Naogaon People's Faith Hospital Ltd.

Naogaon People's Faith Hospital Ltd. Naogaon People's Faith Hospital Ltd. is under construction.

বাংলাদেশের সংবিধান অনুযায়ী স্বাধীন দেশের নাগরিক হিসেবে মুক্ত স্বাধীন জীবন যাপনের অধিকার প্রত্যেক নাগরিকেরই আছে। এটি একটি...
31/08/2024

বাংলাদেশের সংবিধান অনুযায়ী স্বাধীন দেশের নাগরিক হিসেবে মুক্ত স্বাধীন জীবন যাপনের অধিকার প্রত্যেক নাগরিকেরই আছে। এটি একটি মৌলিক অধিকারও বটে।

কিন্তু ১৮৯৮ সালের ফৌজদারী কার্যবিধির ৫৪ ধারায় বলা হয়েছে, কোনো পুলিশ অফিসার ম্যাজিস্ট্রেটের আদেশ বা ওয়ারেন্ট ছাড়াই কোনো ব্যক্তিকে গ্রেফতার করতে পারবে। কিন্তু ৫৪ ধারায় ওয়ারেন্ট ছাড়া আটক এর যে ক্ষমতা দেয়া হয়েছে তা সংবিধানের তৃতীয় অধ্যায়ে বর্ণিত মৌলিক অধিকার সংক্রান্ত বিধানগুলোর পরিপন্থী।

উল্লেখ্য বিশ্বের উন্নত দেশগুলোতে ম্যাজিস্ট্রেটের ওয়ারেন্ট ছাড়া কোনো ব্যক্তিকে গ্রেফতার করার কোনো বিধান নেই। তাছাড়া ওয়ারেন্ট ছাড়া গ্রেফতার ক্রিমিনাল জুরিস্প্রুড্যান্সও সমর্থন করে না। ৫৪ ধারায় আটক ব্যক্তি অধিকাংশ ক্ষেত্রে মানসিক ও শারীরিক নির্যাতনের শিকার হয়ে থাকে।

এই ধারা বাতিলের দাবিতে অনেকদিন থেকেই বিভিন্ন মানবাধিকার সংগঠন, আইনজীবী সমাজ, সামাজিক সংগঠন, গণমাধ্যম, শিক্ষক ও সচেতন নাগরিকরা জোর দাবী জানিয়ে আসলেও এই ধারা বাতিল কিংবা সংশোধন করার উদ্যোগ নেয়া হয়নি। এখন এই সরকারের কাছে শতবর্শের পুরোনো টর্চার করার এই আইন বাতিল চাই।

তথ্য সুত্রঃ বাংলা নিউজ ২৪ ফেব্রুয়ারি ৪, ২০১৪ এবং নভেম্বর ৬, ২০১৪ https://www.banglanews24.com/cat/news/bd/265417.details
https://www.banglanews24.com/cat/news/bd/338103.details

দুর্নিতি করা টাকা যারা বাসায় রাখে, সেগুলো সচরাচর সব ৫০০ বা ১০০০ টাকার নোট। গচ্ছিত অবৈধ টাকা উদ্ধার এবং  হুন্ডি, ঘুষ বাণি...
18/08/2024

দুর্নিতি করা টাকা যারা বাসায় রাখে, সেগুলো সচরাচর সব ৫০০ বা ১০০০ টাকার নোট। গচ্ছিত অবৈধ টাকা উদ্ধার এবং হুন্ডি, ঘুষ বাণিজ্য কমানোর জন্য এই ৫০০ ও ১০০০ টাকা বাজার থেকে তুলে নিয়ে ছোট নোট বেশি করে বাজারে ছাড়তে হবে। তাহলে বাজার ১০০ এবং ২০০ টাকার নোট থাকলে বেশি টাকা বহন কঠিন হবে। যারা দুর্নিতির টাকা গচ্ছিত রেখেছে তারা আর ওই টাকা ব্যবহার করতে পারবে না। যারা দুর্নিতি করেছে তাদের খুজে বের করার জন্য অন্তত গত ১০ বছরে যারা বড় বড় পদ থেকে বিদায় নিয়েছে তাদের সম্পদের তদন্ত করা হোক। সেই সাথে বর্তমানে যারা বড় বড় পদে কর্মরত আছে তাদের সম্পদও তদন্ত করা হোক।

সবচেয়ে আগে আরো একটা কাজ করার দরকার, তা হল বর্তমানে যারা ক্ষমতায় উপদেষ্টা হিসেবে কাজ করছেন তাদের বর্তমান সম্পদ যাচাই করে জনসমক্ষে প্রকাশ করা। তাহলে তারাই অন্যদের সম্পদের খোজ খবর এম্নিতেই নিবে।

#শাহ_কামাল #এখনটিভি ৈধ টাকাসহ গ্রেপ্তার সাবেক সিনিয়র সচিব শাহ কামাল বিডি কার্যালয়ে | Shah Kamal | Ekhon TVF...

