Institute Of Health Technology - IHT, Naogaon

  • Home
  • Institute Of Health Technology - IHT, Naogaon

Institute Of Health Technology - IHT, Naogaon Institute Of Health Technology (IHT), Dhamoirhat , Naogaon
All the students please follow the page

২০২৪-২৫ শিক্ষাবর্ষের আইএইচটি/ম্যাটসের ভর্তি বিজ্ঞপ্তি.......
10/06/2024

২০২৪-২৫ শিক্ষাবর্ষের আইএইচটি/ম্যাটসের ভর্তি বিজ্ঞপ্তি.......

১৬ই ডিসেম্বর মহান বিজয় দিবস উপলক্ষে নওগাঁ আইএইচটি 🌸সবাই কে বিজয় দিবসের শুভেচ্ছা 🇧🇩
16/12/2023

১৬ই ডিসেম্বর মহান বিজয় দিবস উপলক্ষে নওগাঁ আইএইচটি 🌸
সবাই কে বিজয় দিবসের শুভেচ্ছা 🇧🇩

নওগাঁ আইএইচটি (২০২৩-২৪) এর ১ম ওয়েটিং এর রেজাল্টঅভিনন্দন সবাইকে ❤️💐
04/12/2023

নওগাঁ আইএইচটি (২০২৩-২৪) এর ১ম ওয়েটিং এর রেজাল্ট
অভিনন্দন সবাইকে ❤️💐

21/10/2023

নওগাঁ আই এইচ টি তে যারা চান্স পেয়েছেন ও ভর্তি হওয়ার সুযোগ পেয়েছেন সবাইকে জানাই আমাদের পক্ষ হইতে লাল গোলাপের শুভেচ্ছা।
স্মার্ট ক্যারিয়ার, ভবিষ্যৎ চিকিৎসা- প্রযুক্তি বিদ হিসেবে নিজেদের প্রস্তুত করুন।

01/10/2023
01/10/2023

আইএইচটি/ ম্যাটস নিয়ে কিছু প্রশ্ন...?

১. আইএইচটি তে কি Transfer নেয়া যায়..?

উত্তরঃ না। IHT & MATS এ Transfer এর কোনো System চালু হয় নি আজ অবধি। So, যেখানে চান্স হয়েছে,সেখানেই ৪ বছর পড়তে হবে।

২. Subject চেন্স / Migration করা যায় কি..?

উত্তরঃ না। Subject চেন্স / Migration করার কোনো উপায় নেই।

৩. কুড়িগ্রাম এ ভর্তি হয়ে রংপুর এ ক্লাস করা যাবে কি..?

উত্তরঃ না। যেখানে চান্স পেয়েছেন সেখানেই ক্লাস করতে হবে। কারণ প্রাকটিকাল & লিখিত উভয় বিষয়ে আলাদাভাবে পাশ করতে হবে। প্রাকটিকাল ১০০ মার্কস- ক্লাস এটেন্ডটেন্স, ক্লাস পরীক্ষা (আইটেম কার্ড), প্রাকটিকাল খাতা।

৪. IHT & MATS এর পাশাপাশি কি General Line এ পড়াশুনা করা যাবে..?

উত্তরঃ হ্যাঁ, যাবে। আপনি যদি আইএইচটি তে SSC এর সব মুল কাগজপত্র দিয়ে অন্য কোথাও পড়তে পারেন,সেটা আপনার ব্যক্তিগত ব্যাপার। এটা কলেজ কে জানানোর দরকার নেই।

৫. হোস্টেল কি ভালো হবে..?

উত্তরঃ সেটা একান্ত আপনার ব্যক্তিগত ব্যাপার৷কারণ, হোস্টেল- ম্যাচ ২টাই ভালো। ভালো খারাপ দিক সব কিছুরই আছে,এটারও থাকবে,এটাই স্বাভাবিক।

৬. আমি ৭/২৫/৩৫ নাম্বার Waiting এ আছি, আমার কি চান্স হবে..?

