Naogaon Blood Circle

Naogaon Blood Circle সৃষ্টির সেবায় নিয়োজিত একটি সামাজিক সংগঠন।

নওগাঁয় থ্যালাসেমিয়া প্রতিরোধে রাষ্ট্রীয় উদ্যোগের দাবীতে মানববন্ধননওগাঁ ব্লাড সার্কেলের উদ্যোগে বৃহস্পতিবার (৮ মে ২০২৫) ...
08/05/2025

নওগাঁয় থ্যালাসেমিয়া প্রতিরোধে রাষ্ট্রীয় উদ্যোগের দাবীতে মানববন্ধন

নওগাঁ ব্লাড সার্কেলের উদ্যোগে বৃহস্পতিবার (৮ মে ২০২৫) দুপুর ১২ টা ৩০ মিনিটে নওগাঁ শহরের মুক্তির মোড় শহীদ মিনার চত্বরে বিশ্ব থ্যালাসেমিয়া দিবস উপলক্ষে মানববন্ধন অনুষ্ঠিত হয়।

শিক্ষার্থীরা সুনির্দিষ্ট কিছু দাবীতে এই মানববন্ধনে আয়োজন করেন। কর্মসূচিতে বক্তারা থ্যালাসেমিয়ার প্রতিরোধ ও সচেতনতার গুরুত্ব তুলে ধরেন এবং এই জিনগত রোগ সম্পর্কে জনসচেতনতা বাড়াতে সরকার ও সমাজের সর্বস্তরের মানুষকে এগিয়ে আসার আহবান জানান।

মানববন্ধনে উপস্থিত ছিলেন নওগাঁ ব্লাড সার্কেলের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক রিজভী আহম্মেদ, যুগ্ম সাধারন সম্পাদক মীর রাগীব মাসুম, সাংগঠনিক সম্পাদক আবরার রাকিন, সরকারি কলেজ ইউনিটের সাধারণ সম্পাদক রাফিউল বারী রাজন, নূর মোহাম্মদ রফি ও হৃদয় সহ অন্যান্য স্বেচ্ছাসেবীবৃন্দ।

নওগাঁ ব্লাড সার্কেলের সাধারণ সম্পাদক রিজভী আহম্মেদ মানববন্ধনে বলেন, বিশ্ব থ্যালাসেমিয়া দিবস উপলক্ষে সুনির্দিষ্ট ৫ দফা দাবিতে আমরা মানববন্ধন করছি। আমাদের দাবিগুলো হচ্ছে, ১. সরকারি খরচে ছাত্রজীবনেই থ্যালাসেমিয়ার বাহক টেস্টের ব্যবস্থা করতে হবে। ২. মাধ্যমিক পাঠ্যপুস্তকে প্রতিটি শ্রেণিতে থ্যালাসেমিয়া সংক্রান্ত স্বতন্ত্র অধ্যায় সংযোজন করতে হবে। ৩. প্রতি জেলায় থ্যালাসেমিয়া পেশেন্টদের জন্য স্পেশালাইজড হাসপাতাল তৈরি করতে হবে। ৪. থ্যালাসেমিয়া আক্রান্তদের ফ্রি চিকিৎসা ও এবিষয়ে গবেষণার জন্য জাতীয় বাজেটে বরাদ্দ রাখতে হবে। ৫. থ্যালাসেমিয়া আক্রান্তদের শারীরিক প্রতিবন্ধী হিসেবে স্বীকৃতি দান করে সংশ্লিষ্ট সুযোগ-সুবিধা ও কোটা প্রদান করতে হবে।

নওগাঁ ব্লাড সার্কেলের যুগ্ম সাধারণ সম্পাদক মীর রাগীব মাসুম বলেন , প্রতিটি মানুষের উচিত বিয়ের আগে থ্যালাসেমিয়া পরীক্ষা করানো। সচেতনতা ছাড়া এই রোগের বিস্তার ঠেকানো সম্ভব নয়।” তিনি আরও জানান, সংগঠনের পক্ষ থেকে থ্যালাসেমিয়া বিষয়ে সচেতনতা তৈরির লক্ষ্যে নিয়মিত ক্যাম্পেইন ও রক্তদান কার্যক্রম পরিচালনা করা হয়।

মানববন্ধন শেষে অংশগ্রহণকারীরা হাতে ব্যানার ও প্ল্যাকার্ড নিয়ে থ্যালাসেমিয়া প্রতিরোধে একসঙ্গে কাজ করার অঙ্গীকার করেন।

