Narayanganj Diagnostic & Medical Centre

Narayanganj Diagnostic & Medical Centre খানপুরে নিয়মিত ডাক্তার বসেন।

[সংবিধিবদ্ধ মেডিকেল সতর্কীকরনঃ চিকিৎসা সম্পর্কিত কোন প্রশ্ন বা পরামর্শের জন্য দয়া করে আপনার চিকিৎসক বা অন্যান্য যোগ্য স্বাস্থ্যসেবা সরবরাহকারীর সাথে পরামর্শ করুন। সোশ্যাল মিডিয়াতে নারায়নগঞ্জ ডায়াগনষ্টিক এন্ড মেডিকেল সেন্টারের কমিউনিটিতে সরকারী তথ্য ও স্বাস্থ্য বাতায়নের কনটেন্টসহ লাইফষ্টাইল, জীবনশৈলী, সম-সাময়িক বিষয়, স্বাস্থ্যকথা ও সংক্ষিপ্ত খবরের মাধ্যমে সামাজিক, মানসিক ও দৈনন্দিন স্বাস্থ্য সুরক্

ষাকল্পে সংগৃহীত বিভিন্ন আর্টিকেল প্রচার হয় যাহাতে এই পেইজে প্রচারিত ডাক্তারদের অতিরিক্ত কোন পেশাগত যোগ্যতা নির্ধারন করেনা [বিএমডিসি আইন ২০১০ (২৯-১)]। স্বাস্থ্য সুরক্ষায় চাই স্বাস্থ্য সচেতনতা - আর সচেতনতায় সুরক্ষিত থাকুক সবার জীবনলক্ষ্য করুনঃবয়স ৩০ পেরিয়েছে? এবার তাহলে সময় এসেছে কাজের ফাঁকে নিজের শরীরের প্রতি একটু বাড়তি দেখ-ভালের। তবে বছরে একবার রক্ত পরীক্ষা করানো যেতেই পারে। এর থেকেই জানতে পারবেন,আপনার ‘আপাত'সুস্থ শরীর কতটা সুস্থ? আদৌ কোনও মরণ ব্যাধি গোপনে বাসা বাঁধছে না তো!লোহিত কনিকার ঘাটতি? হরমোনের পরিমানে তারতম্য? ভিটামিনের অভাবে কি দেখা দিতে পারে শারীরিক দুর্বলতা? আপনার শরীরে থাকা ডায়াবেটিস এর মাত্রা বেড়ে যাচ্ছে না তো?রক্তে চর্বির পরিমান নিরুপনের জন্য লিপিড প্রোফাইল করেছেন?পেটে সামান্য ব্যথা থেকে লিভারের মারাত্মক রোগের লক্ষন নয়তো? স্থূলতা আর বাড়তি রক্তচাপ; ভিটামিন-ডি এর স্বল্পতার কারন নয়তো? অস্বাভাবিক ওজন বৃদ্ধি? থাইরয়েড নয়তো? বাত-ব্যথা? না অন্য কিছু? কিডনী সঠিকভাবে কাজ করছে কি?নিজেকে ঝুঁকিমুক্ত রাখতে নিয়মিত হার্টের চেক-আপ করুন -পরীক্ষায় জেনে নিন। শরীর সুস্থ রাখুন।'Prevention is better than cure' ‘প্রতিকারের চেয়ে প্রতিরোধ ভালো ‘অনেকেই ভেবে থাকেন ডাক্তারের কাছে গেলেই টেস্ট দিবেন। এটা সঠিক নয়। অনুমানের ভিত্তিতে আর চিকিৎসা নয়। চিকিৎসার সিদ্ধান্তে এখন ‘প্রমাণ ভিত্তিক পদ্ধতি’ ব্যবহার হচ্ছে। রোগের চিকিৎসা ধাপে ধাপে অগ্রসর হওয়ার জন্য রুটিন বেসলাইন ল্যাব পরীক্ষা দরকার। চিকিৎসকেরা ল্যাবে পরীক্ষা করানোর উপদেশ দেন রোগ ধরার প্রাথমিক ধাপ হিসাবে বা কোন শারীরিক অবস্থা পর্যবেক্ষণ করার জন্য।পরীক্ষা বাদ দিয়ে চিকিৎসা করলে অনেক সমস্যা সৃষ্টি হওয়ার ঝুঁকি থাকে।নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা করুন - সুস্বাস্থ্য নিশ্চিত করুন।নারায়নগঞ্জ ডায়াগনষ্টিক এন্ড মেডিকেল সেন্টার১৪০ খানপুর মেইন রোড, মসজিদ খানপুর সাদা মসজিদ সংলগ্ন, নারায়নগঞ্জ -১৪০০ফোনঃ ০১৮৪ ০১৮৪ ১২৩ , ০১৭৬২ ৪৪৮ ৪৪৯, ০১৭৩৩ ৬০৫ ৫০৮ ইমেইলঃ ndmc.nganj@gmail.com

https://www.facebook.com/share/p/15umTDEKmp/?mibextid=oFDknk
21/01/2025

https://www.facebook.com/share/p/15umTDEKmp/?mibextid=oFDknk

সামর্থ্য থাকলে কখনোই গ্রামে থাকা উচিত না।
গ্রামে ১০০ বিঘা জমির মালিক হওয়ার চেয়ে শহরে এক টুকরো ভাড়া বাসায় থাকা অনেক ভালো, অনেক সম্মানের, অনেক আরামদায়ক।
গ্রামে স্থায়ীভাবে বসবাস করাটাকে কোন সূচকে এগিয়ে রাখা যায় আসলে?

