Doctor's tips

Doctor's tips Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Doctor's tips, Narajanganj.

বিপদের সময় বুঝা যায় সত্যিকারের দেশপ্রেম, সত্যিকারের আপনজন, করোনার ভয়ে পুরো পৃথিবীর মানুষ যখন নিজেকে বাঁচাতে ব্যস্ত সেখান...
02/04/2020

বিপদের সময় বুঝা যায় সত্যিকারের দেশপ্রেম, সত্যিকারের আপনজন, করোনার ভয়ে পুরো পৃথিবীর মানুষ যখন নিজেকে বাঁচাতে ব্যস্ত সেখানে এই বীরের সন্তানেররা নিজের জীবনের মায়া, তার পরিবার, ছেলে মেয়ে কারো কথা চিন্তা না করে এমন ঝুকিপূর্ণ কাজে নিজেকে নিয়োজিত করেছেন, সেলুট এমন মহান কাজের জন্য। ডাক্তার ভাইয়েরা কষ্ট পাবেননা আমি একজন চিকিৎসক হয়ে কথা গুলো বলছি কাউকে ছোট করার জন্য না, একজন চিকিৎসককে রোগীরা এতোটা আপন, এতো বিশ্বাস করে যে প্রায়ই বলতে শোনা যায় আল্লাহর পরে কাউকে ভক্তি শ্রদ্ধা করলে সেটা একজন চিকিৎসককেই করে থাকেন। আর এই মুহূর্তে দেশের খারাপ পরিস্থিতিতে প্রায় হাস্পাতাল গুলোতেই নাকি ডাক্তার নাই, চেম্বারে খোঁজ নিয়েও দেখা যায় তারা রোগী দেখেনা। প্রতিদিন বিনা চিকিৎসায় অসংখ্য রোগী মারা যাচ্ছে, এইসব দেখে এখন নিজের প্রতিই একটা ঘৃণা সৃষ্টি হচ্ছে এমন একটা মহান পেশার মানুষ কিভাবে তারা রোগীর সেবা বাদ দিয়ে নিজের সেবায় ব্যস্ত হয়ে যায়? তারা কি শুধু দেশের সু- সময়ের জন্য অতিথি পাখির মতো আসবে যখন দেশের খারাপ পরিস্থিতি দেখবে আবার নিজেকে আড়াল করবে? আবার সবাই কিন্তু খারাপ না অনেক ভালো চিকিৎসকও আছেন তারা নিয়মিত সেবা দিচ্ছেন কিন্তু আমার কথা হলো এই মুহূর্তে সকল চিকিৎসককে তাদের নিজ নিজ জায়গা থেকে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করা।

সামান্য  একটি  ভাইরাসের  আক্রমণে  ইউরোপীয়ান  এবং  আমেরিকানরা  যেভাবে  ভেড়ার  পালের  মতো  মরতেছে  তা  হোমিও  চিকিৎসা  বিজ...
31/03/2020

সামান্য একটি ভাইরাসের আক্রমণে ইউরোপীয়ান এবং আমেরিকানরা যেভাবে ভেড়ার পালের মতো মরতেছে তা হোমিও চিকিৎসা বিজ্ঞানী জর্জ ভিথুলকাসের ভবিষ্যতবাণীকেই সত্য প্রমাণিত করেছে । অস্ট্রিয়ার হোমিও চিকিৎসা বিজ্ঞানী অধ্যাপক ডাঃ জর্জ ভিথুলকাস ২০ই জুলাই ২০০০ সালে ডঃ পিটার মোরেলের সাথে এক সাক্ষাৎকারে বলেছিলেন যে, “প্রেসক্রিপশান ভিত্তিক এসব রাসায়নিক ঔষধের অতিরিক্ত ব্যবহারের ফলে বিপর্যয়কর পার্শ্বপ্রতিক্রিয়ার সৃষ্টি হচ্ছে, যা পাশ্চাত্যের লোকদের সামগ্রিক স্বাস্থ্য পরিস্থিতিকে দ্রুত পরিবর্তন করে ফেলছে। বিষয়টি কয়েক প্রজন্মের মধ্যে প্রকাশ লাভ করবে । আমাদেরকে ভয়ঙ্কর পরিণতি দেখার জন্য অপেক্ষা করতে হবে (immune system destruction)। ব্যাপারটি কেবল আমেরিকান জনগণের বেলাতেই নয়; বরং সমগ্র সুসভ্য জগতের ক্ষেত্রেই প্রযোজ্য যারা (বহুল) প্রচলিত (এলোপ্যাথিক) চিকিৎসা পদ্ধতি বেশী ব্যবহার করছে (ক্যামিকেল ঔষধ এবং টিকা/ ভ্যাকসিন)।

