Art of healing

Art of healing all over the country

30/03/2017

একজন আয়েশা রাদিয়াল্লাহু আনহার কাছে এসে জিজ্ঞাসা করলো,
“আমি কখন জানতে পারবো যে আমি দ্বীনদার?”
তিনি উত্তর দিলেন,
“যখন আপনি উপলব্ধি করবেন যে আপনি একজন গুনাহগার।”
সে অাবার জিজ্ঞাসা করলো,
“আর আমি কখন বুঝবো যে আমি একজন গুনাহগার?”
আয়েশা (রা) উত্তর দিলেন,
“যখন আপনি মনে করবেন আপনি একজন দ্বীনদার।”
(তানবিহ আল-গাফিলিন, ২৫১)

02/09/2016

• যে ৭টি কাজ করার আগে বিয়ে করা উচিত নয় মোটেও!

• জন্ম ও মৃত্যুকে বাদ দিলে আমাদের মানব জীবনের সবচাইতে গুরুত্বপূর্ণ বিষয়টি হচ্ছে বিয়ে। আজকাল ডিভোর্সের হার আশঙ্কাজনক জনক হারে বেড়ে গেলেও বিয়ে আসলে এমন কোন বিষয় নয় যে চাইলেই ভেঙে ফেলা সম্ভব। বরং একটি বিয়ে ভাঙা বিয়ে করার চাইতেও অনেক বেশি কঠিন একটি কাজ। আর তাই, বিয়ে করার আগে চতুর্দিকে সবকিছু ভালমত ভেবেচিন্তে তবেই করা উচিত। মনে রাখবেন, বিয়ের ক্ষেত্রে সময় খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়। সঠিক সময়ে বিয়ে করলে আপনার জীবনটি যেমন হয়ে উঠবে আরও সুন্দর, ঠিক একইভাবে ভুল সময়ে বিয়ে ডেকে আনবে সর্বনাশ।
• আজ জেনে নিন, জীবনে কোন কাজগুলো করার আগে বিয়ে করাটা একেবারেই উচিত হবে না।
• ১) অতীতের সাথে সম্পর্ক পুরোপুরি ছেদ করার আগে
• অতীত সকলেরই আছে। কিন্তু অতীত সম্পর্কের সকল চিহ্ন নিজের জীবন ও মন থেকে না মুছে বিয়ে করতে যাওয়াটা বোকামি। বিয়ে করলে ভুলে যাব- এই ধরণের মনোভাব রাখাটাও ঠিক নয় আসলে।
• ২) কারো চাপে নয়, একদম নিজের ইচ্ছা মানসিকভাবে প্রস্তুত হবার আগে
• আমাদের সমাজে বিয়ে করার জন্য একটা পারিবারিক চাপ দেয়া হয় সব সময়েই। অনেক ক্ষেত্রে তো রীতিমত ইমোশনাল ব্ল্যাক মেইল করা হয়। এমনকি প্রেমিক-প্রেমিকারাও চাপ প্রয়োগ করেন বিয়ে করার জন্য। তবে পরিস্থিতি যাই হোক না কেন, বিয়ে তখনই করবেন যখন আপনার মন বলবে।
• ৩) লেখাপড়া শেষ না করে
• লেখাপড়া শেষ না করে বিয়ে করার কথা ভাববেনও না আজকালকার আধুনিক জীবনে। পরিণত বয়সের জন্য অপেক্ষা করুন।
• ৪) আর্থিক ভাবে স্বাবলম্বী হবার আগে
• আপনি নারী হোন বা পুরুষ, বিয়ের আগে নিজের ক্যারিয়ারটা অবশ্যই গড়ে নেবেন। এতে জীবনটা অনেক বেশি সুন্দর হবে।
• ৫) প্রেমের সম্পর্কে মানুষটিকে ভালো মত জেনে-বুঝে নেয়ার আগে
• প্রেম করছেন? খুব ভালো কথা, করুন। তবে মানুষটিকে একদম ভালো করে জেনে ও বুঝে ওঠার আগে বিয়ের সিদ্ধান্ত নেবেন না মোটেও।
• ৬) পরিবার সম্পর্কে খুব ভালো করে খোঁজ খবর না নিয়ে
• বিয়ে প্রেমের হোক বা পারিবারিক, পরিবার ও পরিবারের মানুষদের সম্পর্কে খুব ভালোমত খোঁজ নিন।
• ৭) সংসারের জন্য যথেষ্ট সঞ্চয় না করে
• নতুন জীবন গড়তে গেলে অর্থের প্রয়োজন অবশ্যই আছে। এবং সেটা বেশ ভারী একটা অংক। আর তাই, পর্যাপ্ত পরিমাণ সঞ্চয় না করে বিয়ে করতে যাবেন না।

