01/10/2023
আইএইচটি/ ম্যাটস নিয়ে কিছু প্রশ্ন...?
১. আইএইচটি তে কি Transfer নেয়া যায়..?
উত্তরঃ না। IHT & MATS এ Transfer এর কোনো System চালু হয় নি আজ অবধি। So, যেখানে চান্স হয়েছে,সেখানেই ৪ বছর পড়তে হবে।
২. Subject চেন্স / Migration করা যায় কি..?
উত্তরঃ না। Subject চেন্স / Migration করার কোনো উপায় নেই।
৩. কুড়িগ্রাম এ ভর্তি হয়ে রংপুর এ ক্লাস করা যাবে কি..?
উত্তরঃ না। যেখানে চান্স পেয়েছেন সেখানেই ক্লাস করতে হবে। কারণ প্রাকটিকাল & লিখিত উভয় বিষয়ে আলাদাভাবে পাশ করতে হবে। প্রাকটিকাল ১০০ মার্কস- ক্লাস এটেন্ডটেন্স, ক্লাস পরীক্ষা (আইটেম কার্ড), প্রাকটিকাল খাতা।
৪. IHT & MATS এর পাশাপাশি কি General Line এ পড়াশুনা করা যাবে..?
উত্তরঃ হ্যাঁ, যাবে। আপনি যদি আইএইচটি তে SSC এর সব মুল কাগজপত্র দিয়ে অন্য কোথাও পড়তে পারেন,সেটা আপনার ব্যক্তিগত ব্যাপার। এটা কলেজ কে জানানোর দরকার নেই।
৫. হোস্টেল কি ভালো হবে..?
উত্তরঃ সেটা একান্ত আপনার ব্যক্তিগত ব্যাপার৷কারণ, হোস্টেল- ম্যাচ ২টাই ভালো। ভালো খারাপ দিক সব কিছুরই আছে,এটারও থাকবে,এটাই স্বাভাবিক।
৬. আমি ৭/২৫/৩৫ নাম্বার Waiting এ আছি, আমার কি চান্স হবে..?
উত্তরঃ এটা একান্ত নির্ভর করবে ওই ডিপার্টমেন্ট এ ভর্তির উপর। তবে যারা lab 1-25 নাম্বার Waiting list এ আছে, তাদের চান্স পাওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি। অন্যান্য subject ১-৩৫ যারা এর আছেন, তারাও চান্স পেতে পারে, So, আপনারা যারা Waiting এ আছেন, তারা ধৈর্য হারা না হয়ে শুধু অপেক্ষা করুন। মেরিট ভর্তি শেষ হলে 1st waiting list এর Result প্রকাশ পাবে। অতএব, কারো প্রলোভনে পড়ে আর্থিক লেনদেন করবেন না। যারা Waiting List এ আছেন।
#ধন্যবাদ।