উত্তরঃ এটা একান্ত নির্ভর করবে ওই ডিপার্টমেন্ট এ ভর্তির উপর। তবে যারা lab 1-25 নাম্বার Waiting list এ আছে, তাদের চান্স পাওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি। অন্যান্য subject ১-৩৫ যারা এর আছেন, তারাও চান্স পেতে পারে, So, আপনারা যারা Waiting এ আছেন, তারা ধৈর্য হারা না হয়ে শুধু অপেক্ষা করুন। মেরিট ভর্তি শেষ হলে 1st waiting list এর Result প্রকাশ পাবে। অতএব, কারো প্রলোভনে পড়ে আর্থিক লেনদেন করবেন না। যারা Waiting List এ আছেন।

#ধন্যবাদ।

30/09/2023

★আইএইচটিঃ IHT:(IHTএর পূর্ণরূপ হলো -Institute of Health Technology).
IHT এর সাবজেক্ট সমূহ:
১.ল্যাবরেটরি=রক্ত পরীক্ষা, প্রসাব পরীক্ষা, কফ পরীক্ষা সহ যাবতীয় পরীক্ষা এই সাবজেক্টের অন্তর্ভূক্ত।
২.রেডিওগ্রাফি/রেডিওলজি= এক্সরে, এম আর আই, সিটি স্ক্যান ইত্যাদি করা।
৩.ফিজিওথেরাপী= বাত ব্যাথা, প্যারালাইসিস, স্ট্রোকের রোগী কে চিকিৎসা দেওয়া।
৪.রেডিওথেরাপী= ক্যান্সারের রোগীকে থেরাপী দেওয়া।
৫.ডেন্টিষ্ট্রি= দাতের চিকিৎসা।
৬.ফামের্সী= ঔষধ এর কাজ।
৭.ওটিএ
৮.আই সি ইউ
৯আই সি এ
IHT তে পড়ে আপনি একজন মেডিকেল টেকনোলোজিস্ট হতে পারবেন।
IHT এর কোর্স ৪ বছরের ডিপ্লোমা কোর্স বর্তমানে।

30/09/2023

>

আইএইচটি ম্যাটস এ ভর্তি তারিখ:-
ভর্তি শুরু:- ২৬শে সেপ্টেম্বর ২০২৩ হতে
ভর্তি শেষ:- ২৩ অক্টোবর ২০২৩ পর্যন্ত

✓ভর্তি ফি কতো টাকা?
বিভিন্ন আইএইচটি ম্যাটস এর ভর্তি ফি বিভিন্ন রকম। আবার কোন কোন প্রতিষ্ঠান ভর্তির সময় হোস্টেল ফি ও ভর্তি ফি এক সাথে নেয়। তবে আমরা আগের বছরের কিছু কিছু প্রতিষ্ঠানের ভর্তি ফি গ্রুপে দিয়ে রাখব। ভর্তি ফি জানার জন্য, আপনার চান্স কৃত অফিস স্টাফ এর সাথে যোগাযোগ করে যেনে নিতে পারেন।

✓কলেজ মাইগ্রেশন করা যাবে কিনা?
IHT MATS এ চান্স পাওয়ার কোন কলেজে মাইগ্রেশন করা যায় না। যার যেখানে চান্স হয়েছে সেখানে তাকে ভর্তি হতে হবে এবং সেখানেই পড়ালেখা করতে হবে।

✓ভর্তি হতে কতো টাকা লাগবে।
বিভিন্ন কলেজের ভর্তি ফি বিভিন্ন রকম। কিছু কিছু প্রতিষ্ঠানের ভর্তি ফি লিস্ট কমেন্ট বক্স এ দেওয়া হবে।
বিঃদ্রঃ প্রতিষ্ঠান ভিত্তিতে ভর্তি ফি একটু কম বেশি হতে পারে।

