Dr Md Gulzar Hussain Mayer Dua Medicine Corner

Dr Md Gulzar Hussain Mayer Dua Medicine Corner Doctor Chamber And Pharmacy

12/08/2023

অল্প কথায় অনেক কিছু!

06/04/2023

মরহুম ডা: মো: গুলজার হোসেন সাহেবের সুযোগ্য পুত্র ডা: মো: নাফিজ ইমতিয়াজের দেয়া গুরুত্বপূর্ণ আলোচনা ।
"ইফতারির পর বা খাবারের পর ক্লান্ত লাগার কারণ "
শেয়ার করে জানিয়ে দিন ।
Dr Md Nafiz Imtiaz
#জানুন_এবং_সুস্থ_থাকুন

https://www.facebook.com/100076292731030/posts/237637182122705/

মরহুম ডা: মো: গুলজার হোসেনের সুযোগ্য সন্তান ডা: মো: নাফিজ ইমতিয়াজ এই বৃহস্পতিবার ৯-৩-২৩ তারিখ সকাল ৯ টা ৩০ থেকে ফ্রিতে ...
06/03/2023

মরহুম ডা: মো: গুলজার হোসেনের সুযোগ্য সন্তান ডা: মো: নাফিজ ইমতিয়াজ এই বৃহস্পতিবার ৯-৩-২৩ তারিখ সকাল ৯ টা ৩০ থেকে ফ্রিতে রোগী দেখবেন।
শেয়ার করে জানিয়ে দিন...

আমার বাবা, 'মরহুম ডা: মো: গুলজার হোসেন' ২০১৭ সালের ৯ মার্চ ইন্তেকাল করেছিলেন...

নিজের প্রমোশন উপেক্ষা করে বছরের পর বছর থেকে গেছেন নিজের জন্মভূমি রূপগঞ্জের কাঞ্চনে।
স্বার্থহীনভাবে এলাকার সর্বস্তরের মানুষের সেবা করে গেছেন আমৃত্যু ...

স্বপ্ন দেখতেন,
আমাদের একই সাথে রোগী দেখার ।
রূপগঞ্জ বাসির সেবা করার।
স্বাস্থ্য সেবার মান উন্নয়ন করার লক্ষ্যে ভালো একটা হাসপাতাল দেয়ার।

আজ উনি নেই। কিন্তু উনার রোগীরা, শুভাকাঙ্ক্ষীরা, প্রিয় জনেরা এখনো উনাকে স্মরণ করে ।
অনেকেই আমার সাথে দেখা করে স্মৃতিচারণমূলক কথা বলে যায় ।

তখন গর্বে বুকটা ভরে যায়!!!

#আগামী_৯_মার্চ_২০২৩ রোজ বৃহস্পতিবার সকাল া_৩০ থেকে উনার চেম্বারে একটা মেডিকেল ক্যাম্প এর আয়োজন করতে যাচ্ছি।

স্থান: Dr Md Gulzar Hussain Mayer Dua Medicine Corner .
সময় - সকাল ৯:৩০ থেকে দুপুর ১২:৩০ পর্যন্ত....

এসে সিরিয়াল দিয়ে, সুশৃংখলভাবে মেডিকেল ক্যাম্পটিতে অংশগ্রহণ করার জন্য অনুরোধ করা যাচ্ছে।

বেশি বেশি শেয়ার করে জানিয়ে দিন ....
ধন্যবাদ ....

#ডা_মো_নাফিজ_ইমতিয়াজ

অবশ্যই সিরিয়াল দিয়ে আসতে হবে...https://m.facebook.com/story.php?story_fbid=206799078539849&id=100076292731030&mibextid=N...
12/01/2023

অবশ্যই সিরিয়াল দিয়ে আসতে হবে...

https://m.facebook.com/story.php?story_fbid=206799078539849&id=100076292731030&mibextid=Nif5oz

ফ্রি কার্ড গুলো মাদ্রাসার ছাত্র-শিক্ষক দের মাঝে দেয়া হয়ে গিয়েছে আলহামদুলিল্লাহ।

