আজাদ ফার্মা এন্ড বেবী শপ

আজাদ ফার্মা এন্ড বেবী শপ সূলভ মূল্যে সকল প্রকার দেশী-বিদেশী ঔষধের সমাহার। সকল প্রকার দেশি-বিদেশি ঔষধ বিক্রেতা

📷জন্মদিন,বিয়ে📷বিবাহ বার্ষিকী📷অফিস, শোরুম উদ্বোধন📷যে কোন সেলিব্রেশন উদযাপন📷 পারিবারিক মিলন মেলায়📷আপনার পছন্দের ডিজাইন ক...
20/08/2025

📷জন্মদিন,বিয়ে📷বিবাহ বার্ষিকী
📷অফিস, শোরুম উদ্বোধন
📷যে কোন সেলিব্রেশন উদযাপন
📷 পারিবারিক মিলন মেলায়
📷আপনার পছন্দের ডিজাইন কেকের জন্য অর্ডার করুন।
📷পেইজ লিংক:- Baking Corner facebook.com/Bakingcorner.nk
📷অর্ডার করতে মেসেজ করুন 📷01712730122( WhatsApp)

🍰🍰🍰🍰🍰🍰🍰🍰🍰🍰🍰🍰❇️যখনই খেতে মন চায় অর্ডার করুন।🏘️ঘরের ভালোবাসায় তৈরি ☑️স্বাস্থ্যসম্মত ভাবে তৈরি✔️বাজারে উন্নতমানের সামগ্রী দ...
20/08/2025

🍰🍰🍰🍰🍰🍰🍰🍰🍰🍰🍰🍰
❇️যখনই খেতে মন চায় অর্ডার করুন।
🏘️ঘরের ভালোবাসায় তৈরি ☑️স্বাস্থ্যসম্মত ভাবে তৈরি✔️বাজারে উন্নতমানের সামগ্রী দ্বারা তৈরি✅সতেজ নিজের রুচিসম্মত ফ্লেভার ও পছন্দের ডিজাইনকে হোম মেইড কেক🎂

🍰 ফ্লেভার:
🍫চকলেট |🍞ভ্যানিলা | 🍓স্ট্রবেরি | 🍉 রেড ভেলভেট 🥭 ম্যাংগো 🍊অরেন্জ 🧸বিভিন্ন ধরনের কার্টুন🃏
🍑 ফলের কেক | ✅লগো/ ফটো/থিম

🎂🎂🎂🎂🎂🎂🎂🎂🎂
🎈জন্মদিন👰বিয়ে👩‍❤️‍💋‍👨বিবাহ বার্ষিকী
🎊অফিস, শোরুম উদ্বোধন
🎉যে কোন সেলিব্রেশন উদযাপন
👩‍👩‍👧‍👦 পারিবারিক মিলন মেলায়
💞উপহার দিতে🎁যে কোন খুশির দিনে সংগ্রহ করুন।

🔰আপনার পছন্দের ডিজাইন কেকের জন্য অর্ডার করুন।
👍পেইজ লিংক:- Baking Corner https://www.facebook.com/Bakingcorner.nk

📩অর্ডার করতে মেসেজ করুন 01712-730122 📲01712730122( WhatsApp)
🚩ডেলিভারি পয়েন্ট: বটতলা চত্ত্বর (টিএন্ডটি) সংলগ্ন, শ্রীফুলিয়া রোড,নাঙ্গলকোট,কুমিল্লা।
🛵হোমডেলিভারি দেওয়া হয়।
⚠️দামে নয়,মানেই হোক পরিচয়।
✅সস্তায় না খোঁজে কোয়ালিটি খোজুন।

#নাঙ্গলকোট
゚viralシ ゚viralシfypシ゚viralシalシ

19/08/2025
মাইলস্টোন বিমান বিধ্বংসে পাইলট সহ শিক্ষার্থীদের মর্মান্তিক মৃত্যুে আমরা শোকাহত।⬛
21/07/2025

মাইলস্টোন বিমান বিধ্বংসে পাইলট সহ শিক্ষার্থীদের মর্মান্তিক মৃত্যুে আমরা শোকাহত।⬛

আজ ‘বিশ্ব শিশুশ্রম প্রতিরোধ দিবস’শিশু বিকাশে শিশু শ্রমকে না বলি।
12/06/2025

আজ ‘বিশ্ব শিশুশ্রম প্রতিরোধ দিবস’

