বিছালী ইউনিয়ন ব্লাড ডোনার ক্লাব Bichali Union Blood Donor Club

  • Home
  • Bangladesh
  • Narail
  • বিছালী ইউনিয়ন ব্লাড ডোনার ক্লাব Bichali Union Blood Donor Club

বিছালী ইউনিয়ন ব্লাড ডোনার ক্লাব Bichali Union Blood Donor Club "হাসুক রোগী বাঁচুক প্রাণ,,
আমরা করবো স্বেচ্ছায় রক্তদান!"
প্রতিষ্ঠা তারিখঃ ০৫-০৭-২০২১ইং

“আজ ৮ই মে বিশ্ব থ্যালাসেমিয়া দিবস”→বিয়ের আগে অবশ্যই (সবাই/বর,কনে) হিমোগ্লোবিন ইলেকট্রোফরেসিস টেস্ট করে নিবে [Hb.Electrop...
08/05/2022

“আজ ৮ই মে বিশ্ব থ্যালাসেমিয়া দিবস”

→বিয়ের আগে অবশ্যই (সবাই/বর,কনে) হিমোগ্লোবিন ইলেকট্রোফরেসিস টেস্ট করে নিবে [Hb.Electrophoresis ]
"বিয়ের আগে পরীক্ষা করলে রক্ত, সন্তান থাকবে থ্যালাসিমিয়া মুক্ত"।

বিয়ের আগে 'ইলেক্ট্রফোরেসিস' টেস্টের মাধ্যমে জেনে নিন আপনি থ্যালাসিমিয়া বাহক কিনা...! আপনি বাহক হলে অবশ্যই নিশ্চিত করুন আপনার জীবন সঙ্গী/সঙ্গিনী বাহক হবেন না। (বা, আপনি বাহক হলে অবশ্যই ব‍্যবস্থা নিন যেন আপনার জীবন সঙ্গী/সঙ্গিনী বাহক না হন।

সচেতনতায়ঃ বিছালী ইউনিয়ন ব্লাড ডোনার ক্লাব (Bichali Union Blood Donor Club)

আলহামদুলিল্লাহ 🥰😍জরুরি মুহুর্তে একজন রোগিকে ৫ম বারের মত ১ ব্যাগ A+ লাল ভালবাসা দান করলেন প্রিয় বোকারি মোল্লা ভাইয়া💝💝 অনে...
30/03/2022

আলহামদুলিল্লাহ 🥰😍
জরুরি মুহুর্তে একজন রোগিকে ৫ম বারের মত ১ ব্যাগ A+ লাল ভালবাসা দান করলেন প্রিয় বোকারি মোল্লা ভাইয়া💝💝
অনেক অনেক দোয়া ও শুভ কামনা রইল রক্তযোদ্ধা 💝💝
রোগি ও রক্তদাতার সুস্থতা কামনা করছি 💝💝
বিছালী ইউনিয়ন ব্লাড ডোনার ক্লাব (Bichali Union Blood Donor Club)

আজ ইতিহাসের সেই দিন ২১ শে ফেব্রুয়ারি  যেদিন ভাষার দাবিতে জড় হয়েছিল  শহরের অলিগলি থেকে ছুটে আসা এক ঝাঁক তরুণ ছাত্র জনতা ।...
21/02/2022

আজ ইতিহাসের সেই দিন ২১ শে ফেব্রুয়ারি
যেদিন ভাষার দাবিতে জড় হয়েছিল
শহরের অলিগলি থেকে ছুটে আসা এক ঝাঁক তরুণ ছাত্র জনতা ।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের সংগ্রামী ছাত্র জনতার জোড়াল মিছিল,
ব্যানার, পোষ্টার, প্রতিবাদী চিৎকারে রাষ্ট্র ভাষা বাংলা চাই
ধ্বনির প্রতিধ্বনিতে কেঁপে উঠেছিল ঢাকার শহর, আজ সেই দিন।
অমর ২১শে ফেব্রুয়ারী মাতৃভাষা দিবস উপলক্ষে বিছালী ইউনিয়ন ব্লাড ডোনার ক্লাব (Bichali Union Blood Donor Club) এর পক্ষ থেকে সকল ভাষা শহীদদের প্রতি বিনম্র শ্রদ্ধাঞ্জলি .....
#ভাষা_আন্দোলন_বাঙ্গালী_জাতির_অহংকার 🖤🌺

