - Swadhin Foundation

স্বাধীন ফাউন্ডেশন - Swadhin Foundation মানবতার কল্যাণে....

My good wishes, my good wishes for you are the just prayers for your long happy life from God on this noble event. Wish ...
02/05/2022

My good wishes, my good wishes for you are the just prayers for your long happy life from God on this noble event.
Wish you a very Happy Eid Mubarak!

© Rakibul Hasan Razu

13/03/2022

রক্তের গ্রুপই বলে দেবে কোন রোগের ঝুঁকি বেশি?

মানুষের বেঁচে থাকার অন্যতম উপাদান হলো রক্ত। এটি এক ধরনের যোজক কলা। প্রত্যেকের শরীরেই রক্ত থাকে, তবে রক্তের ধরন এক হয় না। কারও এ পজেটিভ, কারো আবার ও নেগেটিভ, এবি পজেটিভ, বি নেগেটিভ ইত্যাদি। মোট ৮ ধরনের রক্তের গ্রুপ আছে।

সাধারণত রক্তের গ্রুপ হলো ৪টি-এ, বি, এবি এবং ও। অ্যান্টিজেন ও আন্টিবডির ওপর ভিত্তি করেই রক্তের গ্রুপ নির্ধারণ করা হয়। রক্তের গ্রুপের পাশাপাশি গুরুত্বপূর্ণ বিষয় হলো রক্তের আরএইচ ফ্যাক্টর। এ কারণেই রক্তের গ্রুপের সঙ্গে নেগেটিভ বা পজেটিভ বলা হয়।

তবে জানেন কি, শরীরের সুস্থতা অনেকাংশেই নির্ভর করে রক্তের গ্রুপের উপর। বিভিন্ন গবেষণা থেকে জানা যায়, বেশ কিছু রোগ মানুষের রক্তের ধরনের উপরও নির্ভর করে। চলুন তবে জেনে নেওয়া যাক কোন ব্লাড গ্রুপের কোন রোগের ঝুঁকি বেশি-

>> ও গ্রুপের রক্ত যাদের শরীরে আছে, তারা হৃদরোগে কম ভোগেন। গবেষণা দেখা গেছে, ও ব্লাড গ্রুপের ব্যক্তিদের করোনারি হৃদরোগের ঝুঁকি কম থাকে। যদিও বিশেষজ্ঞরা এ বিষয়ে নিশ্চিত নন।

>> অন্যদিকে এ, এবি ও বি রক্তের গ্রুপগুলোর ক্যানসারে আক্রান্ত হওয়ার ঝুঁকি বেশি থাকে। বিশেষত যাদের এ টাইপ ব্লাড গ্রুপ তাদের পাকস্থলীর ক্যানসারেরও ঝুঁকি বেশি। এছাড়া অগ্ন্যাশয় ক্যানসার হওয়ার সম্ভাবনাও বাড়িয়ে তুলতে পারে।

গবেষকরা মনে করেন এর কারণ হতে পারে এইচ পাইলোরি সংক্রমণ। যা এ গ্রুপের রক্তে বেশি দেখা যায়। এটি একটি ব্যাকটেরিয়া যা সাধারণত পেটে পাওয়া যায়। এটি প্রদাহ ও আলসারেরও কারণ হতে পারে।

>> একটি ছোট সমীক্ষায় দেখা গেছে, অন্যান্য ব্লাড গ্রুপের চেয়ে এবি গ্রুপের ব্যাক্তিরা স্মৃতিশক্তির সমস্যায় বেশি আক্রান্ত হন।

>> শরীরে করটিসলের মাত্রা বেড়ে গেলে স্ট্রেস হরমোনও বেড়ে যায়। এ গ্রুপের রক্ত আছে যাদের, তাদের শরীরে বেশি করটিসল থাকে। তাই এমন ব্যক্তিরা বেশি মানসিক চাপে ভোগেন।

>> ও ব্লাড গ্রুপের ব্যক্তিরা ম্যালেরিয়ায় বেশি ভোগেন। ম্যালেরিয়ার জীবাণু আছে এমন মশা আপনাকে কামড়ালে ওই জীবাণু রক্তের মাধ্যমে আপনার শরীরেও প্রবেশ করে। ও ব্লাড গ্রুপের রক্ত আছে এমন ব্যক্তিদের ক্ষেত্রে ম্যালেরিয়া বেশি দেখা দেয়।

>> পেপটিক আলসার খুবই যন্ত্রণাদায়ক। ও ব্লাড গ্রুপের রোগীরাও এ সমস্যাতে বেশি ভোগেন।

>> ভেনাস থ্রোম্বোইম্বোলিজম (ভিটিই) হলো, যখন আপনার পায়ের মতো গভীর শিরায় রক্ত জমাট বাঁধে। এই জমাটগুলো কখনো কখনো আপনার ফুসফুসে চলে যায়। গবেষণায় দেখা যায় এ, বি বা এবি ব্লাড গ্রুপের মানুষেরা ভিটিই’তে বেশি ভোগেন।

>> এবি রক্তের গ্রুপ থাকলে স্ট্রোকের ঝুঁকি বেড়ে যায়। চিকিৎসকরা মনে করেন, অন্যান্য ব্লাড গ্রুপের তুলনায় এবি ব্লাড গ্রুপের ব্যক্তিদের ক্ষেত্রে স্ট্রোকের ঝুঁকি বেশি।

