Women's Hijama Care Narayangonj

Women's Hijama Care Narayangonj রাসূল (স:) বলেছেন তোমরা চিকিৎসার জন্য যত পদ্ধতি অবলম্বন করো তার মধ্যে হিজামা সর্বউত্তম|

ঘাড়ে হিজামা করার উপকারিতাঃ১ # ঘাড় ও কাঁধের ব্যথা উপশমে অত্যন্ত কার্যকর। ২ # মাথাব্যথা ও মাইগ্রেন কমাতে সহায়তা করে। ৩ # ঘ...
15/07/2025

ঘাড়ে হিজামা করার উপকারিতাঃ
১ # ঘাড় ও কাঁধের ব্যথা উপশমে অত্যন্ত কার্যকর।
২ # মাথাব্যথা ও মাইগ্রেন কমাতে সহায়তা করে।
৩ # ঘাড়ের রক্তসঞ্চালন স্বাভাবিক করে।
৪ # ঘাড়ের শক্ত ভাব ও স্টিফনেস দূর করে।
৫ # ঘুমের কোয়ালিটি বৃদ্ধি করে ও অনিদ্রা কমাতে সাহায্য করে।
৬ # উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণে সহায়তা করতে পারে।
৭ # টেনশন ও স্ট্রেস রিলিফে কার্যকর ভূমিকা রাখে।
📌 হিজামা অবশ্যই একজন দক্ষ এবং অভিজ্ঞ হিজামা থেরাপিস্টের কাছ থেকে করা উচিত।
হিজামা কেয়ার নারায়ণগঞ্জে দক্ষ এবং অভিজ্ঞ থেরাপিস্টদের দ্বারা হিজামা থেরাপি প্রদান করা হয়। আমাদের সেবা গ্রহণ করতে বা বিস্তারিত জানতে যোগাযোগ করুন।]
📞 যোগাযোগ: +880 1902-285878
📍 লোকেশন: হিজামা কেয়ার নারায়ণগঞ্জ, রিয়াজ সুপার মার্কেট, ২য় তলা, নারায়ণগঞ্জ।
#হিজামা #কেয়ার #নারায়ণগঞ্জ #ডিআইটি #সদর #কাপিং #থেরাপি

🥩 ঈদে অতিরিক্ত গোশত খাওয়ার পর শরীরে নানা সমস্যা দেখা দিচ্ছে?পেটের গ্যাস, এলার্জি, মাথা ব্যথা, শরীর ভারী লাগা, ঘুমের সমস্...
11/06/2025

🥩 ঈদে অতিরিক্ত গোশত খাওয়ার পর শরীরে নানা সমস্যা দেখা দিচ্ছে?
পেটের গ্যাস, এলার্জি, মাথা ব্যথা, শরীর ভারী লাগা, ঘুমের সমস্যা কিংবা অস্বস্তিকর অনুভূতি— এসব অনেকের ঈদের পরের সাধারণ অভিজ্ঞতা।

😰 মাংস হজম না হওয়া ও অতিরিক্ত প্রোটিন শরীরে টক্সিন তৈরি করে, যা রক্তে দূষণ বাড়ায় ও শরীর দুর্বল করে তোলে।
📌 আর এ সময় যারা আগে থেকেই এলার্জি বা চর্মরোগে ভোগেন, তাদের সমস্যাও দ্বিগুণ হয়ে ওঠে।

🎯 এই সমস্যার সুন্নাহভিত্তিক ও প্রাকৃতিক সমাধান হতে পারে হিজামা (Cupping Therapy)।

✨ হিজামার উপকারিতা:
✅ শরীরে জমে থাকা টক্সিক রক্ত বের করে দেয়
✅ এলার্জি ও হজম সমস্যা প্রশমিত করে
✅ মাথা ব্যথা, গ্যাস্ট্রিক, শরীর ব্যথা কমায়
✅ ঘুম ভালো হয়, ক্লান্তি দূর হয়
✅ রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে
✅ এটি একটি পরীক্ষিত সুন্নাহসন্মত চিকিৎসা
Women's Hijama Care Narayangonj
আমাদের এখানে অভিজ্ঞ হিজামা এক্সপার্ট দ্বারা
🔹 সুন্নাহ পদ্ধতিতে হিজামা করা হয়

📞 এখনই ইনবক্স করুন কিংবা কল করে অ্যাপয়েন্টমেন্ট বুক করু
Hotline :01908916235
# Hizama Care Narayanganj #