কিছু বলার ভাষা আমাদের নেই,,যাদের কাছে সিজারে হিমোগ্লোবিন জানতে চাইলে বা একটু ভালো করে বিস্তারিত জানতে চাইলে তাদের কাছে ব...
06/02/2022

কিছু বলার ভাষা আমাদের নেই,,যাদের কাছে সিজারে হিমোগ্লোবিন জানতে চাইলে বা একটু ভালো করে বিস্তারিত জানতে চাইলে তাদের কাছে বেশি কথা মনে হয়,অযথা প্যাচাল মনে হয়।

তাদের কাছে প্রশ্ন নিজের শরীরে এক ফোটা রক্ত কেউ আঘাত করে ঝরালে তাকে ছেড়ে দেন না আর পুরা এক ব্যাগ রক্ত যখন নষ্ট হচ্ছে তখন সে যদি জানতে পারে রক্ত টা তার ছিলো!! তখন কেমন লাগবে একবার ভাবেন তো,,যাদের কাছে বিস্তারিত চাওয়া বেশি মনে হয়,এই এক ব্যাগ রক্তের দাম কি দিতে পারবেন কখনো??

নিজের এক ব্যাগ রক্ত যখন দিবেন তখন অন্য জনের রক্ত নষ্ট করতে বুকের মধ্য ব্যাথা অনুভব করবেন,,কারো কাছে বিস্তারিত চেয়ে রাগ দেখা উল্টা পাল্টা শোনার থেকে এই নষ্ট ব্লাড দেখলে তিন গুন বেশি কষ্ট হয়,,,যে যাই বলো আজকের পর আমাদের সিজারের রিকোয়েস্ট দিলে হিমোগ্লোবিন রিপোর্ট বাধ্যতামূলক।

আপনি ৯ মাস অবহেলা করে সিজারের জন্য অপারেশন রুমে রেখে কল দিয়ে কান্না করবেন ব্লাড নিয়ে পরবর্তীতে নষ্ট করবেন ,,,,সরি ভাই এটা আর দেখতে পারবো না।

ধন্যবাদ🙏
বিছালী ইউনিয়ন ব্লাড ডোনার ক্লাব (Bichali Union Blood Donor Club)

05/02/2022

বাংলাদেশে প্রতি বছরে
১ কোটি ৬০ লক্ষ রোগীর জীবন বাঁচে বিভিন্ন স্বেচ্ছাসেবীদের রক্ত দানের মাধ্যমে। স্যালুট সকল রক্তদাতা দের কে।
সূত্রঃ যমুনা টিভি

অনেকেই Platelet সম্পর্কে জানেন নাআসুন জেনে নেই platelet কি?রক্তে প্লাটিলেট বা অণুচক্রিকা রক্তজমাটে সাহায্য করে। ২০ হাজার...
04/02/2022

অনেকেই Platelet সম্পর্কে জানেন না

আসুন জেনে নেই platelet কি?

রক্তে প্লাটিলেট বা অণুচক্রিকা রক্তজমাটে সাহায্য করে। ২০ হাজারের নিচে প্লাটলেটের সংখ্যা নেমে আসলে কোন প্রকার আঘাত ছাড়াই রক্তক্ষরণ হতে পারে।
সাধারণত ব্লাড ক্যান্সার আক্রান্ত রোগীদের বেশি লাগবে। কিছু কিছু সময় অপারেশন আর সিজার রোগীর কাউন্ট কম থাকলে platelet লাগে।

কোনো কারণে রক্তে প্লাটিলেট কমে গেলে জীবনযাত্রা ও খাদ্যাভ্যাসে পরিবর্তন আনার মাধ্যমেই প্লাটিলেটের সংখ্যা আগের অবস্থায় ফিরিয়ে আনা সম্ভব। কিছু খাবার আছে যেগুলো প্লাটিলেট বৃদ্ধি করতে সহায়তা করে। আসুন জেনে নেই সেসব খাবারের নাম।