এখানে বেশিরভাগ মানুষ এতই #টক্সিক যে তারা তাদের ব্যাক্তিগত জীবনের থেকে আপনার জীবন নিয়ে বেশি চিন্তিত। আপনার চুল বড় কেন, আপনি বোরকা পড়েন না কেন, অনার্সে পড়লেও মেয়ের বিয়ে দেয়না কেন, বয়স ২৫ পেরিয়ে গেলেও এখনো জব হয়না কেন, আপনার ব্যাচমেট কেউ বিদেশে গিয়ে লাখ লাখ টাকা কামায় আপনি এখনো পড়াশুনা করেন কেন এসব আজগুবি বিষয় নিয়ে তাদের অনেক টেনশন। মাঝে মাঝে দেখবেন আপনার নিজের ফ্যামিলিও যেসব বিষয় নিয়ে চিন্তিত নয় অন্যান্য মানুষ এর থেকে বেশি চিন্তিত।

গ্রামের টক্সিক বিষয়গুলোর আরেকটি বড় পার্ট হচ্ছে ঝগড়া।
আপনি এমন কোনো বাড়ি খুজে পাবেন না যেখানে জায়গা-জমি নিয়ে কোনো বিরোধ নেই। প্রত্যক্ষ বা পরোক্ষভাবে এই ফ্যামিলি সেই ফ্যামিলির সাথে কোনো একভাবে ঝগড়া লেগেই থাকে।
১ ইঞ্চি জায়গা নিয়ে মাথা ফাটাফাটি, অশ্লিল ভাষায় গালাগালি, মামলা মোকদ্দমা চলতেই থাকে।

এইজন ওইজনের নামে গোপনে প্যাচ লাগিয়ে ঝগড়া বাদিয়ে দেওয়া, কাউকে পছন্দ নাহলে তার নামে জায়গায় অজায়গায় বদনাম রটিয়ে দেওয়া, এমনকি বিয়ে আসলেও গোপনে প্যাচ লাগিয়ে দেওয়া গ্রামের বেশিরভাগ মানুষের যেনো একটি নিত্যদিনের কাজ।

গ্রামের বেশিরভাগ মানুষ ই এতটা অজ্ঞ যে তারা সফটওয়্যার ইঞ্জিনিয়ার বুঝেনা, ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার বুঝেনা, এমবিবিএস ডাক্তার এর মানে বুঝেনা।
তাদের কাছে সরকারি চাকুরী মানে পুলিশ(হউক কনস্টেবল), সেনাবাহিনী (হউক সৈনিক), প্রাইমারি স্কুলের শিক্ষক এসব ই। আর একজন নার্সিং এ পড়া স্টুডেন্টকে যেমনভাবে ডাক্তার ভাবে তেমনি সরকারি মেডিকেলে এমবিবিএস পড়ুয়া কাউকেও সে রকমই ভাবে। তাদের কাছে আপনি সরকারের কত গ্রেডের চাকুরী করেন তার থেকে গুরুত্বপূর্ণ আপনি প্রাইভেট জব করেন নাকি সরকারি। আপনি যদি প্রাইমারি স্কুলের পিওন ও হোন তাও মেয়ে বিয়ে দিতে রাজি, কিন্তু বেসরকারি যতো ভালো চাকুরী ই করেন,আমতা আমতা করবেই।
তাদের কাছে আপনার উচ্চশিক্ষা গ্রহনের থেকে আপনার সে বন্ধুর দাম বেশি যে এসএসসির পর সৈনিক/কনস্টেবল/ বিদেশে বা কোনো কাজে চলে গেছে।

আর টক্সিসিটির সবচেয়ে বিরক্তিকর পার্ট হচ্ছে গ্রামের চায়ের দোকানগুলো। গ্রামের প্রতিটি চায়ের দোকানে চায়ে চুমুক উঠেই গীবত দিয়ে। যেখানে কার বৌয়ের বাচ্চা হচ্ছেনা, কার বৌ প্র‍্যাগন্যান্ট থেকে শুরু করে রাজনীতি, অর্থনীতি, খেলাধুলা কোনোটার ই গবেষণা বাকি থাকেনা। যার অধিকাংশই আবার গুজব।