যাদের চুল পড়ছে,অল্প বয়সেই টাক পড়ে মাথার তালু ফাঁকা হচ্ছে তাদের কাছে যদি চিকিৎসার ব্যাপারে জানতে চাওয়া হয়,তাহলে শতকরা ৯৫ ...
10/06/2025

যাদের চুল পড়ছে,অল্প বয়সেই টাক পড়ে মাথার তালু ফাঁকা হচ্ছে তাদের কাছে যদি চিকিৎসার ব্যাপারে জানতে চাওয়া হয়,তাহলে শতকরা ৯৫ ভাগ রোগীই বলবেন চুলের জন্যে যেসব চিকিৎসা তারা নিয়েছেন তাতে তারা সন্তুষ্ট ছিলেন না!

New York Times এর একটা প্রতিবেদনে উঠে এসছে চুলের পেছনে যে পরিমাণ মিলিয়ন মিলিয়ন ডলার গড়ে আমেরিকানরা খরচ করেন তার তুলনায় যে উপকার তারা পান সেটা অত্যন্ত নগন্য এবং অধিকাংশ ক্ষেত্রে ক্ষণস্থায়ী!

এক অর্থে এই Hair Treatment ইন্ডাস্ট্রিটি আসলে বিক্রি করে মিলিয়ন ডলারের 'Hope'!আমরা টাকা দিয়ে 'আশা' কিনি - যদি লেগে যায় কোনভাবে!

পুরুষদের ক্ষেত্রে অল্প বয়সেই মাথার তালু থেকে চুল পড়ে যাওয়ার প্রধান কারন মাথার তালুর চুলের গোড়ায় যে Hair follicle রয়েছে তাতে মাত্রাতিরিক্ত Dihydrotestosterone (DHT) জমা হওয়া।

FDA approved যে দু'টো drug চুল পড়া বন্ধে বহুল ব্যবহার হয় তার একটি Minoxidil, যা চুলের গোড়ার blood circulation উন্নত করে। কিন্তু প্রতিদিন ২ বার ১০ চাপ করে স্প্রে নিয়ম মেনে দেওয়া আসলে কঠিন! আবার সবার জন্যে যে এটি ফলদায়ক তাও কিন্তু নিশ্চিত না!

আরেকটি ড্রাগ Fenesteride DHT উৎপাদনে বাঁধা দেয়।কিন্তু sexual desire কে ক্ষতিগ্রস্ত করার ঝুঁকি এর ব্যবহারের জনপ্রিয়তা কমিয়েছে।

PRP(Platelet rich plasma) চুল পড়া সমাধানে বর্তমান সময়ে বেশ জনপ্রিয়তা পেয়েছে। আমরা অনেকেই হয়তো জানিনা FDA কিন্তু PRP কে Hair Transplantation এর medication হিসেবে এখন ও স্বীকৃতি দেয়নি। কিন্তু efficacy- র বিবেচনায় ব্যয়বহুল হলেও এই চিকিৎসা পদ্ধতিকেই এখন সবাই গ্রহণযোগ্য ভাবছেন।

অনেকেই আজকাল জানতে চান আমাদের কাছে --"হিজামার সাথে কী চুল গজানোর কোন যোগসূত্র আছে?"

মাথায় বিভিন্ন রোগের জন্যেই দেখা যায় হিজামা পয়েন্টস রয়েছে। আমরা যেহেতু বিভিন্ন রোগের জন্যেই হিজামা করি তাই মাথাতেও সংশ্লিষ্ট রোগের জন্যে হিজামা করা হয়েছে বিভিন্ন রোগীর!

আমরা দেখলাম, রোগীদের ভাষ্যমতে এসব জায়গাগুলোতে নাকি খুব দ্রুত চুল গজাচ্ছে এবং আশেপাশের জায়গাগুলোতেও চুল পড়ে যাওয়ার মাত্রা বেশ কমে যাচ্ছে!

থিওরিটিক্যালি চুল গজানোর ক্ষেত্রে হিজামার উল্লেখযোগ্য অবদান আছে। এ ব্যাপারে আমরা নিশ্চিত অনেক আগে থেকেই ! যেভাবে হিজামা কাজ করে তা সত্যিই ভীষণ আশান্বিত হবার মত!