18/06/2015

যে ৭টি কাজ করার আগে বিয়ে করা উচিত নয় মোটেও!

জন্ম ও মৃত্যুকে বাদ দিলে আমাদের মানব জীবনের সবচাইতে গুরুত্বপূর্ণ বিষয়টি হচ্ছে বিয়ে। আজকাল ডিভোর্সের হার আশঙ্কাজনক জনক হারে বেড়ে গেলেও বিয়ে আসলে এমন কোন বিষয় নয় যে চাইলেই ভেঙে ফেলা সম্ভব। বরং একটি বিয়ে ভাঙা বিয়ে করার চাইতেও অনেক বেশি কঠিন একটি কাজ। আর তাই, বিয়ে করার আগে চতুর্দিকে সবকিছু ভালমত ভেবেচিন্তে তবেই করা উচিত। মনে রাখবেন, বিয়ের ক্ষেত্রে সময় খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়। সঠিক সময়ে বিয়ে করলে আপনার জীবনটি যেমন হয়ে উঠবে আরও সুন্দর, ঠিক একইভাবে ভুল সময়ে বিয়ে ডেকে আনবে সর্বনাশ।
আজ জেনে নিন, জীবনে কোন কাজগুলো করার আগে বিয়ে করাটা একেবারেই উচিত হবে না।
১) অতীতের সাথে সম্পর্ক পুরোপুরি ছেদ করার আগে
অতীত সকলেরই আছে। কিন্তু অতীত সম্পর্কের সকল চিহ্ন নিজের জীবন ও মন থেকে না মুছে বিয়ে করতে যাওয়াটা বোকামি। বিয়ে করলে ভুলে যাব- এই ধরণের মনোভাব রাখাটাও ঠিক নয় আসলে।
২) কারো চাপে নয়, একদম নিজের ইচ্ছা মানসিকভাবে প্রস্তুত হবার আগে
আমাদের সমাজে বিয়ে করার জন্য একটা পারিবারিক চাপ দেয়া হয় সব সময়েই। অনেক ক্ষেত্রে তো রীতিমত ইমোশনাল ব্ল্যাক মেইল করা হয়। এমনকি প্রেমিক-প্রেমিকারাও চাপ প্রয়োগ করেন বিয়ে করার জন্য। তবে পরিস্থিতি যাই হোক না কেন, বিয়ে তখনই করবেন যখন আপনার মন বলবে।
৩) লেখাপড়া শেষ না করে
লেখাপড়া শেষ না করে বিয়ে করার কথা ভাববেনও না আজকালকার আধুনিক জীবনে। পরিণত বয়সের জন্য অপেক্ষা করুন।
৪) আর্থিক ভাবে স্বাবলম্বী হবার আগে
আপনি নারী হোন বা পুরুষ, বিয়ের আগে নিজের ক্যারিয়ারটা অবশ্যই গড়ে নেবেন। এতে জীবনটা অনেক বেশি সুন্দর হবে।
৫) প্রেমের সম্পর্কে মানুষটিকে ভালো মত জেনে-বুঝে নেয়ার আগে
প্রেম করছেন? খুব ভালো কথা, করুন। তবে মানুষটিকে একদম ভালো করে জেনে ও বুঝে ওঠার আগে বিয়ের সিদ্ধান্ত নেবেন না মোটেও।
৬) পরিবার সম্পর্কে খুব ভালো করে খোঁজ খবর না নিয়ে
বিয়ে প্রেমের হোক বা পারিবারিক, পরিবার ও পরিবারের মানুষদের সম্পর্কে খুব ভালোমত খোঁজ নিন।
৭) সংসারের জন্য যথেষ্ট সঞ্চয় না করে
নতুন জীবন গড়তে গেলে অর্থের প্রয়োজন অবশ্যই আছে। এবং সেটা বেশ ভারী একটা অংক। আর তাই, পর্যাপ্ত পরিমাণ সঞ্চয় না করে বিয়ে করতে যাবেন না।
সূত্র- এলিট ডেইলি ও কসমোপলিটনে প্রকাশিত দুটি প্রবন্ধ দ্বারা অনুপ্রাণিত

