গ্যাস্ট্রো-লিভার হেল্প লাইন-ডা. মো. মামুনুর রশিদ

  • Home
  • Bangladesh
  • Naogaon
  • গ্যাস্ট্রো-লিভার হেল্প লাইন-ডা. মো. মামুনুর রশিদ

গ্যাস্ট্রো-লিভার হেল্প লাইন-ডা. মো. মামুনুর রশিদ এমবিবিএস, বিসিএস (স্বাস্থ্য)
এমডি (গ্যাস্ট্রোএন্টারোলজি) রেসিডেন্ট
বিএসএমএমইউ , ঢাকা।
(4)

আপনি চাইলেই আপনার শরীরে দুইটা হার্ট ❤️ তৈরি করতে পারেন, বিশ্বাস না হলে পড়ে দেখুন....  যদি বলি আমার দুইটা হার্ট!!! তাহলে ...
01/07/2025

আপনি চাইলেই আপনার শরীরে দুইটা হার্ট ❤️ তৈরি করতে পারেন, বিশ্বাস না হলে পড়ে দেখুন....

যদি বলি আমার দুইটা হার্ট!!!
তাহলে অবাক হবেন? আসলেই অবাক হওয়ার মতোই কথা।
কিন্তু চিকিৎসা বিজ্ঞান কিন্তু সেরকম ই বলে।
একটা হার্ট তো আমরা জানিই। কিন্তু আমাদের পায়ের মাংসপেশি
( gastrocnemius এবং soleus) এমনভাবে বিন্যস্ত যে সেটা আমাদের হাঁটার সময় রক্ত পাম্প করতে সক্ষম! মানে হার্টের মত কাজ করে। এই জন্যই এটা কে পেরিফেরাল হার্ট বলে।

আপনি চাইলেই আপনার দ্বিতীয় হৃদপিণ্ড কে সচল করতে পারেন-

🩺 আমাদের হাঁটার সময় কাফ মাসল বারবার সংকুচিত ও প্রসারিত হয়, যা muscle pump চালু রাখে। ফলে পায়ের রক্ত সহজে হার্টে ফিরে আসে।

🩺 দ্বিতীয় হৃদপিণ্ড কে সচল করলে যে সব সুবিধা পাবেন

🌿 শরীরের নিচের অংশ থেকে হার্টে রক্ত ফেরত সহজ হয় → হৃদপিণ্ডের কাজ কমে, ফলে যাদের হার্টে ফেইলর, হার্ট অ্যাটাকের হিস্ট্রি আছে তাদের জন্য বেশ উপকারী৷
🌿 যাদের পা ফোলা থাকে তাদের ওষুধ ছাড়াই ফোলা কমাবে৷
🌿 পায়ের রগে রক্ত জমাট ( deep vein thrombosis) প্রতিরোধ করে দীর্ঘসময় বসে থাকা বা শুয়ে থাকার পরে হাঁটলে করলে thrombosis হয় না, ফলে রক্তনালীতে রক্ত জমাট বাঁধতে বাঁধা দেয়।
🌿 Varicose vein প্রতিরোধে সাহায্য করে৷
🌿 বয়ষ্ক, গর্ভাবস্থায় এবং হার্টের সমস্যা থাকলে পায়ে পানি আসা প্রতিরোধ করে৷
🌿 প্রতিদিন ৩০ মিনিট হাঁটুন 🦵, দ্বিতীয় হৃদপিণ্ড কে সচল করুন।
ডা. মো. মামুনুর রশিদ

 #অনলাইন_চেম্বার  #প্রতিদিন #অনলাইনে_দেখালে_পরের_ফলোআপ_ভিজিট  #ফ্রি  #ঘরে_বসেই_নিতে_পারবেন_চিকিৎসা  কারা, কখন অনলাইনে চি...
24/12/2024

#অনলাইন_চেম্বার
#প্রতিদিন
#অনলাইনে_দেখালে_পরের_ফলোআপ_ভিজিট #ফ্রি
#ঘরে_বসেই_নিতে_পারবেন_চিকিৎসা

কারা, কখন অনলাইনে চিকিৎসা নিবেন?

♦ জরুরী প্রয়োজনে #প্রতিদিন_২৪_ঘন্টা
♦ দুরুত্বের কারনে যারা চেম্বারে আসতে পারবেন না
♦ বিদেশে থাকেন
♦ ফলোআপে শুধু রিপোর্ট দেখাতে চান