আমেরিকান লোকেরা যেহেতু এগুলো বেশী ব্যবহার করছে, সেহেতু ইহার মারাত্মক কুফল তাদের মধ্যেই প্রথম প্রকাশ পাবে। ক্যানসার, আলজেইমারস ডিজিজ, ডায়াবেটিস, হাঁপানি, নিউরোমাসকুলার ডিজিজ, মাল্টিপল স্ক্লেরোসিস, কানেকটিভ টিস্যু ডিজিজ, এলার্জিক কন্ডিশানস, প্যানিক এটাক, এঙজাইটিস স্টেটস, ডিপ্রেশান, ফোবিক স্টেটস, মানসিক রোগ প্রভৃতি বিশ্বব্যাপী মহামারী আকারে দেখা দিবে যা দেখে আমাদের ভেতরে কম্পন সৃষ্টি হবে।” ওয়াশিংটন ডিসি-তে আমেরিকান ইনিস্টিটিউট অব হোমিওপ্যাথি’র এক সভায় প্রধান অতিথির ভাষণে তিনি বলেন যে, “পৃথিবীর বুকে রোগ নিরাময়ের সব চাইতে শক্তিশালী পন্থা হলো হোমিওপ্যাথি। আমি দেখতে পাচ্ছি সাধারণভাবে মানুষের স্বাস্থ্যের অবস্থা এতটাই ক্ষতিগ্রস্ত হয়েছে যে, তাকে পুণরুদ্ধার করার কোন আশাই নাই। একমাত্র হোমিওপ্যাথি তাকে পুণরুজ্জীবিত করার আশা দিতে পারে। যেভাবে পাইকারী হারে এন্টিবায়োটিক প্রেসক্রাইব করা হচ্ছে, তাতে ইমিউন সিষ্টেম ধ্বংস হয়ে যাচ্ছে। এতে করে ভয়ঙ্কর সব দুরারোগ্য রোগের আমদানীর দরজা খুলে যাচ্ছে”। দুঃখের বিষয় এই যে, এলোপ্যাথিক কুচিকিৎসায় কেবল যে সাধারণ মানুষ মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে তাই নয় ; বরং অধিকাংশ ক্ষেত্রে এলোপ্যাথিক ডাক্তার এবং তাদের বউ-ছেলে-মেয়ে-নাতি-পুতিরাও তার করুণ শিকারে পরিণত হচ্ছে।

দেশের এই সংকটকালে আপনাদের যেকোনো রোগের বা যেকোনো সমস্যার চিকিৎসা ও পরামর্শের জন্য নিয়োজিত আছি, করোনা ভাইরাস চলাকালীন দেশ...
29/03/2020