১) Androgenic Alopecia তে Causative pathologic substance হল DHT(Dihydrotestosterone), প্রতি সেশন হিজামা তে মাথার তালুর আক্রান্ত জায়গা থেকে কাপিং ব্লাড এর সাথে প্রচুর DHT বের হয়ে আসে।এটি হিজামার excretory benefit এর একটা উদাহরণ।

২) অন্যদিকে হিজামার মাধ্যমে তৈরি হওয়া নাইট্রিক অক্সাইড একটি potent vasodilator, তাই হিজামা local healthy blood circulation promote করে।

চুলের চিকিৎসায় সব প্রচলিত পদ্ধতিগুলোর ব্যর্থতা বা অনিশ্চয়তা দেখে হিজামা কে এদের মাঝে নিয়ে আসার কোন ইচ্ছে ছিল না আমাদের। এর একটা কারন বেশিরভাগ রোগে এই সুন্নাহ চিকিৎসাটি এরই মাঝে আমাদের রোগীদের মাঝে তার নির্ভরতার জায়গা করে নিয়েছে! সেটা ধরে রাখাটা আমাদের জন্যে দরকার! Hairfall এর চিকিৎসায় কথা দেয়ার ঝুঁকি আছে, অনিশ্চয়তা আছে!

পরে আমরা ভেবে দেখলাম যদি কারো উপকারে আসে তার জন্যে হলেও আমরা চেষ্টা করে দেখতে পারি!
রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম হিজামাকে 'সর্বোৎকৃষ্ট' চিকিৎসা বলেছেন। তাহলে চুলের চিকিৎসাতেই বা কেন নয়?

মাথায় হিজামা করালে যে লাভগুলো করালে হবে :

১) এটি একসাথে দুটি athologic target কে cover করে।
তাই চুল পড়া বন্ধে প্রতিদিন শ্যাম্পু, লোশন, স্প্রের অত্যাচার থেকে বাঁচতে হিজামা নতুন আশা বয়ে নিয়ে আসবে।

২) খরচের দিক বিবেচনায় হিজামা PRP এর তুলনায় অনেক বেশি সহজলভ্য।

৩) Prophetic Medicine এর অংশ হিসেবে হিজামা একদম নিরাপদ।

৪) চিকিৎসা হিসেবে একটা সুন্নাহকে বেছে নেওয়ার spiritual benefits and rewards তো আছেই!

৫)মাথা ব্যথা বা রিলাক্সেশন এ মাথায় হিজামা অত্যন্ত উপকারী। চুলের জন্যে চিকিৎসা নিলেও এই উপকারগুলো বাড়তি পাওয়া।

হিজামা সেশন প্ল্যান :
মোট সেশন : ৪ টি

প্রথম সেশন এর ১৫ দিন পর ২য় সেশন।
২য় সেশন এর ১ মাস পর ৩য় সেশন এবং এর ঠিক ১ মাস পর ৪র্থ সেশন।
এরপর চুলের যত্নে ৩ মাস পর পর অথবা রেসপন্স এর উপর নির্ভর করে ৬ মাস পর পর হিজামা/কাপিং করানো যেতে পারে।

যে বিষয়গুলো মাথায় রাখতে হবে :

১) একটা লজিক্যাল এক্সপেক্টেশন রাখবেন। Response vary from person to person! It widely dependent on existing damage to the hair follicles!
হিজামা করে সাথে সাথেই অজস্র চুল আশা করবেন ব্যাপারটা একদম সেরকম না! হিজামা ন্যাচারাল গ্রোথ বুস্ট আপ করে। তাই হিজামা করে হেয়ার ট্রান্সপ্লান্টেশন এর মত কৃত্রিম পরিবর্তন আশা করা যাবেনা।

প্রতিটা সেশনেই পরিবর্তন আসে। তাই ধৈর্য্য রাখতে হবে কমপক্ষে ৩ মাস। চুল পড়ার হার যে কমে যাচ্ছে এই পরিবর্তন টা সবার আগে বুঝতে পারা যাবে।

২) ট্রিটমেন্ট শিডিউল মেনে চলার মানসিকতা থাকতে হবে। মাঝপথে চিকিৎসা বন্ধ করবেন না। সেক্ষেত্রে বুঝে শুনে প্ল্যান করুন।

৩) হিজামার ব্যাপারে যেটা ভাল দিক সেটা হল এর কোন সাইড এফেক্ট নেই যা ওষুধগুলোতে আছে! তাই দীর্ঘদিল বিনা সংকোচে হিজামার উপর নির্ভর করা যায়। রোজ রোজ চুলের পেছনে সময় দেয়ার ঝামেলাও নেই।