পেঁপে এবং পেঁপে পাতাঃ

পেঁপে খুব দ্রুত রক্তের প্লাটিলেটের পরিমাণ বাড়াতে সক্ষম। মালয়েশিয়ার এশিয়ান ইনস্টিটিউট অব সায়েন্স অ্যান্ড টেকনোলোজির একটি গবেষণায় দেখা গেছে যে, ডেঙ্গু জ্বরের কারণে রক্তে প্লাটিলেটের পরিমাণ কমে গেলে পেঁপে পাতার রস তা দ্রুত বৃদ্ধি করে। রক্ত প্লাটিলেটের পরিমাণ কমে গেলে প্রতিদিন পেঁপে পাতার রস কিংবা পাকা পেঁপের জুস পান করুন।

মিষ্টি কুমড়া এবং কুমড়া বীজঃ

মিষ্টি কুমড়া রক্তের প্লাটিলেট তৈরি করতে বেশ কার্যকরী। এছাড়াও মিষ্টি কুমড়াতে আছে ভিটামিন ‘এ’ যা প্লাটিলেট তৈরি করতে সহায়তা করে। তাই রক্তের প্লাটিলেটের সংখ্যা বাড়াতে নিয়মিত মিষ্টি কুমড়া এবং এর বীজ খেলে উপকার পাওয়া যায়।

লেবুর রসঃ

লেবুর রসে প্রচুর ভিটামিন ‘সি’ থাকে। ভিটামিন সি রক্তে প্লাটিলেট বাড়াতে সহায়তা করে। এছাড়াও ভিটামিন ‘সি’ শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতাও বাড়িয়ে তোলে। ফলে প্লাটিলেট ধ্বংস হওয়া থেকেও রক্ষা পায়।

আমলকীঃ

আমলকীতেও আছে প্রচুর ভিটামিন ‘সি’। এছাড়াও আমলকীতে প্রচুর অ্যান্টি অক্সিডেন্ট আছে। ফলে আমলকী খেলে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ে এবং প্লাটিলেট ধ্বংস হওয়া থেকে রক্ষা পায়।

অ্যালোভেরার রসঃ

অ্যালোভেরা রক্তকে বিশুদ্ধ করে। রক্তের যেকোনো সংক্রমণ দূর করতেও অ্যালোভেরা উপকারী। তাই নিয়মিত অ্যালোভেরার জুস পান করলে রক্তের প্লাটিলেটের পরিমাণ বৃদ্ধি পায়।

ডালিমঃ

ডালিম রক্তে প্লাটিলেটের পরিমাণ বৃদ্ধিতে সাহায্য করে। এতে প্রচুর আয়রন রয়েছে যা প্লাটিলেট বৃদ্ধি করে। প্রতিদিন ১৫০ মিলিলিটার ডালিমের জুস দুই সপ্তাহ পান করুন। ডালিমের রসের ভিটামিন দুর্বলতা দূর করে কাজে শক্তি দেবে।

বিছালী ইউনিয়ন ব্লাড ডোনার ক্লাব (Bichali Union Blood Donor Club)

আলহামদুলিল্লাহ মানবতার জয় হোকজরুরী মুহুর্তে একজন রোগিকে ১ম বারের মত এক ব্যাগ B+ লাল ভালবাসা দান করলো ছোট ভাই মোহাম্মাদ ম...
31/01/2022

আলহামদুলিল্লাহ
মানবতার জয় হোক
জরুরী মুহুর্তে একজন রোগিকে ১ম বারের মত এক ব্যাগ B+ লাল ভালবাসা দান করলো ছোট ভাই মোহাম্মাদ মিরাজুল ইসলাম 💖

অনেক অনেক দোয়া ও শুভ কামনা রইল রক্তযোদ্ধা 💖💖
রোগি ও রক্তদাতার সুস্থতা কামনা করছি 💘💘

বিছালী ইউনিয়ন ব্লাড ডোনার ক্লাব (Bichali Union Blood Donor Club)

কাউকে ব্লাডের জন্য কল দেওয়ার আগে কয়েকটা জিনিস মাথায় রাখবেন। ১- ডোনারের যাতায়াত খরচ২- যে বেলায় ব্লাড দিবে ঐ বেলার খাওয়ার ...
17/01/2022