দেশের এই সংকটকালে আপনাদের যেকোনো রোগের বা যেকোনো সমস্যার চিকিৎসা ও পরামর্শের জন্য নিয়োজিত আছি, করোনা ভাইরাস চলাকালীন দেশের যেকোনো জায়গা থেকে বিনামূল্যে প্রেসক্রিপশন পেতে যোগাযোগ করুন এই নাম্বার গুলোতে ০১৭২৭৩৩৩৯৯৪, ০১৬৮২০৫৫১৬৫, ০১৯৬০২৭৭০৩৯ । আর যারা বিভিন্ন প্রকার রোগে আক্রান্ত, টাকার জন্য চিকিৎসা করাতে পারছেন না তাদের জন্য রয়েছে সম্পূর্ণ বিনামূল্যে চিকিৎসা ব্যবস্থা। পুরাতন ও জটিল রোগের চিকিৎসার জন্য রোগীকে অবশ্যই ভিডিও কলে অথবা সরাসরি আমাকে দেখাতে হবে, আর ঔষধসহ সম্পূর্ণ বিনামূল্যে চিকিৎসা সেবা শুধুমাত্র আমার নারায়ণগঞ্জ চেম্বারে চালু রয়েছে। দেশের সকল ডাক্তারদেরকে আমি আহবান করবো যে, আপনারা অন্তত দেশের এই খারাপ পরিস্থিতিতে সাধারণ মানুষের পাশে দাড়ান। আমাদের দেশের সবচেয়ে বড় শক্তি হলো জনশক্তি, আর আমাদের এই জনশক্তি যদি ভেঙে পড়ে তাহলে যে অপূরনীয় ক্ষতি হবে তা আদৌও কাটিয়ে উঠা সম্ভব হবে কিনা সন্দেহ। ভুল হলে মাফ করবেন, আমি নিজেকে জাহির করার জন্য বলছিনা, অনেক আগে থেকেই আমি বিনামূল্যে চিকিৎসা সেবা চালু রেখেছি, আপনারাও রাখুন। আমার লেখা দেখে যদি কিছু মানুষও অসহায় জনগোষ্ঠীর প্রতি সাহায্যের হাত বাড়িয়ে দেয় এই মূহুর্তে সেটাই অনেক কিছু। সুতরাং সকলে এগিয়ে আসুন, সুস্থ ও সুন্দর একটি জাতি গঠন করুন।

একজন ইতালিয়ান ডাক্তার লিখছেন:আমাদের দেশে এখন ঘটে চলছে ভয়াবহ এক ট্রাজেডি। বৃদ্ধ রোগীরা মারা যাবার আগে চোখের পানি ফেলছেন। ...
17/03/2020

একজন ইতালিয়ান ডাক্তার লিখছেন:

আমাদের দেশে এখন ঘটে চলছে ভয়াবহ এক ট্রাজেডি। বৃদ্ধ রোগীরা মারা যাবার আগে চোখের পানি ফেলছেন।

কাছের মানুষদের কাছ থেকে বিদায় নিয়ে যাবার সৌভাগ্যও তাদের নেই। তারা একা একা মরতে চাননি, কিন্তু তাদের বিদায় জানাতে হচ্ছে ক্যামেরাকে।

তারা সজ্ঞানে, সমস্ত কষ্টকে সহ্য করতে করতে মরে যাচ্ছেন। বেশিরভাগ ক্ষেত্রেই স্বামী ও স্ত্রী একই দিনে মারা যাচ্ছেন। বৃদ্ধ দাদা-দাদি, নানা-নানীর তাদের নাতিদের মুখ শেষবারের মতও দেখতে পাচ্ছেন না।

এই রোগ ফ্লুর চাইতেও ভয়াবহ। বিশ্বাস করুন, ফ্লু'র চাইতে অনেক ভিন্নরকমের অসুখ এটি। এই রোগকে দয়া করে তাই ফ্লু বলবেন না।

জ্বর অসম্ভব বেশি। রোগীর দম এমনভাবে বন্ধ হয়ে আসতে চায় যেন সে ডুবে যাচ্ছে। রোগীরা হাসপাতালে আসতে চায়না।