শিশু বিকাশে শিশু শ্রমকে না বলি।

মধ্যপ্রাচ্য সহ সকল প্রবাসীদের জানাই ঈদ উল আজহার শুভেচ্ছা ও ঈদ মোবারক।
06/06/2025

মধ্যপ্রাচ্য সহ সকল প্রবাসীদের জানাই ঈদ উল আজহার শুভেচ্ছা ও ঈদ মোবারক।

20/05/2025

হোম মেইড কেকের🎂 বিশ্বস্ত নাম
Baking Corner

09/03/2025

নারী ও শিশু নিরাপত্তায় প্রতিটি মহল্লায় মহল্লায় টীম গঠন করা জরুরি।

বাংলাদেশের যে কোন জায়গায় রাসেল'স ভাইপার সাপ সহ যে কোন সাপ  দেখা দিলে, আমাদের সাথে যোগাযোগ করুন, আমরা বিনামূল্যে সাপ উদ্ধ...
21/06/2024

বাংলাদেশের যে কোন জায়গায় রাসেল'স ভাইপার সাপ সহ যে কোন সাপ দেখা দিলে, আমাদের সাথে যোগাযোগ করুন, আমরা বিনামূল্যে সাপ উদ্ধার করে দিবো।

মো:রাজু আহমেদ
সভাপতি
স্নেক রেসকিউ টিম বাংলাদেশ
মোবাইল-০১৭৮০-৯৩২৭১৭

ভূল তথ্য শেয়ার না করে, জনসচেতনায় পোস্টটি শেয়ার করে রাখতে পারেন।

নিরাপদ মাতৃত্ব দিবস আজআজ রবিবার (২৮ মে) নিরাপদ মাতৃত্ব দিবস। প্রতি বছর এই দিনে নিরাপদ মাতৃস্বাস্থ্য, মাতৃমৃত্যু হার কমান...
28/05/2023

নিরাপদ মাতৃত্ব দিবস আজ

আজ রবিবার (২৮ মে) নিরাপদ মাতৃত্ব দিবস। প্রতি বছর এই দিনে নিরাপদ মাতৃস্বাস্থ্য, মাতৃমৃত্যু হার কমানো ও নবজাতকের স্বাস্থ্য নিশ্চিত করার উদ্দেশ্যেই নিরাপদ মাতৃত্ব দিবস পালিত হচ্ছে।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা ১৯৯৭ সালে এ বিষয়ে অনুমোদন দেন। ১৯৯৮ সাল থেকে দেশব্যাপী নিরাপদ মাতৃত্ব দিবস পালন শুরু হয়। ২০১৫ সালে বিশ্ব স্বাস্থ্য সংস্থা এ উদ্যোগ টেকসই উন্নয়নের অন্তর্ভুক্ত করে। নিরাপদ মাতৃত্বের কার্যক্রম পরিচালনা করে সরকার, বিভিন্ন উন্নয়ন সহযোগী সংগঠন।

গর্ভকালীন ও প্রসবকালীন জটিলতার কারণে বিশ্বে প্রতিদিন ৮৩০ নারীর মৃত্যু হয়। এর মধ্যে ৯৯ শতাংশের মৃত্যু ঘটে উন্নয়নশীল দেশে। ১৯৮৭ সালে কেনিয়ায় নাইরোবি কনফারেন্স এই নিরাপদ মাতৃত্বের ঘোষণা করা হয়। এর প্রধান উদ্দেশ্য ছিল ২০০০ সালের দিকে ৫০ শতাংশ মাতৃমৃত্যু কমানো। এসব কার্যক্রমে ২০০০-২০১৭ পর্যন্ত মাতৃমৃত্যুর হার ৩৮ শতাংশ কমে। আমাদের দেশে প্রতি ১ লাখ প্রসবের মধ্যে মাতৃমৃত্যুর হার ১৬৫ জন। ২০৩০ সালের টেকসই উন্নয়নে এ সংখ্যা ৭০ জনে কমিয়ে আনতে হবে।

গর্ভকালীন, প্রসবকালীন ও প্রসব পরবর্তী সময়ে সব নারীর জন্য নিরাপদ স্বাস্থ্য সেবা নিশ্চিতকরণই হলো নিরাপদ মাতৃত্ব। এ বছর দিবসটির প্রতিপাদ্য ‘গর্ভকালে চারবার সেবা গ্রহণ করি নিরাপদ মাতৃত্ব নিশ্চিত করি’।