কাউকে ব্লাডের জন্য কল দেওয়ার আগে কয়েকটা জিনিস মাথায় রাখবেন।
১- ডোনারের যাতায়াত খরচ
২- যে বেলায় ব্লাড দিবে ঐ বেলার খাওয়ার খরচ
৩- ডাব, স্যালাইন পানি, কিছু ফলমূল কিনে দেওয়ার খরচ দেয়াটা কমনসেন্সের ব্যাপার এবং পরবর্তী ২৪ ঘন্টা ডোনারের খোঁজ খবর রাখবেন।

পারলে কোন এক সময় বাসায় দাওয়াত দিবেন। 💕
ব্লাড দেয়ার আগে অনেকে ডোনার কে বলে ব্লাড দেয়া একটা কমন বেপার এগুলো না বলা। 🥺
অনেকে ভালবাসা নিয়ে আসে ব্লাড দিতে, কিন্তু এগুলা শুনে মন খারাপ করে ফেলে। যারা ব্লাড দেয় তারা বেশিরভাগই স্টুডেন্ট, মেসে থেকে পড়াশুনা করে। তারা প্রতিনিয়ত ব্লাড দেয়। অনেক সময় দেখা যায় পরের দিন এক্সাম, তবুও ব্লাড দেয়।

আবার, যারা ব্লাড খুঁজে দেয় তারাই জানে ১ ব্যাগ ব্লাড খুঁজে বের করা কতটা কষ্টের। সময়, শ্রম দিয়ে ডোনারকে খুজে বের করতে হয়। অনেকেই তো সেগুলা জানেনই না। এগুলা হাইড স্টোরি থাকে।

কিন্তু রোগীর রিলেটিভদের ব্যবহার বেশিরভাগ ক্ষেত্রেই বিবেকহীনতার পরিচয় দেয়। কোনো খোজ খবরই নিতে চায়না যে চরম এই বিপদের সময় এই রক্ত কোথা থেকে এলো। একজনকে বলে দেয়, তারপর মনে হয় সব দায়ভার ঐ বেচারার। নিজের সম্মান রক্ষার জন্য হলেও ঐ বেচারা ডোনারকে কেয়ার করে। অনেক ডোনার জবও করেনা। হয়তো আত্মীয় স্বজন, না হয় পরিচিত, নতুবা মানবতার জন্য মানুষের বিপদে এগিয়ে যায়।

নামীদামী হাসপাতালে ভর্তি করাতে পারেন,একদিনে ৩/৪ হাজার টাকা করে কেবিন ভাড়া দিতে পারেন। কিন্তু যে মানুষটা তার সবথেকে মূল্যবান জিনিস দিয়ে আপনাকে হেল্প করছে,তার কদর করবেন না, তা হতে পারেনা।

যে দেশে ২৫০মিলি গ্রাম পানির বোতল কিনে খেতে হয়,সে দেশে বিনা টাকায় ৪৫০ মিলি গ্রাম রক্ত দাতাকে সম্মান করা আপনার কর্তব্য।

বিছালী ইউনিয়ন ব্লাড ডোনার ক্লাব (Bichali Union Blood Donor Club)

আলহামদুলিল্লাহ 🥰মানবতার জয় হোক 💝💐জরুরি মুহুর্তে একজন রোগিকে ৫ম বারের মত স্বেচ্ছায় এক ব্যাগ A+ লাল ভালবাসা দান করলেন বিছা...
16/01/2022

আলহামদুলিল্লাহ 🥰
মানবতার জয় হোক 💝💐
জরুরি মুহুর্তে একজন রোগিকে ৫ম বারের মত স্বেচ্ছায় এক ব্যাগ A+ লাল ভালবাসা দান করলেন বিছালী ইউনিয়ন ব্লাড ডোনার ক্লাব (Bichali Union Blood Donor Club) এর স্বেচ্ছাসেবক Rezoan Mollah মামা❤️🌺

অনেক অনেক দোয়া ও শুভ কামনা রইল 💐💝

রোগি ও রক্তদাতার সুস্থতা কামনা করছি ❤️

বিদায় ২০২১🙂নতুন বছরের আগমন ২০২২🎈🎉☺️সবার মনের ইচ্ছা গুলো পূরণ হোক। সবার প্রিয় মানুষ গুলো ভালো থাকুক, সুস্থ থাকুক আমিন !!!...
31/12/2021