তাই চুলের চিকিৎসায় যারা হাঁপিয়ে উঠেছেন তারা এই সুন্নাহ চিকিৎসা পদ্ধতিটি বেছে নিতে পারেন। আমরা বিশ্বাস করি যেকোন চিকিৎসা পদ্ধতির চেয়ে কাপিং/হিজামা আপনার কাছে অনেক বেশি কার্যকর ও সহজতর মনে হবে।

** হিজামা (CUPPING) করাতে যোগাযোগ করুন **

Hotline : 01908916235
Women's Hizama care Narayanganj
Narayagonj DIT Rize super Market

𝑭𝒐𝒍𝒍𝒐𝒘𝒆𝒓𝒔.  হিজামা কেন করাব? কোথায় করাব? Women's Hijama Care Narayangonj  তে সকলের জন্য সুন্নাহ হিজামা রয়েছে যা পুরো শরী...
09/06/2025

𝑭𝒐𝒍𝒍𝒐𝒘𝒆𝒓𝒔. হিজামা কেন করাব? কোথায় করাব? Women's Hijama Care Narayangonj তে সকলের জন্য সুন্নাহ হিজামা রয়েছে যা পুরো শরীর থেকে ইউরিক এসিড, ইউরিয়া, শরীরের বর্জ্য নিষ্কাশিত করে। এছাড়াও নির্দিষ্ট যে যে রোগের জন্য করানো হয়-

হিজামা যে যে রোগের জন্য করা যায়। যেমন-

❂উচ্চরক্তচাপ (High Blood Pressure)❂কিডনির সমস্যা(Kidney Disease)❂লিভারের সমস্যা ❂ঘুম জনিত সমস্যা (insomnia)❂যে কোন রকমের চর্মরোগ (Chronic Skin Diseases)❂আরথ্রাইটিস ❂জয়েন্টের ব্যথা (Gout Pain)❂বাতের ব্যথা (Arthritis)❂পায়ের তালুর ব্যথা❂রক্ত জমাট বাধা বা অবস ভাব ❂হাঁটু ব্যথা (Knee Pain)❂ঘাড়ে ব্যথা (Neck Pain)❂কোমড় ব্যথা (Waist Pain)❂ব্যথায় পায়ের পাতা ফেলতে সমস্যা ❂মাংসপেশীর ব্যথা (muscles spasm)❂প্যারালাইসিস বা কোন অংগ অবশ হয়ে যাওয়া(Paralysis) ❂ডায়াবেটিস (Diabetes) ❂চুল পড়া (Hair fall) ❂মোটা সমস্যা (obesity)❂হরমোনাল সমস্যা ❂মাইগ্রেনের ব্যথা (Migraine) ❂স্মৃতিহীনতা (Parkinson's disease) ❂মনোযোগ বৃদ্ধি ❂দীর্ঘকালীন মাথা ব্যথা (Headache) ❂থাইরয়েডের সমস্যা (Thyroid Problem) ❂সাইনুসাইটিস (Sinuses problem) ❂এজমা/ হাপানি (Asthma) ❂রক্তসংবহন তন্ত্রের ইনফেকশন(Blood circulation system) ❂গ্যাস্ট্রিক / আলসারের সমস্যা (Gastric/Ulcer) ❂ব্রণ (Acne)❂শরীরের বর্জ্য নিষ্কাশন, খোস/পাচড়া (Remove toxin from body)❂পিঠে বা সারা শরীরের যে কোন রকমের ব্যথা ❂হাড় ক্ষয় বা সরে যাওয়ার ফলে ব্যথা ❂মেয়েদের অনিয়মিত মাসিক কিংবা মেয়েদের অন্যান্য সমস্যা ❂রক্ত সঞ্চালন বৃদ্ধি করে প্রচলিত রোগ দূরীকরণে সাহায্য করা ❂রক্তজমাট বাঁধা (Varicose Vein)❂দূষিত রক্ত পরিষ্কারকরণ ❂সার্জারির পরবর্তী ব্যথা ❂চিকুনগুনিয়ার ব্যথা এছাড়াও❂সুন্নাহ হিজামা যা সুস্থ থাকা অবস্থাতেও করে রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করা (Develop Immune Power)❂মানসিক সমস্যা (Psychological disorder) সহ ইত্যাদি বিভিন্ন সমস্যায় হিজামা করুন। উপকার পান। এটি একটি বিজ্ঞানসম্মত অসাধারণ ইসলামিক চিকিৎসা। আল্লাহর ইচ্ছায় হিজামার যে কোন রোগ সারানোর আশ্চর্য ক্ষমতা আছে।