অরফানেট জার্নাল অব রেয়ার ডিজিজেসে প্রকাশিত ‘থ্যালাসেমিয়া ইন সাউথ এশিয়া: ক্লিনিক্যাল লেসনস লার্ন্ট ফ্রম বাংলাদেশ’ শীর্ষক ...
07/05/2025

অরফানেট জার্নাল অব রেয়ার ডিজিজেসে প্রকাশিত ‘থ্যালাসেমিয়া ইন সাউথ এশিয়া: ক্লিনিক্যাল লেসনস লার্ন্ট ফ্রম বাংলাদেশ’ শীর্ষক গবেষণার তথ্য অনুযায়ী, ‘বাংলাদেশের ১০-১২ ভাগ মানুষ থ্যালাসেমিয়ার বাহক।’ বিশ্বে থ্যালাসেমিয়া রোগের বাহক সংখ্যা প্রায় ২৫ কোটি। যার মধ্যে ২ কোটিই বাংলাদেশে! অর্থাৎ পৃথিবীর মোট থ্যালাসেমিয়া বাহকের ৮ শতাংশই আমাদের দেশের। বায়োমেডিকেল রিসার্চ ফাউন্ডেশনের (বিআরএফ) তথ্য অনুযায়ী, দেশে কমপক্ষে ৬০-৭০ হাজার থ্যালাসেমিয়া আক্রান্ত শিশু-কিশোর রয়েছে। আর এক গবেষণায় দেখা গেছে, ৪০ শতাংশের বেশি উপজাতি শিক্ষার্থী থ্যালাসেমিয়া রোগের বাহক হওয়া সত্ত্বেও তাদের বেশিরভাগ এ রোগের নামই শোনেনি। থ্যালাসেমিয়া একটি বংশগত রোগ। যখন স্বামী ও স্ত্রী দুজনই বাহক হয় তখন তাদের সন্তানের ক্ষেত্রে থ্যালাসেমিয়া হওয়ার সম্ভাবনা থাকে। থ্যালাসেমিয়ার চিকিৎসার চেয়ে প্রতিরোধই সর্বোত্তম পন্থা। এ ক্ষেত্রে দুজন বাহকের বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়া থেকে বিরত থাকতে হবে। নিজে বাহক কি না, তা জানতে হিমোগ্লোবিন ইলেকট্রোফরেসিস টেস্ট করে নিতে হবে। থ্যালাসেমিয়া প্রতিরোধে, মাধ্যমিক পাঠ্যপুস্তকে প্রতিটি শ্রেণিতে থ্যালাসেমিয়া-সংক্রান্ত স্বতন্ত্র অধ্যায় সংযোজন করা যেতে পারে। সরকার বিয়ের আগে প্রত্যেকের জন্য বিনামূল্যে বাধ্যতামূলক থ্যালাসেমিয়া টেস্টের ব্যবস্থা নিতে পারে। আমাদের সম্মিলিত প্রচেষ্টা দেশ থেকে থ্যালাসেমিয়া নির্মূলে সহায়ক হবে, ইনশাআল্লাহ।

ঈদ আমাদের দেড় হাজার বছরের সংস্কৃতি।ঈদ ইবাদত। ঈদ সংস্কৃতি। ঈদ মানে আনন্দ। ঈদ ঘুমিয়ে কাটানোর জন্য নয়। ঈদের খুশিতে ভুলে যাই...
30/03/2025

ঈদ আমাদের দেড় হাজার বছরের সংস্কৃতি।

ঈদ ইবাদত। ঈদ সংস্কৃতি। ঈদ মানে আনন্দ। ঈদ ঘুমিয়ে কাটানোর জন্য নয়। ঈদের খুশিতে ভুলে যাই সব দুঃখ-কষ্ট-পেরেশেনি। সবাই মিলে ঈদকে আনন্দঘন করে তুলি। আল্লাহ রাব্বুল আলামিন মুমিন মুসলমানদের প্রতি নিয়ামাত হিসেবে ঈদ দান করেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা শরীফ হতে হিজরত করে যখন মদিনা শরীফ পৌঁছলেন তখন মদিনাবাসীদের নওরোজ ও মেহেরজান নামে দুইটি আনন্দ দিবস উদযাপন করতে দেখলেন, যে দিবসগুলোতে তারা শুধু খেলাধুলা, আমোদ-ফুর্তি করে। হযরত আনাস রাদি আল্লাহু আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞেস করলেন এ দু'দিনের কী তাৎপর্য আছে? মদিনাবাসীগণ উত্তর দিলেন : আমরা জাহেলি যুগে এ দু'দিনে খেলাধুলা করতাম। তখন তিনি বললেন : "আল্লাহ রাব্বুল আলামিন এ দু'দিনের পরিবর্তে তোমাদের জন্য এর চেয়ে শ্রেষ্ঠ দু'টো দিন দিয়েছেন। আর তা হলো ঈদুল আযহা ও ঈদুল ফিতর।" (সুনান আবু দাউদ : ১১৩৪)