শুধু একটু অক্সিজেন পাবার জন্য তারা বাধ্য হয়ে হাসপাতালে ভর্তি হচ্ছে।

এই রোগের বিরুদ্ধে খুব সামান্য কিছু ওষুধ কাজ করে। আমরা সাহায্য করার সাধ্যমত চেষ্টা করে যাচ্ছি, কিন্তু সবকিছুই নির্ভর করছে রোগীর অবস্থার উপর।

বৃদ্ধ রোগীরা এই রোগের সঙ্গে যুদ্ধে পেরে উঠছেন না।

আমরা কাঁদছি। আমাদের নার্সরা কাঁদছে। সবাইকে বাঁচিয়ে তুলবার সামর্থ্য আমাদের নেই।

চোখের সামনে মেশিনে তাদের জীবন থেমে যেতে দেখছি প্রতিদিন। প্রচুর রোগী আসছে। অতি দ্রুত আমাদের আরও বেড প্রয়োজন হবে। সবার একই সমস্যা। সাধারণ নিউমোনিয়া। প্রচন্ড শক্তিশালী নিউমোনিয়া।

আমাকে বলুন কোন ফ্লু এই ট্রাজেডির জন্ম দেয় ?

এটা অত্যন্ত সংক্রামক। এই ভাইরাসটি একেবারেই অন্যরকম।
কোন কোন মানুষের জন্য ভয়ংকর। আমাদের দেশে ৬৫ উর্দ্ধ বৃদ্ধদের প্রায় প্রত্যেকের ডায়াবেটিস, উচ্চ রক্তচাপ, কিংবা কোন না কোন রোগ রয়েছে। কোন কোন তরুণদের জন্যও এই রোগ ভয়ংকর।

এইসব তরুণ রোগীদের দেখলে কোন তরুণই নিজেকে নিয়ে নিশ্চিন্ত বোধ করতে পারবেনা।

আমাদের হাসপাতালে কোনো সার্জারি আর হচ্ছেনা। বাচ্চাদের জন্ম, চোখের অপারেশন, কিংবা ত্বকের চিকিৎসা।

সার্জারি রুমগুলো ইনটেনসিভ কেয়ার ইউনিটে রূপান্তর করা হয়েছে ।

সবাই যুদ্ধ করছি করোনাভাইরাসের বিরুদ্ধে। প্রতি ঘন্টায় রোগীর সংখ্যা বেড়ে চলছে। ক্রমাগত হাতে আসছে টেস্ট রেজাল্ট। সব পজিটিভ। পজিটিভ। পজিটিভ!

সব রোগীর একরকমের কমপ্লেইন:
অসম্ভব জ্বর।
শ্বাস কষ্ট।
কাশি।
ডুবে যাবার মত দমবন্ধ অনুভূতি।

প্রায় সবাই ইনটেনসিভ কেয়ারে চিকিৎসা নিচ্ছেন। কেউ কেউ অক্সিজেন মাস্কের নিচেও শ্বাস নিতে পারছেননা। অক্সিজেন মেশিন এখন সোনার চাইতেও দামি।

বিশ্বাস করতে পারছিনা, কি দ্রুত এসব ঘটে গেল! আমরা সবাই ক্লান্ত।

কিন্তু কেউ থামতে চাইছিনা। সবাই মধ্যরাত পর্যন্ত কাজ করে চলছি। ডাক্তাররা নার্সদের মত অবিরাম কাজ করে চলছেন। দুই সপ্তাহ ধরে আমি বাসায় যাই না। আমার পরিবারের বয়স্ক সদস্যদের জন্য আমি শংকিত।

সন্তানদের সঙ্গে ক্যামেরা ব্যবহার করে কথা বলছি। মাঝে মাঝে আমি স্ত্রীর ছবির দিকে তাকিয়ে কাঁদি। আমাদের কারো কোন দোষ নেই।