ডিসকাউন্ট কার্ড গুলো কাঞ্চন বাজার কেন্দ্রীয় মসজিদ কর্তৃপক্ষ ও স্থানীয় মসজিদ গুলো তে দেয়া থাকবে ।
সংগ্রহ করে অংশগ্রহন করতে পারেন...
স্থান- Dr Md Gulzar Hussain Mayer Dua Medicine Corner
প্রত্যেক শুক্রবার ।
সকাল ৯ টা থেকে।

#ডা_মো_নাফিজ_ইমতিয়াজ

Alhamdulillah, the free cards have been distributed among the students and teachers of the Madrasa.

Discount cards will be available in Kanchan Bazar central mosque authority and every local mosques.
You can participate by collecting them …

Place- "Dr Md Gulzar Hussain Mayer Dua Medicine Corner"
Every friday
From 9 am.

শেয়ার করে জানিয়ে দিন....টিকেট পাওয়া যাবে-কাঞ্চন এর এই দোকান গুলোতে...✔️ডা: মো: গুলজার হোসেন মায়ের দোয়া মেডিসিন কর্নার...
02/01/2023

শেয়ার করে জানিয়ে দিন....

টিকেট পাওয়া যাবে-
কাঞ্চন এর এই দোকান গুলোতে...

✔️ডা: মো: গুলজার হোসেন মায়ের দোয়া মেডিসিন কর্নার- মো: আশরাফুল ইসলাম গাফফার
0172-6441075.
✔️নুপুর মেডিপ্যাথ- মো জাহিদ হাসান
01712227314
✔️আলভী মেডিসিন কর্নার- মো: আজহারুল হক রুবেল।
01770603993


টিকেট সংখ্যা সীমিত।
পরামর্শ নেয়ার দিন আপনার সাথে টিকিট আনতে ভুলবেন না।

Free consultation, kanchan, Al Rafi Hospital

31/12/2022
ডেঙ্গু রোগ সম্বন্ধে সচেতন হন
31/10/2022

ডেঙ্গু রোগ সম্বন্ধে সচেতন হন

জ্বর কোন বিষয়?
প্যারাসিটামল জাতীয় ওষুধ খেলে তো জ্বর এমনি কমে যায় !!!

মনে রাখবেন ডেঙ্গু রোগ হলে জ্বর কমে গেলেও সতর্কতা বাড়িয়ে দিতে হয় দ্বিগুণ। কারণ ডেঙ্গু জ্বরে জ্বর কমা একটি খারাপ লক্ষণ !!

বিস্তারিত পড়ুন, জানুন , সবার সাথে #শেয়ার করুন--

শুধুমাত্র সচেতনতার অভাবে একজন সম্পূর্ণ সুস্থ মানুষ ডেঙ্গু আক্রান্ত হবার এক সপ্তাহের মধ্যে মারা যেতে পারে।
নিজের অসচেতনতার দায়ভার ডাক্তারদের উপর চাপানোর আগে একবার ভাবুন , সচেতনতার বিকল্প নেই ।

ইদানিং আবার ডেঙ্গুর প্রকোপ বেড়েছে ।
#ঢাকা_মেডিকেল_কলেজ_হাসপাতালের ওয়ার্ডগুলোতে প্রতিদিন ভর্তি হচ্ছে ১৫ থেকে ২০ জন ডেঙ্গু আক্রান্ত রোগী।
এ বছরের #অক্টোবর মাসেই ডেঙ্গু আক্রান্ত রোগীদের মধ্যে মারা গেছেন ।
তাদের আত্মার মাগফিরাত কামনা করছি।


তাই #ডেঙ্গু নিয়ে কিছু কথা না লিখলেই নয়।

জ্বর হলে ডাক্তার দেখান, প্রয়োজনীয় রক্তের পরীক্ষা করান।

ডেঙ্গু ধরা পড়লে ডাক্তারের পরামর্শ অনুযায়ী বাসায় থেকে অথবা প্রয়োজনে হাসপাতালে ভর্তি হয়ে চিকিৎসা করান।