** হিজামা (CUPPING) করাতে যোগাযোগ করুন **

Hotline :019896235

Chamber - Narayangonj DIT

(মহিলাদের জন্য মহিলা থেরাপিষ্ট রয়েছে)

> #কাদ_ব্যাথা #হাতের_যে_কোন_অংশে_ব্যাথা #আঘাতজনিত #মেরুদণ্ড_ব্যাথা #পায়ের_যে_কোন_অংশে_ব্যাথা #মাথা_ব্যাথা

01/06/2025

🩸পায়ে হিজামা -শুধু ব্যথা নয়, সমাধান অনেক কিছুর!

🔶 পায়ের হিজামার উপকারিতাঃ

✅ গোড়ালি, অ্যাঙ্কেল বা পায়ের জয়েন্টে ব্যথা কমায়
✅ ইউরিক অ্যাসিড কমিয়ে গাউট বা আরথ্রাইটিসের উপশমে সহায়ক
✅ রক্তসঞ্চালন বৃদ্ধি করে পায়ের ভারী ভাব বা অবসাদ দূর করে
✅ নার্ভ ও লিম্ফ্যাটিক ড্রেনেজ উন্নত করে
✅ ডায়াবেটিক পেশেন্টদের জন্য উপকারী – বিশেষ করে যাদের পায়ে স্নায়ুবিক সমস্যা বা ঝিনঝিনে অনুভূতি হয়
✅ শরীরের নিচের অংশে রক্তের দূষিত অংশ বের করে এনে শরীরকে ভারসাম্যপূর্ণ রাখে

🌿 পায়ের হিজামা শুধুমাত্র ব্যথার জন্য নয়, বরং এটি একটি পূর্ণাঙ্গ থেরাপি যার মাধ্যমে শরীরের নিচের অংশে জমে থাকা টক্সিন দূর করা যায়।

🕋 রাসূলুল্লাহ ﷺ বলেছেন: "নিশ্চয়ই তোমাদের চিকিৎসার সর্বোত্তম মাধ্যম হলো হিজামা..." (সহীহ বুখারী)

✅ অভিজ্ঞ হিজামা থেরাপিস্ট
✅ সেফটি, হাইজিন ও সুন্নাহ অনুযায়ী প্রক্রিয়া

⚠️ চিকিৎসা নেওয়ার আগে অবশ্যই উপযুক্ত পরামর্শ নিন।

📌 হিজামা করতে চান? আমাদের সাথে যোগাযোগ করুনঃ
📞 ইনবক্স করুন / কল করুন 📲 +880 1902-285878
📍 লোকেশন: হিজামা কেয়ার নারায়ণগঞ্জ, রিয়াজ সুপার মার্কেট, ২য় তলা, নারায়ণগঞ্জ।

🔄 শেয়ার করে ছড়িয়ে দিন এই সুন্নাহ চিকিৎসার বার্তা।

হিজামা করলেই কাপ ভরে ভরে ব্লাড /টক্সিন এলিমেন্ট আসেনা!যারা এরকম ছবি পোষ্ট করেন,বা ভিডিও করেন তারা কোন উদ্দেশ্যে করেন, তা...
29/04/2025

হিজামা করলেই কাপ ভরে ভরে ব্লাড /টক্সিন এলিমেন্ট আসেনা!

যারা এরকম ছবি পোষ্ট করেন,বা ভিডিও করেন তারা কোন উদ্দেশ্যে করেন, তারাই জানেন।

এসব জিনিস একে তো মানুষ ভয় পায়।

আবার যারা সাহসী, এই উদ্দেশ্যে হিজামা করতে আসে যে, তার শরীর থেকে এতো এতো বিষাক্ত পদার্থ বের করে ফেললেই তিনি সুস্থ হয়ে যাবেন।

কিন্তু হিজামার সময় যখন দেখেন, নেটে দেখে আসা এমন কিছুই হয়না। অল্প টক্সিন এলিমেন্ট ই রিলিজ হয়েছে!!