স্বাগত জানাচ্ছি নতুন প্রধান বিচারপতি সহ শপথ নেয়া নতুন চার বিচারপতিকে। ❤️❤️❤️এবার আমরা আশা করি বিচার বিভাগঃ❤️❤️❤️✅ সম্পুর...
13/08/2024

স্বাগত জানাচ্ছি নতুন প্রধান বিচারপতি সহ শপথ নেয়া নতুন চার বিচারপতিকে।

❤️❤️❤️এবার আমরা আশা করি বিচার বিভাগঃ❤️❤️❤️
✅ সম্পুর্ন স্বাধীন ভাবে পরিচালিত হবে
✅ সরকারের কথামত চলবে না
✅ সরকারের কথামত কারো মামলা প্রভাবিত হবে না
✅ সরকারকে খুশি করার জন্য কাওকে কোন মামলা থেকে খালাস দেবে না
✅ সরকারের চাওয়া মত কাওকে কোন মামলায় ফাঁসাবে না
✅ সরকারের চাওয়া মত কোন মামলা ঝুলিয়ে রাখবে না
✅ সরকারের নির্বাহী বিভাগের ম্যাজিস্টেট দের থেকে বিচারিক ক্ষমতা বিচার বিভাগের নিকট স্থানান্তর করবে
✅ যথেষ্ট জনবল নিয়োগ দিয়ে মামলার জট ছাড়িয়ে দ্রুত বিচার নিশ্চিত করবে
✅ হয়রানি মূলক মামলার বাদীর বিরুদ্ধে ব্যবস্থা নেবে
✅ আদাললতের মুহুরি থেকে শুরু করে প্রতিটি স্তরে ঘুষ নেয়া বন্ধ করবে
✅ আদালতে মামলা জট থাকা অবস্থায় অবকাশকালীন ছুটি কাটাবে না
✅ কোন বিচারক ন্যায় বিচারের সার্থে কঠোর অবস্থান নিলে তাকে মামলা পরিচালনা থেকে নিবৃত্ব বা ও এসডি করবে না।

জনগনের প্রত্যাশা অনুযায়ী সম্পুর্ণ স্বাধীন বিচার বিভাগ প্রতিষ্ঠিত হোক

আপিল বিভাগে নিয়োগ পাওয়া চার বিচারপতি হলেন বিচারপতি জুবায়ের রহমান চৌধুরী, বিচারপতি সৈয়দ মোহাম্মদ জিয়াউল করিম, বিচ...

12/08/2024

হুন্ডি ও দুর্নিতি রোধে ১০০০ এবং ৫০০ টাকার নোট বাজার থেকে তুলে নেয়া হোক।

মোবাইল ব্যাংকিং এ ১০০০ টাকা পর্যন্ত মাশুল ফ্রী করা হোক।

10/08/2024

ঘুষ, হুন্ডি ও নগদ টাকার মাধ্যমে দুর্নিতি রোধে
১০০০ এবং ৫০০ টাকার নোট
বাজার থেকে তুলে নেয়া হোক

05/08/2024

❤️❤️❤️❤️ নতুন বাংলাদেশের কাছে আমার চাওয়া❤️❤️❤️❤️

❤️❤️❤️ জাতীয় সংসদে দলের বিরুদ্ধে ভোট দিলে আসন শূন্যের বিধান সম্বলিত সংবিধানের ৭০ অনুচ্ছেদ বাতিল করে নিজের দলের বিরুদ্ধে ভোট দেয়ার অধিকার দেয়া হোক। প্রতিটা সাংসদ নিজের মেধা, বিচার বিশ্লেষণ করে পক্ষে বা বিপক্ষে ভোট দিতে পারলে প্রধান মন্ত্রীর এক নায়ক তন্ত্র ব্যবস্থার অবসান হবে।