এর #লক্ষণ
ঘুম থেকে ওঠার পর গায়ে জ্বর জ্বর ভাব। মাথায় হালকা ব্যাথা, চোখ নাড়াচাড়া করলে ব্যাথা বা অস্বস্তি লাগে। সাথে আস্তে আস্তে শুরু হয় গা ম্যাজ ম্যাজে ভাব।

আস্তে আস্তে জ্বর বাড়তে থাকে। সাথে তীব্র মাথা ব্যাথা। চোখ ব্যাথা মনে হতে পারে এটা আপনার জীবনের সবচেয়ে বাজে জ্বর। পরের দিন ঘুম ভাঙলে দেখবেন জ্বরের তীব্রতা আরো বেড়েছে। সাথে প্রচন্ড মাথা ব্যাথা এবং গা পা ব্যাথা। (বিশেষ করে পিঠের মাংশ গুলো অতিরিক্ত ব্যাথা থাকে। কাত ফিরতেও কষ্ট হয়।)

একই সাথে মুখের রুচি চলে যেতে থাকে। বমি বমি ভাব শুরু হয়।

৩নং দিনে জ্বরের প্রকোপ কমে আসে। মাথা ব্যাথার প্রকোপ কমে আসে। কিন্তু গা ব্যাথা বাড়ে। এসময় শরীরের বিভিন্ন জায়গায় লাল লাল গুটি গুটি দাগ দেখা যায়।
৪র্থ দিনে জ্বর আরো কমে আসে। কিন্তু মাথা ব্যাথা এবং গা ব্যাথা আগের মতোই থাকে। শরীর হয়ে যায় প্রচন্ড দুর্বল।
৫ম এবং ৬ষ্ঠ দিনে জ্বর আবার একটু মাথা চাড়া দেয়। তবে প্রথম দুই দিনের মতো তীব্রতা সেখানে থাকে না। মাঝে দুই দিন নেই। শেষের দুই দিন আবার জ্বর।
৭ম দিনের মাথায় জ্বর এবং শরীরের অন্য লক্ষণ গুলো একদম কমে আসে। রয়ে যায় শুধু দুর্বলতা । মাথা দাড় করানোই কঠিন হয়ে যায়।

এই লক্ষণ গুলোকেই বলে Dengue without warning sign .

এক্ষেত্রে রোগী কে বাসায় থেকে চিকিৎসা নিতে হবে। প্রচুর ানীয় খাবে । জ্বরের জন্য শুধু প্যারাসিটামল খেলেই চলবে। সাথে #সম্পূর্ণ_বিশ্রাম। এর বাইরে আর কোন চিকিৎসা সাধারণত দরকার হয় না।

তবে রোগীকে প্রতিদিন একটা CBC করা উচিৎ Platelet এর সংখ্যা দেখার জন্য।

***কোন রোগি গুলো #হাসপাতালে_ভর্তি হবেন ?

যদি ডেঙ্গু রোগীর মধ্যে সতর্কীকরণ কোন লক্ষণ থাকে!
যেমন :
#পেটে_ব্যথা , ি, #শ্বাস_নিতে_কষ্ট_হওয়া , #পেটে_পানি আসা
, নাক এবং মুখ বা যোনীপথ থেকে অস্বাভাবিক #রক্তপাত
-ডাক্তার যদি #লিভার_বড় পান।
-রক্ত পরীক্ষায় hematocrit বেড়ে গেলে এবং খুব দ্রুত Platelet (রক্তের একটা উপাদান ) কমে আসা।

এই লক্ষণ গুলো থাকলে রোগী কে অবশ্যই হাসপাতালে ভর্তি করিয়ে চিকিৎসা করাতে হবে।

এরপর আসে সবচেয়ে ভয়ানক Dengue. যাকে আমরা Severe Dengue বলে থাকি।
১০০ জনের মধ্যে ৩ জনের এমন Severe dengue হতে পারে।

#যমদূত এদের মাথার কাছে বসে থাকে । ভয়ের ব্যাপার হলো সাধারণত গায়ে যখন জ্বর থাকে না অর্থাৎ জ্বর আসার ৩য় এবং ৪র্থ দিনে রোগীর প্রেশার হঠাৎ কমে যায় এবং শরীরের ভিতরে-বাইরে রক্ত ক্ষরণ শুরু হয়- রোগীর অবস্থা খুবই খারাপ হয়ে যায়।

এই রোগী গুলোকে ICU তে রেখে চিকিৎসা করা হয়।

সিদ্ধান্ত আপনার !!!