এতসবের মাঝেও গ্রামে কিছু আপনার শুভাকাঙ্ক্ষী থাকেই, যারা আপনাকে বুঝতে চায়, বুঝে, বুঝার চেষ্টা করে। যারা অন্যের ব্যাক্তিগত জীবন নিয়ে এত আগ্রহী নয়, যারা মানে উচ্চশিক্ষা অর্জনের থেকে বিদেশে চলে যাওয়া কিংবা কোনো কাজে চলে যাওয়া কখনোই বেটার অপশন নয়, যারা চায়ের কাপে মিথ্যা আর গীবতের ধুয়ো উঠায় না। তাদের স্যালুট, তারা আজীবন সম্মানপ্রাপ্য।

জন্ম থেকেই গ্রামের পলিমাটি গায়ে মেখেও, একজন খাটি গ্রাম্য মানুষ হয়েও এ কথাগুলো লিখার একমাত্র কারণ তিক্ততা।

ধন্যবাদ

30/12/2024
১. কেউ যন্ত্রণা দিচ্ছে?👤 চুপ হয়ে যান।২. অনেক ভালোবাসার পরও কেউ প্রাপ্যটা দিচ্ছে না?👤 চুপ হয়ে যান।৩. কেউ আপনাকে অপমান করছ...
29/12/2024

১. কেউ যন্ত্রণা দিচ্ছে?👤 চুপ হয়ে যান।

২. অনেক ভালোবাসার পরও কেউ প্রাপ্যটা দিচ্ছে না?👤 চুপ হয়ে যান।

৩. কেউ আপনাকে অপমান করছে?
👤 চুপ হয়ে যান।

৪. কেউ ঠকিয়ে চলে গেছে?
👤 চুপ হয়ে যান।

৫. মিথ্যা দোষারোপ করছে?
👤 চুপ হয়ে যান।

৬. বিশ্বাসঘাতকতা করেছে?
👤 চুপ হয়ে যান।

নীরবতা শক্তি:
এতটাই নীরব হয়ে যান যে, তারা যেন আর কখনো আপনার শব্দ বা ছায়া দেখতে না পায়। তাদের কাছে যেন আপনি "মৃত" হয়ে যান।

প্রতিজ্ঞা করুন:
আর কখনো তাদের দিকে ফিরে তাকাবেন না।

নীরবতা প্রথমে আপনার জন্য দম বন্ধ করা আর্তনাদ বয়ে আনতে পারে, কিন্তু শেষমেশ এটি তাদের জন্য আফসোসের কারণ হবে।

শিক্ষা:
যে মানুষগুলো আপনাকে সম্মান করে না বা আপনার কষ্টের মূল্য দেয় না, তারা কখনোই আপনার আপনজন ছিল না।

নিজের জন্য বাঁচুন:
নিজেকে ভালোবাসুন। মনে রাখুন, আপনার একজন সৃষ্টিকর্তা আছেন।
সব দুঃখ-কষ্ট, চাওয়া-পাওয়া তার কাছে বলুন। তিনিই সব সমস্যার সমাধান করবেন।

৫. তারাই তাদের রবের পক্ষ থেকে হিদায়াতের উপর আছে এবং তারাই সফলকাম।(১) সূরাঃ ৩১/ লুকমান(১) যাদেরকে সৎকর্মপরায়ণ বলা হয়েছ...
07/12/2024

৫. তারাই তাদের রবের পক্ষ থেকে হিদায়াতের উপর আছে এবং তারাই সফলকাম।(১) সূরাঃ ৩১/ লুকমান

(১) যাদেরকে সৎকর্মপরায়ণ বলা হয়েছে তারা কেবলমাত্র এ তিনটি গুণাবলীর অধিকারী, একথা বলা হয়নি। আসলে প্রথমে ‘সৎকর্মপরায়ণ’ শব্দটি ব্যাপক অর্থে বর্ণনা করে এদিকে ইংগিত করা হয়েছে যে, এ কিতাব যেসব অপকর্মে বাধা দেয় এ সৎকর্মশীলরা সেসবগুলো থেকেই বিরত থাকে। আর এ কিতাব যেসব সৎকাজ করার হুকুম দেয় এরা সেসবগুলোই করে। তারপর এ “সৎকর্মশীলদের” তিনটি গুরুত্বপূর্ণ গুণাবলী বিশেষভাবে উল্লেখ করা হয়েছে। এর মাধ্যমে একথা প্ৰকাশ করাই উদ্দেশ্য যে, বাদবাকি সমস্ত সৎকাজ কিন্তু এ তিনটি সদগুণের ওপরই নির্ভর করবে। তারা সালাত কায়েম করে। এর ফলে আল্লাহর হুকুম মেনে চলা ও আল্লাহর ভয়ে ভীত হওয়া তাদের স্থায়ী অভ্যাসে পরিণত হয়ে যায়। তারা যাকাত দেয়। এর ফলে আত্মত্যাগের প্রবণতা তাদের মধ্যে সুদৃঢ় ও শক্তিশালী হয়, পার্থিব সম্পদের প্রতি মোহ প্ৰদমিত হয় এবং আল্লাহর সন্তুষ্টি অর্জনের আকাংখা জেগে ওঠে। তারা আখেরাতে বিশ্বাস করে। এর ফলে তাদের মধ্যে দায়িত্ববোধ ও জবাবদিহি করার অনুভূতি জাগে।