❤️❤️❤️ বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আট দফা দাবীর একটি ছিল "ছাত্র সংসদ চালু করা"। আমি এই দাবীর সাথে একাত্ততা পোষণ করে শিক্ষাঙ্গনে দলীয় রাজনীতি নিষিদ্ধ করে ছাত্র সংসদ চালু করে শিক্ষার সুস্থ পরিবেশ নিশ্চিত করার জন্য আমি সংশ্লিষ্ট সকলের প্রতি আহবান জানাচ্ছি। ছাত্রদের মধ্যে অস্ত্রধারী ক্যাডার ব্যবস্থা শতভাগ বন্ধ করা হোক। হল দখলের মত ন্যাক্কার জনক সিস্টেম কঠোর ভাবে বন্ধ করে শিক্ষার পরিবেশ নিশ্চিত করে সেরা শিক্ষা প্রতিষ্ঠানে রুপান্তর করার উদ্যোগ নেয়া হোক।

❤️❤️❤️ চাকুরিতে নিয়োগের সময় এনএসআইয়ের মাধ্যমে অযৌক্তিক রাজনৈতিক সংশ্লিষ্টতা খুজা বন্ধ করা হোক।

❤️❤️❤️ দুর্নিতির মূল উৎপাটনের জন্য সন্দেহভাজন সকলের সম্পদ অনুসন্ধান করে অবৈধ সম্পদের প্রমান পাওয়া গেলে তাদের বিরুদ্ধে দেশের আইন অনুযায়ী যথাযথ ব্যবস্থা গ্রহণ করা হোক। অবৈধ ভাবে সম্পদ অর্জনকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির মাধমে বুঝিয়ে দেয়া হোক যে, অবইধভাবে সম্পদ অর্জন কতটা বিপদজনক ও অন্যায়।

❤️❤️❤️ দুর্নিতি রোধ করার জন্য সংসদ সদস্য সহ সরকারী কর্মচারিদের নিজের এবং তার পরিবারের সম্পদের হিসাব প্রতিবছর তৃতীয় পক্ষের মাধ্যমে নিরীক্ষা করার ব্যবস্থা প্রবর্তন করা হোক। তাহলে দুর্নীতি মাধ্যমে অবৈধ ভাবে সম্পদ অর্জন সুরুতেই ধরা পরার সম্ভাবনা বাড়বে এবুং এতে দুর্নিতি করার প্রবনতা বন্ধ হতে পারে।

❤️❤️❤️ নির্বাহী ম্যজিস্ট্রেটের মাধ্যমে মোবাইল কোর্ট পরিচালনা সহ যে কোন বিচার বা দন্ড দেবার ক্ষমতা বন্ধ করে জুডিশিয়াল ম্যজিস্ট্রেটের এর নিকট এই ক্ষমতা হস্তান্তর করা হোক। নির্বাহী ম্যজিস্ট্রেটের মাধ্যমে ক্ষমাতাশালীদের অত্যাচার করার ব্যবস্থা বন্ধ করা হোক। জুডিশিয়াল ম্যজিস্ট্রেটের এর সংখ্যা বৃদ্ধি করে মামলার জট ছারিয়ে সল্পসময়ে মামলার রায় প্রদানের মাধ্যমে স্বাধীন বিচার ব্যবস্থা প্রতিষ্ঠিত করে আইনের শাসন নিশ্চিত করা হোক।

❤️❤️❤️ বিশেষ ক্ষমতা আইন ব্যবহার করে গ্রেপ্তার করার আইন বাতিল করে হয়রানী মুলক গ্রেপ্তার এর সুযোগ বন্ধ করা হোক। আইন বহির্ভুতভাবে মধ্যরাতে গ্রেপ্তারের প্রথা বুন্ধ করা হোক। সাদা পোশাকে কোন পুলিশ বা আইন শৃঙ্খলা বাহিনীর কেও যেন কাওকে গ্রেপ্তার করতে না পারে সে ব্যবস্থা করা হোক। প্রয়োজনে সাদা পোশাকে গ্রেপ্তার করা হলেও ইউনিফর্ম পরিহিত আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা ছাড়া ঘটনাস্থল থেকে আসামীকে যেন না নেওয়া হয় তা নিশ্চিত করা হোক। পুলিশ কোনভাবেই কোন অস্ত্রধারী হেলমেট বাহিনীকে সহায়তা করা বন্ধ করা হোক। বন্ধ হোক সকল অন্যায় ও অত্যাচারের পথ।