মশারি টানিয়ে থাকবেন না কি ICU তে ??

ডেঙ্গু রোগ খুব সহজে নিরাময় যোগ্য ।

সঠিক সময়ে আপনার সচেতন সিদ্ধান্ত ডেঙ্গু রোগের মোকাবেলা করার জন্য যথেষ্ট।

পুনশ্চ: দোয়া করি নিচের ছবির রোগীর মত আপনাকে যেন হাসপাতালে এসে মশারি টানাতে না হয়।

30/10/2022

সবচেয়ে কম খরচে #রঙিন_আল্ট্রাসনোগ্রাফি
রুপগঞ্জ এর কাঞ্চনে ।
আজই সিরিয়াল দিন।
01726441075 এই নাম্বারে.।
শেয়ার করে জানিয়ে দিন ।

16/09/2022

ডায়াবেটিসের ওষুধ এর পার্শ্ব প্রতিক্রিয়া নিয়ে #ডা_মো_নাফিজ_ইমতিয়াজ স্যার এর আলোচনা-

https://fb.watch/fAmX99iSvR/

এখন থেকে প্রতি শুক্রবার ডা: মো: নাফিজ ইমতিয়াজ চেম্বার করবেন ভুলতার আল-রাফি হসপিটালে ।বিকাল ৫ টা থেকে রাত ৮ টা পর্যন্ত। ...
22/06/2022

এখন থেকে প্রতি শুক্রবার ডা: মো: নাফিজ ইমতিয়াজ চেম্বার করবেন ভুলতার আল-রাফি হসপিটালে ।
বিকাল ৫ টা থেকে রাত ৮ টা পর্যন্ত।
সিরিয়াল - 01726970488

05/06/2022

খুবই গুরুত্বপূর্ণ।

27/05/2022
প্রতি সোমবার ও মঙ্গলবার চেম্বার করবেন বিকাল ৪ টা - সন্ধ্যা ৭:৩০ টা পর্যন্তডা: মো : নাফিজ ইমতিয়াজ এম.বি.বি.এস (ঢাকা)এফ.স...
23/05/2022

প্রতি সোমবার ও মঙ্গলবার চেম্বার করবেন
বিকাল ৪ টা - সন্ধ্যা ৭:৩০ টা পর্যন্ত

ডা: মো : নাফিজ ইমতিয়াজ
এম.বি.বি.এস (ঢাকা)
এফ.সি.পি.এস (মেডিসিন)(সি.সি.)
সি.সি.ডি (বারডেম)
সি.এম.ইউ, ডি.এম.ইউ(ইবাইস ইউনিভার্সিটি)
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল
পরিচালক, আল-রাফি হসপিটাল লি.

সিরিয়াল - 01726441075 ( মো: আশরাফুল ইসলাম গাফ্ফার)

Serial er jonno call korun -01726441075 number e...
17/05/2022

Serial er jonno call korun -
01726441075 number e...

Address

Kanchan Uttar Bazar
Narayanganj
1461

Opening Hours

Monday 09:00 - 21:30
Tuesday 09:00 - 21:30
Wednesday 09:00 - 21:30
Thursday 09:00 - 21:30
Friday 09:00 - 21:30
Saturday 09:00 - 21:30
Sunday 09:00 - 21:30

Telephone

+8801726441075

Alerts

Be the first to know and let us send you an email when Dr Md Gulzar Hussain Mayer Dua Medicine Corner posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Practice

Send a message to Dr Md Gulzar Hussain Mayer Dua Medicine Corner:

Videos

Share