এর বদৌলতে তারা এমন জন্তু-জানোয়ারের মতো হয় না। যারা চারণক্ষেত্রে বাঁধন-হারা হয়ে এদিক ওদিক চরে বেড়ায়। বরং তারা এমন মানুষদের মতো হয়ে যায় যারা নিজেদেরকে স্বেচ্ছাচারী মনে করে না। মনে করে, তারা কোন প্রভুর গোলাম এবং নিজেদের সমস্ত কাজের জন্য প্রভুর সামনে জবাবদিহি করতে বাধ্য। এ তিনটি বিশেষত্বের কারণে এ “সৎকর্মশীলরা” ঠিক তেমনি ধরনের সৎকর্মশীল থাকে না যারা ঘটনাক্রমে কোন সৎকাজ করে বসে এবং তাদের অসৎকাজও তেমনি সৎকাজের মতো একই ধারায় অনুষ্ঠিত হতে পারে। পক্ষান্তরে এ বিশেষত্বগুলো তাদের মধ্যে একটি চিন্তা ও নৈতিক ব্যবস্থার জন্ম দেয় যার ফলে তাদের সৎকাজগুলো একটি ধরা বাঁধা নিয়মানুসারে অনুষ্ঠিত হতে থাকে এবং অসৎকাজ যদি কখনো হয়ে যায়ই তাহলে তা হয় ঘটনাক্ৰমে। তাদের কোন গভীর চিন্তা ও নৈতিক উদ্যোগ তাদেরকে প্রাকৃতিক চাহিদা অনুসারে অসৎপথে নিয়ে যায় না।

মুসলিম আইনের অধীনে উত্তরাধিকার ও সম্পত্তি বণ্টন একটি নির্ধারিত বিধান অনুযায়ী পরিচালিত হয়, যা পবিত্র কুরআন ও সুন্নাহ দ্...
06/12/2024

মুসলিম আইনের অধীনে উত্তরাধিকার ও সম্পত্তি বণ্টন একটি নির্ধারিত বিধান অনুযায়ী পরিচালিত হয়, যা পবিত্র কুরআন ও সুন্নাহ দ্বারা নির্ধারিত। এই আইন অনুযায়ী, একজন ব্যক্তি তার মৃত্যুর পর তার সম্পত্তি কীভাবে বণ্টিত হবে তা পূর্ব নির্ধারিত। ভাইয়ের পুত্র সন্তান না থাকলে, উত্তরাধিকারীদের মধ্যে স্ত্রী ও মেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন, তবে অন্যান্য আত্মীয় যেমন ভাই-বোন, চাচা, ও অন্যান্য উত্তরাধিকারীরাও অধিকার পেতে পারেন।

জমি শুধুমাত্র মেয়ে ও স্ত্রীকে লিখে দেওয়ার ক্ষেত্রে ইসলামি দৃষ্টিভঙ্গি:

1. ইসলামি উত্তরাধিকার আইন অনুযায়ী উত্তরাধিকারীদের অংশ:

পবিত্র কুরআনের সূরা নিসা (৪:১১ ও ৪:১২)-তে নির্ধারিত হয়েছে যে, সন্তান ও স্ত্রী সম্পত্তিতে নির্দিষ্ট অংশ পাবেন।

উদাহরণস্বরূপ:

স্ত্রী: সন্তানের উপস্থিতিতে স্ত্রী সম্পত্তির ১/৮ অংশ পাবেন।

মেয়ে: এক মেয়ে থাকলে সে সম্পত্তির ১/২ অংশ পাবে। যদি একাধিক মেয়ে থাকে, তাহলে তারা সম্মিলিতভাবে ২/৩ অংশ পাবে।

2. পুরো সম্পত্তি লিখে দেওয়া শর্ত ও সীমাবদ্ধতা:

যদি কোনো ব্যক্তি তার জীবিত অবস্থায় তার সমস্ত সম্পত্তি কেবল মেয়ে ও স্ত্রীকে লিখে দেন, তবে এটি মুসলিম উত্তরাধিকার আইনের নিয়ম লঙ্ঘন করে। ইসলাম এ ধরনের আচরণকে ন্যায়সংগত মনে করে না, কারণ এতে অন্যান্য উত্তরাধিকারীর (যেমন ভাই, ভাইয়ের সন্তান, চাচা ইত্যাদি) অধিকার ক্ষুণ্ণ হতে পারে।

3. ওসিয়তের সীমাবদ্ধতা:

ইসলামে কোনো ব্যক্তি তার সম্পত্তির সর্বোচ্চ ১/৩ অংশ ওসিয়ত করতে পারেন। বাকি ২/৩ অংশ অবশ্যই নির্ধারিত উত্তরাধিকার আইন অনুযায়ী বণ্টিত হবে।

