08/05/2017
"দইবড়া" দারুন মজাদার ও সাস্থ্য সম্মত একটি খাবার।রোজার দিনে ইফতারিতে বা ডেজার্ট হিসেবে খেয়ে থাকি।এই গরমে বিকেলের নাস্তার জন্য তৈরী করতে পারেন।খুব সহজ ও মুখরোচক এই খাবার টি। আজ আপনাদের আমি " দইবড়ার" রেসিপি দিলাম। সবাই বানাবেন এবং খেতে কেমন হলো বলতে ভুলবেন না . . .😃💜
দই বড়া : Tuka Rahman
উপকরন:মাসকালাই এর ডাল ২ কাপ,আড়ং এর টক দই বা এমনি দই ১ কেজি,আদা কুচি ১ টেবিল চামচ,চিনি ১/২ কাপ,বেকিং সোডা ১ চা চামচ,ধনিয়া পাতা ১/২ চামচ,পুদিনা পাতা১/২চা চামচ, কাচা মরিচ বাটা ১/২ চা চামচ, চাট মসলা ১ চা চামচ, লবন ২ চা চামচ,ভাজা জিরা গুরা ১ চা চামচ, মরিচ গুরা ১/২ চা চামচ, শুকনা মরিচ ভাজা গুড়া করা অল্প, পানি ৫ কাপ,তেতুলগোলা ৫ টেবিল চামচ,তৈল ভাজার জন্য ১ কাপ।
প্রণালি : ডাল পানি দিয়ে ৬ ঘোনটা ভিজিয়ে রাখুন,এরপর ভাল করে ধুয়ে পানি ঝড়িয়ে মিহি করে বেটে নিন,ডাল বাটায় ১/২ পানি ও বেকিং সোডা দিয়ে ভাল করে মিক্স করুন, ১ টি পাএে ৫ কাপ পানি তে ১/২ চা চামচ লবন গুলে রাখুন,চুলায় কড়াই ১ কাপ সয়াবিন তৈল দিয়ে গরম হলে বড়া গুলো আদাকুচি ১ টেবিল চামচ দিয়ে ছোট কাবাব আাকারে বানিয়ে লাল করে ভেজে পাএে পানিতে ভিজিয়ে রাখুন ২০ মিনিট,এরপর একটি বাটিতে ১কেজি দই , পুদিনা পাতা, চাট মসলা,কাচা মরিচ বাটা,ধনিয়া পাতা বাটা দিন,১/২ কাপ চিনি দিন।
তেতুলগোলা তে ২ টেবিল চামচ চিনি,মরিচ গুরা ২ চিমটি, ভিট লবন ১ চামচ ভাজা জিরা গুরা ১/২ চা চামচের অধেক দিন,শুকনা মরিচ ভাজা গুরা করা ১/২ চা চামচ এর অধেক দিয়ে মিক্স করুন, এরপর দই এ ৪ টেবিল চামচ তেতুলগোলা দিয়ে ১ টেবিল চামচ রেখে দিন,দই এ ১/২ চা চামচ মরিচ গুড়া,ভাজা জিরা গুরা ১ চা চামচ,ভাজা, লবন ১ চা চামচ দিয়ে ভাল করে মিক্স করুন,এবার বড়া গুলি পাএে সাজিয়ে দই উপরে ঢেলে ১ টেবিল চামচ তেতুলগোলা ছিটিয়ে, লাল মরিচ ১ চিমটি ছিটিয়ে ফ্রিজ এ রেখে দিন ঠানডা করে পরিবেশন করুন মজাদার দই বড়া।