DXN Naogaon Branch

DXN Naogaon Branch DXN is a multi-level marketing (MLM) company founded by Dato´ Dr. Lim Siow Jin in 1993. Based in Malaysia with worldwide operation, the company is well-kno

DXN কি? Direct Selling কি? DXN এর পূর্ণ শব্দ DAXEN যার অর্থ বিশ্বাস (Believe)
DXN একটি Direct Selling Company যার অর্থ হলো সরাসরি ব্যবসায়ীক প্রতিষ্ঠান। যে প্রতিষ্ঠান কোম্পানির উৎপাদিত পণ্য গুলো সরাসরি আমাদের মাধ্যমে ক্রেতার কাছে পৌঁছে দিয়ে মুনাফা লাভ করে থাকেন এবং উক্ত মুনাফার একটা নির্দিষ্ট অংশ আমাদের দিয়ে থাকেন।
যার জন্য এ business করে আপনিও সাবলম্বী হতে পারেন।
কিন্তু বেশির ভাগ বাংলাদেশী ভাইদেরকে DXN Business এর কথা বলতে গেলে ওনারা বলেন ও বুঝেছি এই টা ঐ টার মতো... তাই না?
আসলে সমস্যা সেখানেও না। সমস্যা হল আমাদের মনে চিন্তা শক্তির।
আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি যে, যদি আমাদেরকে বলা হয় ১ লক্ষ টাকা জমা রাখেন কয়েক দিন পরে ২ লক্ষ টাকা পাবেন তাহলে জমি জায়গা বিক্রি করে হলেও আমরা টাকা রাখবো।
কিন্তু আমরা ভাবছি না এটা কি ভাবে সম্ভব?
আর তাই আমাদের কে বোকা বানিয়ে অনেক প্রতিষ্ঠান চলে গেছে এবং যাচ্ছে।
একটু লক্ষ্য করুনঃ ১৯৯৯-২০১৪ এর মধ্যে ১৯০+ টির মতো Direct Selling Company এসে আবার চলে গেছে।
তাহলে DXN ও তো একটা Same Company এটি চলে গেলো না কেনো ?
এর মধ্যে এমন কি আছে যার জন্যে আজও ব্যবসা করে যাচ্ছে মানুষের সেবা দেয়ার মাধ্যমে।
সেটা হলো বিশ্বাস
""""""""""""""'''''''''''''''''''''''''''''''''"""""""""""""
আমাদের পন্য গুলো মানসম্মত বলে সবার মাঝে বিশ্বাস এর যায়গা করে নিয়েছে।
আচ্ছা এই যে বিশ্বব্যাপী লক্ষ লক্ষ মানুষ DXN Business করতেছেন তারা সকলেই High Educated. Doctor, Engineer বা অন্য পেশা জীবী।
আবার যারা খুব কম শিক্ষিত Ordinary Labour তারাও সফলতার সাথে এগিয়ে যাচ্ছে ।
আর আমরা অনেকেই নিজেকে অন্য সবার থেকে বুদ্ধিমান ভাবি। তাই DXN কাজ করতে চাই না এমনকি এর কথা শুনলে ও দৌড়ে পালাই আর তাই বৃদ্ধ বয়স পর্যন্ত পরের কম্পানিতে কাজ করতে হয়।
কিন্তু DXN বলছে আপনি সুস্থভাবে জীবন যাপন করুন আর জীবনে সফলতা অর্জন করুন।
বিনিময়ে DXN আপনার কাছে শুধু আপনার অবসর সময় টুকু দিন যা আপনি নষ্ট করতেছেন ৮/১০ ঘন্টার ডিউটির পর এবং সাপ্তহিক বন্ধের দিন গুলো।
এই অবসর সময়কে কাজে লাগিয়ে জীবনের সকল চাওয়া পাওয়া পূর্ন করতে পারবেন মাত্র ৫ বছরের মধ্যেমে।
এর_জন্যে_শুধু_আপনার_
মাইন্ড_চেঞ্জ_করতে_হবে।

Address

Naogaon
6500

Alerts

Be the first to know and let us send you an email when DXN Naogaon Branch posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Practice

Send a message to DXN Naogaon Branch:

Share

Share on Facebook Share on Twitter Share on LinkedIn
Share on Pinterest Share on Reddit Share via Email
Share on WhatsApp Share on Instagram Share on Telegram