✓ভর্তির সময় কী কী কাগজপত্র লাগবে।
১. এসএসসির মুল মার্কশিট
২. এসএসসির মুল সার্টিফিকেট
৩. এসএসসির প্রসংসাপত্র
৪. চারিত্রিক সনদপত্র ( ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ও জেলা স্থায়ী নাগরিকত্বের সনদপত্র)
৫. চার কপি রঙ্গিন ছবি , সাথে দুই কপি সত্যায়িত করা রাখার চেষ্টা করব, টোটাল ৬ থেকে ৮ কপি ছবি সাথে রাখতে হবে।
৬. ভর্তি পরীক্ষার প্রবেশপত্র/ আবেদন কপি / রেজাল্ট কার্ডের রঙিন প্রিন্ট ( এটি এখনো চালু হয়নি। চালু হলে ওয়েবসাইটে থেকে ইউজার আইডি ও পাসওয়ার্ড দিয়ে লগইন করে রেজাল্ট কার্ড রঙিন প্রিন্ট করতে হবে।)
বিঃদ্রঃ যাদের এসএসসি পাশের মুল সনদপত্র নেই, তাদের ভর্তির জন্য সাময়িক ভাব প্রশংসাপত্র দিয়ে ভর্তি হতে পারবে। তবে পরবর্তীতে নির্দিষ্ট সময়ে মধ্যে সনদপত্র জমা দিতে হবে।
৭. কেউ যদি কোটায় ভর্তি হয়, তাহলে ওই কোটার কাগজপত্র

✓হোস্টেল ফি কতো টাকা?
প্রতিষ্ঠান ভিত্তিতে হোস্টেল ফি একবারে জমা দিয়ে হোস্টেলের সিট বুকিং দিতে হয়। এখন ভর্তি কার্যক্রম শেষ হলে আপনি ক্লাশ শুরু হওয়ার আগ পর্যন্ত যে কোন সময়ে হোস্টেলের সিট বুকিং দিতে পারবেন।

✓ওয়েটিং রেজাল্ট কীভাবে দিবে।
ওয়েটিং রেজাল্ট মুলত তিনটি ধাপে সম্পন্ন হয়ে থাকে। 1st waiting, 2nd waiting, 3rd waiting , মেরিট পজিশনের ভর্তি আবেদন শেষ হলে যে আসন সংখ্যা ফাকা থাকবে ওই আসন সংখ্যার ভিত্তিতে প্রথম ওয়েটিং রেজাল্ট প্রকাশিত হবে। এভাবে ফাঁকা আসন সংখ্যার ভিত্তিতে তিনটি ওয়েটিং রেজাল্ট প্রকাশিত হবে।
আসন সংখ্যার ভিত্তিতে ওয়েটিং রেজাল্ট প্রকাশিত হয়ে থাকে।

বিঃদ্রঃ সকল কাগজপত্র অরজিনাল জমা দিতে হবে। ফটোকপি ও সত্যায়িত কোন কাগজপত্র জমা দিয়ে ভর্তি হয় না।
তবে ভর্তি সময় সকল কাগজপত্রের এক কপি করে ফটোকপি করে নিয়ে যেতে হবে।
এবং ভবিষ্যত প্রয়োজনের জন্য রঙ্গিন প্রিন্ট করে বাসায় স্বযত্নে রাখতে হবে।
কেননা পরবর্তী তে কাগজের ফটোকপি লাগলে, অফিস থেকে পেপার তুলতে অনেক ভোগান্তি পোহাতে হয়। তাই নিজের জন্য এক কপি রঙ্গিন স্ক্যান প্রিন্ট কপি বাসায় সংরক্ষণ করতে হবে।

২০২৩-২৪ এর চান্স প্রাপ্ত শিক্ষার্থীদের ভর্তি নোটিশ.....
30/09/2023

২০২৩-২৪ এর চান্স প্রাপ্ত শিক্ষার্থীদের ভর্তি নোটিশ.....

২০২৩-২৪ এ নওগাঁ আইএইচটি তে চান্স প্রাপ্ত শিক্ষার্থীরা ...সবাই কে অভিনন্দন ও শুভেচ্ছা 💐🌸
30/09/2023

২০২৩-২৪ এ নওগাঁ আইএইচটি তে চান্স প্রাপ্ত শিক্ষার্থীরা ...
সবাই কে অভিনন্দন ও শুভেচ্ছা 💐🌸

Address


Website

Alerts

Be the first to know and let us send you an email when Institute Of Health Technology - IHT, Naogaon posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

  • Want your practice to be the top-listed Clinic?

Share

Share on Facebook Share on Twitter Share on LinkedIn
Share on Pinterest Share on Reddit Share via Email
Share on WhatsApp Share on Instagram Share on Telegram