বিদায় ২০২১🙂
নতুন বছরের আগমন ২০২২🎈🎉☺️

সবার মনের ইচ্ছা গুলো পূরণ হোক। সবার প্রিয় মানুষ গুলো ভালো থাকুক, সুস্থ থাকুক আমিন !!!
নতুন মাস, নতুন বছর সবার জন্য ভালোটাই বয়ে নিয়ে আসুক 🥰

বিছালী ইউনিয়ন ব্লাড ডোনার ক্লাব (Bichali Union Blood Donor Club) এর এডমিন প্যানেলের পক্ষ থেকে সকল রক্তযোদ্ধা ও সদস্যদের জানায় নতুন বছরের শুভেচ্ছা ও ভালবাসা💝🌺

❤❤Happy New Year❤❤
🎉 """""2022"""""🎉

আলহামদুলিল্লাহ 🥰মানবতার জয় হোক 🌺😍মানবতার সেবক প্রিয় দাদু ভাই জরুরি মুহুর্তে একজন রোগিকে ৮ম বারের মত ১ ব্যাগ Ab+ লাল ভালব...
25/12/2021

আলহামদুলিল্লাহ 🥰
মানবতার জয় হোক 🌺😍
মানবতার সেবক প্রিয় দাদু ভাই জরুরি মুহুর্তে একজন রোগিকে ৮ম বারের মত ১ ব্যাগ Ab+ লাল ভালবাসা দান করলেন sarkar দাদু🥰🥰

অনেক অনেক দোয়া ও শুভ কামনা রইল রক্তযোদ্ধা দাদু ভাই🥰🥰🥰

রোগি ও রক্তদাতার সুস্থতা কামনা করছি💝

বিছালী ইউনিয়ন ব্লাড ডোনার ক্লাব (Bichali Union Blood Donor Club)

‘যে কোনো একজন ব্যক্তির জীবন রক্ষা করল সে যেন সমগ্র মানবজাতিকে রক্ষা করল। ’ (সূরা মায়েদাহ, আয়াত ৩২)।
22/12/2021

‘যে কোনো একজন ব্যক্তির জীবন রক্ষা করল
সে যেন সমগ্র মানবজাতিকে রক্ষা করল। ’

(সূরা মায়েদাহ, আয়াত ৩২)।

🚨📢জরুরী ভিত্তিতে রক্তের প্রয়োজন...👨‍⚕️রোগীর সমস্যাঃ থ্যালাসেমিয়া🩸 রক্তের গ্রুপঃ B+💉 রক্তের পরিমাণঃ 1 bag🗓 রক্তদানের তারি...
17/12/2021

🚨📢জরুরী ভিত্তিতে রক্তের প্রয়োজন...

👨‍⚕️রোগীর সমস্যাঃ থ্যালাসেমিয়া
🩸 রক্তের গ্রুপঃ B+
💉 রক্তের পরিমাণঃ 1 bag
🗓 রক্তদানের তারিখঃ১৮-১২-২০২১
⏲️সময়ঃ ২ টার দিকে
🏤 রক্তদানের স্থানঃ সরকারি হাসপাতাল নওয়াপাড়া
☎️যোগাযোগঃ 01908202352 হৃদয়
👬রেফারেন্সঃ ঐ
নিজে দিতে না পারলেও শেয়ার করে সবাই কে দেখার সুযোগ করে দিন📣📣📣

আজ! ১৬ই ডিসেম্বর, ২০২১ ইংমহান বিজয় দিবস 🌺💝🇧🇩-বাঙালি জাতির বীরত্বের এক অবিস্মরণীয় গৌরবময় দিন।বিজয়ের এই দিন স্মরণ করিয়ে দে...
16/12/2021

আজ!
১৬ই ডিসেম্বর, ২০২১ ইং
মহান বিজয় দিবস 🌺💝🇧🇩

-বাঙালি জাতির বীরত্বের এক অবিস্মরণীয় গৌরবময় দিন।
বিজয়ের এই দিন স্মরণ করিয়ে দেয় কতটা ত্যাগ, বর্বরতা, কষ্ট ও নিপীড়ন সহ্য করে বাঙালি জাতি অর্জন করেছে এই মহান স্বাধীনতা।
স্বাধীনতার সুবর্ণজয়ন্তীতে সেই সকল লাখো বীর শহীদের প্রতি রইল বিনম্র শ্রদ্ধা ও ভালোবাসা💘
যাদের মহান আত্মত্যাগের বিনিময়ে আমাদের এই স্বাধীনতা।

