25/07/2025
যেসব লক্ষণে বুঝবেন শরীরে কোলেস্টেরলের মাত্রা বেড়েছে---
অনেকেই জানেন না—কোলেস্টেরল বাড়লেও শরীর প্রাথমিকভাবে কোনো লক্ষণ দেখায় না। কিন্তু এই নীরব ঘাতক ধীরে ধীরে হার্টের সমস্যা, স্ট্রোক, এমনকি জীবনঝুঁকির মতো বড় রোগ ডেকে আনতে পারে।
তবে চোখ-কান খোলা রাখলে কিছু বাহ্যিক লক্ষণ থেকে আগেভাগে অনুমান করা যায় শরীরে কোলেস্টেরলের মাত্রা বাড়ছে কি না।
👇 নিচে এমন কিছু লক্ষণ তুলে ধরা হলো, যেগুলো দেখা গেলে রক্তে কোলেস্টেরল পরীক্ষা করানো জরুরি হয়ে পড়ে:
🔶 চোখের পাতার আশপাশে হলদেটে দাগ বা ফোলাভাব?
এগুলো হতে পারে অতিরিক্ত চর্বি জমে যাওয়ার লক্ষণ। যদিও ব্যথা হয় না, কিন্তু এটি মোটেও উপেক্ষা করার বিষয় নয়।
🔶 চোখের কর্নিয়ার চারপাশে ধূসর বা সাদা রিং?
এটি কর্নিয়াল আর্কাস নামে পরিচিত। ৪৫ বছরের কম বয়সেই দেখা গেলে কোলেস্টেরল বেড়ে যাওয়ার ইঙ্গিত দিতে পারে।
🔶 ত্বকে ছোট হলুদ রঙের দানা বা ফুঁসকুড়ি?
বিশেষ করে চোখ, গাল, কনুই বা হাঁটুর কাছে এমন দেখা গেলে তা হতে পারে জ্যান্থোমা।
🔶 চোখের চারপাশে হলদেটে দাগ বা ছোপ?
এটি জ্যান্থোডার্মা হতে পারে, যা চর্বি জমে ত্বকে রঙ বদলে ফেলে।
🔶 ত্বকে নীলচে বা বেগুনি জালের মতো দাগ?
এটি হতে পারে কোলেস্টেরল এমবোলিজম—যা রক্তপ্রবাহে বাধার লক্ষণ এবং এটি খুবই বিপজ্জনক।
🔶 মুখ, বাহু বা নিতম্বে হঠাৎ ছোট ছোট ফুসকুড়ি?
যদি লাল বা হলুদ রঙের দানা একসাথে গুচ্ছ আকারে ওঠে, তাহলে এটি বিস্ফোরিত জ্যান্থোমা হতে পারে—যা ট্রাইগ্লিসারাইড অতিরিক্ত বেড়ে গেলে দেখা দেয়।
📌 আপনার শরীরে উপরের যেকোনো লক্ষণ দেখা দিলে সময় নষ্ট না করে একটি রক্ত পরীক্ষা করিয়ে নিন।
এবং অবশ্যই বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ নিন।
👉 কারণ কোলেস্টেরল নিয়ন্ত্রণে না রাখলে হৃদ্রোগ, স্ট্রোক ও অন্যান্য জটিল রোগে আক্রান্ত হওয়ার ঝুঁকি বহুগুণ বেড়ে যায়।
সতর্ক থাকুন, সুস্থ থাকুন! ❤️
শেয়ার করে অন্যকেও সচেতন করুন।