যারা আমাদের বলেছিল এই রোগটি তেমন ভয়ংকর নয়, সমস্ত দোষ তাদের। তারা বলেছিল এটি সাধারণ এক ধরনের ফ্লু । কোন ব্যবস্থা নেয়া হয়নি। আর এখন অনেক বেশি দেরি হয়ে গিয়েছে।

দয়া করে ঘরের বাইরে বের হবেননা। আমাদের কথা শুনুন। শুধুমাত্র ইমার্জেন্সি কারন ছাড়া ঘর থেকে বের হবেননা।
সাধারণ মাস্ক ব্যবহার করুন। প্রফেশনাল মাস্কগুলো আমাদের ব্যবহার করতে দিন।

মাস্কের অভাবে আমাদের স্বাস্থ্যও ঝুঁকির মুখে। কোন কোন ডাক্তার এখন আক্রান্ত।

তাদের পরিবারের অনেকেই জীবন ও মৃত্যুর সন্ধিক্ষণে। তাই নিজেদের বাঁচানোর চেষ্টা করুন। বয়স্ক পরিবার পরিজনকে ঘরে থেকে বের হতে দেবেননা।

আমাদের পেশার কারণে আমরা ঘরে থাকতে পারছিনা। শেষ মুহূর্ত পর্যন্ত আমরা আমাদের রোগীদের বাঁচানোর আপ্রাণ চেষ্টা করে যাচ্ছি।

দুর্ভাগ্যজনকভাবে আমরা নিজেদের শরীরে অসুখ ও ভগ্নহৃদয় নিয়ে ঘরে ফিরছি। যাদের বাঁচাতে পারছিনা তাদের শরীরের কষ্ট কমানোর চেষ্টা করছি। কাল সব ঠিক হয়ে গেলে আমাদের কথা সবাই ভুলে যাবে। আমরা ডাক্তারদের এইটাই পেশা।

তাই মানুষকে বাঁচানোর চেষ্টা করে যাচ্ছি।

এই রোগ আপনাকে না ছুঁলেও সাবধানে থাকুন। জনসমাগম থেকে দূরে থাকুন। সিনেমায় যাবেননা, মিউজিয়ামে যাবেননা, খেলার মাঠে যাবেননা।

দয়া করে বৃদ্ধ মানুষগুলোর দুঃখ অনুভব করার চেষ্টা করুন। তাদের জীবন আপনাদের হাতে। এবং আপনারা আমাদের চাইতে বেশি মানুষের জীবন বাঁচাতে সক্ষম। আপনিই তাদের রক্ষা করতে পারেন।

লেখাটি শেয়ার করুন। শেয়ার করুন যেন সমস্ত ইতালি এই চিঠিটি পড়তে পারে। সমস্ত কিছু শেষ হবার আগেই যেন পড়তে পারে ।

Italy
Be Gavatseni hospital
Dr. Daniele Machini
অনুবাদক: কুশল ইশতিয়াক

আমার দেশ কবে বুঝবে! কবে বলা থামাবে "আতংকিত হবেন না"!

যখন আপনার চারপাশের মানুষগুলোআপনাকে নিয়ে মজা করে প্রতিনিয়ত অপমান করার চেষ্ঠা করে তখন খুব কষ্ট হয় তাই না...আসলে এসব বিষয়ে ...
13/03/2020