গর্ভকালীন সময়ে যা করণীয়:

১। গর্ভাবস্থায় কমপক্ষে চারবার ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্র, মা ও শিশু কল্যাণ কেন্দ্র বা সদর হাসপাতালে এসে শারীরিক পরীক্ষা করা অত্যন্ত জরুরি।
২। গর্ভধারণের ৪ থেকে ৮ মাসের মধ্যে মাকে দুই ডোজ টিটি টিকা নিতে হবে।
৩। স্বাভাবিক সময়ের চেয়ে বেশি করে পুষ্টিকর ও সুষম খাবার খেতে হবে (খাবারের তালিকায় সাধ্যমত ফল-মূল, সবুজ শাক-সবজি, ডাল, সীম, মাছ, মাংস,ডিম, দুধ, ছোট মাছ ইত্যাদি থাকতে হবে)।
৪। প্রচুর পরিমাণে বিশুদ্ধ পানি পান করতে হবে।
৫। ভারি কাজ ছাড়া অন্যান্য দৈনন্দিন কাজ-কর্ম করা যাবে।
৬। দিনের বেলায় কমপক্ষে ১ ঘন্টা বিশ্রাম নিতে হবে।
৭। গর্ভবতী মাকে মানসিকভাবে শান্তিতে রাখতে হবে।

গর্ভকালীন বিপদচিহ্ন যা দেখা দিলে সাথে সাথে সাহায্য নেওয়া উচিত:

১। রক্তস্রাব: গর্ভাবস্থায়, প্রসবের সময় বা পরে খুব বেশি রক্তস্রাব, দুর্গন্ধযুক্তস্রাব, প্রসবের পর গর্ভফুল না পড়া।
২। মাথাব্যথা ও চোখে ঝাপসা দেখা: গর্ভাবস্থায়, প্রসবের সময় বা প্রসবের পর শরীরে পানি আসা, খুব বেশি মাথা ব্যথা হওয়া ও চোখে ঝাপসা দেখা।
৩। ভীষণ জ্বর: গর্ভাবস্থায় বা প্রসবের পর তিনদিনের বেশি জ্বর থাকা।
৪। বিলম্বিত প্রসব: প্রসব ব্যথা ১২ ঘন্টার বেশি থাকা এবং প্রসবের সময় শিশুর মাথা ছাড়া অন্য কোনো অঙ্গ আগে বের হওয়া।
৫। খিঁচুনি: গর্ভাবস্থায়, প্রসবের সময় বা প্রসবের পরেও খিঁচুনি হওয়া।

নিরাপদ প্রসব পরিকল্পনার জন্য যা করনীয়:

১। কোথায় কাকে দিয়ে প্রসব করানো হবে, তা আগে থেকেই ঠিক করে রাখতে হবে।
২। ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্র,উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, মা ও শিশু কল্যাণ কেন্দ্র, মেডিকেল কলেজ বা সদর হাসপাতাল অথবা বেসরকারি স্বাস্থ্যসেবা কেন্দ্রে প্রসব করানো নিরাপদ।
৩। গর্ভকালীন জটিলতার কোনো লক্ষণ দেখা দিলে মা ও শিশু কল্যাণ কেন্দ্র বা কোন হাসপাতালে নিতে হবে-তা আগে থেকেই ঠিক রাখতে হবে।
৪। প্রসবকালীন খরচের জন্য গর্ভাবস্থার শুরু থেকেই প্রয়োজনীয় টাকা জমিয়ে রাখতে হবে।
৫। রক্তের গ্রুপ মিলিয়ে আগে থেকেই ২/৩ জন রক্তদাতা ঠিক রাখতে হবে।
৬। জরুরি অবস্থায় গর্ভবতীকে হাসপাতালে নেয়ার জন্য যানবাহনের ব্যবস্থা রাখতে হবে।

Address

Nangalkot
Nangalkot
3580

Alerts

Be the first to know and let us send you an email when আজাদ ফার্মা এন্ড বেবী শপ posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Practice

Send a message to আজাদ ফার্মা এন্ড বেবী শপ:

Share

Share on Facebook Share on Twitter Share on LinkedIn
Share on Pinterest Share on Reddit Share via Email
Share on WhatsApp Share on Instagram Share on Telegram

Category