প্রত্যেকের ঈদ হয়ে উঠুক আনন্দে ভরপুর। ঈদ মুবারাক। তাকাব্বালাল্লাহু মিন্না ওয়া মিনকুম।

#নওগাঁ_ব্লাড_সার্কেল #সৃষ্টির_সেবা_হোক_আল্লাহর_সন্তুষ্টির_জন্য

এতিম ও রিকশাচালক ভাইদের মাঝে ইফতার বিতরণআলহামদুলিল্লাহ, শনিবার (২২ মার্চ ২০২৫) নওগাঁ ব্লাড সার্কেলের পক্ষ থেকে খাস নওগাঁ...
29/03/2025

এতিম ও রিকশাচালক ভাইদের মাঝে ইফতার বিতরণ

আলহামদুলিল্লাহ, শনিবার (২২ মার্চ ২০২৫) নওগাঁ ব্লাড সার্কেলের পক্ষ থেকে খাস নওগাঁ মরাকাটা মাদ্রাসা ও এতিমখানায় শিশুদের মাঝে ইফতার বিতরণ করা হয়। শহরে ঘুরে ঘুরে রিকশাচালক ভাইদের মাঝে ইফতার বিতরণ করা হয়। একই সাথে প্যারীমোহন লাইব্রেরিতে সদস্যদের নিয়ে আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

নওগাঁ মেডিকেল কলেজ বন্ধের পরিকল্পনার নিন্দা ও প্রতিবাদ।
15/03/2025

নওগাঁ মেডিকেল কলেজ বন্ধের পরিকল্পনার নিন্দা ও প্রতিবাদ।

বইমেলা ২০২৫ ক্যাম্পেইন আপডেট• মোট ব্লাড গ্রুপিং: ২৬৬ জন• মোট সদস্য সংগ্রহ: ১৩  • আলহামদুলিল্লাহ
22/02/2025

বইমেলা ২০২৫ ক্যাম্পেইন আপডেট
• মোট ব্লাড গ্রুপিং: ২৬৬ জন
• মোট সদস্য সংগ্রহ: ১৩
• আলহামদুলিল্লাহ

আলহামদুলিল্লাহ, ২৩ জন স্কুল শিক্ষার্থীকে নওগাঁ ব্লাড সার্কেলের পক্ষ থেকে শিক্ষা উপকরণ উপহার।
19/02/2025

আলহামদুলিল্লাহ, ২৩ জন স্কুল শিক্ষার্থীকে নওগাঁ ব্লাড সার্কেলের পক্ষ থেকে শিক্ষা উপকরণ উপহার।

নওগাঁ বইমেলা ক্যাম্পেইন: প্রথম দিন• তারিখ: ১৫ ফেব্রুয়ারি ২০২৫• উপস্থিত ভলেন্টিয়ার: ১২ জন • ফ্রি ব্লাড গ্রুপিং: ২০ জন • ...
15/02/2025

নওগাঁ বইমেলা ক্যাম্পেইন: প্রথম দিন
• তারিখ: ১৫ ফেব্রুয়ারি ২০২৫
• উপস্থিত ভলেন্টিয়ার: ১২ জন
• ফ্রি ব্লাড গ্রুপিং: ২০ জন
• নতুন সদস্য : ১ জন
• আলহামদুলিল্লাহ

#নওগাঁ_ব্লাড_সার্কেল

প্রতিবারের ন্যায় এবারও আমরা থাকছি নওগাঁর বইমেলায়, ইনশাআল্লাহ। লোকেশন: নওগাঁ কেডি সরকারি উচ্চ বিদ্যালয়তারিখ: ১৫ থেকে ২১ ফ...
14/02/2025