বিছালী ইউনিয়ন ব্লাড ডোনার ক্লাব (Bichali Union Blood Donor Club) এর পক্ষ থেকে স্বাধীনতার ৫০ বছরে সবাইকে জানাই মহান বিজয় দিবসের শুভেচ্ছা 🌺💝🥀

জেনে নিই এই বিষয়গুলোঃ১) সিজার এর রোগীর জন্য হাতে সময় থাকে ৯ মাস।২) টিউমার অপারেশন এর জন্য হাতে সময় থাকে ৭-১২ দিন।৩) থ্যা...
13/12/2021

জেনে নিই এই বিষয়গুলোঃ

১) সিজার এর রোগীর জন্য হাতে সময় থাকে ৯ মাস।

২) টিউমার অপারেশন এর জন্য হাতে সময় থাকে ৭-১২ দিন।

৩) থ্যালসেমিয়া ও কিডনি ডায়ালাইসিসে আক্রান্ত এর রোগীরা প্রতি মাসে রক্ত লাগে ; হাতে সময় থাকে ১ মাস।

৪) হাত / পা ভেঙ্গে গেলে হাতে সময় থাকে অপারেশন এর জন্য নূন্যতম ৭ দিন।

৫) জরায়ুতে ইনফেকশন / অপারেশন এর ক্ষেত্রে ও নূন্যতম হাতে ১ সপ্তাহ সময় থাকে।

৬) ওপেন হার্ট সার্জারিতে হাতে সময় থাকে ১৫ দিন।

৭) যেকোন অপারেশন এর জন্য হাতে সময় থাকে নূন্যতম ৫ দিন।

কেবলমাত্র এক্সিডেন্ট, ক্যান্সারে অাক্রান্ত রোগী, আগুনে পোড়া রোগী এবং আইসিইউতে থাকা রোগী গুলোর দ্রুত রক্তের প্রয়োজন পড়ে।

হাতে এতো সময় থাকার পরও রোগীর লোক কল দেয় অপারেশন এর আগের দিন। এমন ও আছে যে রোগী অপারেশন থিয়েটারে, রক্তের জন্য কল দিচ্ছে!!

আমার প্রশ্নটা হলো কেন ???

প্রথম কথা হলো রক্ত বানানো যায় না। আর স্বেচ্ছাসেবকদের কাছে রক্ত বানানোর ও কোন মেশিন নেই যে ওরা আপনাকে রক্ত বানিয়ে দিবে। আপনি রক্তের জন্য বলার পর আরো কয়েকজন রক্তদাতার সাথে যোগাযোগ করে তারপর রক্তদাতা জোগাড় করে দেয় একজন স্বেচ্ছাসেবক।

এখন, আপনি যতোই তাড়া দেন না কেন, একজন রক্তদাতা না পাওয়া গেলে কোন অবস্থায় একজন স্বেচ্ছাসেবক রক্ত জোগাড় করে দিতে পারবে না। আর এক ব্যাগ রক্ত জোগাড় করাটা যে কতটা কষ্ট সেটা একমাত্র স্বেচ্ছাসেবকরাই বুঝে। সুতরাং রক্তের প্রয়োজনে একটু সময় দিন সকল স্বেচ্ছাসেবকদের। উনারা ও মানুষ; উনাদের ও ব্যক্তিগত জীবন আর পরিবার আছে।

মনে রাখবেন, একজন স্বেচ্ছাসেবক আপনার কাছে টাকা চায় না, চায় না অতিরিক্ত কোন স্বার্থ, নিঃস্বার্থে উনারা আপনাদের রক্ত জোগাড় করে দিচ্ছে।

অভাব থাকে আপনাদের সুন্দর ব্যবহারের শুধু 😊

বিছালী ইউনিয়ন ব্লাড ডোনার ক্লাব (Bichali Union Blood Donor Club)