🦋🦋 যেসকল রোগের সেবা নিতে পারবেন 🦋🦋
🌿🌿🌿
👉 পেপটিক আলসার (গ্যাস্ট্রিক আলসার,
ডিওডেনাল আলসার, খাদ্যনালির আলসার,
ক্ষুদ্রান্ত্রের আলসার)।
👉 পেটের সমস্যা- ঘন ঘন গ্যাস-অম্বল ও বদহজম।
👉 খাবার পর পেট ফুলে যায়। পেট ফেঁপে থাকে ।
👉 খাবার আগে/পরে পেট ব্যাথা,বুক জ্বালা-পোড়া ।
👉 মুখ টক হয়ে থাকে, বারবার ঢেকুর উঠে ।
👉 খাবারের অরুচি (খিদে কমতে থাকা)।
👉 প্রায় সময় পেটে ব্যথা, জ্বর, বমি বমি ভাব ও বমি
হওয়া,অবসন্ন ও ক্লান্ত অনুভব করা।
👉 GERD/ খাবার পরে গলায় কিছু আটকে আছে
মনে হওয়া বা গলায় টোপলা হলে থাকে।
👉 খাবার পরে উপর পিঠ টেনে ধরে/ পিঠে খোঁচা
অনুভতি হওয়া ।
👉 খাবার পরে বমি হওয়া বা সব সময় বমি বমি ভাব
🌿🌿🌿
👉 ডায়রিয়া বা কোষ্ঠকাঠিন্য, কখনও কখনও দুটোই।
👉 দীর্ঘদীন পাতলা পায়াখানা, আমাশয়।
👉 মলদ্বার দিয়ে রক্ত বা মলের সাথে রক্ত আসা
👉 মলদ্বার শ্লেষ্মো বা পিচ্ছিল পদার্থ যাওয়া
👉 খাওয়ার পরপরই পেট ব্যাথা/ পায়াখানা হওয়া
👉 দ্রুত বাথরুম যাওয়ার অনুভূতি কিন্তু অসম্পূর্ণ
মল ত্যাগ হওয়া।
👉 পেটে বিরক্তিকর সমস্যা/ IBS
👉 পেটে ব্যাথা কিংবা এপেন্ডিসাইটিস সন্দেহ।
👉 পায়খানার সঙ্গে হজম না হওয়া খাদ্য কণার মিশ্রণ
👉 সাদা বা কালো রংয়ের পায়াখানা হওয়া।
🌿🌿🌿
👉 জন্ডিস ( লিভার জন্ডিস এবং লিভার সিরোসিস)
👉 ফ্যাটি লিভার বা লিভারে চর্বি জমা।
👉 হেপাটাইটিস এ/বি/সি ( HBsAg পজেটিভ।)
👉 পেশাব হলুদ বর্ণ হয়ে যাওয়া এবং ঘনঘন পেশাব।
👉 ওজন কমতে থাকা
🌿🌿🌿
👉 জ্বর, সর্দি, কাশি , গলা ব্যাথা
👉 প্রি-ডায়বেটিস, ডায়বেটিস
👉 উচ্চ রক্তচাপ।
👉 টাইফয়েড জ্বর, , টাইফাস জ্বর।
👉 তলপেটে ব্যাথা/ পেশাবে জ্বালাপোড়া সহ
গ্যাস্ট্রো-লিভার এবং মেডিসিনের সকল রোগের
চিকিৎসা নিতে পারবেন ইনশাআল্লাহ।

♦ চেম্বার-
🏥 ডাইনামিক ল্যাব অ্যান্ড হসপিটাল
চক মুক্তার, বকুলতলার মোড়( বরেন্দ্র গেটের
বিপরীতে ), মেইন রোড, নওগাঁ।

👉সাক্ষাতঃ
🗓️ শুক্রবার - (সকাল ৯:৩০ হতে বিকাল ৫ টা পর্যন্ত)

♠ অনলাইনে - প্রতিদিন।

♦যোগাযোগ এবং সিরিয়ালের জন‍্য
01797334659 / 01710656551

♥♥♥
ডাঃ মোঃ মামুনুর রশিদ
এমবিবিএস; বিসিএস ( স্বাস্থ্য)
জিপি (মেডিসিন)
প্রভাষক, নওগাঁ মেডিকেল কলেজ, নওগাঁ (সাবেক)
এমডি (গ‍্যাস্টোএন্টরোলজি) রেসিডেন্ট
বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় (সাবেক পিজি হাসপাতাল) ঢাকা ।
জিপি (মেডিসিন)
#পেট_পরিপাকতন্ত্র_লিভার_ও_মেডিসিন_বিভাগ

১৭/১২/২৪ এর পর থেকে শুধুমাত্র প্রতি শুক্রবার নওগাঁ চেম্বার করব ইনশাআল্লাহ!
12/12/2024

১৭/১২/২৪ এর পর থেকে শুধুমাত্র প্রতি শুক্রবার নওগাঁ চেম্বার করব ইনশাআল্লাহ!

02/10/2024

আলহামদুলিল্লাহ! সুদুর মেহেরপুর জেলা থেকে আগত রোগী, আল্লাহ এখন ভালো রেখেছেন। শুকরিয়া আল্লাহর ❤️।প্রয়োজনে যোগায.....

Address

Naogaon

Alerts

Be the first to know and let us send you an email when গ্যাস্ট্রো-লিভার হেল্প লাইন-ডা. মো. মামুনুর রশিদ posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Practice

Send a message to গ্যাস্ট্রো-লিভার হেল্প লাইন-ডা. মো. মামুনুর রশিদ:

Share

Share on Facebook Share on Twitter Share on LinkedIn
Share on Pinterest Share on Reddit Share via Email
Share on WhatsApp Share on Instagram Share on Telegram

Category