যখন আপনার চারপাশের মানুষগুলো
আপনাকে নিয়ে মজা করে প্রতিনিয়ত অপমান করার চেষ্ঠা করে তখন
খুব কষ্ট হয় তাই না...
আসলে এসব বিষয়ে কষ্ট পাওয়া এক ধরনের বোকামি...
আমরা মানুষ হয়ে জন্ম নিয়েছি
তবে মনুষ্যত্ব নামে একটা মহা মূল্যবান গুণ যা সবার মধ্যে থাকে না...
এটাকে সৃষ্টি করতে হয়..
আপনার পরিবেশ আপনাকে যতটুকু
অপমানিত করার চেষ্ঠা করবে আপনার কাজে যতটুকু বাধা দেওয়ার চেষ্ঠা করবে মনে রাখবেন প্রকৃতি আপনার জন্য তত বড় সাফল্য লুকিয়ে রেখেছে ...
প্রয়োজন শুধু আপনার আত্মবিশ্বাস আর সর্বোচ্চ চেষ্ঠা..
মনে রাখবেন আপনার জন্য কারো জীবন থেমে থাকবে না আর কারো জন্য আপনার জীবন ও থেমে থাকবে না জীবন জীবনের মতোই চলবে...
তাই কারো অবহেলা বা কারো দেয়া অপমানে নিজেকে কখনই ব্যার্থ মনে করবেন না...
বরং কি জন্য তাদের কাছ থেকে নেতিবাচক কমেন্ট গুলো পেলেন এগুলো বোঝার চেষ্ঠা করুন আর উপযুক্ত কাজ দিয়ে তাদেরকে বুঝিয়ে দিন যে প্রত্যেকটি মানুষের ভেতর একটি অমিত প্রতিভা আছে যা প্রকাশ করলে তোমরাও নিজেকে নিয়ে বড়াই করার সুযোগ পাবে না....
আমরা সবাই বড় বড় স্বপ্ন দেখি
এটা সবার জীবনেই দেখা হয়
তবে স্বপ্ন পূরনের জন্য তার অর্ধেক চেষ্ঠাও করিনা...
আর ফলাফল স্বরুপ ব্যার্থ স্বপ্নগুলো দেখে নিজের পরিবেশকে দোষারোপ করি
দোষ গুলো যে নিজের তা মানতেই চাইনা .....
আমরা সফলতার গল্প শুনতে ভালোবাসি
সফল সবকিছুই আমাদের ভাল লাগে কিন্তু তাদের সফলতার পেছনে যে কষ্ট গুলো ছিল তা নিজের জীবনে সহ্য করতে কেউ রাজি নই...
কোন কোন সময় নীতি কথা দেখলে বা শুনলে কেউ কেউ লীতি কথা বলে হেসে উড়িয়ে দেই আবার কেউ কেউ দেখে শুনে বুঝেও না বুঝার ভান করে নিজের মত করে জীবন অতিবাহিত করি..
আর এই জন্যই ত সফলতা আমাদের কাছে সোনার হরিণ....

[বি:দ্র:লেখাগুলির ভাল দিকগুলো পড়ে কেউ যদি নিজের জীবনের সামান্যতম পরিবর্তন করেন তবে আমি সার্থক ]

23/02/2020

ধুমপান রোধে সবাই এগিয়ে আসুন,
আল্লাহ ভাইদের কবুল করো 😍😍আমিন😍😍

দেশ ব্যাপী মাদক মুক্ত করতে গর্বিত সদস্য হওয়ার জন্য নিচের লিঙ্কে ক্লিক করুন
08/12/2019

দেশ ব্যাপী মাদক মুক্ত করতে গর্বিত সদস্য হওয়ার জন্য নিচের লিঙ্কে ক্লিক করুন

Create a new survey on your own or with others at the same time. Choose from a variety of survey types and analyze results in Google Forms. Free from Google.

05/12/2019

আগামী ১৩-১২-২০১৯ রোজ শুক্রবার সকালে ঢাকায় আমাদের মাদক বিরোধী সংগঠনের সেন্ট্রাল কমিটি গঠন করা হবে যারা আমাদের সাথে যুক্ত হতে চান অতিদ্রুত যোগাযোগ করেন। ( ডা. আশরাফুল ইসলাম 01727333994)

Address

Narajanganj
1400

Alerts

Be the first to know and let us send you an email when Doctor's tips posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Practice

Send a message to Doctor's tips:

Share

Share on Facebook Share on Twitter Share on LinkedIn
Share on Pinterest Share on Reddit Share via Email
Share on WhatsApp Share on Instagram Share on Telegram