প্রতিবারের ন্যায় এবারও আমরা থাকছি নওগাঁর বইমেলায়, ইনশাআল্লাহ।

লোকেশন: নওগাঁ কেডি সরকারি উচ্চ বিদ্যালয়
তারিখ: ১৫ থেকে ২১ ফেব্রুয়ারি ২০২৫
সময়: বিকাল ৪:৩০ থেকে রাত ৮:০০ টা
ক্যাম্পেইন নং: ৪৬

সদস্য হতে, বিনামূল্যে রক্তের গ্রুপ জানতে আপনিও আমন্ত্রিত। প্রয়োজনে যোগাযোগ : ০১৭৫৭-৫৮৬৯১২

#নওগাঁ_ব্লাড_সার্কেল

জানুয়ারি ২০২৫ এ দুইটি মেডিকেল ক্যাম্পেইন এবং দুইটি শীতবস্ত্র বিতরণ ইভেন্ট হয়েছে। আলহামদুলিল্লাহ। আমরা অযোগ্য ছিলাম। আল্ল...
28/01/2025

জানুয়ারি ২০২৫ এ দুইটি মেডিকেল ক্যাম্পেইন এবং দুইটি শীতবস্ত্র বিতরণ ইভেন্ট হয়েছে। আলহামদুলিল্লাহ। আমরা অযোগ্য ছিলাম। আল্লাহ তায়ালাই কবুল করেছেন।

নওগাঁ সেবাশ্রম সংঘে ফ্রি মেডিকেল ক্যাম্পেইনরবিবার (১৯ জানুয়ারি ২০২৫) সকাল ১০ টায় নওগাঁ শহরের হাসপাতাল রোড সংলগ্ন সেবাশ্র...
19/01/2025

নওগাঁ সেবাশ্রম সংঘে ফ্রি মেডিকেল ক্যাম্পেইন

রবিবার (১৯ জানুয়ারি ২০২৫) সকাল ১০ টায় নওগাঁ শহরের হাসপাতাল রোড সংলগ্ন সেবাশ্রম সংঘে নওগাঁ ব্লাড সার্কেলের সহযোগিতায় দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্পেইনের আয়োজন করা হয়।

উক্ত অনুষ্ঠানে ১৮ জন এমবিবিএস ডাক্তারের সাথে স্বেচ্ছাসেবী সংগঠন নওগাঁ ব্লাড সার্কেল ফ্রি ব্লাড গ্রুপিং এবং ফ্রি মেডিকেল ক্যাম্পেইনের সেবা প্রদান করে।

উক্ত ক্যাম্পেইনে উপস্থিত ছিলেন ব্লাড সার্কেলের সভাপতি মোঃ শাহনেওয়াজ রক্সি। যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ রিজভী আহম্মেদ রিজোয়ান, যুগ্ম সাধারণ সম্পাদক মীর রাগিব মাসুম এবং সাংগঠনিক সম্পাদক আবরার রাকিন।

• ফ্রি ব্লাড গ্রুপিং: ৩৩
• উপস্থিত ভলেন্টিয়ার: ৫ জন
• ক্যাম্পেইন নং: ৪৫
• আলহামদুলিল্লাহ

নওগাঁয় ফ্রি মেডিকেল ক্যাম্পেইন ও শীতবস্ত্র বিতরণনওগাঁর মান্দায় ফ্রি ব্লাড গ্রুপিং ও মেডিকেল ক্যাম্পেইন, থ্যালাসেমিয়া সচে...
11/01/2025

নওগাঁয় ফ্রি মেডিকেল ক্যাম্পেইন ও শীতবস্ত্র বিতরণ

নওগাঁর মান্দায় ফ্রি ব্লাড গ্রুপিং ও মেডিকেল ক্যাম্পেইন, থ্যালাসেমিয়া সচেতনতা সেমিনার ও শীতবস্ত্র বিতরণের আয়োজন করেছে স্বেচ্ছাসেবী সংগঠন নওগাঁ ব্লাড সার্কেল ও বিআরএফ ইয়ুথ ক্লাব।

শনিবার (১১ জানুয়ারি ২০২৫) নওগাঁর মান্দা উপজেলার কুলিহার সরকারি প্রাথমিক বিদ্যালয়ে দিনব্যাপী ফ্রি ব্লাডগ্রুপিং ও মেডিকেল ক্যাম্পেইন, থ্যালাসেমিয়া প্রতিরোধে সচেতনতামূলক সেমিনার এবং শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ কর্মসূচীর আয়োজন করে নওগাঁ ব্লাড সার্কেল ও বিআরএফ ইয়ুথ ক্লাব।