ওসিয়ত কেবল ঐ ব্যক্তিদের জন্য বৈধ যাঁরা উত্তরাধিকারী নন।

4. ধর্মীয় দৃষ্টিতে অপরাধ কেন?:

ইসলামি আইন আল্লাহর নির্ধারিত বিধান, যা সম্পত্তি বণ্টনে ন্যায় প্রতিষ্ঠা করে। কেউ ইচ্ছাকৃতভাবে এই বিধান অমান্য করলে এটি আল্লাহর আদেশের অবমাননা হিসেবে গণ্য হয়।

পবিত্র কুরআনে বলা হয়েছে:

“যে কেউ আল্লাহ ও তাঁর রাসূলের আদেশের বিরোধিতা করবে এবং তার সীমানা লঙ্ঘন করবে, সে অনন্তকালের জন্য জাহান্নামে প্রবেশ করবে।” (সূরা নিসা ৪:১৪)

ধর্মীয় সমাধান:
সম্পত্তি বণ্টনের আগে একজন ইসলামি আলেমের পরামর্শ নেওয়া উচিত।

উত্তরাধিকার আইন মেনে চলতে হবে, যাতে কোনো উত্তরাধিকারী বঞ্চিত না হয়।

জীবদ্দশায় ইচ্ছাকৃতভাবে সম্পত্তি মেয়ে ও স্ত্রীকে দেওয়ার আগে নিশ্চিত করতে হবে যে এটি অন্যদের অধিকার ক্ষুণ্ণ করবে না।

এভাবে সম্পত্তি বণ্টনে সতর্ক থাকা এবং আল্লাহর বিধান মেনে চলা ধর্মীয়ভাবে অপরিহার্য।

https://www.youtube.com/watch?v=PjtLR1wxsUAVery Interesting Interview by SK Sinha, a Bangladeshi lawyer and jurist who s...
08/08/2024

https://www.youtube.com/watch?v=PjtLR1wxsUA
Very Interesting Interview by SK Sinha, a Bangladeshi lawyer and jurist who served as the 21st Chief Justice of Bangladesh.

সরাসরি লাইভে সাবেক প্রধান বিচারপতি এস কে সিনহা | Surendra Kumar Sinha | Time Television ► 𝐎𝐮𝐫 𝐒𝐨...

হজরত রাসুলুল্লাহ (সা.) বলেন, আল্লাহ আমাকে নয়টি বিষয়ের হুকুম দিয়েছেন। এরমধ্যে তিনি এ চারটি কথা বলেছেন, এক. কারও প্রতি সন্...
18/05/2024

হজরত রাসুলুল্লাহ (সা.) বলেন, আল্লাহ আমাকে নয়টি বিষয়ের হুকুম দিয়েছেন। এরমধ্যে তিনি এ চারটি কথা বলেছেন,
এক. কারও প্রতি সন্তুষ্ট-অসন্তুষ্ট যাই থাকি না কেন সর্বাবস্থায় আমি যেন ইনসাফের কথা বলি।
দুই. যে আমার অধিকার হরণ করে আমি যেন তার অধিকার আদায় করি। তিন. যে আমাকে বঞ্চিত করবে আমি যেন তাকে দান করি।
চার. আর যে আমার প্রতি জুলুম করবে আমি যেন তাকে মাফ করে দেই।

মুমিন জীবন পুরোটাই সবরের ওপর নির্ভরশীল। কারণ সে আল্লাহর সন্তুষ্টির আশায় এবং আখেরাতের স্থায়ী পরিণামের কথা চিন্তা করে দুনিয়ায় আত্মসংযম করে এবং সবরের সঙ্গে মনের প্রতিটি পাপ প্রবণতার মোকাবিলা করে। ভালো দিয়ে মন্দ দূরীভূত করে। তারা অন্যায়ের মোকাবিলা অন্যায়কে সাহায্য না করে ন্যায়কে সাহায্য করে। কেউ তাদের প্রতি যতই জুলুম করুক না কেন তার জবাবে তারা পাল্টা জুলুম করে না বরং ইনসাফ করে। কেউ তাদের বিরুদ্ধে যতই মিথ্যাচার করুক না কেন জবাবে তারা সত্যই বলে। কেউ তাদের সঙ্গে যতই বিশ্বাস ভঙ্গ করুক না কেন জবাবে তারা বিশ্বস্ত আচরণই করে।
#ঈশানহাসান Narayanganj Diagnostic Ndmc

হাদিসে রাসুল (সা.) বলেন, আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় সেই ব্যক্তি যে মানুষের জন্য সবচেয়ে বেশি উপকারী। আল্লাহর কাছে সবচেয়ে প...
15/12/2023