❤️❤️❤️ যে কাওকে গ্রেপ্তার করা হলে ছয় ঘন্টার মধ্যে অবশ্যই ছবি ও গ্রেপ্তারের কারণ সহ পুলিশের সেন্ট্রাল ওয়েব সাইটে প্রকাশ করার নিয়ম প্রবর্তন করা হোক। সেই সাথে পুলিশ রিমান্ডডের প্রতিটা মুহুর্তের ভিডিও ফুটেজ কোর্টে উপস্থাপনের ব্যবস্থা করা হোক।

❤️❤️❤️ পুলিশ কাওকে গ্রেপ্তার করার সময় বা কোন অভিজান পরিচালনা করার সময় ভিডিও ফুটেজ গ্রহণ বাধ্যতামূলক করা হোক। এবং কোর্ট চাইলে সেই ভিডিও ফুটেজ দিতে বাধ্য করা হোক। ভিডিও ফুটেজ ছাড়া কোন এঙ্কাউন্টারে কোন হত্যা কোনভাবেই গ্রহণ না করার আইন করা হোক।

❤️❤️❤️ কথায় কথায় ইন্টারনেট এবং সোশ্যাল মিডিয়া বুন্ধ করার সুযোগ বন্ধ করা হোক। সংবাদ মাধ্যমকে নিরপেক্ষভাবে সংবাদ প্রচার করার ব্যবস্থা করা হোক। স্যাটেলাইট ইন্টারনেটের লাইসেন্স দিয়ে নিরবিচ্ছিন্ন যোগাযোগ ব্যবস্থার সুযোগ করা হোক।

❤️❤️❤️ মামলার তদন্ত করার জন্য পুলিশ বাদে অন্য নতুন স্বাধীন সংস্থা প্রতিষ্ঠা করে তাদের মাধ্যমে মামলার নিরপেক্ষ তদন্ত করার ব্যবস্থা করা হোক।

❤️❤️❤️ সরকারীভাবে বিনা খরচে প্রবাসে শ্রমিক পাঠানোর ব্যবস্থা করা হোক, প্রয়োজনে প্রবাসে যেয়ে ঋণ পরিশোধের ব্যবস্থা চালু করে হয়রানী বন্ধ করা হোক। বিদেশে দুতাবাসে প্রবাসীদের সমস্যা সমাধানে অগ্রাধিকার দেবার ব্যবস্থা করা হোক।

❤️❤️❤️ বিদেশে অর্থ পাচারের সকল সুযোগ বন্ধ করা হোক। বিদেশে অর্থ পাচারের সাথে সংশ্লিষ্ট সকলের সম্পদ অতিরিক্ত আরো একটি সংস্থার মাধ্যমে প্রতি বছর নিরীক্ষা সম্পন্ন করা হোক। তাহলে নিজরা যদি সম্পদ অর্জন করতে না পারে তাহলে তারা অন্যকে অর্থ পাচারে সহায়তা করা বন্ধ করে দিতে পারে।

❤️❤️❤️ যে মন্ত্রি যে সংস্থার বা সেবার দায়িত্ব নেবে সেই মন্ত্রি এবং তার পরিবার সেই সেবার জন্য বিদেশে যাবার ব্যবস্থা বন্ধ করা হোক। তাহলে হয়তো নিজের জন্য হলেও মন্ত্রি সেই সেবা নিজ দেশে প্রতিষ্ঠিত করবে।

```` সুন্দর সোনার বাংলার প্রত্যাশায়``````

নওগাঁ শহরের চকমুক্তার মহল্লায় মেইন রোড সংলগ্ন কোম্পানির কনসাল্টেশন ও ডায়াগনস্টিক সেন্টারের জন্য বিল্ডিং এর পাইলিং কাজ শু...
02/04/2023

নওগাঁ শহরের চকমুক্তার মহল্লায় মেইন রোড সংলগ্ন কোম্পানির কনসাল্টেশন ও ডায়াগনস্টিক সেন্টারের জন্য বিল্ডিং এর পাইলিং কাজ শুরু করা হয়েছে।

21/03/2023
21/09/2022
21/09/2022
21/09/2022

Address

Naogaon

Telephone

+8801712539707

Website

Alerts

Be the first to know and let us send you an email when Naogaon People's Faith Hospital Ltd. posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Practice

Send a message to Naogaon People's Faith Hospital Ltd.:

Share

Share on Facebook Share on Twitter Share on LinkedIn
Share on Pinterest Share on Reddit Share via Email
Share on WhatsApp Share on Instagram Share on Telegram

Category