ক্যাম্পেইনে বিনামূল্যে রোগী দেখেন ডাক্তার মোঃ আব্দুল মতিন (কনসালটেন্ট : ফ্যামিলি ও ল্যাব মেডিসিন)। তিনি এলাকাবাসীর মাঝে থ্যালাসেমিয়া ও স্বাস্থ্য সচেতনতামূলক আলোচনা করেন। ডা. মোঃ আব্দুল মতিন বলেন, "থ্যালাসেমিয়া শতভাগ প্রতিরোধযোগ্য একটি বংশগত রোগ। দুই জন বাহকের বিয়ের ফলে সন্তান থ্যালাসেমিয়া বাহক হতে পারে। এজন্য বিয়ের আগে ছাত্রজীবনেই আমাদের থ্যালাসেমিয়ার বাহক টেস্ট করে নেওয়ার প্রয়োজন। থ্যালাসেমিয়া রোগীদের নিয়মিত রক্ত দিতে হয়। তাদের সাহায্যার্থে আমাদের যুবকদের নিয়মিত রক্তদান করা উচিত।"

উক্ত কর্মসূচীতে ৬০ জন (রাতে শহরে বিতরণ সহ ৮৩ জন) হতদরিদ্রের মাঝে শীতবস্ত্র হিসেবে কম্বল বিতরণ করা হয়। সেই সাথে গ্রামবাসীকে বিনামূল্যে রক্তের গ্রুপ পরীক্ষা করে জানিয়ে দেওয়া হয়।

নওগাঁ ব্লাড সার্কেলের সাধারণ সম্পাদক মোঃ নাহিদ হাসান বলেন, "আমরা রক্তদান ও থ্যালাসেমিয়া বিষয়ক সচেতনতা ছড়িয়ে দিতে ছয় বছরেরও বেশি সময় ধরে কাজ করে আসছি। প্রতি বছর শীতবস্ত্র বিতরণ ও যেকোনো দূর্যোগে সম্মুখ সারির যোদ্ধা হিসেবে কাজ করে আসছি।"

নওগাঁ ব্লাড সার্কেলের প্রতিষ্ঠাতা সৈয়ব আহমেদ সিয়াম বলেন, "বায়োমেডিকেল রিসার্চ ফাউন্ডেশন (বিআরএফ) বাংলাদেশে থ্যালাসেমিয়া রোগের গতিপ্রকৃতি নিয়ে গবেষণা করেছে। মাঠ পর্যায়ে এসব গবেষণার প্রয়োগের জন্য আমরা স্বেচ্ছাসেবীরা কাজ করে যাচ্ছি। স্বাস্থ্য মন্ত্রণালয়ের এবিষয়ে বিশেষ দৃষ্টি দেওয়া প্রয়োজন।

অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন নওগাঁ ব্লাড সার্কেলের যুগ্ম সাধারণ সম্পাদক এবং নওগাঁ সরকারি কলেজ শাখার সভাপতি রিজভী আহম্মেদ রিজোয়ান ও সাংগঠনিক সম্পাদক আবরার রাকিন। আরো ছিলেন কুলিহার বাজার যুব সংঘের মোঃ বাহালুল রায়হান, আহসান হাবীব, জাহিদ হাসান হৃদয় সহ অন্যান্য স্বেচ্ছাসেবীবৃন্দ।

আপডেট: ১১ জানুয়ারি ২০২৫

• ফ্রী ব্লাড গ্রুপিং: ৬১ জন
• ডাক্তার রুগী দেখছেন: ৩৭ জন
• শীতবস্ত্র বিতরণ: ৮৩ টি (রাতে সহ)
• উপস্থিত ভলেন্টিয়ার: ৩০ জন
• আলহামদুলিল্লাহ
• বস্ত্র বিতরণ ইভেন্ট নং: ৮
• মেডিকেল ক্যাম্পেইন নং: ৪৪

Address

Khas Naogaon
Naogaon

Alerts

Be the first to know and let us send you an email when Naogaon Blood Circle posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Practice

Send a message to Naogaon Blood Circle:

Share

Share on Facebook Share on Twitter Share on LinkedIn
Share on Pinterest Share on Reddit Share via Email
Share on WhatsApp Share on Instagram Share on Telegram