হাদিসে রাসুল (সা.) বলেন, আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় সেই ব্যক্তি যে মানুষের জন্য সবচেয়ে বেশি উপকারী। আল্লাহর কাছে সবচেয়ে প্রিয়তম আমল হলো, একজন মুসলমানের হৃদয় আনন্দে পরিপূর্ণ করা অথবা তার কোনো কষ্ট দূর করে দেওয়া। তার পক্ষ থেকে তার ঋণ আদায় করে দেওয়া অথবা তার ক্ষুধা দূর করে দেওয়া। (সহিহ মুসলিম)

‘তোমরা পরস্পরে সম্পদ অন্যায়ভাবে ভোগ করো না এবং বিচারকের কাছে সে সম্পর্কে এই উদ্দেশ্যে মামলা রুজু করো না যে, মানুষের সম্প...
15/11/2023

‘তোমরা পরস্পরে সম্পদ অন্যায়ভাবে ভোগ করো না এবং বিচারকের কাছে সে সম্পর্কে এই উদ্দেশ্যে মামলা রুজু করো না যে, মানুষের সম্পদ থেকে কোনো অংশ জেনে-শুনে পাপের পথে গ্রাস করবে।’ সুরা আল বাকারা : ১৮৮

বর্ণিত আয়াতের প্রথমাংশে সব ধরনের অন্যায় পন্থায় অন্যের সম্পদ ভক্ষণ করার ব্যাপারে নিষেধ করা হয়েছে। সেখানে রয়েছে সুদ-ঘুষ, জুলুম-আত্মসাৎ, চুরি-ডাকাতিসহ সবকিছু। কিন্তু দ্বিতীয়াংশে নির্দেশ দেওয়া হয়েছে, ‘তোমরা এই উদ্দেশ্যে মামলা রুজু করো না যে, মানুষের সম্পদ থেকে কোনো অংশ জেনে-শুনে পাপের পথে গ্রাস করবে।’ আয়াতের এই অংশ থেকে আমরা আল্লাহর নির্দেশের আলোকে হেদায়েত গ্রহণের চেষ্টা করব ইনশাআল্লাহ। আলোচ্য আয়াতে আমরা স্পষ্ট বার্তা পাই যে, বাকপটুতা, কৌশলী যুক্তিতর্ক এবং মিথ্যা সাক্ষী, ক্ষমতার প্রভাব বা অন্য কোনো কারণে প্রভাবিত হয়ে বিচারক অন্যের হক যদি আমাকে দিয়েও দেয়, বা আমার পক্ষে ভুল রায় এসে যায়, ইসলামি শরিয়তের দৃষ্টিতে এই রায় আমার জন্য গ্রহণ করা হালাল ও বৈধ নয়; সেটি হারাম বলেই বিবেচিত। কারণ মিথ্যা মিথ্যাই। অন্যায় অন্যায়ই। বিচারিক ফয়সালার মাধ্যমে মিথ্যা সত্য হয় না, অন্যায় ন্যায় হয়ে যায় না!

হজরত উম্মে সালামা (রা.) থেকে বর্ণিত, হজরত রাসুলুল্লাহ (সা.) ইরশাদ করেন, আমি একজন মানুষ। আর তোমরা আমার কাছে বিভিন্ন বিবাদের ফায়সালার জন্য আস। হতে পারে, তোমাদের কেউ অপর থেকে অধিক বাকপটু ও প্রমাণ উপস্থাপনে বেশি পারঙ্গম। তাই হতে পারে, আমি তার কথা শুনে সে অনুযায়ী ফয়সালা করে দিলাম। অতএব, এভাবে যদি আমি কারও জন্য তার ভাইয়ের কোনো হক দিয়ে দেই, সে যেন তা গ্রহণ না করে। কারণ আমি (তার অন্যায্য দাবি ও বাকপটুতার ভিত্তিতে) তাকে যা দেই, সেটা (পরিণতির বিচারে) আগুনের একটি টুকরো। সহিহ বোখারি : ৭১৬৮

বিচারকের বিচার কোনো বিষয়কে মূল থেকে পরিবর্তন করতে পারে না। কাজেই (বিচারকের বিচার) আদতে কোনো হারামকে প্রকৃতভাবে হালাল করতে পারে না এবং কোনো হালালকেও হারাম করতে পারে না। বরং সেটি কার্যকর হয় কেবল বাহ্যিকভাবে। এই বাহ্যিকতা যদি বাস্তবতার সঙ্গে মিলে যায়, তবে তো সোনায় সোহাগা। অন্যথায় বিচারক (তার সাধ্য মাফিক ন্যায় বিচারের কারণে) পুরস্কার পাবে, কিন্তু নিজের পক্ষে কৌশলে রায় আদায়কারীর জন্য রয়েছে কঠিন শাস্তি। তাফসিরে ইবনে কাসির : ১/৫২১

