13/03/2023
রুহ্ আফজা ভিডিও কনটেন্ট প্রতিযোগিতা'২০২৩
সময়কাল: ৫মার্চ-৫এপ্রিল, ২০২৩
আপনার রুহ্ আফজার গল্প নিয়ে সর্বোচ্চ এক মিনিটের একটি ভিডিও তৈরি করুন এবং আপনার ফেসবুক প্রোফাইলে আপলোড করুন।
ভিডিও কনটেন্টের বিষয়:
• ইফতারীতে রুহ্ আফজা
• ক্লান্তি নিবারণে এবং পুষ্টি ঘাটতি পূরণে সারাবছর রুহ্ আফজা
• রুহ্ আফজা নিয়ে আপনার পছন্দের যেকোন বিষয়
প্রতিযোগিতায় অংশ নিয়ে জিতে নিন আকর্ষণীয় পুরস্কার। সেরা ২০টি ভিডিও এর জন্য রয়েছে আকর্ষণীয় পুরস্কার।
১ম পুরস্কার: ঢাকা-ব্যাংকক-ঢাকা এয়ার টিকেট
২য় পুরস্কার: ঢাকা-নেপাল-ঢাকা এয়ার টিকেট
৩ম পুরস্কার: ঢাকা-দিল্লি-ঢাকা এয়ার টিকেট
৪র্থ পুরস্কার: ঢাকা-কোলকাতা-ঢাকা এয়ার টিকেট
৫ম পুরস্কার: ঢাকা-কক্সবাজার-ঢাকা এয়ার টিকেট
৬ষ্ঠ-১০ম পুরস্কার: মোবাইল ফোনসেট
আরও দশটি আকর্ষনীয় পুরস্কার।
প্রতিযোগিতা যে কোন বয়সী সকল ছাত্র-ছাত্রীর জন্য উন্মুক্ত।
প্রতিযোগিতার শর্তাবলী :
* প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে রুহ্ আফজা ফেসবুক পেইজ Hamdard Roohafza এ লাইক দিতে হবে।
* ভিডিওটি সর্বোচ্চ এক মিনিটের হতে হবে।
* আপলোডকৃত ভিডিও অবশ্যই কপিরাইট ফ্রী হতে হবে। অর্থাৎ নিজের করা ভিডিও ব্যতীত অন্য কারো ভিডিও আপলোড করা যাবে না।
* ভিডিওর প্রাইভেসি পাবলিক রেখে নিজ প্রোফাইলে পোষ্ট করতে হবে।
* ভিডিওতে ক্যাপশন দিন এবং ক্যাপশনে হ্যাশট্যাগ লিখতে হবে।
* আপনার প্রোফাইলে পোষ্টকৃত ভিডিও লিংকটি রুহ্ আফজা ফেসবুক পেজের পিন পোস্টের কমেন্ট সেকশনে পেষ্ট করতে হবে।
* পুরস্কারের জন্য নির্বাচনের ক্ষেত্রে প্রতিযোগীদের পোষ্ট সমূহের লাইক, কমেন্ট ও শেয়ার এর উপর নির্দিষ্ট সংখ্যক নাম্বার থাকবে।
* তার সাথে ভিডিও কন্টেন্টগুলোর সৃজনশীলতা, বিষয় বস্তু, উপস্থাপনা এবং মানের উপর ভিত্তি করে ”জুরি বোর্ডের” মাধ্যমে পুরস্কারের জন্য নির্বাচিত করা হবে।
ভিডিও আপলোডের শেষ তারিখ : ৫ এপ্রিল ২০২৩খ্রিঃ
পুরস্কার বিতরণের তারিখ, সময় ও স্থান পরবর্তীতে পেজে জানিয়ে দেয়া হবে।
রুহ আফজা সম্পর্কিত বিস্তারিত তথ্য পেতে ভিজিট করুন : www.roohafza.com.bd, www.facebook.com/roohafzabd
[ বি.দ্র.– *হামদর্দ কর্তৃপক্ষ এই প্রতিযোগীতা সংক্রান্ত যেকোন বিষয়ে পরিবর্তন, পরিবর্ধন এবং সিদ্ধান্ত গ্রহনের অধিকার সংরক্ষণ করে।
*হামদর্দে কর্মরত ব্যাক্তিবর্গ ও তাদের পরিবারের সদস্যরা (স্বামী/স্ত্রী/সন্তান) এই প্রতিযোগীতায় পুরস্কারের জন্য বিবেচিত হবেন না। ]