-আমাদের আশে পাশেই সাধারন বেশে কিছু "সুপার ম্যান" রয়েছেন যাদের আমরা শুধুমাত্র জরুরী মুহূর্তেই চিনতে পারি... এবং আবিষ্কার ...
06/12/2021

-আমাদের আশে পাশেই সাধারন বেশে কিছু "সুপার ম্যান" রয়েছেন যাদের আমরা শুধুমাত্র জরুরী মুহূর্তেই চিনতে পারি... এবং আবিষ্কার করি "আরে, এইতো সুপার ম্যান..🦸‍♂️🩸💉

বিছালী ইউনিয়ন ব্লাড ডোনার ক্লাব (Bichali Union Blood Donor Club)

আজ আন্তর্জাতিক স্বেচ্ছাসেবী দিবস-২০২১ইংবিছালী ইউনিয়ন ব্লাড ডোনার ক্লাব (Bichali Union Blood Donor Club) এর সকল স্বেচ্ছাস...
04/12/2021

আজ আন্তর্জাতিক স্বেচ্ছাসেবী দিবস-২০২১ইং

বিছালী ইউনিয়ন ব্লাড ডোনার ক্লাব (Bichali Union Blood Donor Club) এর সকল স্বেচ্ছাসেবী ও সহযোদ্ধাদের জানাই শ্রদ্ধা ও শুভেচ্ছা।🌺🌼💘🥰

জাতিসংঘ সাধারণ পরিষদে ১৯৮৫ সালের ১৭ ডিসেম্বরের অধিবেশনে প্রতি বছর ৫ ডিসেম্বর আন্তর্জাতিক স্বেচ্ছাসেবী দিবস পালনের জন্য সরকার সমূহকে আহবান জানানো হয় । জীবনের সর্বত্র স্বেচ্ছাসেবীদের অবদান সম্পর্কে গণ সচেতনতা এবং ঘরে ও বাইরে স্বেচ্ছাসেবায় অধিক সংখ্যক মানুষের অংশগ্রহণে উৎসাহ প্রদান, আন্তর্জাতিক স্বেচ্ছাসেবী দিবস পালনের মূল উদ্দেশ্য।

মানুষ ও সমাজের জন্য প্রত্যক্ষ বা পরোক্ষভাবে স্বেচ্ছায় কাজ করে যাওয়া সকল স্বেচ্ছাসেবীকে "আন্তর্জাতিক স্বেচ্ছাসেবী দিবস" এর শুভেচ্ছা।💘🥰🌼🌺

01/12/2021

🔰ভ্যাক্সিন নিয়ে বিভিন্ন প্রশ্নঃ

◼যাদের ডায়াবেটিস, উচ্চ রক্তচাপ, এলার্জি বা হাপানী আছে। তারা অবশ্যই টিকা দিবেন। কারণ এদের রিস্ক অনেক বেশি।

◼করোনা পজিটিভ হওয়ার বা জ্বর কাশি লক্ষ্মণ দেখা দেয়ার ২৮ দিন পর টিকা দেয়া যাবে।

◼বাচ্চা দুধ খায় এমন মা যেকোন সময় ভ্যাক্সিন নিতে পারবে।

◼ভ্যাক্সিন দেয়ার পর ব্লাড দিতে পারবেন। তবে ভ্যাক্সিন দেয়ার ২৮ দিন পর রক্ত দান করতে পারবেন। ২৮ দিনের ভেতরে নয়।

◼ভ্যাক্সিন দেয়ার পরও করোনা আক্রান্ত হতে পারে। সেক্ষেত্রে করোনার প্রভাব খুবই কম থাকে, অল্পতেই সুস্থ হয়ে যায়।

জনসচেতনতায়ঃ বিছালী ইউনিয়ন ব্লাড ডোনার ক্লাব (Bichali Union Blood Donor Club)

Address

Narail Sadar, Bichali Union
Narail

Telephone

+8801867221418

Website

Alerts

Be the first to know and let us send you an email when বিছালী ইউনিয়ন ব্লাড ডোনার ক্লাব Bichali Union Blood Donor Club posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Share on Facebook Share on Twitter Share on LinkedIn
Share on Pinterest Share on Reddit Share via Email
Share on WhatsApp Share on Instagram Share on Telegram

Category