ইমাম খাত্তাবি (রহ.) লেখেন, এ থেকে উদ্ভাবিত হয়, কারও জন্য অন্যায়ভাবে কোনো কিছু ফয়সালা হয়ে গেলেই কেবল সেটি তার জন্য গ্রহণ করা বৈধ হয়ে যায় না। যতক্ষণ না সে নিশ্চিত হবে যে, এটি আল্লাহর বিচারে তার জন্য হালাল ও বৈধ। এই যে নবীজি বলেছেন, ‘সে যেন তা গ্রহণ না করে। কারণ যা আমি তাকে দেই, সেটি তার জন্য আগুনের একটি টুকরো।’ মাআলিমুস সুনান : ৪/১৬৩

হাফেজ ইবনে হাজার (রহ.) লেখেন, বাহ্যিক কোনো নির্দেশ প্রকৃত কোনো হককে বাতিলে পরিণত করে না এবং বাতিলকেও হকে পরিণত করে না। ফাতহুল বারি : ৫/২৮৮

লক্ষ্য-শূন্য লক্ষ বাসনা ছুটিছে গভীর আঁধারে,জানি না কখন ডুবে যাবে কোন্ অকুল-গরল-পাথারে!প্রভু, বিশ্ব-বিপদহন্তা, তুমি দাঁড়...
03/11/2023

লক্ষ্য-শূন্য লক্ষ বাসনা ছুটিছে গভীর আঁধারে,
জানি না কখন ডুবে যাবে কোন্ অকুল-গরল-পাথারে!
প্রভু, বিশ্ব-বিপদহন্তা, তুমি দাঁড়াও, রুধিয়া পন্থা;
তুমি, নির্মল কর, মঙ্গল করে মলিন মর্ম মুছায়ে॥ #ঈশানহাসান

https://ekush.info/%e0%a6%ac%e0%a6%bf%e0%a6%ad%e0%a6%bf%e0%a6%a8%e0%a7%8d%e0%a6%a8-%e0%a6%86%e0%a6%a6%e0%a6%be%e0%a6%b2%...
04/10/2023

https://ekush.info/%e0%a6%ac%e0%a6%bf%e0%a6%ad%e0%a6%bf%e0%a6%a8%e0%a7%8d%e0%a6%a8-%e0%a6%86%e0%a6%a6%e0%a6%be%e0%a6%b2%e0%a6%a4%e0%a7%87-%e0%a6%a8%e0%a6%a4%e0%a7%81%e0%a6%a8-%e0%a6%ad%e0%a7%82%e0%a6%ae%e0%a6%bf/

৪৫ বছর ধরে জমি বেদখল-চট্টগ্রামে নতুন ভূমি আইনে ‘প্রথম’ মামলা অক্টোবর ২, ২০২৩ সোমবার (২ অক্টোবর) আদালত মামলাটি গ্রহ.....

02/10/2023

সম্পর্কহীন জীবন কি আসলে মূল্যহীন শেখায়।"

এই পৃথিবীতে এখন প্রানবন্ত আবেগ, ভালোবাসার নিবিড় বন্ধন আর নেই। একক পরিবারের কালো ছায়ায় গড়ে উঠেছে স্বার্থপর ও হতাশাগ্রস্ত এক সমাজ।আগের মত বাড়ির ভিতরে সুখের ওড়াউড়ি আর নেই। নিজের ক্ষুদ্র স্বার্থের জন্য খুব আপন মানুষকে ও ছেড়ে চলে যাই আমরা। মোবাইল ফোনের ওপাশে বসে থাকা মানুষটিকে আপন করতে গিয়ে পাশে বসে থাকা আপন মানুষটি অনেক বেশি পর হয়ে যাচ্ছে। ক্রমান্বয়ে বাড়ছে পরস্পরের অবিশ্বাস, দ্বায়িত্বহীনতা, ঘৃণা এবং ভেঙে যাচ্ছে মায়ার বন্ধন।আমরা প্রতি দিন সম্পর্কহীন হয়ে পড়ছি।
সৃষ্টির সব আত্মাই মরে যায় কিন্তু স্মৃতি আর স্বপ্ন কখনও মরে না। পরিবার হলো বাদ্য যন্ত্রের মত সারাক্ষণ বাজতেই থাকে। যদি কারণে অকারণে একটা তার ও ছিড়ে যায় তখন সুর,তাল,লয় কোনো কিছু ই ঠিক থাকে না। নতুন স্বর লিপিতে নতুন সুরে আরেকটি পরিবার গড়তে জীবনকে এক কঠিন বাস্তবতার মুখোমুখি হতে হয়। ভয় - সংশয় এবং অনিশ্চয়তার আশাহীন এই আমাদের সম্পর্কহীন জীবন সংসার। জীবন মূল্যহীন হতে পারে না। বিশ্বাস করতে হবে, আমাদের জীবন টা অনেক বেশি মূল্যবান।বেঁচে থাকার জন্য একটা সুন্দর সম্পর্ক সৃষ্টি কর্তার বড় আশীর্বাদ।