মূলত, হিজামা কিভাবে কাজ করে, এর বিভিন্ন থিওরি রয়েছে। হিজামার যে কাট বা স্ক্র‍্যাচ দেয়া হয় সেটার কারনেই মেইন বেনিফিট পাওয়া যায়, অনেক সময় ওষুধ গ্রহণ ছাড়াই।

যেমন ধরেন, কেউ ব্যাথার জন্য হিজামা গ্রহণ করলেন, তার টক্সিন যতটুকু ছিলো তত টুকুই বের হবে। অতিরিক্ত বের করার জন্য বারবার খোচাখোচি করা বা ডিপ কাট দেয়ার প্রয়োজন নেই।

Paine-gate Theory অনুযায়ী হিজামা এখানে কাজ করবে, ন্যাচারাল পেইন কিলার প্রোডিউস করবে।

তাই "সব ব্লাড বের হয়ে যাবে" বলে ভয় পাওয়ার যেমন কিছু নাই,

তেমনি আশানুরূপ টক্সিন রিলিজ না হলেও আশাহত হওয়ার কিছু নাই।

আশানুরূপ ফল ইন শা আল্লাহ পাবেন।

🟢 Appointment Available
Women's Hijama Care Narayangonj
DIT Rize super Market 2nd Floors
Mobile:01908916235

28/04/2025
30/12/2024

29/12/2024

শীতকাল হল এমন একটি ঋতু যখন শরীরের রক্ত সঞ্চালন তুলনামূলকভাবে ধীর হয়ে যায়, যা বিভিন্ন শারীরিক সমস্যার সৃষ্টি করতে পারে। এই সময়ে হিজামা থেরাপি হতে পারে একটি প্রাকৃতিক এবং কার্যকর পদ্ধতি, যা আপনার শারীরিক ও মানসিক সুস্থতা নিশ্চিত করে।

শীতকালে হিজামার কিছু বিশেষ সুবিধা:
রক্ত সঞ্চালন বৃদ্ধি:
হিজামা থেরাপি রক্ত সঞ্চালনকে উন্নত করে, যা শরীরকে উষ্ণ রাখতে সাহায্য করে।

বিষাক্ত পদার্থ দূরীকরণ:
হিজামা শরীর থেকে ক্ষতিকারক টক্সিন দূর করে, যা শীতকালে শরীরের ভারসাম্য বজায় রাখতে সহায়তা করে।

ব্যথা উপশম:
ঠান্ডা আবহাওয়ায় জয়েন্ট এবং পেশীর ব্যথা বাড়তে পারে। হিজামা থেরাপি এই ব্যথা থেকে মুক্তি দেয়।

ইমিউন সিস্টেম শক্তিশালীকরণ:
শীতকালে ঠান্ডা, সর্দি, এবং ফ্লু-এর মতো সমস্যার ঝুঁকি বেশি থাকে। হিজামা থেরাপি শরীরের প্রতিরোধ ক্ষমতা বাড়িয়ে এই সমস্যাগুলো প্রতিরোধে সাহায্য করে।

মানসিক চাপ কমানো:
শীতকালের দীর্ঘ রাত ও আবহাওয়া অনেকের মধ্যে মানসিক চাপ ও বিষণ্নতা সৃষ্টি করে। হিজামা এই চাপ দূর করে মানসিক প্রশান্তি আনে।

আমাদের সেবা:
হিজামা কেয়ার নারায়ণগঞ্জে আমরা দক্ষ এবং অভিজ্ঞ থেরাপিস্টদের দ্বারা হিজামা থেরাপি প্রদান করি। আমাদের সেবা গ্রহণ করতে বা বিস্তারিত জানতে এখনই যোগাযোগ করুন।

📞 যোগাযোগ: +880 1902-285878
📍 লোকেশন: হিজামা কেয়ার নারায়ণগঞ্জ, রিয়াজ সুপার মার্কেট, ২য় তলা, নারায়ণগঞ্জ।

আপনার স্বাস্থ্য আমাদের দায়িত্ব। আজই হিজামার মাধ্যমে সুস্থ জীবনের পথে এগিয়ে যান।

#হিজামা #কেয়ার #নারায়ণগঞ্জ #ডিআইটি #সদর #কাপিং #থেরাপি

23/11/2024

Address

Narayangonj DIT
Narajanganj
1400

Telephone

+8801992419350

Website

Alerts

Be the first to know and let us send you an email when Women's Hijama Care Narayangonj posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Practice

Send a message to Women's Hijama Care Narayangonj:

Share

Share on Facebook Share on Twitter Share on LinkedIn
Share on Pinterest Share on Reddit Share via Email
Share on WhatsApp Share on Instagram Share on Telegram