>> এ ও বি ব্লাড গ্রুপের ব্যক্তিরা টাইপ ২ ডায়াবেটিসে বেশি ভোগেন। যদিও কেন এটি ঘটে সে বিষয়ে বিশেষজ্ঞরা নিশ্চিত নন। এক্ষেত্রে আরও গবেষণা প্রয়োজন।

সূত্র: ওয়েব এমডি

06/06/2020

Try It বাটনে ক্লিক করে ফ্রেম ঠিক রেখে আপনার প্রোফাইল পিকচার পরিবর্তন করতে পারবেন।

24/05/2020
27/05/2019

শেরপুরের তরুণ সাংবাদিক ইহসান ইবনে রেজা ফাগুন ঢাকা থেকে নিজ বাড়ী শেরপুরে ফেরার পথে দুর্বৃত্তের হাতে নির্মমভাবে নিহত হওয়ায় আমরা শোকাহত।
হত্যাকারীদের দ্রুত চিহৃত করাসহ আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে ২৯ মে, বুধবার, বেলা ১১ ঘটিকায় ঢাকা-শেরপুর মহাসড়কে নকলা পৌর শহরের ঝুমুর সিনেমা হলমোড়ে উপজেলায় কর্মরত সাংবাদিকদের আহ্বানে উক্ত মানববন্ধনে সংগঠনের সকল সদস্য ও সচেতন নাগরিকদের অংশগ্রহনের জন্য বিনীত অনুরোধ জানাচ্ছি।

28/09/2018
28/09/2018

বি পজেটিভ! ৬ষ্ঠ বারের মতো রক্তদান ! অপেক্ষা ৭ম বারের!

(২৭ সেপ্টেম্বর, ২০১৮ ইং)

জরুরী ভিত্তিতে অসহায় এক রোগীর প্রাণ বাঁচাতে নকলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ১ ব্যাগ বি পজেটিভ রক্তদান করলো মানবতার প্রেমী প্রিয় রাকিবুর রহমান রাকিব ভাই। কর্মব্যস্ততা থাকার পরেও প্রাণ বাঁচানোর তাগিদে ফোন পাওয়া মাত্রই ছুটে আসে হাসপাতালে।

রক্তযোদ্ধা ভাইদের ডোনারের সাথে থেকে সহযোগীতা করার জন্য অনেক অনেক ধন্যবাদ।

শ্রদ্ধেয় রক্তদাতার প্রতি রইলো কৃতজ্ঞতা ও নিরন্তর ভালোবাসা।

সবাই রক্তদাতা ও রোগীর জন্য দোয়া করবেন।

মহান সৃষ্টিকর্তা যেন রক্তদাতার দান কে কবুল করে উত্তম প্রতিদান দান করে।(আমীন)

"চলুন স্বেচ্ছায় করি রক্তদান, আপনার রক্তে বাঁচুক অন্যের প্রাণ।"

"নিজে রক্তদান করুন, অন্যকে রক্তদানে উৎসাহিত করুন।"

পাশে আছি,
Blood Bank of Nakla
স্বাধীন ফাউন্ডেশন - Swadhin Foundation

10/09/2018
26/07/2018

বি পজেটিভ! ৩য় রক্তদান! ৪র্থ তম রক্তদানের অপেক্ষা!

(২৬ জুলাই ২০১৮ ইং)

জরুরী ভিত্তিতে অসহায় এক রোগীর প্রাণ বাঁচাতে নকলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে গিয়ে বি পজেটিভ রক্তদান করলো মানবতার প্রেমী শ্রদ্ধেয় মিশন ভাই। প্রাণ বাঁচানোর তাগিদে শত ব্যস্ততা থাকা স্বত্ত্বেও ফোন পাওয়া মাত্রই ছুটে যায় ভাই টি ।

রক্তদাতার প্রতি রইলো কৃতজ্ঞতা ও নিরন্তর ভালোবাসা।

সবাই রক্তদাতা ও রোগীর জন্য দোয়া করবেন।

পাশে থেকে সার্বিক সহযোগীতা করেছেন রাকিবুল হাসান রাজু। ডোনারের সাথে থেকে সহযোগীতা করার জন্য রক্তযোদ্ধা ভাই কে অসংখ্য ধন্যবাদ জানাই।

মহান সৃষ্টিকর্তা যেন রক্তদাতার দান কে কবুল করে উত্তম প্রতিদান দান করে।(আমীন)

চলুন স্বেচ্ছায় করি রক্তদান, আপনার রক্তে বাঁচুক অন্যের প্রাণ।

নিজে রক্তদান করুন, অন্যকে রক্তদানে উৎসাহিত করুন।

পাশে আছি,
Blood Bank of Nakla
স্বাধীন ফাউন্ডেশন - Swadhin Foundation

Address

Nakla, Sherpur, Mymemsingh
Nakla
2150

Telephone

01775838483

Website

Alerts

Be the first to know and let us send you an email when স্বাধীন ফাউন্ডেশন - Swadhin Foundation posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Share on Facebook Share on Twitter Share on LinkedIn
Share on Pinterest Share on Reddit Share via Email
Share on WhatsApp Share on Instagram Share on Telegram