সম্পর্কহীন জীবন কোন এক কুয়াশা ঘেরা শীতার্ত ভোরের মত ঘোলাটে মেঘাচ্ছন্ন হলেও একটা নতুন সুখের উল্লাস নিয়ে পূর্ণ উদ্যমে বেঁচে থাকতে চাই আমরা। নতুন করে আমাদের স্বপ্নের পৃথিবীকে তৈরি করতে চাই। স্বামী -স্ত্রী , সন্তান, প্রিয়জন সবাইকে নতুন বাঁধনে বেঁধে রাখতে চাই। সেই স্বপ্নের পৃথিবী খারাপ হতে পারে না।
পূণির্মায় চাঁদের জোস্না দেখা যায়। ভোরের রক্তলাল সূর্যোদয়,বিকেলে গোধূলির আলোয় সূর্যাস্ত,ভোরের আকাশের নীল মায়ার টান, সমুদ্রের শান্ত ঢেউ ও একসময় উওাল জোয়ারের মাতেয়ারা এই প্রকৃতির অসাধারণ রুপ পরিবর্তনের খেলা চলতেই থাকে। প্রকৃতির এমন শুভ, নির্মল সৌন্দর্যের দোদুল দুল স্বার্থহীন ভাবে মানুষের সেবা করে যাচ্ছে অনন্তকাল।

কিন্তু মানুষের মাএা অতিরিক্ত লোভ,উচ্চ বিলাস, রুপ- যৌবনের অহংকার, অবিশ্বাস এবং বিবেকহীনতা জীবনকে অস্বাভাবিক এবং অসুস্থ করে তোলে। এই পরিবর্তনের ভয়ংকর রুপ সম্পর্কের বিচ্ছেদ ঘটায় এবং জীবনের সব সুখ - সমৃদ্ধি ধুলোয় মিটে যায়। কারণ আমরা প্রকৃতির মত সহনশীল, দয়াময় হতে পারি না।

এক বড় বিশ্বাস আর স্বপ্ন নিয়ে আমাদের দিনের যাএা শুরু হয়। নিজের দুঃখ কষ্টের দিন গুলোতে একাই লড়তে হয়। কষ্টের দিনে কেউ পাশে থাকে না। তা সে যতই আপন হোক, কিংবা পর সবাই নিজকে নিয়ে মহাব্যস্ত। সম্পর্কের বিচ্ছেদ মানে জীবন শেষ হয়ে যাওয়া নয়। জীবনের অর্থ,মূলবোধ অনেক বিশাল,আকাশ সমান বড়। জীবন স্বপ্নের চেয়ে ও মহান।নিজের জীবন কে গুরুত্ব দিন, ভালোবাসুন এবং স্বযত্নে মূল্যায়ন করুন। জগতের সব সম্পর্ক গুলো টিকে থাকুক, বেঁচে থাকুক অনন্তকাল। দীর্ঘায়িত হোক সম্পর্কের সেতু বন্ধন মহা প্রলয়ের দিন পর্যন্ত ❤️

মোঃ আরিফ হোসেন

হিংসুকের হিংসা থেকে বাঁচার দোয়া
29/09/2023

হিংসুকের হিংসা থেকে বাঁচার দোয়া

হাদিসে বলা হয়েছে,‘তিন ব্যক্তির গুনাহ মাফ হয় না, তার মধ্যে একজন হচ্ছে অন্যের প্রতি বিদ্বেষ–পোষণকারী ব্যক্তি।’ হ...

https://ekush.info/%E0%A6%86%E0%A6%9C-%E0%A6%95%E0%A7%8D%E0%A6%B7%E0%A6%AE%E0%A6%BE-%E0%A6%A6%E0%A6%BF%E0%A6%AC%E0%A6%B8...
08/09/2023

https://ekush.info/%E0%A6%86%E0%A6%9C-%E0%A6%95%E0%A7%8D%E0%A6%B7%E0%A6%AE%E0%A6%BE-%E0%A6%A6%E0%A6%BF%E0%A6%AC%E0%A6%B8-%E0%A6%95%E0%A6%BE%E0%A6%95%E0%A7%87-%E0%A6%95%E0%A7%8D%E0%A6%B7%E0%A6%AE%E0%A6%BE-%E0%A6%95/?fbclid=IwAR3wiE2MsiBzWvQ6Eei_ctGmBmRx9FVjs-1v14_QUuqR35M57EHRMysi0I0

মনে রাখবেন, ক্ষমা করার অর্থ ভুলে যাওয়া নয়, তবে এটি নিরাময় এবং সুচিন্তা বৃদ্ধির পথ প্রশস্ত করে। আজ এমন একটি দিন, য...

Address

140 Khanpur Main Road
Narayanganj

Opening Hours

Monday 10:00 - 22:00
Tuesday 10:00 - 22:00
Wednesday 10:00 - 22:00
Thursday 10:00 - 22:00
Saturday 10:00 - 22:00
Sunday 10:00 - 22:00

Telephone

+8801840184123

Alerts

Be the first to know and let us send you an email when Narayanganj Diagnostic & Medical Centre posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Practice

Send a message to Narayanganj Diagnostic & Medical Centre:

Videos

Share