16/06/2015

What’s the one defining thing that can let you win the game
of life?

02/06/2015

অটোসাজেশন
আপনার চেয়েও আরও স্মার্ট এবং ভাল এমন লোকদের সান্নিধ্যে থাকেন, যারা ভাল তাদের নিজ নিজ ক্ষেত্রে ।
যারা লোকদের বড় হওয়ার এবং শেখার সুযোগ দান করেন । আপনি যে মাইলস্টোন অর্জন করতে চান তার দিকে গভীর মনযোগ দেন।

01/06/2015

Even while I am externally successful, having my identity based on that success means I am a slave to them. I've handed over my self-esteem to them. I become addicted to it.

05/05/2015

প্রেম বা ভালবাসার সম্পর্কিত কিছু জানা অজানা তথ্য :-
১। ‘Love’ পৃথিবীর সবচেয়ে ব্যবহৃত শব্দ।
২। পরিসংখ্যানে দেখা গেছে যে , প্রত্যেক ছেলে মানুষ বিয়ের আগে ৭ বার প্রেমে পড়ে।
৩। ‘Love’ শব্দটি এসেছে সংস্কৃত lubhyati থেকে যার মানে ইচ্ছা এবং মিউজিক।
৪।বিয়ের আংটি সব সময় অনামিকা আঙ্গুলে পড়ানো হয়। কারণ সেই আঙ্গুলের সাথে হার্ট এর সংযোগ আছে বলে ধরা হয়।৫। গোলাপ ভালোবাসার প্রতীক এবং এর বিভিন্ন কালার ভালোবাসার বিভিন্ন অর্থ বহন করে। লাল গোলাপ- প্রকৃত ভালোবাসা, লাইট পিংক গোলাপ - ইচ্ছা বা আকাঙ্খা এবং হলুদ গোলাপ - বন্ধুত্বপূর্ণ সম্পর্কের জন্য।
৬। যারা নতুন নতুন প্রেমে পড়ে তাদে দেহে সেরেটোনিন নামক এক প্রকার হরমোন উৎপন্ন হওয়া কমে যায়। যার ফলে মন কিছুটা উদাস থাকে বা বিষণ্ণতায় ভুগে।
৭। বেশিরভাগ ব্রেক-আপ হয়ে থাকে রিলেশনের ৫-৬ মাসের মাথায়।
৮। প্রেম হওয়ার একটি প্রধান ফ্যাক্ট হচ্ছে সবসময় সন্নিকটে বা কাছাকাছি থাকা। যার কারণে কলেজ বা ভার্সিটিতে প্রেম হওয়ার সম্ভাবনা বেশি থাকে।

Address

Narajanganj

Telephone

01727333994

Website

Alerts

Be the first to know and let us send you an email when Art of healing posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Practice

Send a message to Art of healing:

Share

Share on Facebook Share on Twitter Share on LinkedIn
Share on Pinterest Share on Reddit Share via Email
Share on WhatsApp Share on Instagram Share on Telegram